সেবা হোমিও হল

সেবা হোমিও হল অরজিনাল জার্মানি হোমিও ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয়। পাইলস, ফিষ্টুলা, পুরুষের গোপন সমস্যা সহো।

22/10/2025

একজন পুরুষের বীর্যে কোন #শুক্রাণু নেই!!!

***mia: No s***m found. কোন স্পার্ম নেই।!!!

#আজোসপার্মিয়া মানে কী?

এটা এমন এক অবস্থা, যখন পুরুষের বীর্যে কোনো শুক্রাণু থাকে না।

বাইরে থেকে কেউ বুঝবে না,

চেহারায় কোনো পরিবর্তন থাকে না,

কিন্তু ভিতরে ভিতরে একজন মানুষ ভেঙে পড়ে।

👉কেন হয়:

🌸টেস্টিসে শুক্রাণু তৈরি না হওয়া

🌸শুক্রাণুর রাস্তা বন্ধ থাকা

🌸হরমোনের ভারসাম্য নষ্ট

🌸ইনজুরি, সংক্রমণ, আগের অপারেশন

🌸অতিরিক্ত ধূমপান, নেশা বা মানসিক চাপ

🌸এমনকি জেনেটিক কারণেও

🌸মাএাঅতিরিক্ত হৈস্তমৈতুন করা

📝চিকিৎসা আছে, কিন্তু লজ্জা মানুষকে পিছিয়ে দেয়

অনেকেই চিকিৎসা নেয় না “লজ্জায়”।

📋চিকিৎসা সম্ভব,

শুধু সাহস দরকার “ডাক্তারের দরজায় প্রথমবার কড়া নাড়ার সাহস।”

একজন পুরুষ নিজের অপূর্ণতাকেও জয় করতে পারে।

👉করণীয়:-

🌸 STD বা ইনফেকশন হলে দেরি না করে চিকিৎসা।

🌸নেশা, ধূমপান, অতিরিক্ত তাপ (সনা, ল্যাপটপ কোলে রাখা) এড়ানো।

🌸 মানসিক চাপ কমানো, ঘুম বাড়ানো

🌸নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

🌸এবং“নীরব পুরুষ”দের পাশে দাড়ানো।

16/10/2025

অনিয়মিত পিরিয়ড
নারীর জন্য অভিশাপ
দ্রুত চিকিৎসা নিতে হবে

পায়খানা ক্লিয়ার হয়না, ২-৩ বার যেতে হয়। পেট ফাঁফা,বমি ভাব,রুচি কম, তাহলে এ মেডিসিন সেবন করবেন।সেবা হোমিও হল
14/10/2025

পায়খানা ক্লিয়ার হয়না, ২-৩ বার যেতে হয়। পেট ফাঁফা,বমি ভাব,রুচি কম, তাহলে এ মেডিসিন সেবন করবেন।
সেবা হোমিও হল

14/10/2025

শুক্রানুর সমস্যা কনসিভ হয়না,চিকিৎসা নিতে যোগাযোগ করুন।
আল্লাহর রহমতে শতভাগ ফলাফল।

12/10/2025

পুরুষের বিশেষ শক্তি বাড়বে, ১ মাস সেবন করলেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ।

12/10/2025
11/10/2025
10/10/2025
06/10/2025

আপনি কি সমস্যা নিয়ে ভুগছেন?
শেয়ার করুন, পরামর্শ পাবেন ইনশাআল্লাহ

05/10/2025

ইরেক্টাল ডিসফাংশন এর জন্য এ মেডিসিন সেবন করেন। এছাড়া আরো অনেক মেডিসিন আছে।

আপনার কি পিরিয়ড দেরিতে হচ্ছে?, মুখে ব্রণ উঠছে,লোম হচ্ছে, চুল পড়ছে বা ওজন বাড়ছে ? এগুলো হতে পারে PCOS এর লক্ষণ। সময়মতো...
29/09/2025

আপনার কি পিরিয়ড দেরিতে হচ্ছে?
, মুখে ব্রণ উঠছে,লোম হচ্ছে, চুল পড়ছে বা ওজন বাড়ছে ?
এগুলো হতে পারে PCOS এর লক্ষণ।
সময়মতো চিকিৎসা না নিলে ভবিষ্যতে ডায়াবেটিস, #বন্ধ্যাত্ব ও গর্ভকালীন জটিলতা বাড়তে পারে।

 #হার্নিয়া_রোগে হোমিওপ্যাথি চিকিৎসাঃ- (Hernia treatment in Homeopathy ) #হার্নিয়াঃযদি কোন কারণে পেটের অভ্যন্তরে চাপের ...
02/07/2025

#হার্নিয়া_রোগে হোমিওপ্যাথি চিকিৎসাঃ- (Hernia treatment in Homeopathy )

#হার্নিয়াঃ
যদি কোন কারণে পেটের অভ্যন্তরে চাপের পরিমাণ বেড়ে যায় (Increase Internal pressure), তাহলে আমাদের অন্ত্রের (Intestinal) বিভিন্ন অংশ ঐ চাপে স্থানচ্যূত হয়ে সেই দুর্বল যায়গা দিয়ে প্রবেশ(penetrate) করে ফেলে তখন নাভী, উদর (Abdomen) ও উরুর সংযোগস্থল (Inguinal region), অণ্ডকোষ (Te**es) ইত্যাদি এলাকা ফুলে ওঠে। এটিই হল হার্নিয়া।

কেন উদর অভ্যন্তরের চাপ বৃদ্ধি পায়?

* পুরনো কাশি (Chronic cough)
* হাঁচি (Sneezing)
* কোষ্ঠকাঠিন্য (Constipation)
* প্রোস্টেটগ্রন্থি বড় হয়ে যাওয়া (Enlarge prostrate gland)
* প্রেগনেন্সি (Pregnancy) ইত্যাদি

#প্রকারভেদঃ

ইঙ্গুইনাল হার্নিয়া (Inguinal Hernia):
এই ধরনের হার্নিয়ায় অন্ত্রের অংশবিশেষ (Parts of intestine) উদর ও উরুর সংযোগস্থলে ইঙ্গুইনাল অঞ্চল দিয়ে প্রবেশ করে। তখন উদর ও উরুর সংযোগস্থল ফোলা মনে হয়।

ইঙ্গুইনো-স্ক্রোটাল(Inguino-scrotal):
এধরনের হার্নিয়া ইঙ্গুইনাল হার্নিয়াতে কোন ব্যবস্থা না নিলে হয়ে থাকে। তখন অন্ত্রের অংশবিশেষ নামতে নামতে একেবারে অন্ডকোষে (Te**es) এসে প্রবেশ করে(Enter), ফলে অন্ডথলি (Sc***um) ফুলে যায়।

ফিমোরাল হার্নিয়া(Femoral Hernia):
ফিমোরাল হার্নিয়া সাধারনত মহিলাদের হয়। এক্ষেত্রে উরুর ভেতরের দিকে স্ফিতি দেখা দেয়।

আম্বিলিকাল হার্নিয়া(Umbilical Hernia):
এক্ষেত্রে নাভির চারপাশ(Around Naval) বা একপাশ ফুলে ওঠে।

ইনসিসনাল হার্নিয়া(Incisional Hernia):
উদরের পূর্বে অপারেশন (Previous operation area) করা হয়েছে এমন অঞ্চলে ইনসিসনাল (Incisional) হার্নিয়া হয়। কেননা অপারেশনের ফলে সেই অঞ্চল খানিকটা দুর্বল হয়ে পড়ে।

#হার্নিয়ার লক্ষণঃ

* কুঁচকি বা অন্ডথলি (Sc***um) ফুলে যাওয়া।
* নাভির (Naval) আশপাশ ফুলে যাওয়া।
* উরুর গোড়ার ভেতর (Inguinal region) দিক ফুলে যাওয়া।
* পেটে পূর্বে অপারেশন (Operation area) করা হয়েছে এমন স্থান ফুলে যাওয়া।

#জটিলতাঃ

* প্রচন্ড ব্যাথা (Severe headache)
* বমি ভাব (Nausea)
* বমি (Vomiting)
* মল ত্যাগে অসুবিধা (Difficulty evacuation)
* হার্নিয়ার চিকিৎসায় বিলম্ব (Late stage of treatment) হলে আটকে যাওয়া খাদ্য নালীর রক্ত(Blood circulation) সরবরাহ ব্যাহত করে গ্যাংগ্রিন (Gangrene) ঘটাতে পারে।
* পেরিটোনাইটিস (Peritonitis)
* সেফটিসেমিয়া (Septicemia)
* শক (Shock)
* মৃত্যুও(Death) হতে পারে।

#রোগ নির্ণয়ঃ

সাধারণ শারীরিক পরীক্ষায় মাধ্যমে ইন্টেস্টইনাল হার্নিয়া (Intestinal hernia) নির্ণয় করা হয়। আপনার চিকিৎসক আপনাকে আপনার উপসর্গগুলো জানতে চাইবেন, তারপর কুঁচকি (Inguinal hernia) এলাকায় ফোলাটা (Swelling) পরীক্ষা করে দেখবেন। যেহেতু কাশি দিলে হার্নিয়া অধিক স্পষ্ট হয়ে দেখা দেয়, তাই কাশি (Coughing) দেয়াটাও আপনার পরীক্ষার একটা অংশ হতে পারে।

#প্রতিরোধঃ

স্বাস্থ্যকর ওজন বজায় রাখুনঃ
যদি আপনার ওজন স্বাভাবিক ওজনের চেয়ে বেশি থাকে (Over weight), তাহলে চিকিৎসকের পরামর্শ (Consult) মতো ব্যায়াম ও খাদ্যগ্রহণ করুন। উচ্চ আঁশসমৃদ্ধ খাবার খান। টাটকা ফলফূল ও শাক-সবজি এবং সম্পূর্ণ খাদ্যশস্য আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো।

ভারী বস্তু উত্তোলনে সতর্ক হোনঃ
পারতপক্ষে ভারী বস্তু উত্তোলন করবেন না। যদি একান্তই উত্তোলন করতে হয় তাহলে সর্বদা হাঁটু ভাঁজ করে শুরু করবেন, কখনো কোমর (Waist) বাঁকাবেন না।

ধূমপান বন্ধ করাঃ
ধূমপান মারাত্মক রোগ যেমন ক্যান্সার (Cancer), এমফাইসেমা (Emphysema) ও হ্নদরোগের ঝুঁকি (Risk) বাড়াতে পারে। এ ছাড়া ধূমপান সচরাচর দীর্ঘস্থায়ী কাশির সৃষ্টি করে, যা ইনগুইনাল হার্নিয়া (Inguinal) সৃষ্টিতে উৎসাহ জোগায়।

#হোমিওপ্যাথি চিকিৎসাঃ

রবিন মার্ফি'র রেপার্টরী হার্নিয়া আরোগ্য সহায়ক ওষুধসমূহের নাম তুলে ধরা হলোঃ

১ম গ্রেডঃ লাইকোপোডিয়াম, নাক্স ভম।

২য় গ্রেডঃ এলিয়াম সেপা, এলোমিনা, এপিস মেল, অ্যাসারাম, অরাম, ক্যাল্কেরিয়া কার্ব, ক্যার্বো এনি, কার্বো ভেজ, ককোলাস, কফিয়া, ডিজিটালিস, ম্যাগ কার্ব, ম্যাগ এসিড, নাইট্রিক এসিড, অপিয়াম, রাস টক্স, সাইলিসিয়া, স্পাইজেলিয়া, এসিড সালফ, সালফার, ভেরেট্রাম, জিঙ্ক।

৩য় গ্রেডঃ ইস্কিউলাস হিপ, এমোন কার্ব, বার্বারিস, ক্যাল্কেরিয়া আর্স, ক্যাপসিকাম, ক্যামোমিলা, কলোসিন্থ, ল্যাকেসিস, ম্যাগ মিউর, মিলিফোলিয়াম, পেট্রোলিয়াম, ফসফরাস, সোরিনাম, সারসাপেরিলা, স্ট্যাফিস্যাগ্রিয়া, টেলুরিয়াম, থুজা। (কপি পোস্ট)

(( আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সুচিকিৎসা পেতে আপনার রোগ লক্ষণগুলো পেজে ম্যাসেজ দিয়ে বিস্তারিত জানান))

Address

আর্দশনগর, বাড্ডা লিংক রোড সংলগ্নে
Badda

Telephone

+8801635789958

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেবা হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সেবা হোমিও হল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram