23/08/2025
♥️মন খারাপ? নিজের জন্য এই ৩টি কাজ করুন❤️
১: বাইরে যান, হাঁটুন
প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি মনকে ফ্রেশ করে, শরীরে এনার্জি বাড়ায়, আর নেতিবাচক ভাবনা কমায়।
২: অতিরিক্ত সিরিয়াস হবেন না,
জীবনের প্রতিটি সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিলে মানসিক চাপ আরো বেড়ে যায় । কিছু কিছু সমস্যা হালকাভাবে নিলে স্ট্রেস কমে, মানসিক স্বাস্থ্য ভালো থাকে।
৩: সমস্যার জায়গা ছেড়ে দিন,
যেখানে সমস্যা অতিরিক্ত আর স্ট্রেসও অনেক বেশি, সেখান থেকে দূরে সরে যান।
— মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে নিজের জীবনে শান্তি ফিরিয়ে আনা। ❤️
#মনোবল #মানসিকশান্তি