29/11/2025
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কি ক্ষতি হয়?
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হতে অনেক ধরনের রোগ হতে পারে, তার মধ্যে মারাত্মক আকারে নিম্নলিখিত জটিল রোগ দেখা দেয়-ঃ
ক) কিডনি নষ্ট বা অকার্যকর হওয়া ।
খ) লিভার নষ্ট হওয়া ।
গ) চোখে সানি পড়া, রেটিনোপ্যাথি বা গ্লুকোমার মত মারাত্মক রোগের ফলে অন্ধ হয়ে যাওয়া ।
ঘ) দাঁত পড়ে যাওয়া এবং মাড়িতে ক্ষত হওয়া।
ঙ) হৃদরোগ, হার্ট এ্যাটাক, স্ট্রোক ও প্যারালাইসিস হওয়া ।
চ) স্নায়ুরোগ যেমন - হাত- পা জ্বালা পোড়া করা, ঝি ঝি করা, অবস অনুভব করা, মাঝে মাঝে মাংসে খিঁচ ধরা বা প্রচন্ড ব্যথা হওয়া, মাথা ঘোরানো এবং মাথা ব্যথা করা।
ছ) মূত্রাশয়ের রোগ যেমন - বার বার প্রস্রাব লাগা, প্রস্রাব ধরে রাখতে না পারা, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করা, প্রস্রাবের বেগ কমে যাওয়া ইত্যাদি ।
জ) পক্ষাঘাত রোগ যেমন- পায়ে পচনশীল ক্ষতের কারণে পা কেটে ফেলা ।
ঝ) যৌনদুর্বলতা এবং প্রজনন ক্ষমতা কমে যাওয়া ।
ঞ) চুলকানিসহ সারা বৎসর খোস, পাঁচড়া ফোঁড়াসহ নানা রকম চর্মরোগ দেখা দেওয়া ।
ট) মহিলাদের ক্ষেত্রে বেশী ওজনের শিশু জন্ম দেওয়া, মৃত শিশুর জন্ম হওয়া জন্মের পর পর শিশুর মৃত্যু এবং নানা ধরনের জন্ম-ক্রুটি দেখা দেওয়া ।