I'm fine

I'm fine আপনার শরীরের যত্ন নিন। এটিই একমাত্র জায়গা যেখানে আপনাকে থাকতে হবে। আপনিই সেই মানুষ,যা কিনা সৃষ্টির সেরা জীব,আর এই শরীরটাও আপনার তাই যত্নটাও আপনাকেই নিতে হবে।

আপনার শরীরের যত্ন নিন। এটিই একমাত্র জায়গা যেখানে আপনাকে থাকতে হবে। আপনিই সেই মানুষ,যা কিনা সৃষ্টির সেরা জীব,আর এই শরীরটাও আপনার তাই যত্নটাও আপনাকেই নিতে হবে। আমরা শুধু আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করতে পারি,সঠিক এবং বেঠিক পণ্য ব্যবহারের পার্থক্য গড়ে দিয়ে আপনার জন্য সঠিক পণ্য নির্বাচনের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারি। এবং সঠিক সময় সঠিক পণ্য সুলভ মূল্যে সর্বোচ্চ আস্থা এবং সাবধানতার সহিত আপনার হাতে তুলে দিতে পারি। এই উদ্দেশেই আপনাদের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

সত্যি যখন তিনি দেশ ছেড়ে চলে গেলেন তখন কেমন যেন খুব খারাপ লাগছে। বড্ড বেশি খালি খালি লাগছে। মনে হচ্ছে খুব কাছের কেও জীবন ...
06/08/2024

সত্যি যখন তিনি দেশ ছেড়ে চলে গেলেন তখন কেমন যেন খুব খারাপ লাগছে। বড্ড বেশি খালি খালি লাগছে। মনে হচ্ছে খুব কাছের কেও জীবন থেকে হারিয়ে গেলো। কিন্তু এমন তো লাগার কথা ছিলোনা।

আমিও একজন ছাত্র। আমিও আন্দোলনে সরব ছিলাম। সব কিছুই দেখেছি। কিভাবে পুলিশ, র‍্যাব, ডিবি, বিজিবি, বিশেষ করে ছাত্রলীগের গুন্ডারা আমাদের ভাইদের ওপর আক্রমণ করেছে এবং খু*ন করেছে। আমিও চেয়েছিলাম কোটা সংস্কার তারপর ৯ দফা, তারপর ১দফা সরকার পতন। কিন্তু বিষয়টা এমনভাবে হোক এটা মনে হয় চাইনি। উনি ক্ষমতা নেয়ার পর থেকে যা কিছু করেছেন সব কিছুই অন্যায় করেছেন আমি জানি।

উনি ১৯৮১ সালে ১৭ মে যেভাবে বীরের মতো দেশে এসেছিলেন, ঠিক সেইভাবেই মিডিয়ার সামনে এসে জাতির কাছে ক্ষমা চেয়ে, পদত্যাগ করে সব বিচার মাথা পেতে নিতেন তাহলে হয়তোবা এতটা খারাপ লাগতোনা। বাংলাদেশকে বাংলাদেশ বানানোর পিছনে তার পিতার যে অবদান ছিলো সেটাও আজ কলংকিত হতোনা।

আপনাদের কার কাছে কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন। একজনের যদি আমার ফিলিংস এর সাথে মাইল যাই তাহলে একটু ভালো লাগবে আর যদি কারো সাথেও না মেলে তাহলে নিজেকে অপরাধী মনে হবে।

আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের দালালেরা সব ফেসবুকে খুব সস্তা ও যুক্তিহীন বাক্য পাঠ করতেছে। যেমন : "সাধারণ ছাত্ররা তোমরা...
03/08/2024

আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের দালালেরা সব ফেসবুকে খুব সস্তা ও যুক্তিহীন বাক্য পাঠ করতেছে। যেমন : "সাধারণ ছাত্ররা তোমরা বাসায় থাকো বলির পাঠা হইওনা,খেলা কিন্তু শুরু হয়ে গেছে"(তাহলে এর আগে যা যা হলো সেগুলা কি ছিল? আর আর মূল খেলোয়াড় তো থাইল্যান্ডে পলাতক)
"আমি একজন সচেতন অভিভাবক,আমার ছেলে বা মেয়ে অমুক বিশ্ববিদ্যালয়ে পরে,তাকে আমি নিজ বাসায় এনে রেখিছি,সে এখন নিরাপদ" (বাসা যদি নিরাপদ হয় তাহলে এতো কোমল ফুল ঝরলো কেমনে?)
আর সবথেকে বেশি প্রচলিত বাক্য "জাতির পতাকা খামচে ধরেছে পুরোনো শকুন" এখানে আমার নিজস্ব একটা উক্তি আছে তাদের উদ্দেশে: তাহলে এক কাজ করেন ,আপনার প্যান্টের জিপটা খুলে দেন,তাহলেই দেখবেন শকুন পতাকা ছেড়ে দিয়ে আপনার দিকে রওয়ানা দিয়েছে।

১৯৭০-শেখ মুজিব : "আমার মানুষেরা যদি না খেয়ে থাকে তবে আমি কেমন করে খাই"  এই কথা বলে তিনি একটি সিগারেট জ্বলালেন। --------...
02/08/2024

১৯৭০-শেখ মুজিব : "আমার মানুষেরা যদি না খেয়ে থাকে তবে আমি কেমন করে খাই"
এই কথা বলে তিনি একটি সিগারেট জ্বলালেন।
-----------------------------------------------
২০২৪-শেখ হাসিনা : "আমার পিওন সে নাকি ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেনা, তার আমেরিকায় নাকি বাড়িও আছে"
একথা বলে তিনি হাসছেন।

01/08/2024
 #রাজাকার_PRO-MAXযেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেরুদন্ড তৈরির প্রধান কারখানা সেখান উনার ঢুকতে লজ্জা লাগবে, ছাত্রদের দেখলে তার ...
01/08/2024

#রাজাকার_PRO-MAX
যেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেরুদন্ড তৈরির প্রধান কারখানা সেখান উনার ঢুকতে লজ্জা লাগবে, ছাত্রদের দেখলে তার রাজাকার মনে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন জাতির শ্রেষ্ঠ কুলাঙ্গার বের হয়েছে এর জন্য আমরা লজ্জিত।

 #পুলিশ_ভাইদের_উদ্দেশে প্রত্যেক বাবাই চায় তার সন্তানের কাছে হিরো হতে। কিন্তু যেসব পুলিশ ভাইদের সন্তান এখনো বুঝতে শিখে ন...
31/07/2024

#পুলিশ_ভাইদের_উদ্দেশে
প্রত্যেক বাবাই চায় তার সন্তানের কাছে হিরো হতে। কিন্তু যেসব পুলিশ ভাইদের সন্তান এখনো বুঝতে শিখে নাই। " Future Gen-Z " আপনারা তাদেরকে কি ২০২৪ আন্দোলনের গল্প কি বলবেন? বললেও কিভাবে বলবেন? তারা তো আপনার কাছ থেকে শোনার পর বন্ধু,বড় ভাই,বড় আপু বা GOOGLE থেকে VERIFY করবে। তখন আপনার সন্তান আপনাকে কোন কাতারে রাখবে? হিরো?

টাকা পান নাই বলে সাপোর্ট করেন নাই। দেশের বাহিরে মাগিবাজি করছেন। জাতি সব দেখেছে এবং আপনাকে মনে রাখবে। আশা করছি আপনাকে নেং...
31/07/2024

টাকা পান নাই বলে সাপোর্ট করেন নাই। দেশের বাহিরে মাগিবাজি করছেন। জাতি সব দেখেছে এবং আপনাকে মনে রাখবে। আশা করছি আপনাকে নেংটা করে দেশ থেকে বের করতে জাতি সক্ষম হবে।

উনাদের সাধারণ মনে করলে ভুল করবেন। উনারা এক একটা "জ্বলন্ত আগুন" তাই সাবধান হাত সেঁকতে গেলে পুড়ে যাবেন।
31/07/2024

উনাদের সাধারণ মনে করলে ভুল করবেন। উনারা এক একটা "জ্বলন্ত আগুন" তাই সাবধান হাত সেঁকতে গেলে পুড়ে যাবেন।

ক্ষমতা চিরস্থায়ী নয়,আপনাদের এই কোটার ফাঁদে একদিন আপনারাও পড়বেন। এই সামান্য বিষয়টা আপনারা কেন বুঝতে পারতেছেন না।  দুঃখজ...
18/07/2024

ক্ষমতা চিরস্থায়ী নয়,আপনাদের এই কোটার ফাঁদে একদিন আপনারাও পড়বেন। এই সামান্য বিষয়টা আপনারা কেন বুঝতে পারতেছেন না। দুঃখজনক হলেও সত্যি যে আপনাদের বিবেক বিকৃত।

(✿◠‿ ◠) I'm fine





✅ ✅
✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅
✅ ✅ ✅


Address

Bangladesh

4000

Alerts

Be the first to know and let us send you an email when I'm fine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram