Dr Mohammad Sazzadul Amin Chowdhury

Dr Mohammad Sazzadul Amin Chowdhury আমি একজন শিশু চিকিৎসক। শিশুদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এই পেজে শেয়ার করি।

17/09/2025

আসসালামুয়ালাইকুম
শিডিউল অনুযায়ী আগামী পরশু শুক্রবার (১৯/০৯/২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বার করবো হিলভিউ হাসপাতালে ইনশাআল্লাহ।
যোগাযোগ: +8801852464435

03/09/2025

আসসালামুয়ালাইকুম
শিডিউল অনুযায়ী আগামী পরশু শুক্রবার (০৫/০৯/২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বার করবো হিলভিউ হাসপাতালে ইনশাআল্লাহ।
যোগাযোগ: +8801852464435

27/08/2025

আসসালামুয়ালাইকুম
শিডিউল অনুযায়ী আগামীকাল শুক্রবার (২৯/০৮/২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বার করবো হিলভিউ হাসপাতালে ইনশাআল্লাহ।
যোগাযোগ: +8801852464435

14/08/2025

আসসালামুয়ালাইকুম
শিডিউল অনুযায়ী আগামীকাল শুক্রবার (১৫/০৮/২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বার করবো হিলভিউ হাসপাতালে ইনশাআল্লাহ।
যোগাযোগ: +8801852464435

23/07/2025

আসসালামুয়ালাইকুম
শিডিউল অনুযায়ী আগামী শুক্রবার (২৫/০৭/২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বার করবো হিলভিউ হাসপাতালে ইনশাআল্লাহ।
যোগাযোগ: +8801852464435

10/07/2025

যাদু দেখবেন?
আমরা যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছি সেটা কি নিজের ইচ্ছায় নিচ্ছি নাকি আমার বডি অটো নিচ্ছে? অটো তাই না। ঘুমের মধ্যেও কিন্তু আমরা শ্বাস নিচ্ছি। স্বয়ংক্রিয়ভাবে শ্বাস নেয়ার এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্রেইনের একটা জায়গায় একটা সেন্টার থাকে।
সময়ের আগে জন্মানো বাচ্চাগুলোর (বিশেষ করে ৩২ সপ্তাহের/৭ মাসের আগে) আগে জন্মানোর কারণে তাদের সব অংগ অপরিপক্ক থাকে। ঠিক সে কারণে তাদের ব্রেনের শ্বাস নেয়ার সেন্টারও অপরিপক্ক থাকে। ফলে তারা শ্বাস নিতে ভুলে যায়।।পাশাপাশি তাদের ফুসফুসে সারফেকটেন্ট নামক একটা জিনিসেরও ঘাটতি থাকে। সব মিলিয়ে তারা শ্বাস নিতে ভুলে যায়।শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
ভিডিওর বাচ্চাটি ৩০ সপ্তাহে জন্মেছে। এরপর থেকে সে NICU তে CPAP নামক একটা মেশিনে আছে। কিন্তু এখন সমস্যা হলো সে একটু পরপর শ্বাস বন্ধ করে ফেলছে। ভিডিওতে দেখলে বুঝবেন। প্রথমে বাবুর অক্সিজেন সেচুরেশন স্বাভাবিক ছিলো (৯০ এর উপরে)। এরপরে বাবু শ্বাস বন্ধ করে ফেলে। তারপর তার রক্তে অক্সিজেনের মাত্রা বা সেচুরেশন কমতে কমতে ৮০ এর নিচে চলে আসে। আমি বাবুকে একটু নাড়াচাড়া দিয়ে মনে করিয়ে দিলাম, এই ব্যাটা শ্বাস নে! এরপর সে আবার শ্বাস নেয়া শুরু করে আর সেচুরেশন ১০০ হয়ে যায়। আমি যদি তাকে নাড়া না দিতাম তাহলে হয়ত সে আর ফিরে আসতো না, চলে যেতো উপরওয়ালার কাছে। এজন্যই নবজাতকের আইসিইউতে সবসময় চোখ কান খোলা রাখতে হয়।
আর বর্তমানে যে পরিমাণ প্রিম্যাচ্যুর বেবি হচ্ছে তা আশংকাজনক। আমাদের মতো গরীব দেশে এতো এতো NICU নাই। আর প্রাইভেট NICU এর ভাড়া তো আকাশছোঁয়া। তাই গর্ভবতী মায়েদের যত্ন নিন যাতে প্রিম্যাচ্যুর ডেলিভারি না হয়।

09/07/2025

আসসালামুয়ালাইকুম
শিডিউল অনুযায়ী আগামী শুক্রবার (১১/০৭/২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বার করবো হিলভিউ হাসপাতালে ইনশাআল্লাহ।
যোগাযোগ: +8801852464435

25/06/2025

আসসালামুয়ালাইকুম
শিডিউল অনুযায়ী আগামী শুক্রবার (২৭/০৬/২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বার করবো হিলভিউ হাসপাতালে ইনশাআল্লাহ।
যোগাযোগ: +8801852464435

08/06/2025

আসসালামুয়ালাইকুম
আগামীকাল সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত হিলভিউ হাসপাতালে চেম্বার করবো ইনশাআল্লাহ।

03/06/2025

আসসালামুয়ালাইকুম। ঈদ উল আযহার সময় চেম্বার শিডিউল:
০৫/০৬/২৫ (বৃহস্পতিবার) সকাল থেকে রাত পর্যন্ত
০৯/০৬/২৫ (সোমবার) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা
১১/০৬/২৫ (বুধবার) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা।
বিস্তারিত জানতে: +8801852464435

21/05/2025

আসসালামুয়ালাইকুম।
শিডিউল অনুযায়ী আগামী শুক্রবার (২৩/০৫/২৫) সকাল থেকে রাত পর্যন্ত হিলভিউ হাসপাতালে চেম্বার করবো ইনশাআল্লাহ।

07/05/2025

আসসালামুয়ালাইকুম।
শিডিউল অনুযায়ী আগামী শুক্রবার (০৯/০৫/২৫) সকাল থেকে রাত পর্যন্ত হিলভিউ হাসপাতালে চেম্বার করবো ইনশাআল্লাহ।

Address

Hillview Hospital, VIP Road
Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mohammad Sazzadul Amin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Mohammad Sazzadul Amin Chowdhury:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category