01/10/2025
মানবদেহে ঔষধের যেমনি প্রয়োজন, ঠিক তেমনি ভাবে প্রকৃতির নির্মলতা এবং বিশুদ্ধতার মাঝে আছে মানসিক চাপ নিরসনের এক অবাক গুণ। তাই নিয়মিত ঔষধের পাশাপাশি, প্রকৃতিতে সময় কাটানোও জরুরী। অনেক গ্রাহকের কাছেই শুনে থাকি দীর্ঘ সময় ঔষধ খাচ্ছি অথচ কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। এর মূল সমস্যাই হলো প্রকৃতি বিমুখতা। 🩺