27/04/2021
কন্টাক্ট লেন্স ব্যবহারের নানা ঝুঁকি এবং সেসব প্রতিরোধে প্রয়োজনীয় সাবধানতা।
ঝুঁকি ও সমস্যাঃ
চোখে কন্টাক্ট লেন্স ব্যবহারের সবচেয়ে বড় ঝুঁকি সংক্রমণ। আর চোখে সংক্রমণের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো কেরাটাইটিস। ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর কারণে এই সংক্রমণ হতে পারে। যেসব কারনে এই সংক্রমণ হতে পারে.....
১. ৪৫ ভাগ ব্যবহারকারীই লেন্স খোলা বা পরার আগে হাত ধুয়ে নেন না।
২. অধিকাংশ ব্যবহারকারীই নিম্নমানের চাইনিজ বা লোকাল কন্টাক্ট লেন্স ব্যবহার করেন।
৩. মেয়াদ উত্তীর্ণ লেন্স ব্যবহার করলে, ভুলে গেলে চলবে না যে, কন্টাক্ট লেন্স একটা ‘মেডিকেল ডিভাইস’। স্টেরিলাইজ করা ছোট্ট পাত্রে বিশেষ তরলের মধ্যে রাখা এই লেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নিজেই দূষিত হয়ে যেতে পারে।
৪. কন্টাক্ট লেন্স পরে ঘুমাতে যাওয়া। কন্টাক্ট লেন্স পরে ঘুমালে কর্নিয়ায় সংক্রমণ ২০ গুণ বেড়ে যেতে পারে। লেন্স পরা অবস্থায় চোখের পাতা বন্ধ থাকায় কর্নিয়া অক্সিজেন সংকটে পড়ে। এ কারণে জীবাণু মোকাবিলায় দুর্বল হয়ে পড়ে চোখ।
কন্টাক্ট লেন্স ব্যবহারে করণীয়
১. সব সময়ই লেন্স পরা এবং খোলার আগে অবশ্যই হাত ভালো করে সাবান বা কোনো জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে। হাত ধোয়ার পর হাত শুকিয়ে নিয়ে শুকনো হাতেই লেন্স পরতে বা খুলতে হবে।
২. কন্টাক্ট লেন্স কখনোই গোসলের পানি বা অন্য কোনো পানিতে ভেজানো ঠিক না। কারণ পানিটা নিজেই সংক্রমিত হয়ে অতি ক্ষুদ্র জীবাণু লেন্সে লেগে থেকে কর্নিয়ার আলসার সৃষ্টি করতে পারে।
৩. চোখে আইলাইনার বা মাশকারা ব্যবহার করতে হলে অবশ্যই আগে লেন্স পরে নিয়ে তারপর চোখের মেকআপ করতে হবে।
৪. আপনার চোখ যদি লালচে হয়ে ওঠে, চোখ যদি জ্বালা-পোড়া করতে থাকে, তাহলে দেরি না করে লেন্স খুলে নিন। চোখের চিকিৎসকের কাছে যান। আর সব সময়ই লেন্সের বিকল্প হিসেবে আপনার সঙ্গেই চশমা রাখুন।
৫. চাইনিজ বা লোকাল নিম্নমানের কন্টাক্ট লেন্স ব্যবহার না করে, ভালো মানের কন্টাক্ট লেন্স ব্যবহার করা উচিত, যেমনঃ আমেরিকার বিখ্যাত soft clear, কুপার ভিশন কন্টাক্ট লেন্স, এই ধরনের কন্টাক্ট লেন্সে কোন ধরনের ক্ষতি নেই, সঠিক নিয়মমত ব্যবহার করলে।
প্রয়োজনেঃ ডিভাইন ভিশন আই কেয়ার আছে আপনার পাশে , করাতিটোলা ,স্বামীবাগ ইসকন মন্দিরের পাশে ০১৭২৭৫১০৬৬৫