ফিজিও-থেরাপি Physio-therapy

  • Home
  • ফিজিও-থেরাপি Physio-therapy

ফিজিও-থেরাপি Physio-therapy বাত, ব্যাথা, প্যারালাইসিস, ডিজাবিলিটি, ইনজুরি ইত্যাদি সমস্যায় ফিজিও থেরাপি নিন সুস্থ থাকুন!

Trapezius Muscle:The trapezius is a large, flat, triangular muscle that extends across the back of the neck and shoulder...
31/05/2025

Trapezius Muscle:
The trapezius is a large, flat, triangular muscle that extends across the back of the neck and shoulders, covering the upper back.

Origin:
Upper fibers: External occipital protuberance, nuchal ligament

Middle fibers: Spinous processes of C7 to T3

Lower fibers: Spinous processes of T4 to T12

Insertion:
Lateral third of the clavicle (collarbone)

Acromion

Spine of the scapula (shoulder blade)

Nerve Supply:
Motor: Accessory nerve (Cranial Nerve XI)

Sensory: C3 and C4 spinal nerves (for proprioception and pain)

Blood Supply:
Transverse cervical artery

Dorsal scapular artery

Function:
The trapezius muscle is divided into three parts, each with different functions:

Upper fibers: Elevate the scapula (e.g., shrugging the shoulders)

Middle fibers: Retract the scapula (pull the shoulder blades together)

Lower fibers: Depress the scapula (pull the shoulder blades down)

Together: They help in rotating the scapula and stabilizing the shoulder.

পুনর্বাসন চিকিৎসায় ফিজিওথেরাপীর ভূমিকা অপরিসীমhttps://www.prothomalo.com/sports/cricket/l1kvsgf0ib?fbclid=IwAR0QwiAOTSa...
15/10/2022

পুনর্বাসন চিকিৎসায় ফিজিওথেরাপীর ভূমিকা অপরিসীম

https://www.prothomalo.com/sports/cricket/l1kvsgf0ib?fbclid=IwAR0QwiAOTSalRUQ25PCHzpEJKbwUfoiAlTAt62cq3BlQO4hQL7NPOzPHkEc

পাকিস্তান দলের একজন নিয়মিত ফিজিও তো আছেনই। কিন্তু চোট থেকে সেরে ওঠা শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামানের দেখভালের জন্.....

world physiotherapy day
30/08/2022

world physiotherapy day

24/07/2022

ফিজিওথেরাপি ডিগ্রী ছাড়াই যারা ফিজিওথেরাপিস্ট সেজে অপচিকিৎসা দিচ্ছে তারা ভুয়া ফিজিওথেরাপিস্ট!

তাদেরকে ধরিয়ে দিন।

09/07/2022

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক

23/08/2021
জরুরি ঘোষণা যারা AstraZeneca (Covishield) ভ্যাক্সিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী  কেন্দ্...
23/08/2021

জরুরি ঘোষণা
যারা AstraZeneca (Covishield) ভ্যাক্সিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ২য় ডোজ গ্রহণ করুন।

11/04/2021

এমবিবিএস এ যারা ‌ চান্স পাও নি তাদের জন্য
আধুনিক মেডিক্যাল সাইন্স ফিজিওথেরাপি সাবজেক্ট রিভিউ

সম্প্রতি প্রফেশনের দিক দিয়ে যে পেশা দূর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে অন্যতম BscPT/BPT -Bachelor of science in Physiotherapy.

WHO এর ISCO:2264 মতে:
ফিজিওথেরাপি হল বিজ্ঞানভিত্তিক স্বতন্ত্র স্বাধীন চিকিৎসা। যেই চিকিৎসার মাধ্যমে ফিজিওথেরাপিস্ট গণ‌ রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, পুনর্বাসন প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকেন।

এই চিকিৎসা বাংলাদেশ এর মানুষ তেমন না জানলেও উন্নত বিশ্বে এটা আধুনিক চিকিৎসা। আর একটা বিষয় হলো সকল রোগের সর্বশেষ আশ্রয়স্থল হলো‌ পূর্নবাসন। আর ফিজিওথেরাপি চিকিৎসা এর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই পূর্নবাসন নিয়ে। তার মানে বুঝতেই পারছেন ফিজিওথেরাপি চিকিৎসা এর বিস্তৃতি কতটুকু।

BscPT/BPT পাশের পর এই Professional দের
সাধারনত "Physiotherapist" বলা হয়।
যেমনভাবে,হার্টের চিকিৎসকদের Cardiologist, চোখের চিকিৎসকদের Opthlmologist, দাঁতের চিকিৎসকদের Dentist বলা হয়।

একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর
চিকিৎসা যেভাবে করে থাকেন তা হলোঃ

ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর রোগ নির্নয়, বর্ননা,বিভিন্ন ধরনের টেস্ট যেমনঃ ফিজিক্যাল টেস্ট, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রেডিওলজিক্যাল ও প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে রোগ নির্নয় করে থাকেন। এরপর রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করে সেই অনুযায়ী বিভিন্ন পদ্ধতি ঃম্যানুয়াল থেরাপি, ম্যানিপুলেটিভ থেরাপি, মোবিলাইজেশন,মুভমেন্ট উইথ মোবিলাইজেশন থেরাপির সেবা প্রদান করে থাকেন। কিছু কিছু
ক্ষেত্রে থেরাপির পাশাপাশি মেডিসিন ও সাজেস্ট করে থাকেন।

BscPT /BPT মানে ব্যায়াম এমনটি কিন্তু না । ফিজিওথেরাপি শিক্ষার্থীদের MBBS দের মতো Anatomy, physiology, biochemistry, community medicine, Microbiology, pathology, pharmacology প্রায় সবই পড়া লাগে। সাথে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের ইলেকট্রোথেরাপি, কাইনেসোলজি,থেরাপেটিকএক্সারসাইজ ,বায়োমেকানিক্স ;রেডিওলজি & ইমেজিং ; অর্থোপেডিক্স & রিউমাটোলজি ;ইলেক্ট্রোথেরাপি &হাইড্রোথেরাপি, পেডিয়াট্রিক ;ফিজিওথেরাপি ইন অর্থোপেডিক্স ; নিউরোলজি কার্ডিওপালমোনারি ;জেনারেল সার্জারী
রিসার্চ মেথডোলজি ;ফিজিওথেরাপি ইন সার্জিক্যাল কন্ডিশন ;ফিজিওথেরাপি ইন কার্ডিওপালমোনারি ;ফিজিওথেরাপি ইন নিউরোলজি & পেডিয়াট্রিক্স;জেরিয়াট্রিক,
সাইকিয়াট্রিক ;অর্থোপেডিক্স মেডিসিন ,প্রফেশনাল ইথিক্স & ম্যানেজমেন্ট
টিচিং ম্যাথডোলজি রিহ্যাবিলিটেশন মেডিসিন ,,প্রোস্থেটিক্স & অর্থোটিক্স ;রিসার্চ প্রজেক্ট এগুলো পড়তে হয়। যার মানে বুঝতেই পারছেন ফিজিওথেরাপি হলো‌ চিকিৎসা বিজ্ঞানের স্পেশালাইজড শাখা। যেখানে চারটা প্রফে ৬৩০০ মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

এখন প্রফেশন হিসেবে ফিজিওথেরাপির কথায় আসি। বাংলাদেশের এই বিপুল সংখ্যক জনসংখ্যার জন্য প্রতিবছর সরকারী-বেসরকারি ইনিস্টিটিউট থেকে বের হয় মাত্র ২ শত ফিজিওথেরাপিস্ট। যা চাহিদার তুলনায় অপ্রতুল। নাই বললেই চলে । কিন্তু প্রতি বছরই ফিজিওথেরাপিস্টদের চাহিদা দিন দিন বেড়েই চলছে।

চাকরির কিছু ক্ষেত্র তুলে ধরা হলো :

★ WHO ,ICDDRB সহ বড় বড় অর্গানাইজেশন এ ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করার সুযোগ।

★জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনে ও‌ স্পোর্টস এ রয়েছে আপনার অপূর্ব সুযোগ ।

★আর্মি, নৌবাহিনীতে রয়েছে ফিজিওথেরাপি ট্রেইনার হিসেবে কাজ করার সুযোগ।

★ গবেষক হিসেবে বিভিন্ন সংস্থায় কাজ করার সুযোগ।

★বাংলাদেশের সব বড় হাসপাতাল গুলোতে Square,Apollo,Lab Aid,BRB, Popular যেখানে ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরি করার সুযোগ।

★বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে এর শিক্ষকতার সুযোগ।

★এছাড়া General BCS তো‌ আছেই ।

★রয়েছে ৫ বছর পরেই নিজস্ব চেম্বার দেওয়ার অপূর্ণ সুযোগ।

★ দেশের বাইরে ফিজিওথেরাপি চিকিৎসার কেমন চাহিদা গুগলে সার্চ দিলেই বুঝবেন।

অর্থাৎ ফিজিওথেরাপি পড়ে আপনাকে কখনো বেকার থাকার চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ।😊

ফিজিওথেরাপিস্ট বিভিন্ন স্পেশালাইজড ক্ষেত্রে চিকিৎসা প্রধান করেন।
✓বাত
✓ব্যথা
✓পঙ্গু
✓প্যারালাইসিস
✓স্টোর্ক

✓কার্ডিওরেসপাইরেটরি: হার্ট ও ফুসফুসের সমস্যায়, অনেক সময় ICU তে ফিজিওথেরাপিস্ট কাজ করে থাকেন।

✓জেরান্টোলজিঃ বয়স্কদের চিকিৎসায় ফিজিও প্রধান ভুমিকা পালন করে থাকে।

✓মাস্কোস্কেলেটাল : বিশেষ করে স্পোর্টস ইনজুরি, স্পাইনাল ফিজিওথেরাপি, আর্থাইটিস ম্যানেজম্যান্ট, পুনর্বাসনে ফিজিওথেরাপি অনবদ্য চিকিৎসা। সেখানেও ফিজিওথেরাপিস্টরা কাজ করেন।

✓নিউরোলজি: প্রতিবন্ধী চিকিৎসা, স্টোর্ক, পারকিনসন, স্পাইনাল কর্ড ইনজুরি চিকিৎসা প্রধান করে ফিজিওথেরাপি চিকিৎসকরা।

✓অকুপেশনাল হেলথ: কর্মক্ষেত্রে বায়োমেকনিকস বিশ্লেষণ করা, ঝুকিপূর্ণ ইনজুরিতে কৌশল অবলম্বন করার ফিজিওথেরাপিস্ট স্পেশাল ভুমিকা পালন করে।

✓নারী স্বাস্থ্য : অনেক গাইনেকোলজি সমস্যা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায়।

✓পেডিয়েট্ক্রিস: শিশু স্বাস্থ্যে ফিজিওথেরাপি চিকিৎসার ভুমিকা অনস্বীকার্য।

✓গবেষণা: আপনি ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে গবেষণাও করতে পারেন। যা নতুন চিকিৎসা উদ্ভাবনে অনবদ্য ভুমিকা পালন করবে।

✓ম্যানেজমেন্টঃ অন্যান্য স্বাস্থ্যসেবার অনবদ্য অংশ হিসেবে কাজ করে ফিজিওথেরাপি চিকিৎসা। মাল্টিডিসিপ্লেনারিতে কাজ করেন ফিজিওথেরাপিস্টরা।

ফিজিওথেরাপি বাংলাদেশের নতুন ও সারা বিশ্বের আধুনিক চিকিৎসা।
একসময় মানুষ ঔষধ হিসেবে গাছের লতাপাতা খেত‌।
তারপর আসল ঔষধ এর ব্যবহার। যা‌ এখনো চলমান। এর মাঝে চলে আসল আধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি। যেই ফিজিওথেরাপি চিকিৎসা এর মাধ্যমে ঔষধ বিহীন ভাবে রোগীকে অনেক রোগ থেকে আরোগ্য লাভ করানো যায়‌।

তাই তোমার সামনে সুযোগ আসছে , ফিজিওথেরাপি তে ভর্তি হয়ে নতুন কিছু করার। জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ভর্তি সার্কুলার হয়েছে। তুমি তোমার যোগ্যতা দিয়ে জয় করে নাও তোমার যোগ্য আসন। আরো কিছু জানতে কমেন্ট করতে পারেন।

ইতি
মোহাম্মদ রাকিব
জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান(নিটোর)
ফিজিওথেরাপি ২৫ তম ব্যাচ।

Address

Adabor

1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিও-থেরাপি Physio-therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram