Bangabandhu Sheikh Mujib Medical University, Dhaka, Bangladesh

Bangabandhu Sheikh Mujib Medical University, Dhaka, Bangladesh Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)
(1)

01/04/2018

আমাদের মধ্যে অনেকেই যখন বৃদ্ধ পিতা-মাতাকে রেখে আসি বৃদ্ধ নিবাসে, তখন আনোয়ারা নামের এক নারী

09/06/2017

~~শুনে বিজলি চমকালো মনে হয়~স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
তাই খাইতে পারি নাই।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু
রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে
না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর। গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ এ
অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ
গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে। আমি
ছেলে মেয়ে কাউকে উদ্দেশ্য করে এই
পোষ্টটা দেইনি। আমি আমাকেই এখানে কল্পনা
করছি। আর আমাকেই আমি প্রশ্ন করছি,
তাই এটা পড়ে জানি অনেকেই আমাকে তিরস্কার
করবেন। বলবেন লাইক কমেন্ট এর আশায় আমি এটা
করেছি। একটা জোকস দিলেই তো অনেক লাইক
পাওয়া যায়। তাহলে এত সময় কষ্ট করে পোস্ট
লেখলাম কেন?
"এটার কারণ শুধু আমাদের ঘুমন্ত
বিবেকটাকে একটু জাগ্রত করার জন্য"~~

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের লোগোতে বাংলাদেশের ছবি।
26/03/2017

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের লোগোতে বাংলাদেশের ছবি।

শ্রীলঙ্কায় ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ।। https://goo.gl/wjWzzU
25/03/2017

শ্রীলঙ্কায় ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ।।
https://goo.gl/wjWzzU

সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের এ সিরিজ জয়

বিল গেটস সম্পর্কে গোপন কিছু মজার তথ্য।। https://goo.gl/H4eNnf
12/03/2017

বিল গেটস সম্পর্কে গোপন কিছু মজার তথ্য।। https://goo.gl/H4eNnf

রির্পোটঃজাকারিয়া আলম দিপু. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট থেকে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা, কোটিপতি বিল গেটসকে নিয়ে বিশ্বজুড়ে

11/03/2017

রোদ-মেঘের লুকোচুরি খেলা, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যেন শরতের অবিশ্বাসী আকাশ। আবার বড় বড় ফোটার

সকালে ঘুম ভাঙেনি বলেই শচিনের অবসর! https://goo.gl/jqr2Hi
04/03/2017

সকালে ঘুম ভাঙেনি বলেই শচিনের অবসর!
https://goo.gl/jqr2Hi

লিটন মাস্টার শচিন টেন্ডুলকারের কি সত্যিই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছিল? নাকি আর

তাই তো বলি তুই এত্ত কিউট ক্যান,,,
26/01/2017

তাই তো বলি তুই এত্ত কিউট ক্যান,,,

07/01/2017

বাসর রাতে স্বামী আর স্ত্রীর
কথোপকথোন.....

স্বামী : এই, বিয়ের আগে তোমার
কয়টা বয়ফ্রেন্ড ছিল??
স্ত্রী কোন কথা না বলে সেখান
থেকে উঠেগিয়ে একটা খাম নিয়ে
এসে স্বামীর হাতে ধরিয়ে দিল ।
খামের মধ্যে ছিল কিছু চাল আর ২০০
টাকা ।
স্বামী : এইটা কি ??
স্ত্রী : না মানে, আমি যখন কারো
প্রেমে পড়তাম তখন ১টা করে চাল এই
খামে ঢুকিয়ে রাখতাম ।
স্বামী খাম খুলে চাল গোনা শুরু করল
১,২,….. ৭টা ।
স্বামী : ও তার মানে ৭টা বয়ফ্রেন্ড
ছিল?? আজকালকার যুগে এইটা কোন
ব্যাপারই না ।
আচ্ছা আর এই ২০০ টাকা কিসের?? .
স্ত্রী : না মানে, বিয়ের আগের দিন ৪কেজি
চাল বিক্রি করেছি । এইটা সেই টাকা।...স্বামী বেহুশ......

সংগ্রহ

একটি শোক সংবাদ......অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের ছাত্র ও বাংলাদেশ অর্...
24/12/2016

একটি শোক সংবাদ......

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের ছাত্র ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রকাশনা সম্পাদক,ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা.গোলাম সারোয়ার বরিশালে ১৫ তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ভোলা থেকে স্পিডবোটে স্ত্রী-কন্যা সহ বরিশাল যাবার সময় ২৩ ডিসেম্বর সন্ধ্যায় অন্য একটা স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষে পড়েন।এতে তার স্ত্রী ও কন্যা ঘটনাস্থলে মারা যান (ইন্নালিল্লাহে...রাজিউন)।সারোয়ার ভাই আরিফ মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।তার স্ত্রীর মৃতদেহ পাওয়া গেলেও কন্যার দেহ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ডা.সারোয়ারের স্ত্রী-কন্যার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।মহান আল্লাহ তাদের বেহেশত নসীব করুন।
সূএ : (ডা: মিজানুর রহমান কল্লোল এর পোষ্ট থেকে)

প্রতিকুল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয়।। http://www.alltimebdnews24.com/?p=1141
18/12/2016

প্রতিকুল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয়।। http://www.alltimebdnews24.com/?p=1141

রির্পোটঃঅনলাইন ডেস্ক. সবাই বলতো- আত্মহত্যা করতে,সবার থেকে লুকিয়ে থাকতে,মুখ ঢেকে রাখতে। কিন্তু সেইসব কিছু কানে

Address

Dhaka
Banani Model Town
0088

Alerts

Be the first to know and let us send you an email when Bangabandhu Sheikh Mujib Medical University, Dhaka, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram