IHT & MATS

IHT & MATS IHT & MATS ADMISSION HELP LINE 24/7

FOR ANY INFORMATION : 01894308013 ( WhatsApp )�

20/10/2024

যারা IHT & MATS ২০২৪-২৫ সেশনে চান্স পেয়েছেন সকলকে জানাই প্রাণডালা অভিনন্দন।

মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি)-প্যাথলজি হচ্ছে চিকিৎসাবিজ্ঞানের রোগ নির্ণয় একটি গুরুত্বপূর্ণ শাখা।সঠিক চিকিৎসার পূর্বশর্ত...
09/07/2024

মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি)-
প্যাথলজি হচ্ছে চিকিৎসাবিজ্ঞানের রোগ নির্ণয় একটি গুরুত্বপূর্ণ শাখা।সঠিক চিকিৎসার পূর্বশর্ত সঠিক রোগ নির্ণয়। সঠিক রোগ নির্ণয়ের উপর ভিত্তি করে আমাদের চিকিৎসক রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন।সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্যাথলজি বা ল্যাবরেটরি অতি সুপরিচিত নাম।প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় প্রক্রিয়া,সুদীর্ঘ সময় পেরিয়ে এখন এক আস্থার প্রতীক।এই প্যাথলজি বিভাগের রয়েছে বিভিন্ন উপবিভাগ মাইক্রোবায়োলজি,বায়োকেমিস্ট্রি,হেমাটোলজি,ক্লিনিক্যাল প্যাথলজি,হিস্টোপ্যাথলজি,সেরোলজি এবং ট্রানস্ফিউশন বিভাগ।সাম্প্রতিককালের Covid-19 সহ অন্যান্য রোগী থেকে নমুনা সংগ্রহ করে রোগ নির্ণয় কাজটি করা হয় প্যাথলজি বিভাগের মাধ্যমে। এই কাজটি সম্পন্ন করেন যারা তারাই হলে মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ।

ভর্তি যোগ্যতা-
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরী হতে চাইলে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

শিক্ষা কার্যক্রম-
২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসের কারিকুলাম অনুযায়ী কোর্সটি ৪ বছর মেয়াদী। প্রতি বছর তিন মাস পরে ক্লিনিক্যাল প্রাক্টিস থাকবে।সফলভাবে কোর্স সম্পন্ন করার পর,বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে সনদ প্রদান করা হয়ে থাকে।

উচ্চশিক্ষা-
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধীনে ডিপ্লোমা ইন ল্যাবরেটরী কোর্স সম্পন্ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে-
* বিএসসি ইন ল্যাবরেটরী
* এমএস বায়োকেমিস্ট্রি/এমএসফি মাইকোবায়োলজি
* এমফিল
* এমপিএইচ
সহ পিএইচডি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।

কাজের ক্ষেত্র-
দেশের রাজধানী থেকে উপজেলা পর্যন্ত প্রতিটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিপুল পরিমাণ মেডিকেল টেকনোলজিস্ট পদে কর্মসংস্থান রয়েছে। এছাড়াও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, এনজিও আইন-শৃঙ্খলা বাহিনীর ফরেনসিক বিভাগে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে রয়েছে।যোগ্যতা,দক্ষতা, বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকলে বিদেশেও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

কর্মক্ষেত্রে পদবী-
* মেডিকেল টেকনোলজিস্ট
* জুনিয়ার সায়েন্টিফিক অফিসার
* সায়েন্টিফিক অফিসার/রিসার্চ অফিসার
* সিনিয়র সায়েন্টিফিক অফিসার
* বিসিএস ক্যাডার

আয়-রোজগার-
মেডিক্যাল টেকনোলজিস্ট কর্মজীবনের শুরুতে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বেতনের চাকরি শুরু করতে পারেন।পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে তারা ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তাই এই পেশায় যোগ দিয়ে আপনিও হতে পারেন গর্বিতও মেডিকেল টেকনোলজিস্ট।
Cell : 01894308013 ( WhatsApp)

এসএসসি (২০২০-২০২৪) সাইন্স এবং জীববিজ্ঞান থাকলে ভর্তি হতে পারেন মেডিকেল ডিপ্লোমা কোর্সে...* Diploma in Medical Faculty (M...
09/07/2024

এসএসসি (২০২০-২০২৪) সাইন্স এবং জীববিজ্ঞান থাকলে ভর্তি হতে পারেন মেডিকেল ডিপ্লোমা কোর্সে...
* Diploma in Medical Faculty (MATS)
* Diploma in Laboratory
* Diploma in Radiology & Imaging
* Diploma in Dental
* Diploma in Pharmacy
* Diploma in Physiotherapy Course
ভর্তি ও ভর্তির তথ্যের জন্য আজই যোগাযোগ করুন:
শ্যামলী মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল
২৫/৪ খিলজি রোড,শ্যামলী- ঢাকা
মোবাইল: 01894308013 (WhatsApp)✅

SSC এর পরে মেডিকেল পেশায় ক্যারিয়ার গড়ুন।ভর্তির যোগ্যতাঃ SSC পাশ বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্নজিপিএ ২ঃ৫০ প্রাপ্ত ( জীববিজ্...
09/07/2024

SSC এর পরে মেডিকেল পেশায় ক্যারিয়ার গড়ুন।
ভর্তির যোগ্যতাঃ SSC পাশ বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন
জিপিএ ২ঃ৫০ প্রাপ্ত ( জীববিজ্ঞান সহ)
📖শ্যামলী মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল। ( MATS ) DMF DOCTOR. 🩺💉

এবং শ্যামলী ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ( IHT / IMT )🩻🔬
📞01894308013 ( WhatsApp )

🏫২৫/৪ খিলজি রোড, শ্যামলী, ঢাকা।

Address

Khilji Road, Shyamoli

Website

Alerts

Be the first to know and let us send you an email when IHT & MATS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram