30/10/2025
স্ট্রোক কেন হয়, স্ট্রোকের কারণ, স্ট্রোক হলে করণীয় বা চিকিৎসা | Causes symptom and treatment of Stroke
প্রতি বছর লাখো মানুষ হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন —
কেউ হারান কথা বলার ক্ষমতা, কেউ চলাফেরার স্বাধীনতা। 😔
স্ট্রোক আসলে মস্তিষ্কে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটায়,
যার প্রথম লক্ষণগুলোই হতে পারে জীবন বদলে দেওয়ার মতো গুরুতর —
👉 মুখ বেঁকে যাওয়া
👉 হাত-পা অবশ হয়ে যাওয়া
👉 কথা জড়ানো বা বোঝার অসুবিধা
⏰ এই লক্ষণ দেখা দিলে সময় নষ্ট করবেন না!
তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন।
আর যারা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন —
👉 নিয়মিত ফিজিওথেরাপি
👉 ব্যালান্স ট্রেনিং
👉 স্পিচ ও হাত-পায়ের এক্সারসাইজ
এসবই পারে হারানো নড়াচড়া ও জীবনীশক্তি ফিরিয়ে দিতে। 💪
🩵 সচেতনতা, সময়মতো চিকিৎসা, আর সঠিক পুনর্বাসন—
এই তিনটাই হতে পারে স্ট্রোকের বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় শক্তি।