20/07/2017
রক্তদানের অজুহাতসমূহঃ
-
i) মা না করছে
ii) হাসপাতাল অনেক দূরে
iii) কালকে পরীক্ষা
iv) পরিচিত নয়
v) অামি অসুস্থ হয়ে যাবো
vi) অামার শরীরে রক্ত নাই
vii) রক্ত দেয়া ক্ষতিকর
ইত্যাদি অারো অনেক কারণ অাছে!!!
-
-----
এবার চোখ বন্ধ করে কল্পনা করুন। অাজ
অাপনি অাপনার মায়ের জন্য কিংবা
বাবার জন্য অথবা ভাই কিংবা
বোনের জন্য রক্তের প্রয়োজন। তখন কি
করবেন??
-
অাপনি যদি অন্য একজনকে বিপদে উপকার
না করেন তাহলে অাপনার বিপদে ও
কেউ এগিয়ে অাসবে না।
-
-
হাসপাতালে শুয়ে থাকা বৃদ্ধ
মহিলাটি কারো না কারো মা, শুয়ে
থাকা বৃদ্ধ লোকটি কারো না কারো
বাবা। হাসপাতালে শুয়ে থাকা
ছেলে বা মেয়েটি কারো না কারো
ভাই বোন!!
-
অাজ ওদের জন্য রক্ত প্রয়োজন, অাপনারা
এগিয়ে না অাসলে কে এগিয়ে
অাসবে??
--
রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না।
সুতরাং রক্তদান করুন, সবাইকে রক্তদানে
উৎসাহিত করুন
-
অাপনার ১ ব্যাগ রক্তই পারে ১ টি
মানুষের জীবন বাঁচাতে অার
পরিবারের সকল সদস্যের মুখে হাসি
ফোঁটাতে..!
রক্তদিলে কোন ক্ষতি হয়না.. বরং নির্দিষ্ট সময় পরপর রক্তদান করলে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়..