12/11/2025
ডাক্তারের কাছে কখনো ম্যাজিক আশা করবেন না।
ম্যাজিক চাইতে গেলে বিপদে পড়বেন। এক / দুই মাস বয়সী বাচ্চাদের নাক বন্ধ থাকার কারণে অনেকে নরমাল স্যালাইন ( Sodium chloride 0.9%) জাতীয় ড্রপগুলো ব্যবহার করতে চান না। অথচ ২ বছরের আগে বাচ্চাদের একমাত্র নাকের ড্রপ এইটাই নিরাপদ। এই ড্রপগুলো ম্যাজিকের মত নাক খুলবে না, কিন্তু যতবার প্রয়োজন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।
যে সকল ড্রপের নামের নিচে Sodium chloride 0.9% লিখা থাকে সেগুলো যে কোন বয়স থেকে নিরাপদ। যেমন: Norsol, Solo, N sol, Happysol, Nosomist.
এই নাম ব্যতীত যে ড্রপ কিনে থাকেন (Oxymetazoline, Xylometazoline গ্রুপের) সেগুলো দীর্ঘমেয়াদে ব্যবহারে অনেক বড় ক্ষতি করে। যেমন:
গতকাল রাতের ভিডিওতে কেউ কেউ কমেন্টে জানিয়েছেন ড্রপ ছাড়া নাক খোলেই না।
👉এটাই Rebound congestion
✅এটি সবচেয়ে সাধারণ ও গুরুতর সমস্যা।
✅নাকের ড্রপ বন্ধ করলে নাক আরও বেশি বন্ধ হয়ে যায়।
✅ফলে মানুষ আবার ড্রপ ব্যবহার করতে বাধ্য হয়, এবং এভাবে একটি চক্রাকার নির্ভরতা তৈরি হয়।
তাছাড়াও দীর্ঘদিন ও অতিরিক্ত ব্যবহারের কারণে
👉 নাকের টিস্যু নষ্ট হয়ে যায়
👉 নাক শুষ্ক ভাব হয়ে থাকে এবং জ্বালাপোড়া হতে পারে
👉 রক্তচাপ বাড়িয়ে দিতে পারে
👉 বুক ধরফর করতে পারে (হার্ট রেট বাড়ায়)
👉 ঘ্রাণশক্তি নষ্ট হতে পারে
ডাঃ মেহেদী হাসান,