Desh Bidesh Resources

Desh Bidesh Resources Your Trust Our Achievement

29/08/2022

#১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন। ইনভাইট করার কারণ কি ছিল জানেন?
বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলা।
তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল এবং মাত্র দুইজন তার এই তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল।
আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার! 😊
01. Dustin Moskovitz With over $6.5 billion.
02. Eduardo Saverin with over $3.4 billion.
তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই। নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব।
সুযোগ আপনার কাছে আসবেই, আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গণ করতে পারেন।🥰

17/07/2021

সহজে হাল ছেড়ে দেয়া

এই সমস্যার কারণে অনেক প্রতিভাবান ও বুদ্ধিমান মানুষও জীবনে ব্যর্থ হন। আপনার যতই বুদ্ধি আর প্রতিভা থাকুক না কেন – দিন সব সময়ে এক রকম যাবে না। কোনও সময়ে আপনি ভালো পারফর্ম করবেন। কখনওবা পারফর্মেন্স ভালো হবে না। কখনও কাজ করে ভালো ফল পাবেন, কখনও পাবেন না।

কিছু মানুষ আশার চেয়ে খারাপ ফলাফল পেলেই ধরে নেন যে তাঁদের দিয়ে আর হবে না। তাঁরা আর চেষ্টা করেন না। অন্য কিছু করার চেষ্টা করেন। এই অভ্যাস মানুষকে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ করে দেয়। কোনও জিনিসের শেষ না দেখেই তাকে শেষ বলে ধরে নেন। এটা এক ধরনের মানসিক পঙ্গুত্ব।

আপনি হয়তো খুব ভালো গানের গলা নিয়ে জন্মেছেন। আশপাশের মানুষের কাছ থেকে প্রশংসা পেতে পেতে আপনার মাঝে বিশ্বাস জন্মেছে যে, আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। কিন্তু যখন বাইরে পারফর্ম করতে গেলেন – তখন হয়তো দেখলেন ততটা প্রশংসা পাচ্ছেন না। অপরিচিত মানুষের সামনে পারফর্ম করতে গেলে নার্ভাস হয়ে যাচ্ছেন। কিছুদিন এমন চলার পর হয়তো আপনি হাল ছেড়ে দেবেন।

কিন্তু এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। এই সময়টাই আসলে হাল ধরে রাখতে হয়। হতাশ না হয়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে যেতে হয়। পৃথিবীর বহু অসাধারণ প্রতিভা এই হাল ছেড়ে দেয়ার কারণে সফল হতে পারেনি। আবার অনেক সাধারণ মানুষ কিছু করার ইচ্ছা পোষণ করে দিনের পর দিন অনুশীলন করে সফল হয়েছেন। হাল না ছেড়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে গেলে একটা সময়ে আপনি কাঙ্খিত সাফল্যের দেখা অবশ্যই পাবেন।

শেক্সপিয়র বলেছেন, “আমাদের নিজেকে নিয়ে সন্দেহগুলো অনেক বড় প্রতারক। এগুলোর কারণে অনেক কিছুই আমরা চেষ্টা করিনা, যেগুলো আসলে...
11/07/2021

শেক্সপিয়র বলেছেন, “আমাদের নিজেকে নিয়ে সন্দেহগুলো অনেক বড় প্রতারক। এগুলোর কারণে অনেক কিছুই আমরা চেষ্টা করিনা, যেগুলো আসলে আমরা অর্জন করতে পারতাম”

সত্যিকথা বলতে বেশিরভাগ ভয়ই অমূলক। যে কোনও বড় স্বপ্ন দেখলে সেখানে ব্যর্থতার ভয় থাকবেই। বড় বড় সফল মানুষরাও ব্যর্থতার ভয় পান। কিন্তু তাঁরা সেই ভয়কে পাত্তা না দিয়ে সফল হওয়ার জন্য কাজ করেন। ব্যর্থতার ভয় থাকার পরও কাজ করে গেছেন বলেই জ্যাক মা একদম শূন্য অবস্থা থেকে পৃথিবীর সেরা উদ্যোক্তা হতে পেরেছেন। দশম শ্রেণী পাশ না করা ধীরুভাই আম্বানি এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পেরেছেন।

আপনি যত ছোট অবস্থায় থেকে যত বড় হওয়ার স্বপ্নই দেখেন না কেন – সেটা পূরণ হওয়া সম্ভব। আপনাকে শুধু কাজ করতে হবে। ব্যর্থতার ভয়কে পাত্তা দেয়া যাবে না। এটা সব সময়েই মনের ভেতর থাকবে। কিন্তু একে প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না।

আপনার হয়তো মনে হচ্ছে, বলা সহজ কিন্তু করা কঠিন। আসলে কঠিন বা সহজ বলতে কিছু নেই। যদি কোনওকিছু করার সঠিক উপায় জানা থাকে, এবং সেগুলো নিয়মিত অনুশীলন করা যায় – তবে যে কোনও কঠিন কাজ সহজ হয়ে যায়।

ঈদ মোবারক'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। ' অর্থ : 'আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবু...
13/05/2021

ঈদ মোবারক

'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল।
' অর্থ : 'আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবুল করুন। '

জুম্মা মোবারক
30/04/2021

জুম্মা মোবারক

Address

Dhaka
Badda
1212

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801988669977

Alerts

Be the first to know and let us send you an email when Desh Bidesh Resources posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram