09/07/2024
মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি)-
প্যাথলজি হচ্ছে চিকিৎসাবিজ্ঞানের রোগ নির্ণয় একটি গুরুত্বপূর্ণ শাখা।সঠিক চিকিৎসার পূর্বশর্ত সঠিক রোগ নির্ণয়। সঠিক রোগ নির্ণয়ের উপর ভিত্তি করে আমাদের চিকিৎসক রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন।সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্যাথলজি বা ল্যাবরেটরি অতি সুপরিচিত নাম।প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় প্রক্রিয়া,সুদীর্ঘ সময় পেরিয়ে এখন এক আস্থার প্রতীক।এই প্যাথলজি বিভাগের রয়েছে বিভিন্ন উপবিভাগ মাইক্রোবায়োলজি,বায়োকেমিস্ট্রি,হেমাটোলজি,ক্লিনিক্যাল প্যাথলজি,হিস্টোপ্যাথলজি,সেরোলজি এবং ট্রানস্ফিউশন বিভাগ।সাম্প্রতিককালের Covid-19 সহ অন্যান্য রোগী থেকে নমুনা সংগ্রহ করে রোগ নির্ণয় কাজটি করা হয় প্যাথলজি বিভাগের মাধ্যমে। এই কাজটি সম্পন্ন করেন যারা তারাই হলে মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ।
ভর্তি যোগ্যতা-
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরী হতে চাইলে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
শিক্ষা কার্যক্রম-
২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসের কারিকুলাম অনুযায়ী কোর্সটি ৪ বছর মেয়াদী। প্রতি বছর তিন মাস পরে ক্লিনিক্যাল প্রাক্টিস থাকবে।সফলভাবে কোর্স সম্পন্ন করার পর,বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে সনদ প্রদান করা হয়ে থাকে।
উচ্চশিক্ষা-
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধীনে ডিপ্লোমা ইন ল্যাবরেটরী কোর্স সম্পন্ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে-
* বিএসসি ইন ল্যাবরেটরী
* এমএস বায়োকেমিস্ট্রি/এমএসফি মাইকোবায়োলজি
* এমফিল
* এমপিএইচ
সহ পিএইচডি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।
কাজের ক্ষেত্র-
দেশের রাজধানী থেকে উপজেলা পর্যন্ত প্রতিটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিপুল পরিমাণ মেডিকেল টেকনোলজিস্ট পদে কর্মসংস্থান রয়েছে। এছাড়াও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, এনজিও আইন-শৃঙ্খলা বাহিনীর ফরেনসিক বিভাগে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে রয়েছে।যোগ্যতা,দক্ষতা, বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকলে বিদেশেও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
কর্মক্ষেত্রে পদবী-
* মেডিকেল টেকনোলজিস্ট
* জুনিয়ার সায়েন্টিফিক অফিসার
* সায়েন্টিফিক অফিসার/রিসার্চ অফিসার
* সিনিয়র সায়েন্টিফিক অফিসার
* বিসিএস ক্যাডার
আয়-রোজগার-
মেডিক্যাল টেকনোলজিস্ট কর্মজীবনের শুরুতে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বেতনের চাকরি শুরু করতে পারেন।পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে তারা ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তাই এই পেশায় যোগ দিয়ে আপনিও হতে পারেন গর্বিতও মেডিকেল টেকনোলজিস্ট।
Cell : 01894308013 ( WhatsApp)