24/11/2025
সুযোগ না দিলে কেউ কারো কাছে যায় না; এটা বুঝতে ডিগ্রি লাগে না, লাগে শুধু সত্য মানার সাহস। কিন্তু সমাজের নাচ দেখলে মনে হয়, ছেলে নাকি শয়তানের দুলাভাই, আর মেয়ে? আহা, ফেরেশতার ফুফাতো বোন!
বাস্তবটা এতটাই ধারালো যে হাত কাটবে, মেয়ে চাইলে রাত বাড়ে, শরীর কাছে আসে, চাইলে আবার মোবাইল অফ, দরজা বন্ধ, এক সেকেন্ডে সব শেষ। অর্থাৎ রিমোট কন্ট্রোল পুরোপুরি একদিকেই থাকে, তবু দোষের লাইনটা ছেলেদের মাথায় আটকানো থাকে টিউব লাইটের মতো।
গর্ভনিরোধক না থাকলে গল্পটা আরেক রকম হতো, কত ‘ভদ্র’, ‘নিরীহ’, ‘সংস্কৃত’ মুখ বুকের ওপর রাখতেই হতো পেট, কারণ সত্য গর্ভে লুকোনো যায় না, ফাঁস হতেই হতো, দিনের আলোয়, গরম রোদে, জনসমক্ষে।
তবু সমাজের ডাবল স্ট্যান্ডার্ডের চটি জোড়া উঁচু হয়েই থাকে, ছেলের ভুল? ঘন্টা বাজাও! মেয়ের ভুল? আহা, ওকে ভুল পথে নিয়ে গেছে! যেন সে কাঠের পুতুল, নিজের কোন সিদ্ধান্ত নেই, শুধুই বাহু টানা ব্র্যাকেটে চলা যন্ত্র।
আর আজকাল তো আরও মজা, কিছু নারী স্বাধীনতা পেয়ে ভাবছে, বদলই বোধহয় অর্জন, চোখের সামনে দুলতে থাকা নাম্বারের লিস্টই নাকি সাফল্য, কিন্তু ভেতরে ভেতরে গলে যাচ্ছে নিজের সত্তা, অস্তিত্ব, আত্মমর্যাদার ভিত।
যেটা দুইজনের ইচ্ছায় হয়,মতার দায়ও দুইজনের, এটা বললেই সবাই কেঁপে ওঠে, কারণ সত্যের গলা চেপে ধরলে সমাজের ভণ্ডামি ধরা পড়ে যায় কবির কবিতায় আরও কিছু কয়...✍️কনসোলার. জ্যাক ডেনভার Consoler. Jack Denver
ভালো থাকি ভালো রাখি📕 সুখের চাবি📗