Asik Drug House

Asik Drug House এখানে সকল প্রকার দেশি বিদেশী ঔষুধ খুচরা ও পাইকারী পাওয়া যায়।ইনসুলিন ও বিভিন্ন ভ্যাকসিনও পাওয়া যায়

এখানে যাবতীয় ঔষধ,ইনসুলিন এবং ভ্যাক্সিন খুচরা এবং পাইকারী দামে বিক্রয় করা হয়

ডাক্তারের কাছে কখনো ম্যাজিক আশা করবেন না। ম্যাজিক চাইতে গেলে বিপদে পড়বেন। এক / দুই মাস বয়সী বাচ্চাদের নাক বন্ধ থাকার ক...
12/11/2025

ডাক্তারের কাছে কখনো ম্যাজিক আশা করবেন না।

ম্যাজিক চাইতে গেলে বিপদে পড়বেন। এক / দুই মাস বয়সী বাচ্চাদের নাক বন্ধ থাকার কারণে অনেকে নরমাল স্যালাইন ( Sodium chloride 0.9%) জাতীয় ড্রপগুলো ব্যবহার করতে চান না। অথচ ২ বছরের আগে বাচ্চাদের একমাত্র নাকের ড্রপ এইটাই নিরাপদ। এই ড্রপগুলো ম্যাজিকের মত নাক খুলবে না, কিন্তু যতবার প্রয়োজন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।

যে সকল ড্রপের নামের নিচে Sodium chloride 0.9% লিখা থাকে সেগুলো যে কোন বয়স থেকে নিরাপদ। যেমন: Norsol, Solo, N sol, Happysol, Nosomist.

এই নাম ব্যতীত যে ড্রপ কিনে থাকেন (Oxymetazoline, Xylometazoline গ্রুপের) সেগুলো দীর্ঘমেয়াদে ব্যবহারে অনেক বড় ক্ষতি করে। যেমন:

গতকাল রাতের ভিডিওতে কেউ কেউ কমেন্টে জানিয়েছেন ড্রপ ছাড়া নাক খোলেই না।

👉এটাই Rebound congestion

✅এটি সবচেয়ে সাধারণ ও গুরুতর সমস্যা।
✅নাকের ড্রপ বন্ধ করলে নাক আরও বেশি বন্ধ হয়ে যায়।
✅ফলে মানুষ আবার ড্রপ ব্যবহার করতে বাধ্য হয়, এবং এভাবে একটি চক্রাকার নির্ভরতা তৈরি হয়।

তাছাড়াও দীর্ঘদিন ও অতিরিক্ত ব্যবহারের কারণে
👉 নাকের টিস্যু নষ্ট হয়ে যায়
👉 নাক শুষ্ক ভাব হয়ে থাকে এবং জ্বালাপোড়া হতে পারে
👉 রক্তচাপ বাড়িয়ে দিতে পারে
👉 বুক ধরফর করতে পারে (হার্ট রেট বাড়ায়)
👉 ঘ্রাণশক্তি নষ্ট হতে পারে

ডাঃ মেহেদী হাসান,

05/11/2025

PPI সকালে, famotidine রাতে ,কেন? 🛑
মুড়ির মতো এই ড্রাগ নেই,নেবোই যখন ,একটু স্মার্টলি নেই 🤣😝

PPI ও ফ্যামোtidine দুটোই gastric acid secretion কমানোর drug,
কিন্তু তাদের mechanism of action, onset of action, আর acid control timing সম্পূর্ণ আলাদা।
তাই তাদের সঠিক সময় দেওয়া চিকিৎসার কার্যকারিতা নির্ধারণ করে।

💊Proton Pump Inhibitor (PPI)
তাদের Mechanism টা কী?

Irreversibly inhibits H⁺/K⁺ ATPase enzyme → final step of acid secretion বন্ধ করে।
Timing logic নিয়েও জানা জরুরী :

Proton pumps খুব বেশি active হয় খাবারের সময় এবং বিশেষ করে সকালে ব্রেকফাস্টের সময়।

তাই Omeprazole বা PPI খালি পেটে সকালে দিলে, খাবারের সময় যখন pump সক্রিয় হয়, তখন drug already bound → maximum inhibition হয়।

এবং আমরা জানি PPI গুলো প্রায় 24 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

কিন্তু যদি রাতে দেওয়া হয়, তখন acid secretion কম থাকে → drug binding কম হয় → efficacy হ্রাস পায়।
Clinical point যেটা আমি বলতে চাচ্ছি:
যদি আপনি সিঙ্গেল ডোজ ppi নেন,তাহলে:
👉Morning dose = better acid control through the day.
👉 রাতে দিলে শুধু absorption হয়, কিন্তু pump inactive থাকায় পুরোপুরি কার্যকর হয় না।

এবার আসেন: famotidine: H₂ Receptor Blocker
Mechanism হচ্ছে:
Blocks histamine H₂ receptors on parietal cells → reduces basal and nocturnal acid secretion.
তাহলে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে nocturnal acid secretion control করতেছে এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ।

Timing বা কতোক্ষণব্যাপী কাজ করে:
Histamine-mediated acid secretion বেশি হয় রাতে (sleep period-এ gastric acid peak করে)।এটা হচ্ছে ফিজিওলোজি।

তাই এটা রাতে ঘুমানোর আগে দিলে nocturnal acid breakthrough কমে যায়।

famotidine এর কাজ শুরু হয় ১ ঘন্টার মধ্যে, কাজের মেয়াদ ৬–৮ ঘণ্টা।
অর্থাৎ bedtime dose = পুরো ঘুমের সময় acid control করতে চাইলে বেস্ট অপশন h2 receptor blocker..

Clinical learning ,যেটা এতো কথার সারমর্ম :
👉 “Bedtime famotidine/h2 receptor blocker prevents nocturnal heartburn.”
👉 দিনের বেলায় দিলে GERD symptom কম কার্যকরভাবে নিয়ন্ত্রণ হয়।

তাহলে, PPI + H₂ Blocker একসাথে দিলে কী হয়?
সাধারণত একসাথে দেওয়া হয় না, কারণ PPI-র acid suppression অনেক শক্তিশালী ,সে একাই একশো।

তবে refractory GERD বা night-time acid breakthrough হলে
সকালে Omeprazole + রাতে famotidine short-term দেওয়া যায়।

ডা.তামিম

#হেলথটিপস #সুস্বাস্থ্য #গ্যাস্ট্রিক #হেলথ

গ্যাসের বড়ি, Avoid করি...আজকে একজন রোগী দেখলাম, বয়স ৬০ বছর হবে। উনার তেমন কোন সমস্যা নেই, মাঝেমাঝে দুর্বল লাগে। উনার মেয়...
02/11/2025

গ্যাসের বড়ি, Avoid করি...

আজকে একজন রোগী দেখলাম, বয়স ৬০ বছর হবে। উনার তেমন কোন সমস্যা নেই, মাঝেমাঝে দুর্বল লাগে। উনার মেয়ে ডাক্তার, তাই সব পরীক্ষা করেছেন, উনার রক্ত অনেক কম হিমোগ্লোবিন মাত্র ৬.৮০ গ্রাম/ডেসি লিটার। রক্ত কেন এত কম সেটার জন্য আমার কাছে এসেছেন। আমি রোগীর ইতিহাস নিয়ে জানলাম উনি ২০ বছর ধরে গ্যাসের বড়ি খান। পরীক্ষা করে পাওয়া গেল উনার শরীরর আয়রন অনেক কম। দীর্ঘমেয়াদী গ্যাসের বড়ি খেলে আয়রন শোষণ কমে যায় তাই রক্ত কমে যায়।

দীর্ঘমেয়াদী গ্যাসের বড়ি খেলে আরও যে সমস্যাগুলো হতে পারে তা হলো- কিডনী বিকল, হাড় ক্ষয়, পাকস্থলীর ক্যান্সার, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি। গ্যাসের বড়ি কোন খাবার নয়, তাই শখ করে এটি খাওয়া থেকে বিরত থাকুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর গ্যাসের বড়ি খান। ৯৯% ক্ষেত্রে গ্যাসের বড়ি ২ মাসের বেশি খাওয়ার প্রয়োজন নেই।
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।

দীর্ঘদিনের পুরনো দাগ আর থাকবে না!Antiscar Topical Gel - দাগ মুছবে স্মৃতির মতো!সা-র্জারির কা''টাছেড়ার দাগপুড়ে যাওয়া জায়গা...
24/10/2025

দীর্ঘদিনের পুরনো দাগ আর থাকবে না!Antiscar Topical Gel - দাগ মুছবে স্মৃতির মতো!

সা-র্জারির কা''টাছেড়ার দাগ

পুড়ে যাওয়া জায়গার দাগ

পুরোনো ব্রণের দাগ

এমনকি অনেক পুরনো ৫০ বছরের দাগও ধীরে ধীরে হালকা করে ফেলতে সাহায্য করে এই জেল।

ব্যবহারবিধি:

পরিষ্কার ও শুকনো ত্বকে

দিনে ১-২ বার

দাগের উপর হালকাভাবে লাগিয়ে দিতে হবে

19/10/2025

যে সকল বাসায় শিশুরা রুমের ফ্লোরে পিশু ও পটি করে থাকে, সেসব বাসায় সকলের কৃমি লেগেই থাকে। পরিচ্ছন্নতা ছাড়া শুধু ওষুধে কৃমি দমন হয়না।

একটি সতর্কতামূলক পোস্ট :কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেনআপনার সচেতনতায় বাঁচবে একটি জীবন !!পথে ঘাটে হঠাৎ ঘটে যেতে পারে দু...
04/09/2025

একটি সতর্কতামূলক পোস্ট :
কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেন
আপনার সচেতনতায় বাঁচবে একটি জীবন !!

পথে ঘাটে হঠাৎ ঘটে যেতে পারে দুর্ঘটনা। কামড়াতে পারে কুকুর। কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্মক। কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুজনিত রোগ।

রবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে এই রোগ সৃষ্টি হতে পারে। জলাতঙ্ক হলে স্নায়ুতে সমস্যা হয়ে থাকে। যার কারণে মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। মস্তিষ্কে প্রদাহের সাথে খাদ্যনালীতে তীব্র সংকোচন হতে পারে। রোগী পানি দেখলেই ভয় পায়, যার কারণে এটার নাম হয়েছে জলাতঙ্ক। এছাড়া রোগী কোন আলো বা শব্দ সহ্য করতে পারে না।

এই সকল লক্ষণ দেখা দিলে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে কুকুর কামড়ালে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিতে হয়। এই কাজগুলো করা হলে মারাত্মক আকার ধারণ করা প্রতিরোধ করা সম্ভব।

🩸ক্ষত পরিষ্কার করুনঃ
প্রথমে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে ক্ষতের স্থানটি চেপে ধরুন। তারপর কুকুরের কামড় দেওয়া স্থানে বেশি করে সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা ভাল। এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দূর করে থাকে। তবে ক্ষত পরিষ্কার করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না।

🩸রক্ত বন্ধ করুনঃ
ক্ষত স্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। এতে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

🛡ব্যান্ডেজঃ
ক্ষতস্থানটিতে অ্যান্টিবায়েটিক ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে নিন। তারপর একটি গজ কাপড় দিয়ে ভাল করে ব্যান্ডেজ করে ফেলুন। ক্ষত স্থান খোলা থাকলে এতে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করতে পারে।

👩‍🔬ডাক্তারের কাছে যাওয়াঃ
প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের কাছে যেতে হবে এবং তার পরামর্শে র‌্যাবিস ভ্যাকসিন দিতে হবে। কুকুর কামড়ানোর পর অব্যশই র‌্যাবিস ভ্যাকসিন দিতে হবে। কুকুর কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে এই ভ্যাকসিন দেওয়া উচিত।
©

গর্ভাবস্থায় কাশি গর্ভাবস্থায় হালকা কাশি হওয়া খুব অস্বাভাবিক কিছু না। হরমোন পরিবর্তন, ঠান্ডা ,গরমে সংবেদনশীলতা, বা সাধারণ...
03/09/2025

গর্ভাবস্থায় কাশি

গর্ভাবস্থায় হালকা কাশি হওয়া খুব অস্বাভাবিক কিছু না। হরমোন পরিবর্তন, ঠান্ডা ,গরমে সংবেদনশীলতা, বা সাধারণ সর্দি-কাশি থেকেও হতে পারে। তবে মা ও বাচ্চার নিরাপত্তার জন্য কিছু বিষয় জানা জরুরি।

যা করতে পারেন
• পর্যাপ্ত বিশ্রাম নিন
• হালকা গরম পানি, স্যুপ বেশি খান
• মধু-লেবু মিশ্রিত গরম পানি খেতে পারেন (ডায়াবেটিস থাকলে সাবধান)
• ধুলো, ধোঁয়া ও ধূমপান থেকে দূরে থাকুন
• গরম পানির বাষ্প নিলে গলা-কাশির কষ্ট কমে

যা একেবারেই করবেন না
• নিজের ইচ্ছায় কোনো কাশি কমানোর সিরাপ খাবেন না
• অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ওষুধ কখনো নিজে থেকে শুরু করবেন না

ডাক্তারের কাছে যেতে হবে যদি:
• কাশির সাথে জ্বর হয়
• শ্বাস নিতে কষ্ট হয়
• বুকে ব্যথা হয়
• কয়েকদিনেও কাশি না কমে
• কাশির সাথে রক্ত আসে

গর্ভকালীন সময়ে ওষুধের ব্যবহার খুব সীমিত। তাই কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

#গর্ভাবস্থা

01/09/2025
পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, ওজন কমছে না, বা ওজন বাড়...
16/08/2025

পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!
আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, ওজন কমছে না, বা ওজন বাড়ছে না, হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ঘনঘন মুড সুইং হচ্ছে।

এগুলোই PCOS (Polycystic O***y Syndrome) এর লক্ষণ। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, এটা এখন শুধু কোনো একজনের সমস্যা নয়, পুরো একটা প্রজন্ম এর শিকার।

কেন এমন হচ্ছে? এই সমস্যার কারণ মানুষ নিজেরাই। সারাদিন বসে থাকা, কম মুভমেন্ট করা, বেশি চিনিযুক্ত খাবার আর জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা, অতিরিক্ত মোবাইল-লেপটপ ব্যাবহার করা, এগুলো শরীরের প্রাকৃতিক হরমোন সিস্টেমকে একদম এলোমেলো করে দিচ্ছে।

এগুলোর জন্য শরীরের ভেতরের ব্যালান্স নষ্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, আর মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ও হরমোন চক্রের ওপর ভয়াবহ প্রভাব পড়ে।

এটা শুধু শরীরের সমস্যা নয় মানসিক দিক থেকেও এর প্রভাব ব্যাপক। হরমোনের ওঠানামায় মুড সুইং, ডিপ্রেশন, আত্মবিশ্বাস হারানো সব মিলিয়ে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়।

মনে রাখবেন PCOS শুধু মেয়েদের রোগ নয়, এটা একটা সোশ্যাল হেলথ ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি এখনই সচেতন না হই, পরবর্তী প্রজন্ম আরও বড় সমস্যায় পড়বে। ❤️

খাওয়ার পর বুকজ্বালা করছে? চট করে একটা গ্যাসের ঔষধ খেয়ে নিচ্ছেন?তাহলে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ুন। আর শেয়ার করে দিন।⚠️ গ্যাস...
06/08/2025

খাওয়ার পর বুকজ্বালা করছে? চট করে একটা গ্যাসের ঔষধ খেয়ে নিচ্ছেন?
তাহলে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ুন। আর শেয়ার করে দিন।

⚠️ গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই হিপ ফ্র্যাকচারের ঝুঁকি।
আমরা অনেকেই পেটে একটু অস্বস্তি হলেই গ্যাসের ঔষুধ খেয়ে ফেলি—
💊 সেকলো, ম্যাক্সপ্রো, ওমিপ, লোসেকটিল ইত্যাদি ...

🦠 এসব ওষুধ মূলত PPI (Proton Pump Inhibitor) গ্রুপভুক্ত—
√ Omeprazole
√ Esomeprazole
√ Lansoprazole

★ জানেন কি?

⚱️ BMJ জার্নালে প্রকাশিত গবেষণা বলছে –
💊 যারা ২ বছরের বেশি সময় ধরে এসব ওষুধ খান, তাদের হিপ ফ্র্যাকচারের ঝুঁকি ৫০% বেড়ে যায়!
🔑 বিশেষ করে মেনোপজ-পরবর্তী নারীদের মধ্যে এই ঝুঁকি ভয়াবহ।
🚬 যারা ধূমপান করেন, তাদের জন্য ঝুঁকি আরও বেশি।

👑 গবেষণা পরিচালনায় ছিলেন বোস্টনের Massachusetts General Hospital-এর গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. হামিদ খলিলি।

🦁 দীর্ঘমেয়াদে PPI সেবনে ঝুঁকি:

▪️ হাড় ক্ষয় ও ক্যালসিয়াম শোষণে ব্যাঘাত।
▪️ Vitamin B12 ঘাটতি → স্মৃতিভ্রংশ।
▪️ কিডনির সমস্যা, সংক্রমণ।
▪️ পাকস্থলীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত।

💡গ্যাস্ট্রিক, এসিডিটি, বুকজ্বালা ও হজম সমস্যা হলে -

👉 চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের এলোপ্যাথি ওষুধ (PPI) খাবেন না।
👍 পেট ভালো রাখতে খাবার, ঘুম ও ব্যায়ামের দিকে মন দিন।

|| স্বাস্থ্য পরামর্শদাতা ||
ডা. হানজালা হোসেন
মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ।

হার্টের রিং এর দাম কমেছে অনেক। আশা করি সাধারণ মানুষ, যাদের হাটের রিং লাগানো প্রয়োজন কিন্তু টাকার অভাবে লাগাতে পারছেন না...
05/08/2025

হার্টের রিং এর দাম কমেছে অনেক। আশা করি সাধারণ মানুষ, যাদের হাটের রিং লাগানো প্রয়োজন কিন্তু টাকার অভাবে লাগাতে পারছেন না, তারা বেশ উপকৃত হবেন।

Address

Nagethat To Shaympur Road In Nagerhat
Badarganj
5430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asik Drug House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asik Drug House:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram