Health Care Pvt Hospital, Dinajpur

  • Home
  • Health Care Pvt Hospital, Dinajpur

Health Care Pvt Hospital, Dinajpur চিকিৎসা জগতে এক বিশ্বস্ত নাম। মানসম্?

23/03/2018

নানান পুষ্টি গুনে সমৃদ্ধ সুস্বাদু ফল কলা। মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদযন্ত্র সুস্থ রাখতে কলা বিশেষ ভুমিকা পালন করে।
ফাইবার, অ্যান্টি অক্সিড্যান্টটে ভরপুর মুখরোচক এই ফলটি হার্টেকে সচল রাখতে সাহায্য করে। তাছাড়া কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে হার্টে রক্ত সরবরাহকারী শিরা-ধমনিগুলি শক্ত হতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই তার সরাসরি প্রভাব পরে হার্টের উপর। তাই হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কলা খান তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের চেয়ে প্রায় ২৭% কমে যায়।

সুতরাং, প্রতিদিন খাদ্য তালিকায় অন্তত একটি কলা আপনার হার্টেকে সুস্থ রাখতে সহায়তা করবে ।

#সুস্থতায়_নির্ভরতায়

12/08/2017

🔴 দৈনিক ১টি অাপেল খান।
কোন ডাক্তার লাগবে না!

🔴 দৈনিক ৫টি বাদাম খান।
কোন ক্যান্সারের অাশঙ্কা থাকবে না!

🔴 দৈনিক ১ টি লেবু খান।
কোন ফ্যাট হবে না!

🔴 দৈনিক ১ গ্লাস দুধ খান।
কোনও হাড়ের সমস্যা হবে না!

🔴 দৈনিক ১২ গ্লাস পানি পান করুন।
কোন ত্বকের সমস্যা থাকবে না!

🔴 দৈনিক ৪ টি খেজুর খান
কোন দুর্বলতা থাকবে না!

🔴 দৈনিক ৫ বার প্রার্থনা ও যোগ-ব্যায়াম করুন,
কোন টেনশন, উত্তেজনা থাকবে না!

🔴 দৈনিক ৮ ঘন্টা ঘুমান।
খুশি মনে সতেজ অার অানন্দে থাকুন!

প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে অন্যদের জানান৷
নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে অামার পেইজে লাইক দিন৷ ভালো লাগলে T=Thanks, G=Good, E=Excellent সংক্ষেপে T, G বা E লিখে মন্তব্যে লিখুন৷

16/09/2016

আসসালামু আলাইকুম।
একজন এতিম মুমূর্ষু রোগীর জন্য এক ব্যাগ O+(ve) রক্ত এখনই লাগবে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি রক্ত দিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন প্লিজ।
যোগাযোগঃ হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল, চক্ষু হাসপাতাল রোড, উপশহর -১, দিনাজপুর।
ফোনঃ ০৫৩১-৬৬১৮৬, মোবাঃ ০১৭১৮৮৯৯৩৯৬

12/09/2016

আগামীকাল পবিত্র ঈদুল-আযহা।
হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অনেক অনেক দোয়া। যেহেতু কোরবানির ঈদ তাই মাংস খাওয়া অবশ্যই হবে। তাই ভালো থাকার জন্য আমরা অবশ্যই অপেক্ষাকৃত কম চর্বিযুক্ত মাংস খাওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন।
সকলকে আবারও
@ ঈদ মোবারক @

03/09/2016

সুখবর! সুখবর! সুখবর!
গাইনী রোগীদের জন্য সুখবর।
হেলথ্ কেয়ার প্রাইভেট হসপিটালে এখন থেকে নিয়মিত রোগী দেখছেন ও প্রয়োজনীয় অপারেশন করছেন
ডাঃ ইশরাত শারমিন
এম.বি.বি.এস, এফ.সি.পি.এস(গাইনী), এম. এস(গাইনী)।
সময়ঃ প্রতিদিন বিকাল ৩টা হতে।
চেম্বার ও যোগাযোগের ঠিকানাঃ
হেলথ্ কেয়ার প্রাইভেট হসপিটাল, চক্ষু হাসপাতাল রোড, উপশহর, দিনাজপুর।
ফোনঃ ০৫৩১-৬৬১৮৬, মোবাঃ ০১৭৯৭৯৬৯৫৭৭

24/07/2016
24/07/2016
04/07/2016

সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
আপনারা সকলেই পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঈদের আনন্দে মাতুন।
শুভেচ্ছান্তে
হেলথ্ কেয়ার প্রাইভেট হসপিটাল
উপশহর-১, সদর, দিনাজপুর।
যোগাযোগঃ ০৫৩১-৬৬১৮৬, ০১৭৯৭৯৬৯৫৭৭(সিরিয়াল)।

14/04/2016

হেলথ্ কেয়ার প্রাইভেট এর পক্ষ হতে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। দোয়া করি পুরোনো সব দুঃখ-ক্লান্তি, হতাশা, অসুস্থতা জয় করে নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে বাঁচি। সকলের সুস্বাস্থ্য কামনায় -হেলথ্ কেয়ার প্রাইভেট হসপিটাল,
লুৎফা তেলের পাম্প সংলগ্ন, চক্ষু হসপিটাল রোড, উপশহর-১, দিনাজপুর। যোগাযোগঃ ০৫৩১-৬৬১৮৬, ০১৭৯৭-৯৬৯৫৭৭

Address


Telephone

01797969577

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Pvt Hospital, Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram