06/08/2024
সত্যি যখন তিনি দেশ ছেড়ে চলে গেলেন তখন কেমন যেন খুব খারাপ লাগছে। বড্ড বেশি খালি খালি লাগছে। মনে হচ্ছে খুব কাছের কেও জীবন থেকে হারিয়ে গেলো। কিন্তু এমন তো লাগার কথা ছিলোনা।
আমিও একজন ছাত্র। আমিও আন্দোলনে সরব ছিলাম। সব কিছুই দেখেছি। কিভাবে পুলিশ, র্যাব, ডিবি, বিজিবি, বিশেষ করে ছাত্রলীগের গুন্ডারা আমাদের ভাইদের ওপর আক্রমণ করেছে এবং খু*ন করেছে। আমিও চেয়েছিলাম কোটা সংস্কার তারপর ৯ দফা, তারপর ১দফা সরকার পতন। কিন্তু বিষয়টা এমনভাবে হোক এটা মনে হয় চাইনি। উনি ক্ষমতা নেয়ার পর থেকে যা কিছু করেছেন সব কিছুই অন্যায় করেছেন আমি জানি।
উনি ১৯৮১ সালে ১৭ মে যেভাবে বীরের মতো দেশে এসেছিলেন, ঠিক সেইভাবেই মিডিয়ার সামনে এসে জাতির কাছে ক্ষমা চেয়ে, পদত্যাগ করে সব বিচার মাথা পেতে নিতেন তাহলে হয়তোবা এতটা খারাপ লাগতোনা। বাংলাদেশকে বাংলাদেশ বানানোর পিছনে তার পিতার যে অবদান ছিলো সেটাও আজ কলংকিত হতোনা।
আপনাদের কার কাছে কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন। একজনের যদি আমার ফিলিংস এর সাথে মাইল যাই তাহলে একটু ভালো লাগবে আর যদি কারো সাথেও না মেলে তাহলে নিজেকে অপরাধী মনে হবে।