03/11/2025
EEG (ইইজি) কি?....
EEG বা ইলেক্ট্রো এনসেফালোগ্রাম হলো একটি নিউরোফিজিওলজিক্যাল পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ (electrical activity) নিরীক্ষণ করা হয়। আমাদের মস্তিষ্কে নিউরন নামে অসংখ্য কোষ আছে, যারা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য ইলেকট্রিক্যাল ইম্পালস ব্যবহার করে। EEG এই ইম্পালসগুলোকেই একটি গ্রাফের মাধ্যমে দেখায়।
কেন EEG করা হয়?......
EEG বিভিন্ন কারণে করা হতে পারে। কিছু সাধারণ কারণ নিচে উল্লেখ করা হলো:
খিঁচুনি বা সিজার (Seizure) নির্ণয়: খিঁচুনি কেন হচ্ছে, তা জানার জন্য এটা খুব দরকারি।
ঘুমের সমস্যা: ঘুমের মধ্যে মস্তিষ্কের কার্যকলাপ কেমন, তা জানতে এই পরীক্ষা করা হয়।
ব্রেইন টিউমার: টিউমারের কারণে মস্তিষ্কের কার্যক্রমে কোনো পরিবর্তন হলে, তা ধরা পরে।
মাথায় আঘাত: আঘাতের পর মস্তিষ্কের অবস্থা জানতে এই পরীক্ষা করা হয়।
স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া: স্মৃতি কমে যাওয়ার কারণ নির্ণয় করতে এটি সাহায্য করে।
ব্রেইন ডেথ: কোনো রোগীর ব্রেইন ডেথ হয়েছে কিনা, তা নিশ্চিত করতে এই পরীক্ষা করা হয়।
বিস্তারিত জানতে কল করুনঃ
01866-980873
01866-980876