Md. Rahim Uddin

Md. Rahim Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Rahim Uddin, Medical and health, Chittagong, Banskhali.

09/07/2025

ইমান ও আমল:

ইমান (ঈমান) এবং আমল (কর্ম) ইসলামী জীবনের দুইটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হাদিসের আলোকে এদের তাৎপর্য ও সম্পর্ক ব্যাখ্যা করা হলে বোঝা যায় যে, ইমান হল অন্তরের বিশ্বাস, আর আমল হল সে বিশ্বাসের বাহ্যিক প্রকাশ।

🌿 ইমান (ঈমান):

ইমান অর্থ বিশ্বাস বা দৃঢ় ধারণা। ইসলামে ইমান মানে আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তাকদিরে বিশ্বাস রাখা।
🔹 হাদিস শরীফ:

“الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ”
(সহীহ মুসলিম, হাদিস: ৮)

📌 অর্থ: ইমান হল, তুমি বিশ্বাস করবে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাগণের উপর, তাঁর কিতাবসমূহের উপর, তাঁর রাসূলগণের উপর, কিয়ামতের দিবসের উপর এবং তাকদিরের উপর— তা ভালো হোক কিংবা মন্দ।

🕋 আমল (কর্ম):

আমল বলতে বোঝায়, ইমান অনুযায়ী জীবনে কাজকর্ম করা— নামাজ, রোজা, দান, ন্যায় কাজ করা ও অন্যায় থেকে বিরত থাকা।
🔹 হাদিস শরীফ:

“الإيمانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ”
(সহীহ মুসলিম, হাদিস: ৩৫)

📌 অর্থ: ইমানের সত্তরের কিছু শাখা আছে বা ষাটের কিছু বেশি শাখা। সর্বোচ্চ শাখা হলো 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলা, আর সবচেয়ে নিচু শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। আর লজ্জাশীলতা ইমানের একটি শাখা।
🔹 এটি প্রমাণ করে— ইমান কেবল মুখে উচ্চারণ নয়, বরং তা আমলের মাধ্যমেও প্রকাশ পায়।

⚖️ ইমান ও আমলের সম্পর্ক:

ইমান ছাড়া আমল মূল্যহীন (যেমন: একজন কাফেরের ভালো কাজ আখিরাতে গ্রহণযোগ্য নয়)।

আমল ছাড়া ইমান অসম্পূর্ণ (যদিও কেউ নামাজ না পড়লেও সে মুমিন থাকতে পারে, তবে গোনাহগার)।

হাদিসে এসেছে, মুমিনের আমলই তার ইমানের প্রমাণ।

🔹 উদাহরণস্বরূপ:

“لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ”
(সহীহ বুখারী ও মুসলিম)

📌 অর্থ: তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য চায়।

✅ উপসংহার:

ইমান ও আমল একে অপরের পরিপূরক।

সঠিক ইমান মানুষকে সৎ আমলের দিকে পরিচালিত করে।

ভাই আমার পৃথিবী  ❤️
10/03/2024

ভাই আমার পৃথিবী ❤️

17/02/2024

বাঁশখালী উপজেলার বিশিষ্ট আলেমেদীন দারুল কোরআন মোহাম্মদীয়া শাহ বকশী হামিদ (রঃ) মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ( প্রিয় খালাতো ভাই ) আবদুল মজিদ হুজুর অসুস্থ হয়ে ICU তে চিকিৎসাধীন আছেন

সকলের নিকট দোয়ার আর্জি রইলো।

17/02/2024

বাঁশখালী উপজেলার বিশিষ্ট আলেমেদীন দারুল কোরআন মোহাম্মদীয়া শাহ বকশী হামিদ (রঃ) মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ( প্রিয় খালাতো ভাই ) আবদুল মজিদ হুজুর অসুস্থ হয়ে ICU তে চিকিৎসাধীন আছেন।

সকলের নিকট দোয়ার আর্জি রইলো।

11/12/2023

Address

Chittagong
Banskhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Rahim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram