ParaMedic Doctor

ParaMedic Doctor প্রাথমিক উপদেশ ও প্রাথমিক চিকিৎসা
নিয়ে আপনাদের পাশে আমি আছি
-Community ParaMedic-

23/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

24/11/2024

=Aching pain=
Cap:-Sergel/Exium 20gm
Cap:- indomet 25mg/
indomet SR 75mg--10days
Tab:- Beklo (5/10mg)--10days
Tab:- Xalcort/Deflacort (6/12mg)--10days

ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারন ওষুধ যেমন মানুষের জিবন রক্ষা করে তেমনি আবার মানুষের জিবন ধ্বংস করে 🙂

[PD.DR]- সুস্হ দেহ সুন্দর মন

31/05/2024

টেনশনমুক্ত ও সুখী থাকার উপায় হচ্ছে-

০১। মানুষের সংস্পর্শে কম যাওয়া
০২। অন্যের কাছে নিজের সব কথা না বলা
০৩। কাউকে মাত্রারিক্ত বিশ্বাস না করা
০৪। মানুষ থেকে প্রত্যাশা কম করা
০৫। পিছনে পিছনে কারও দুর্নাম না করা
০৬। অন্যের সাথে নিজের তুলনা না করা
০৭। কারও প্রতি রাগ-ক্ষোভ জমা হলে ক্ষমা করে দেওয়া
০৮। কারও ভালো কিছু অর্জনে ঈর্ষান্বিত না হয়ে খুশি
হওয়া এবং সম্ভব হলে অভিবাদন জানানো
০৯। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর
নির্ভরশীল হওয়া
১০। যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থায় শোকরিয়া আদায়
করা এবং ইতিবাচক চিন্তা করা।

11/05/2024

🔴🚫 সতর্কবার্তা 🚫🔴

ওষুধ খোলার পর কত দিন পর্যন্ত তা ব্যবহার করা যাবে💊

✅ কৌটার ট্যাবলেট বা ক্যাপসুল হলে ৮ সপ্তাহ পর্যন্ত সেটা ব্যবহার করা যাবে। তরল ওষুধ বা সিরাপ হলে সেটা ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন।

✅ তরল অ্যান্টিবায়োটিকের বোতল খোলার পর ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন।

✅ চোখের বা কানের ড্রপ ৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়।

✅ ক্রিমজাতীয় ওষুধ হলে ৪ সপ্তাহ মানে ১ মাস ব্যবহার করা যায়।

🔴 ভাঙা ওষুধ সেবন করা যাবে কি?
🔸একান্ত বাধ্য না হলে ভাঙা ওষুধ সেবন না করাই ভালো। তবে বাধ্য হলে ভাঙা ওষুধ সেবন করা যাবে। এর আগে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ওষুধ সেবনের আগে এর রং, গন্ধ, বাহ্যিক গঠন অপরিবর্তিত থাকতে হবে। ভাঙা ওষুধ ২৪ ঘণ্টার মধ্যে সেবন করতে হবে।

ডা. শিমু আক্তার
সহকারী অধ্যাপক
ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিকস বিভাগ

15/02/2024

Cefuroxime +Clavulanic Acid ↙️

Cefotil plus
Furotil plus
Zorotil plus
Fuclav
Cefaclav
Furoclav
Kefuclav
Rofuclav
Turboclav
Clavusef
Cerox CV
Axim CV

15/02/2024

TOP Company Azithromycin (250/500mg)↙️

Zimax
AZ
Azin
Acos
Azicin
Azimax
Azomax
Azithrocin
Rozith
Tridosil
Zithrin
Zithrox
Simpl-3
Odazyth

TOP Company Cefixime (200/400)↙️

Cef-3
Emixef
Triocim
Roxim
Fix-A
Cefim-3
Rofixim
Ceftid
Orcef
T-cef
Afix
Denver
Starcef

11/12/2023

🟢 ডায়াবেটিসের প্রতিরোধমূলক ব্যবস্থা

🔷 টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসা:↙️
🔹টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ইনজেকশন গ্রহণ করে
বা ইনসুলিন পাম্প বা অন্য ডিভাইস ব্যবহার করে চিকিৎসা করা হয়। বাইরে থেকে প্রয়োগ করা (ইঞ্জেকটেড) ইনসুলিন কোষে শর্করা যাতায়াতের চাবি হিসাবে কাজ করে।শরীরের কোষগুলিতে গ্লুকোজ প্রবেশ করে।অবশ্য ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হল কতটা ইনসুলিন নিতে হবে তা সঠিক ভাবে জানা কঠিন। এর পরিমাণ অনেক কারণের উপর নির্ভর করে, যেমন-

🔸খাদ্যাভাস
🔹ব্যায়াম
🔸মানসিক চাপ
🔹আবেগ এবং সাধারণ স্বাস্থ্য

🔸 ইনসুলিনের কী ডোজ গ্রহণ করা হবে তা নির্ধারণ করা
একটি জটিল কাজ। যদি কেউ অত্যধিক ইনসুলিন গ্রহণ
করেন, তাহলে তার রক্তে শর্করার মাত্রা বিপজ্জনক ভাবে
নিম্ন স্তরে নেমে যেতে পারে। এটিকে হাইপো-গ্লাইসেমিয়া
বলা হয়। এতে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

🔹একই ভাবে যদি প্রয়োজনের থেকে খুব কম পরিমাণ
ইনসুলিন গ্রহণ করা হয় তবে রক্তে শর্করার মাত্রা
বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। কিন্তু কোষগুলিতে শর্করার অভাব দেখা দেয়। একে হাইপার-গ্লাইসেমিয়া বলা
হয়। এই অবস্থাতে-ও জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

🔷টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা:↙️
🔹এই ধরনের ডায়াবেটিসের চিকিৎসায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক করার জন্য শরীরের মধ্যে তৈরি হওয়া ইনসুলিনকে ভালোভাবে ব্যবহার করার উপায় বের করা হয়। চিকিৎসকরা খাদ্য, ব্যায়াম এবং ওজন হ্রাসের উপর জোর দেন। যদি এর পরেও রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, তাহলে শরীরে ইনসুলিন ব্যবহারের দক্ষতা বাড়াবার

🟤 ডায়াবেটিস হলে বা এর মধ্যে কোনো উপসর্গ দেখা দিলে
দ্রুত ডাক্তারের সমর্পণ হবেন।

[PD.DR]-সুস্থ দেহ সুন্দর মন 💖

11/12/2023

🔴 ডায়াবেটিসে কি কি খাবেন না?

🔶 ডায়াবেটিসে কখনই শরীরের প্রয়োজনের অতিরিক্ত
খাওয়া চলবে না।
🔷 বিশেষত,যেসব খাদ্য বা পানীয়তে শর্করার পরিমাণ
বেশি থাকে সেসব বর্জন করতে হবে।
🔶 কাঁচা লবণ খাওয়া এড়াতে হবে।
🔷 বেশি ভাজা ও তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে হবে।
🔶 অতিরিক্ত চা বা কফি পান বারণ।
🔷 ফ্যাট-যুক্ত দুধ বা দুগ্ধজাত খাবার বর্জন করতে হবে।
🔶 ভাত, আলু, কলা এবং গাজরে শর্করা বেশি থাকে।
সুতরাং এই খাবার গুলি খাওয়া নিয়ন্ত্রন করতে হবে।

🟢 ডায়াবেটিসে কোন কোন ফল খাওয়া উচিত?

🔶 আপেল
🔷 অ্যাভোকাডো
🔶 পেঁপে
🔷 বেরি জাতীয় ফল
🔶 কামরাঙা
🔷 নাশপাতি
🔶 কমলা

🟣 সুগার এবং ডায়াবেটিস-এর মধ্যে পার্থক্য কি?

ব্লাড সুগার বা গ্লুকোজ হলো আমাদের রক্তে অবস্থিত শর্করা বা চিনি। এই শর্করা আমাদের খাবার থেকে আসে এবং এটি শরীরের শক্তির প্রধান উৎস। শরীরে শক্তির চাহিদা পূরণের জন্য, রক্ত শরীরের প্রত্যেকটি কোষে গ্লুকোজ বহন করে। ডায়াবেটিস হল এমন একটি রোগ যেখানে রক্তে এই শর্করার ভারসাম্য বজায়

[PD.DR]-সুস্থ দেহ সুন্দর মন 💖

11/12/2023

🔴 ডায়াবেটিস 🔴

🔷 ডায়াবেটিস কী?
ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা,
যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে
পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে ব্যবহার
করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের
মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়।ইনসুলিন মানুষের
শরীরের কোষগুলি তে শর্করা প্রবেশ নিয়ন্ত্রন করে।

🔶 ডায়াবেটিসের ধরণ:

🔹 টাইপ 1
🔸 টাইপ 2
🔹 টাইপ 1 এবং টাইপ 2 হল ডায়াবেটিসের দুটি সাধারণ
রূপ। এছাড়া অন্যান্য ধরণেরও ডায়াবেটিস হতে পারে,
যেমন গর্ভকালীন ডায়াবেটিস, নিওনাটাল ডায়াবেটিস,
জেসটেসানাল ডায়াবেটিস ইত্যাদি।

🟣 টাইপ 1 ডায়াবেটিসের লক্ষণ: ↙️

🔷 টাইপ 1 ডায়াবেটিস-এর সূত্রপাত খুব দ্রুত ঘটে এবং
নিম্নলিখিত উপসর্গ গুলি হঠাৎ দেখা দিতে পারে:

🔸 তীব্র তৃষ্ণা
🔹 অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
🔸 দ্রুত ওজন হ্রাস
🔹 প্রচণ্ড ক্ষুধা
🔸 দুর্বলতাবা ক্লান্তি
🔹 অস্বাভাবিক বিরক্তি
🔸 ঝাপসা দৃষ্টি
🔹 বমি বমি ভাব
🔸 পেটে ব্যথা
🔹 অপ্রীতিকর গন্ধের অনুভূতি
🔸 চুলকানি

🟤 টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে:

🔹 ধীরে গতিতে ক্ষতস্থান নিরাময়
🔸 তীব্র তৃষ্ণা
🔹 অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
🔸 দ্রুত হারে ওজন হ্রাস
🔹 অপ্রীতিকর গন্ধের অনুভূতি
🔸 হাতে এবং পায়ে ঝিনঝিন
🔹 চুলকানি
🔸 মূত্রনালীতে সংক্রমণ
🔹 ঝাপসা দৃষ্টি
🔸 মেজাজ পরিবর্তন
🔹 মাথাব্যথা
🔸 মাথা ঘোরা
🔹 বগল এবং ঘাড়ের কাছে কালচে ছাপ

[PD.DR]-সুস্থ দেহ সুন্দর মন 💖

06/12/2023

🟢 MONTELUKAST 🟢

🔵 Montelukast এর কাজ হলো ↙️

Montelukast প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উভয়ের
হাঁপানির চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।হাঁপানি
হল শ্বাসযন্ত্রের একটি অবস্থা যা শ্বাসনালীতে প্রদাহ
এবং সংকীর্ণতা সৃষ্টি করে, যার ফলে শ্বাসকষ্ট, কাশি,
বুকে শক্ত হয়ে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ
দেখা দেয়।ওষুধটি হাঁপানির লক্ষণগুলি প্রতিরোধ
করতে এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে
সহায়তা করে।

🔷 Montelukast প্রধান কাজ
🔹হাঁপানি রোগ
🔹অ্যালার্জি রাইনাইটিস

🔶 Montelukast সাধারন কাজ
🔸অ্যালার্জি
🔸শ্বাসকষ্ট
🔸শিশুর হাঁপানি
🔸সাঁ সাঁ করে নিঃশ্বাস ফেলা

🔴 Montelukast এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলো ?

🔸 Montelukast খাওয়ার সময় একটা side-effect
খুব বেশি রকমে ফিল হতে পারে। Side-effect
হলো Depression ( বিষন্নতা )
🔹 চোখের সমস্যা দেখা দিতে পারে।
🔸 ত্বকে জ্বালাপোড়ানো বা ত্বকের ক্ষতি হতে পারে।
🔹 গলায় কালো দাগ দেখা যেতে পারে।
🔸 Montelukast খাওয়ার পর উচ্চ জ্বর আসতে পারে।
🔹 মাথা ব্যাথা, পেটে ব্যাথা হতে পারে কারও কারও।

🟤 MONTELUKAST এর কিছু কোম্পানির নাম ↙️

🔸 MONAS ( ACME LAB. )
🔹 MONTAIR ( INCEPTA PHARMA )
🔸 MONTENE ( SQUARE PHARMA )
🔹 TEILOCK ( OPSONIN PHARMA )
🔸 XYFLO ( RADIANT PHARMA )
🔹 AERON ( HEALTHCARE )
🔸 M-KAST ( DRUG IN. )

🟣 প্রতিটা কোম্পানিতে এগুলো পাওয়া যাবে ↙️

🔹 Montelukast 10
🔸 Montelukast 5
🔹 Montelukast 5 ODT
🔸 Montelukast 4
🔹 Montelukast 4 ODT

[PD.DR]-সুস্থ দেহ সুন্দর দেহ 💖

05/12/2023

🟢 Ketoconazole Tablet &
🟢 Ketoconazole Shampoo
🟢 উপকারিতা, ব্যবহার & পার্শ্বপ্রতিক্রিয়া

🔷ছত্রাক সংক্রমণ
🔸 খুশকি
🔹 ক্যান্ডিডাল
🔸 ভ্যালি ফিভার
🔹 হিস্টোপ্লাস্মোসিস
🔸 প্যারাকক্সিডিওইডোমাইকোসিস
🔹 ব্লাস্টোমাইকোসিস
🔸 দাদ
🔹 seborrheic dermatitis
🔸 কুশিং সিন্ড্রোম
🔹 জক ইচ
🔸 অ্যাথলেট ফুট
🔹 টিনিয়া ভারসিকলার
🔸 নাভি সংক্রমণ
🔹 মাথার ত্বকে চুলকানি

🔴 Ketoconazole Tablet পার্শ্বপ্রতিক্রিয়া ↙️

🔹 বমি বমি ভাব
🔸 বমি হওয়া
🔹 ফুসকুড়ি
🔸 পেট ব্যথা
🔹 মাথা ব্যথা
🔸 মাথা ঘোরা
🔹 ঠাণ্ডা
🔸 জ্বর
🔹 প্যারেস্থেসিয়া
🔸 চামড়া জ্বালা
🔹 চুলকানি জ্বালাপোড়া
🔸 ফুসকুড়ি
🔹 ডায়রিয়া
🔸জ্বালাপোড়া

[PD.DR]-সুস্থ দেহ সুন্দর মন 💖

30/11/2023

🔴 সংক্রামক রোগ 🔴

🟢 সংক্রামক রোগ বলতে সেই সব রোগ বোঝায়, যে রোগ
একজন থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে
পারে। এই ছড়িয়ে পড়া শুধু মানুষ থেকে মানুষ নয়,
পশু-পাখি থেকে মানুষে, পশু-পাখি থেকে পশু-পাখির
মাঝে, কিংবা মানুষ থেকে পশু-পাখির মাঝে ছড়িয়ে
পড়তে পারে। বর্তমানে সংক্রামক রোগ এর প্রকোপ
অনেকাংশে কমে এসেছে। বরং অসংক্রামক জীবন
ঘাতী রোগ মহামারী আকারে দেখা দিচ্ছে।

🔴 সংক্রামক রোগ ছড়ানোর মাধ্যম:-↙️

🔷 স্পর্শ : বেশ কিছু রোগ স্পর্শের মাধ্যমে ছড়ায়।
যেমন:-
🔹 স্কেবিস
🔹 ছত্রাক জনিত চর্ম রোগ।

🔶 যৌন সংস্পর্শ:
🔸 এইডস
🔸 সিফিলিস
🔸 গনোরিয়া
🔸 হেপাটাইটিস (বি, সি)
🔸 শ্যাাংক্রয়েড
🔸 লিমফো গ্রানুলোমা ভেনেরিয়াম
🔸 হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন
যেটি জরায়ুমুুখ ক্যান্সারের অন্যতম কারণ।

🔷 খাদ্য ও পানীয় :
🔹টাইফয়েড
🔹পোলিও মায়েলাইটিস
🔹হেপাটাইটিস (এ, ডি)
🔹কলেরা,
🔹ডায়রিয়া
🔹 আমাশয়
🔹 বিভিন্ন কৃমি সংক্রমণ।

🔶 বায়ু বাহিত:
🔸 যক্ষ্মা 🔸 ইনফ্লুয়েঞ্জা 🔸 হুপিং কাশি,
🔸 মেনিনজাইটিস 🔸 নিউমোনিয়া 🔸 ব্রংকাইটিস,
🔸ব্রংকিওলাইটিস, 🔸মাম্পস,🥰 রুবেলা 🔸বসন্ত
🔸 হাম 🔸করোনা ভাইরাস

🔷 ভেক্টর বাহিত:
♻️ মশা:
🔹 ডেঙ্গি 🔹 চিকুনগুনিয়া 🔹 ইয়েলো ফিভার,
🔹 ম্যালেরিয়া 🔹 ফাইলেরিয়াসিস।
♻️ মাছি :
🔹উদরাময় 🔹 আমাশয় 🔹 ক্রিমি সংক্রমণ
🔹কালাজ্বর 🔹 চ্যাগাস ডিজিস 🔹 স্লিপিং সিকনেস
🔹 চোখের কৃমি (deer fly)

🔶 ত্বকের মাধ্যমে:
কিছু রোগের এজেন্ট সরাসরি ত্বকে ত্বকের সংস্পর্শে
ছড়িয়ে পড়তে পারে। যেমন-
🔸 Tinea capitis 🔸 ছত্রাক যা দাদ সৃষ্টি করে
🔸 Tinea pedis 🔸 impetigo
🔸 ছত্রাক যা ক্রীড়াবিদদের পায়ে সৃষ্টি করে।
💠এই রোগ সম্ভবত প্রায়ই ফোমাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

🟣 কারণগত শ্রেণীবিভাগ:

🔶 ব্যাকটেরিয়াল:
🔸 যক্ষ্মা 🔸 ধনুস্টংকা
🔸 টাইফয়েড 🔸 কলেরা।

🔷 ভাইরাল:
🔹 ভাইরাল ইনফ্লুয়েঞ্জা
🔹 রোটা ভাইরাল ডায়রিয়া,
🔹 ভাইরাল হেপাটাাাইটিস
🔹এইডস 🔹 হাম 🔹 রুবেলা।

🔶 ছত্রাক জনিত :
🔸 বিভিন্ন চর্মরোগ
🔸ছত্রাক জনিত ফুসফুস সংক্রমণ,
🔸মস্তিষ্ক ও মস্তিষ্ক আবরন সংক্রমণ
🔸মহিলাদের শ্বেতপ্রদর ইত্যাদি।

🔷 প্রোটিন জনিত (প্রিয়ন):
🔹 ম্যাড কাউ
🔹 ক্রুজফিল্ড জ্যাকব

🔴 সংক্রমণ ঝুঁকি:
🔹ডায়াবেটিস রোগী
🔸জন্মগত স্বল্প রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন
ব্যক্তিদের সংক্রমণ ঝুুঁকি বেশি।
🔹কিছু রোগেও শরীর এর রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়,
যেমন:- 🔹এইডস 🔹যক্ষ্মা 🔹কালাজ্বর 🔹ক্যান্সার।
🔸তাছাড়া অতি ছোট শিশু এবং অতি বৃৃদ্ধদের সংক্রমণের
ঝুঁকি বেশি।

[PD.DR]-সুস্থ দেহ সুন্দর মন 💝

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when ParaMedic Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ParaMedic Doctor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram