‘হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার’ প্রকাশনীর ‘সুখী ও সুস্থ গৃহ’ এবং ‘সুখী মন ও সুস্থ দেহ’ এ দু’টি বই আপনার পুরো জীবনটাতে এনে দিতে পারে ইতিবাচক পরিবর্তন, সযতনে রাখতে পারে, আপনার এবং আপনার পরিবারের সবার জীবনকে সুস্থ এবং সুন্দর রেখে জীবনের গতিকে বহমান রাখতে পারে অনাবিল সুখ আর আনন্দে।
আপনি যে কোনো একটাও নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হবে দু’টো বই এক সাথে কিনলে। কারণ ‘সুখী ও সুস্থ গৃহ’ বইতে আছে, নারীস্বাস্থ্য, মা ও শিশুর পরিচর্যা, শিশু ও শিশুস্বাস্থ্য, শৈশব, কৈশোর ও তারুণ্য, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ, খাদ্যাভ্যাস ও পরিপাকতন্ত্র, অর্থাৎ আপনার গৃহের সবার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে বলা আছে।
দ্বিতীয় বই, ‘সুখী মন ও সুস্থ দেহ’ এ বইটিতে আছে, স্বাস্থ্য পরিচর্যা বিজ্ঞান, রক্ত, ত্বক ও ত্বকের পরিচর্যা, অস্থি, তরুণাস্থি ও অস্থিসন্ধি, মুখ ও দাঁতের পরিচর্যা, চোখ ও চোখের যতœ, নাক, কান ও গলা, মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্য, হৃদযন্ত্র, ফুসফুস, যকৃত (লিভার), বৃক্ক (কিডনী), ডায়াবেটিস, স্থুলতা/মেদবাহুল্য, অর্থাৎ একজন মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত সবকিছুর পরিচর্যা সম্পর্কে- এ বইতে জানতে পারবেন।
আপনার সন্তানের একদিনের দু’টো বার্গার কিংবা একটি পিৎজার টাকা দিয়ে এ দু’টো বই কিনলে বুঝতে পারবেন, সারাজীবনের জন্য কতোটা লাভবান আপনি হয়েছেন!
দু’টো বার্গার কিংবা একটা পিৎজা একদিন না খেয়ে কিংবা একটা আইটেম কম কেনা-কাটা করে এ দু’টো বই কিনে আপনার ঘরে রাখুন। প্রতিদিন একটু একটু করে পড়ে স্বাস্থ্য-পরিচর্যা করুন, আমরা নিশ্চিত দু’মাস পর আপনি বলবেন, এ দু’টো বই যদি আমি আগে পেতাম, আমার কতোই না ভালো হতো!!!