Unicare Health and Technical Training Institute

Unicare Health and Technical Training Institute "দেশের বিশাল এই জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিনত করার জন্য আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে"
" ISO সার্টিফাইড প্রতিষ্ঠান”
(2)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি দক্ষতা ভিত্তিক প্রতিষ্ঠান এটি। ২০২০ সালে ১০ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দেশের অগনিত বেকার জনগোষ্ঠিকে জনসম্পদে পরিনত করতে হলে প্রফেশনাল পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট কোনো কাজে দক্ষ করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই। তাই একজন তরুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি দক্ষ মানব সম্পদ তৈরির এই কারিগরি প্রতিষ্ঠান এবং এমন একটি পেশা বাছাই করি যেটিতে দক্ষ হতে পারলে কখনো ১ দিনের জন্যও বেকার থাকতে হবে নাহ এবং যতদিন বেচেঁ থাকবে নিজের এবং পরিবারের জন্য কাজে লাগবে। পেশাটি হলো কেয়ারগিভিং বা নার্সিং। বর্তমান সারা বিশ্বে সবচেয়ে ডিমান্ডেবল একটি পেশা এটি। দেশের ভিতরে এবং বর্হিবিশ্বে এই পেশার জনপ্রিয়তা অনেক বেশি। উন্নত দেশগুলোতে বিশেষকরে কানাডা, ইউকে, আমেরিকা, অষ্ট্রেলিয়া এবং জাপানে এই পেশায় স্বল্প খরচে সহজেই ভিসা পাওয়া যায়। পাশাপাশি দেশের ভিতরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার, প্যারালাইসিস সেন্টার, ডে-কেয়ার সেন্টার, হেল্থ কেয়ার সেন্টার, হোম কেয়ার সহ অসংখ্য জায়গায় চাকরির সুযোগ রয়েছে।
এই কোর্সটি ১ বছরের, যার ৮০% ই প্রাক্টিক্যাল । এর মধ্যে ১০ মাস আমাদের প্রতিষ্ঠানে এবং ২ মাস বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ণশীপ করানো হয়। মিনিমাম এসএসসি পাশ হলেই কোর্সটি করা যাবে। এসএসসি থেকে মাষ্টার্স পাশ পর্যন্ত যে কেই এই কোর্সটি করতে পারবে। আমরা যারা নাসির্ং (বিএসসি/ডিপ্লোমা) করতে না পারি, তাদের জন্য এটি চমৎকার একটি কোর্স। কেউ নার্সিং এ চান্স না পেলে তার যেন নাসির্ং পড়ার স্বপ্ন শেষ না হয়ে যায়, সেজন্যই বাংলাদেশ সরকার এই যুগোপযোগী কোর্সটি চালু করেছেন।
আমাদের এই প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। এখানে একজন শিক্ষার্থীর কোর্স শেষে তার নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হয়। তাই চাকরির বাজারে আমার একজন শিক্ষার্থী যেন কোন দিক থেকেই পিছিয়ে না থাকে সেজন্য কোর্সের পাশাপাশি তাকে প্রথম তিন মাসে স্পোকেন ইংলিশ শিখানো হয় এবং পরবর্তী তিন মাসে তাকে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও, যে সকল শিক্ষার্থী এই কোর্স শেষে সরকারীভাবে জাপান যেতে চায় তাদেরকে আমরা জাপানিজ ভাষা শিখাই। বর্তমানে জাপানিজ ভাষার ৪র্থ ব্যাচ চলছে।
অত্র প্রতিষ্ঠানে কেয়ারগিভিং ছাড়াও কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট, হাউজ কিপিং, সিবিটি লেভেল-৪ সহ একধিক অকুপেশনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

 #বেকিং_লেভেল_৩শেখা ও জানার কোন শেষ নেই। নারী স্বনির্ভর হলে পারিবারিক ও সামাজিক উন্নয়ন হয়।✅নারী আয় করলে পরিবারের আয় বাড়ে...
30/11/2025

#বেকিং_লেভেল_৩
শেখা ও জানার কোন শেষ নেই। নারী স্বনির্ভর হলে পারিবারিক ও সামাজিক উন্নয়ন হয়।
✅নারী আয় করলে পরিবারের আয় বাড়ে।
সংসারে আর্থিক চাপ কমে এবং জীবনমান উন্নত হয়।
✅ সন্তানদের শিক্ষায় বিনিয়োগ
কর্মজীবী বা দক্ষ নারীরা সন্তানদের ভালো শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিতে বেশি গুরুত্ব দেন।
✅ পরিবারের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ
আয় থাকা মানেই সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতকে বেশি মূল্য দেওয়া হয়।
পরিবারে নারী-পুরুষ সমতা তৈরি হয়।
✅ দারিদ্র্য হ্রাসে সরাসরি প্রভাব
দু’জন আয় করলে পরিবার দ্রুত দারিদ্র্য থেকে উত্তরণ পায়।
✅ দক্ষ ও কর্মজীবী নারীরা সমাজে উদাহরণ সৃষ্টি করেন।
মেয়েদের শিক্ষা ও কর্মে আগ্রহ বাড়ে।
✅নারীরা উদ্যোক্তা হলে নতুন কর্মসংস্থান তৈরি হয়, অন্য নারীরাও কাজের সুযোগ পান।


Bula Das Bula's Kitchen Sprightly

゚viralシviralシfypシ゚viralシalシ

প্রিয় বরিশালবাসী!!! আপনাদের জন্য সুবর্ণ সুযোগ!!!!গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাসেট প্রজেক্টের অধীনে সম্পূর্ণ ফ্রী ...
29/11/2025

প্রিয় বরিশালবাসী!!! আপনাদের জন্য সুবর্ণ সুযোগ!!!!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাসেট প্রজেক্টের অধীনে সম্পূর্ণ ফ্রী ৩ মাস ব্যাপী NSDA এর আওতায় Primay Healthcare service level-2 উপর দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করুন। ক্লাস টাইম সকাল ৮:৩০ থেকে ১:৩০ পর্যন্ত।
সর্বনিম্ন এসএসসি পাশ,,
১৮-৪৫ বছর বয়স পর্যন্ত ভর্তি হতে পারবেন

👉কোর্স শেষে প্রতিষ্ঠান থেকে চাকরির জন্য সহযোগিতা করা হবে।
👉কোর্স শেষে সাফল্যের সহিত উত্তীর্ণদের প্রশিক্ষন ভাতা বাবদ বরাদ্দ সাপেক্ষে সর্বোচ্চ ছেলেদের ১১,৭০০/- এবং মেয়েদের ১৩২০০/- টাকা প্রদান করা হবে।
👉উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক সনদপ্রাপ্ত হবেন।
👉সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি নেয়া হবে।
👉প্রশিক্ষণ শুরু ০১ ডিসেম্বর ২০২৫।

ঠিকানা:
ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
১১৩৬, শরীফ ম্যানশন, কাশিপুর সুরভী পেট্রোলপাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

✅ ভর্তির জন্য চলে আসুন, আমাদের প্রতিষ্ঠানে।

☎️ আমাদের সাথে যোগাযোগ করুন।

ভর্তির লাস্ট ডেট:-৩০-১১-২০২৫
ক্লাস শুরু :-০১-১২-২০২৫

যারা সরকারি ভাবে Asset Project এর তিন মাসের ফ্রী English for Work, Level-2 কোর্সটি করতে চান,  তারা গুগুল ফর্মটি পূরণ করু...
29/11/2025

যারা সরকারি ভাবে Asset Project এর তিন মাসের ফ্রী English for Work, Level-2 কোর্সটি করতে চান, তারা গুগুল ফর্মটি পূরণ করুন অথবা যোগাযোগ করুন এই 01777877881 নাম্বারে।

কেন করবেন এই কোর্স?

যদি আপনার প্রধান লক্ষ্য হয় চাকরি বা বেতনভিত্তিক কাজে প্রয়োজনীয় ইংরেজি শেখা — অর্থাৎ CV-তে সার্টিফিকেট যোগ করা বা কর্মক্ষেত্রের কাজসংক্রান্ত ইংরেজি (Workplace Tasks) শেখা তাহলে English for Work L2 (NSDA) কোর্সটি সবচেয়ে উপযুক্ত।

যোগ্যতা: এস এস সি

✔ বয়স ১৮–৪৫ বছর
✔ শুধু মহিলারাই আবেদন করতে পারবেন
✔ ইংরেজি শিখার জন্য আগ্রহী হতে হবে।
✔ প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে।

প্রশিক্ষণ স্থান: বরিশাল স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, কাশিপুর বাজার, ইসলামি চক্ষু হাসপাতাল ভবনের ৩য় তলা, বরিশাল সদর,বরিশাল।
কোর্সের সময়সীমা : ৩ মাস
প্রশিক্ষণ টাইম : সকাল ৮:৩০ - দুপুর ১:৩০ টা
ব্যাচ শুরু: 01-12-2025

Google form Link : https://forms.gle/bKQX5DQqRgi7WF5M8

কোর্স শেষে শিক্ষার্থীদের ১৩,২০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও পরীক্ষায় উত্তীর্ণরা পাবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক লেভেল - এর সার্টিফিকেট। এবং কোর্স শেষে প্রতিষ্ঠান থেকে চাকরির জন্য সহযোগিতা করা হবে। তবে নিয়মিত ক্লাশ করতে হবে।

Sales professional level 3.কিছু  স্মৃতি।।
28/11/2025

Sales professional level 3.কিছু স্মৃতি।।

👉প্রিয় বরিশাল বাসি আপনাদের জন্য আসছে সুবর্ণ সুযোগ National Skills Development Authority (NSDA)এই সংস্থাগুলো বেকারত্ব দূ...
28/11/2025

👉প্রিয় বরিশাল বাসি আপনাদের জন্য আসছে সুবর্ণ সুযোগ National Skills Development Authority (NSDA)এই সংস্থাগুলো বেকারত্ব দূর করতে, সেলস প্রফেশনাল লেভেল ৩-এর মতো পেশাদার দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে।
👉বেকারত্ব দূরীকরণে এনএসডি-র (NSDA) প্রধান পরিকল্পনা ও পদক্ষেপ
এই সংস্থাগুলোর মূল লক্ষ্য হলো প্রশিক্ষণের মান উন্নয়ন এবং বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা।
👉১. দক্ষতা উন্নয়ন নীতি ও কর্মপরিকল্পনা
নীতিমালা প্রণয়ন: NSDAজাতীয় দক্ষতা উন্নয়ন নীতি (National Skills Development Policy) কর্মপরিকল্পনা তৈরি করেছে, যার লক্ষ্য হলো ঐতিহ্যগত দক্ষতা ব্যবস্থাকে একটি আধুনিক, সক্ষমতা-ভিত্তিক (competency-based) সিস্টেমে রূপান্তর করা।
শিল্প-প্রতিষ্ঠান সংযোগ: শিল্প ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের ওপর জোর দেওয়া হয়, যাতে প্রশিক্ষণের বিষয়বস্তু চাকরির বাজারের actual চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
👉২. প্রশিক্ষণ কার্যক্রম এবং সার্টিফিকেশন
চাহিদা-ভিত্তিক প্রশিক্ষণ: বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে কোর্স চালু করা হয়।
জাতীয় যোগ্যতা কাঠামো (NTVQF/NSQF): একটি জাতীয়ভাবে স্বীকৃত যোগ্যতা কাঠামো তৈরি করা হয়েছে, যা দক্ষতা মূল্যায়ন এবং সার্টিফিকেশনের একটি মানসম্মত পদ্ধতি নিশ্চিত করে। এর ফলে প্রশিক্ষিত জনশক্তির দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
গুণগত মান নিশ্চিতকরণ: প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর স্বীকৃতি (accreditation) এবং নিরীক্ষণের (monitoring) ব্যবস্থা রয়েছে।
👉৩. সেলস প্রফেশনাল লেভেল ৩-এর জন্য বিশেষ ব্যবস্থা
নির্দিষ্ট পাঠ্যক্রম: লেভেল ৩-এর মতো নির্দিষ্ট পেশাদার ভূমিকার জন্য (যেমন: সেলস অ্যাসোসিয়েট বা সিনিয়র সেলস পার্সন) সুনির্দিষ্ট জাতীয় পেশাগত মান (National Occupational Standards - NOS) এবং পাঠ্যক্রম তৈরি করা হয়।
কর্মসংস্থানের সুযোগ: এই প্রোগ্রামগুলোর মাধ্যমে দক্ষ কর্মীদের দেশি-বিদেশি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ বা কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা হয়।

পরিশেষে আমার বলতে পারি বেকারত্ব দুর করতে সেলস প্রফেশনাল লেভেল ৩ অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে, তাই ভর্তি হতে যোগাযোগ করুন

CE Jh Opu - 01926007679 - 01828682223

ভর্তি শেষ তারিখ ৩০-১২-২০২৫

💐প্রিয় বরিশালবাসী!!! আপনাদের জন্য সুবর্ণ সুযোগ!!!!গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ASSET প্রজেক্টের অধীনে সম্পূর্ণ ফ্রী ৩...
28/11/2025

💐প্রিয় বরিশালবাসী!!! আপনাদের জন্য সুবর্ণ সুযোগ!!!!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ASSET প্রজেক্টের অধীনে সম্পূর্ণ ফ্রী ৩ মাস ব্যাপী NSDA এর আওতায় Sales professional level 3 উপর দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করুন।

👉 ছেলে ও মেয়ে উভয় এর জন্য।
👉কোর্স শেষে প্রতিষ্ঠান থেকে চাকরির জন্য সহযোগিতা করা হবে।
👉কোর্স শেষে সাফল্যের সহিত উত্তীর্ণদের প্রশিক্ষন ভাতা বাবদ বরাদ্দ সাপেক্ষে সর্বোচ্চ ১১৭০০/ ও ১৩,২০০/ - প্রদান করা হবে।
👉উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক সনদপ্রাপ্ত হবেন।
👉বিকাল ২:৩০ থেকে দুপুর ৭:৩০পর্যন্ত ক্লাস চলবে।
👉প্রশিক্ষণ শুরু ০১-১২-২০২৫

ঠিকানা:
🔷 রুপাতলী পলিটেকনিক ইনস্টিটিউট এর ৪র্থ তলা।

✅ ভর্তির জন্য চলে আসুন, আমাদের প্রতিষ্ঠানে।

☎️ আমাদের সাথে যোগাযোগ করুন।

ভর্তির লাস্ট ডেট: ৩০-১১-২০২৫
ক্লাস শুরু : ০১-১২-২০২৫
যোগাযোগ
☎️ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01712649742

💐প্রিয় বরিশালবাসী!!! আপনাদের জন্য দারুণ সুযোগ!!!!গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ASSET প্রজেক্টের অধীনে সম্পূর্ণ ফ্রী ৩ ...
27/11/2025

💐প্রিয় বরিশালবাসী!!!
আপনাদের জন্য দারুণ সুযোগ!!!!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ASSET প্রজেক্টের অধীনে সম্পূর্ণ ফ্রী ৩ মাস ব্যাপী NSDA এর আওতায় Baking Level-3 এর উপর দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করুন।

👉 শুধু মেয়েদের জন্য ( Only For Female Trainee)।
👉কোর্স শেষে প্রতিষ্ঠান থেকে চাকরির জন্য সহযোগিতা করা হবে।
👉কোর্স শেষে সাফল্যের সহিত উত্তীর্ণদের প্রশিক্ষন ভাতা বাবদ বরাদ্দ সাপেক্ষে সর্বোচ্চ ১৩,২০০/- প্রদান করা হবে।
👉উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক সনদপ্রাপ্ত হবেন।
👉সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি নেয়া হবে।
👉প্রশিক্ষণ শুরু ০১-১২-২০২৫

ঠিকানা:
🔷 ইউনিকেয়ার হেলথ এণ্ড টেকনিকাল ইনিস্টিটিউট, কাশীপুর সুরভি পেট্রোল পাম্পের পিছনে, বরিশাল।

✅ ভর্তির জন্য চলে আসুন, আমাদের প্রতিষ্ঠানে।
☎️ আমাদের সাথে যোগাযোগ করুন।

ভর্তির লাস্ট ডেট: ৩০-১১-২০২৫
ক্লাস শুরু : ০১-১২-২০২৫

☎️ যোগাযোগ করুন এই নাম্বারে
😍 01724090145 (Bula Das)

💐প্রিয় বরিশালবাসী!!! আপনাদের জন্য সুবর্ণ সুযোগ!!!!গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ASSET প্রজেক্টের অধীনে সম্পূর্ণ ফ্রী ৩...
27/11/2025

💐প্রিয় বরিশালবাসী!!! আপনাদের জন্য সুবর্ণ সুযোগ!!!!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ASSET প্রজেক্টের অধীনে সম্পূর্ণ ফ্রী ৩ মাস ব্যাপী NSDA এর আওতায় Hand Stitching & Embroidery, Level 2 উপর দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করুন।

👉 শুধু মেয়েদের জন্য ( Only For Female Trainee)।
👉কোর্স শেষে প্রতিষ্ঠান থেকে চাকরির জন্য সহযোগিতা করা হবে।
👉কোর্স শেষে সাফল্যের সহিত উত্তীর্ণদের প্রশিক্ষন ভাতা বাবদ বরাদ্দ সাপেক্ষে সর্বোচ্চ ১৩,২০০/- প্রদান করা হবে।
👉উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক সনদপ্রাপ্ত হবেন।
👉সকাল ৮:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত ক্লাস চলবে।
👉প্রশিক্ষণ শুরু ০১-১২-২০২৫

ঠিকানা:
🔷 কাশিপুর ফায়ার সার্ভিসের সামনে, ৪র্থ তলা ভবন।

✅ ভর্তির জন্য চলে আসুন, আমাদের প্রতিষ্ঠানে।

☎️ আমাদের সাথে যোগাযোগ করুন।

ভর্তির লাস্ট ডেট: ৩০-১১-২০২৫
ক্লাস শুরু : ০১-১২-২০২৫
যোগাযোগ
☎️ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01756951870

Address

Holding No: 1136, Sharif Mansion, Attached Kashipur Surovi Petrol Pump, Notullahbad, Barishal.
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Unicare Health and Technical Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unicare Health and Technical Training Institute:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram