01/06/2020
Important Announcement from Thai Embassy.
থাইল্যান্ড দূতাবাস বংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সকল ভিসা কার্যক্রম স্থগিত রেখেছেন তবে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ভিসার কার্যক্রম বিশেষ ব্যবস্থায় ইস্যু করছেন।
১. ভিসা এক্সেম্পশানঃ যাঁদের ভিসা থাই প্রাইম মিনিস্টার কার্যালয় থেকে বা মিনিস্ট্রি অব ফরেন এফেয়ারস কর্তৃক ইতোমধ্যে এক্সেম্পশান করা হয়েছে।
২. সকল ডিপ্লোম্যাট ভিসা, কন্সুলার ভিসা, আন্তর্জাতিক সংস্থাতে কর্মরত বা থাই দূতাবাসে কর্মরত ও তাদের পরিবার বর্গ থাইল্যান্ডে প্রবেশের জন্য অনুমোদিত।
৩. যাদের ইতোমধ্যে থাইল্যান্ডে কাজের অনুমোদন আছে অথবা যারা থাইল্যান্ড সরকারের কোন এজেন্সীতে চাকুরী করে থাকেন বা অভিবাসন আছে তাদের জন্য অনুমোদিত।
*** লিগালাইজেশনঃ যে কোন ধরনের অফিসিয়াল ডকুমেন্টস লিগালাইজেশনের জন্য এপয়েন্টমেন্ট প্রয়োজন। এপয়েন্টমেন্টের জন্য মেইল করতে হবে।