Nutritionist Debjani Dey

Nutritionist Debjani Dey I’m here to help you put together some healthy meals, kick the junk food habit if you’re struggling.

মেটাবলিজম দুর্বল হলে যেসব লক্ষণ দেখা যায়:ঘন ঘন অসুস্থ হওয়াচুল পড়া বা পাতলা হয়ে যাওয়াসকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগাহজম ধ...
05/12/2025

মেটাবলিজম দুর্বল হলে যেসব লক্ষণ দেখা যায়:

ঘন ঘন অসুস্থ হওয়া

চুল পড়া বা পাতলা হয়ে যাওয়া

সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগা

হজম ধীর হয়ে যাওয়া

ওজন কমাতে কষ্ট হওয়া

ঠান্ডা বেশি লাগা

ত্বক রুক্ষ বা নখ ভেঙে যাওয়া

মুড সুইং বা অনিয়মিত পিরিয়ড

এখন তাহলে কী করবেন? মেটাবলিজম সাপোর্টের সহজ উপায়:

✅ পর্যাপ্ত ক্যালোরি খান। খুব কম খেলে হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়।

✅ সকালে সূর্যের আলোতে থাকুন, সারাদিনের এনার্জির জন্য এই অভ্যাস জরুরি।

✅ মিল স্কিপ করবেন না, নিয়মিত সময়ে খাওয়া দাওয়া করুন।

✅ ব্লাড সুগার ব্যালান্সে রাখুন, প্রতিবার খাবারে প্রোটিন ফ্যাট রাখুন।

✅ প্রয়োজনে এক্সপার্টের সহায়তায় প্রয়োজনীয় টেস্ট করিয়ে শরীরের ভিতরের ভারসাম্যহীনতা খুঁজে বের করুন।

✅ প্রতিদিন হাঁটুন। বেশি না, শুধু নড়াচড়ার মধ্যে থাকলেও অনেক লাভ।

✅ ঘুমকে প্রায়োরিটি দিন।

✅ ওয়াটার ইনটেক ও ইলেক্ট্রোলাইট ব্যালেন্স এর দিকে খেয়াল রাখুন। লবণ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ইত্যাদি গুরুত্বপূর্ণ।

✅ স্ক্রিন টাইম কমান, কারন এতে মেলাটোনিন সিক্রেশন কমে যায়, ঘুমেও সমস্যা করে।

✅ অ্যালকোহল ও প্রসেসড খাবার বাদ দিন, কারন তা মেটাবলিজমে বড় বাধা।

✅ পিরিয়ড সাইকেল ট্র্যাক করুন, হরমোনের অবস্থা বুঝতে সাহায্য করে।

✅ হাসিখুশি থাকুন, নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন। স্ট্রেস কমলে হরমোনও ঠিক থাকে!

✅ আপনার শরীর আপনাকে বারবার সংকেত দিচ্ছে। শুনুন, বুঝুন, শরীরকে সাপোর্ট করুন, দেখবেন সুস্ততা সহজ হয়ে যাবে

Cp

               মাতৃত্বের স্বাদ ❤❤❤   For any kind of dietary consultation & lifestyle modification you can contact with ...
31/10/2025



মাতৃত্বের স্বাদ ❤❤❤
For any kind of dietary consultation & lifestyle modification you can contact with me❤️❤️❤️❤️
Hurry up!!!!!
Feel free and DM me😍😍😍😍
Nutritionist Debjani Dey

✓Only home made food
❌no product
❌no supplement
❌no fancy food

CONSULTATION NO - 099032 78985

13/10/2025

দৈনিক ২.৫ -৩ লিটার জল যথেষ্ট প্রাপ্তবয়স্ক একজন সুস্থ মানুষের জন্য।যারা ভারী ব্যায়াম করেন তাদের জন্য ১ লিটার বাড়তে পারে। যারা প্রচুর ঘামেন বা বাইরে কাজ করেন তাদের জন্য ১ লিটার জল বেশী লাগে। পিরিয়ডের সময় হাফ লিটার বেশী খাবেন।কিডনী রোগীর জন্য জলসহ সকল তরল নির্দিষ্ট সেটা তার ক্রিয়েটিনিন এর উপর নির্ভর করে ঠিক করা হয়। বাচ্চাদের বয়সভেদে জল পরিমান ভিন্ন। জল ভালো জিনিস বলে যারা সকালে ঘুম থেকে উঠেই এক দেড় লিটার খেয়ে ফেলেন আর সারাদিন ৬-৮ লিটার খেয়ে একটু পরপর ওয়াশরুমে যান তারা অতি সচেতন হতে গিয়ে ভুল করেন। কারন প্রয়োজনের অতিরিক্ত সব খারাপ এমনকি ভালোবাসাও।

🤨🤨🤨🤨🤨
08/10/2025

🤨🤨🤨🤨🤨

পুজো শেষ এবছরের মতো।কয়েকদিন অনেক অনিয়ম, অনেক খাওয়া দাওয়া হলো। এবার আবার নজর দিতে হবে স্বাস্থ্যের দিকে। যারা পুজোর আগ...
07/10/2025

পুজো শেষ এবছরের মতো।
কয়েকদিন অনেক অনিয়ম, অনেক খাওয়া দাওয়া হলো। এবার আবার নজর দিতে হবে স্বাস্থ্যের দিকে।
যারা পুজোর আগে ডায়েট প্ল্যান অনুযায়ী চলছিলে, তারা আলসেমি না করে আবার শুরু করো। আর যারা ভেবে রেখেছিলে পুজোর পর একবারে শুরু করবে, জলদি শুরু করো।
Customized diet plan এর জন্য ইনবক্সে যোগাযোগ কোরো 😊

22/09/2025

আমড়ায় ভিটামিন সি,এ,বি আছে, ফাইবার আছে।পাশাপাশি ক্যালসিয়াম ,আয়রন ও ফসফরাসও আছে অল্প পরিমানে।
দেশীয় ফল খান,অল্প দামে অধিক পুষ্টি পাবেন।

Sunday breakfast 😋😋😋  Tomader breakfast e ki chilo aj??
31/08/2025

Sunday breakfast 😋😋😋

Tomader breakfast e ki chilo aj??

Shout out to my newest followers! Excited to have you onboard! Susanta Śģ, Nilanjana Paul, Suman Chand, Mahabir Barat, D...
31/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Susanta Śģ, Nilanjana Paul, Suman Chand, Mahabir Barat, Dipraj Biswas, Sumi Parvin, Anamika Das, Rahul Islam, D. Amit

28/08/2025

১.আমি সপ্তাহে অন্তত ৫ দিন হাটি -১০
২.আমি রাত জাগিনা -১০
৩.আমি নরমালি ফাস্টফুড কোল্ডড্রিংকস খাই না-১০
৪.দুধ চা ডেইলি খাইনা -১০
৫.ডেইলি অন্তত ২-৩ লিটার পানি পান করি-১০
৬.কেউ জোর করেও আমাকে অতিরিক্ত খাওয়াতে পারে না -১০
৭.ডায়েটকন্ট্রোল শুরু করে ভালোভাবে মেনে চলি-১০
৮.প্রতিদিন অন্তত একবেলা ফল খাই -১০
৯.ভাত খেতে বসলে পৃথিবী ভুলে গিয়ে অতিরিক্ত ভাত খাইনা-১০
১০.কোনোরকম ওষুধ খেতে হয়না -১০

আপনার স্কোর কত?

PCOD বা PCOS কি?এটা নারীদের একটি হরমোনজনিত সমস্যা।এ রোগে ডিম্বাশয়ে (o***y) অনেকগুলো ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং হরমোনের ভা...
19/08/2025

PCOD বা PCOS কি?
এটা নারীদের একটি হরমোনজনিত সমস্যা।এ রোগে ডিম্বাশয়ে (o***y) অনেকগুলো ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

লক্ষণগুলো কি কি?

*অনিয়মিত পিরিয়ড বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া
*অতিরিক্ত ওজন বৃদ্ধি, বিশেষ করে ভুড়ি বেড়ে যাওয়া
*মুখে ও শরীরে অতিরিক্ত লোম গজানো
*মুখে ব্রণ (acne) ও তৈলাক্ত ত্বক
*চুল পড়া বা মাথার চুল পাতলা হয়ে যাওয়া
*গর্ভধারণে সমস্যা

PCOD হওয়ার মূলত কারন ৪ টি:

*ইনসুলিন রেজিস্ট্যান্স (শরীর ঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে না পারা)
*হরমোনের ভারসাম্যহীনতা (androgen হরমোন বেশি থাকা)
*অতিরিক্ত ওজন বা স্থূলতা
*জেনেটিক কারণ

PCOD এর সমাধান:
*ওজন নিয়ন্ত্রণ করা। ডাক্তার সরাসরি ওজন কমানোকে এর মূল চিকিৎসা বলে থাকেন।
*খাদ্যাভ্যাস পরিবর্তন
*স্ট্রেস কমানো

04/08/2025

দেখুন আমি চার্ট রেডি করে দিবো।মেইনটেইন আপনাকেই করতে হবে।পুরোপুরি মেইনটেইন করার পর যদি ওজন না কমে সব দায়িত্ব আমার।কিন্তু মেইনটেইন না করতে পারলে আমি ব্যর্থ না,ব্যর্থতা আপনার।

আবার শত শত মানুষ পারছে আপনি পারছেন না এটাও তো ঠিক না।সুস্থ থাকবেন ,ফিট থাকবেন ,দেখতে সুন্দর লাগবে এত কিছুর জন্য সামান্য ডেডিকেশন দেবেন না সেটা হয়? বলুন
Nutritionist Debjani Dey

Address

Kolkata
700133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Debjani Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category