কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐

কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐ প্রতিযোগী নয় সহযোগী হয়ে এগিয়ে যেত?

⃟ কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐ এর সদস্য হওয়ার নিয়মাবলী.......

১. যেহেতু আমরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করব, নিজ স্বার্থ হাসিল করার জন্যে কোদালিয়া রক্তদান ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়া যাবে না।

২. কোন প্রকার ব্যক্তিগত, রাজনৈতিক, ধর্মীয় প্রভাব বিস্তার করা যাবে না।

৩. কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশনের কাজে বাধা সৃষ্টি করে এমন কর্মকান্ড ঘটানো যাবে না।

৪. নিজ নিজ দায়িত্ব ও সময়ের সঠিক ব্যবহার করতে হবে।

৫. নিজেদের ভিতর কোন বিষয় নিয়ে গ্রুপিং করা যাবে না।

৬. নিজেদের কোন ব্যক্তিগত সমস্যা নিয়ে টিমে প্রভাব ফেলা যাবে না।

৭. কোনো স্বেচ্ছাসেবক যদি অন্য যে কোন সংগঠনের সদস্য হয়, তবে তার প্রভাব কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন সংগঠন এ বিস্তার করা যাবে না।

৮. কোন স্বেচ্ছাসেবক আইন বিরোধী কাজে লিপ্ত থাকলে, তার দায়ভার কোদালিয়া রক্তদান ফাউন্ডেশন অথবা অন্যান্য স্বেচ্ছাসেবক গ্রহণ করবে না।

৯. সকল স্বেচ্ছাসেবকই একে-অপরের ভাই-বোন সমতুল্য, নিজেদের ভিতর একাত্মতা ও সুসম্পর্ক বজায় রাখতে হবে, আচার-আচারণ মার্জিত ও রুচিশীল হতে হবে।

১০. নির্বাহী পরিষদ যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা সকল সদস্যকে অবশ্যই মানতে হবে। তবে ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোন স্বেচ্ছাসেবকের কোন অভিমত থাকে, তাহলে সে তার অভিমত প্রকাশ করতে পারবে। যৌক্তিক হলে তা অবশ্যই ভেবে দেখা হবে।

১২. যেকোন ইভেন্ট বা মিটিং-এ অবশ্যই উপস্থিত হতে হবে এবং প্রোগ্রামে অব্যশই প্রতিটি সদস্য অার্থিক সহযোগিতা বা চাঁদা প্রদানের মন মানিসিকতা থাকতে হবে।

১৩.আপনাকে অসহায় মানুষের পাশে কাজ করতে হবে।

১৪.নিয়মিত রক্তদান ও রক্তদানে অন্যকে উৎসাহ প্রদান করতে হবে।

১৫.কেন্দ্রীয় কমিটি কতৃক আপনার উপর অর্পিত দ্বায়িত্ব পালন করতে হবে।

উপরের নিয়মাবলী মানতে পারলে কোদালিয়া রক্তদান ওঅক্সিজেন ফাউন্ডেশনে যোগদিন।

09/10/2021
আলহামদুলিল্লাহ..🦋১৯ মার্চ, ২০২১ তারিখে কার্যক্রম শুরু করে আমাদের কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন স্বেচ্ছায় মুমূর্ষ...
17/07/2021

আলহামদুলিল্লাহ..🦋
১৯ মার্চ, ২০২১ তারিখে কার্যক্রম শুরু করে আমাদের কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন স্বেচ্ছায় মুমূর্ষু রুগীদের রক্তদানের পাশাপাশি রক্তদানে উৎসাহিতকরণ,
ও ১২.০৫.২০২১ তাং এ
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পিইন ও..
কোভিড-১৯ সতর্কবার্তা প্রদান, বিনামূল্যে মাস্ক বিতরণ সহ আরো বহু জনসেবা মূলক কাজ চালিয়ে যাচ্ছি। এসব কাজের পাশাপাশি জরুরী প্রয়োজনে আমরা যে সব স্বাস্থ্য সামগ্রী পাশে রেখেছি তা নিচে দেওয়া হলঃ-👇
★অক্সিজেন সিলিন্ডার ২টা
★পাল্স অক্সিমিটার ১টা
★ডাইবেটিক্স মিটার ১টা
★ডিজিটাল প্রেসারমিটার ১টা
★পিপিই ৬সেট
★ফেসমাস্ক ৪সেট
★হ্যান্ড গ্লোপ্স ১০০সেট
★ফেস সেফটি গ্লাস ৫টা
★হিসাব বহিঃ ২টা
★টাকার রশিদ ৪০০পিচ
★মেইন ব্যানার ১টা
★মোটরসাইকেল স্টিকার ৫০টা
★সিল-প্যাড ১টা
★হ্যান্ড মাইক ১টা
★অক্সিজেন ইস্টিকার
৫ পিচ
★সেচ্ছাসেবীদের গেঞ্জি

🎀বিদ্রঃ যে সকল শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে থেকে আর্থিক সাহায্য ও উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের আল্লাহতালা মঙ্গল করুন।🤲
আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে পারি।❣️🥀

16/06/2021
11/06/2021
07/05/2021

রক্তদানের উপকারিতা
সম্পাদনা
১.একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে।
২.রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।

৩.নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।[৩]
আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে। চার বছর ধরে ১২০০ লোকের ওপর এ গবেষণা চালানো হয়েছিলো।

৪.নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।

৫.প্রতি পাইন্ট (এক গ্যালনের আট ভাগের এক ভাগ) রক্ত দিলে ৬৫০ ক্যালরি করে শক্তি খরচ হয়। অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

৬.রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে উল্লেখ আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।

05/05/2021

ঢাকাতে সবচেয়ে বেশি রক্ত সংগ্রহ ও সরবারহ করে কোয়ান্টাম ফাউন্ডেশন।
সমগ্র বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত সরবারহ করে বাঁধন।
আমার ইচ্ছা আমাদের পাশের তিনটা বাঁধন ইউনিট(গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা)
কোন ইউনিটই একক ভাবে "কোদালিয়া রক্তদান ফাউন্ডেশন" এর চেয়ে বেশি রক্ত সরবারহ করতে পারবে না।

03/05/2021

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন!!

💁রোগীর সমস্যা: স্টোক

🔴রক্তের গ্রুপ: বি+ (B positive)
💉রক্তের পরিমাণ: ২ ব্যাগ
📆রক্তদানের তারিখ: ০৩-০৫-২০২১ আজ রাতের ভিতর।
🏥রক্তদানের স্থান: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হসপিটাল ঢাকা।
☎যোগাযোগ: 01712960091

কেও থাকলে জানাবেন দয়া করে

⚜️আলহামদুলিল্লাহ  হযরত মাওঃ হাসহমত উল্লাহ সাহেব এর প্রিয় পুত্র...🥀আমাদের আদরের ছোট ভাই মোঃ মাহমুদুল হাসান..💜 আজ (03/05/2...
03/05/2021

⚜️আলহামদুলিল্লাহ
হযরত মাওঃ হাসহমত উল্লাহ সাহেব এর প্রিয় পুত্র...🥀
আমাদের আদরের ছোট ভাই
মোঃ মাহমুদুল হাসান..💜
আজ (03/05/2021)

এক অসুস্থ ব্যক্তিকে লাল ভালোবাসা উপহার দিলো
স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টুঙ্গিপাড়া।

02/05/2021

জরুরি রক্তের প্রয়োজন👉🏿
💁রোগীর সমস্যাঃ. রক্ত শূন্যতা
রোগীর বাড়িঃ টুঙ্গিপাড়া।
🔴রক্তের গ্রুপঃ...B+
💉রক্তের পরিমাণঃ....১ ব্যাগ।
👩‍🦰রোগী ঃ-মহিলা/বয়সঃ- ২২বছর।
⌚রক্তদানের সময়ঃ. ০৩,০৫,২০২১ যত দ্রুত সম্ভব। (আগামীকাল)
🏥 রক্তদানের স্থানঃ- টুঙ্গিপাড়া সদর হাসপাতাল।
🛡️রেফারেন্স ঃ- মোঃ বোরহান (ভান্ডারখোলা)
☎যোগাযোগঃ.+8801886263337

Address

Vill+Post: Kodalia, Thana: Mollahat
Bagerhat
9380

Telephone

+8801713262584

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category