Unicare Health and Technical Training Institute

Unicare Health and Technical Training Institute "দেশের বিশাল এই জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিনত করার জন্য আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে"
" ISO সার্টিফাইড প্রতিষ্ঠান”
(2)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি দক্ষতা ভিত্তিক প্রতিষ্ঠান এটি। ২০২০ সালে ১০ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দেশের অগনিত বেকার জনগোষ্ঠিকে জনসম্পদে পরিনত করতে হলে প্রফেশনাল পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট কোনো কাজে দক্ষ করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই। তাই একজন তরুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি দক্ষ মানব সম্পদ তৈরির এই কারিগরি প্রতিষ্ঠান এবং এমন একটি পেশা বাছাই করি যেটিতে দক্ষ হতে পারলে কখনো ১ দিনের জন্যও বেকার থাকতে হবে নাহ এবং যতদিন বেচেঁ থাকবে নিজের এবং পরিবারের জন্য কাজে লাগবে। পেশাটি হলো কেয়ারগিভিং বা নার্সিং। বর্তমান সারা বিশ্বে সবচেয়ে ডিমান্ডেবল একটি পেশা এটি। দেশের ভিতরে এবং বর্হিবিশ্বে এই পেশার জনপ্রিয়তা অনেক বেশি। উন্নত দেশগুলোতে বিশেষকরে কানাডা, ইউকে, আমেরিকা, অষ্ট্রেলিয়া এবং জাপানে এই পেশায় স্বল্প খরচে সহজেই ভিসা পাওয়া যায়। পাশাপাশি দেশের ভিতরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার, প্যারালাইসিস সেন্টার, ডে-কেয়ার সেন্টার, হেল্থ কেয়ার সেন্টার, হোম কেয়ার সহ অসংখ্য জায়গায় চাকরির সুযোগ রয়েছে।
এই কোর্সটি ১ বছরের, যার ৮০% ই প্রাক্টিক্যাল । এর মধ্যে ১০ মাস আমাদের প্রতিষ্ঠানে এবং ২ মাস বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ণশীপ করানো হয়। মিনিমাম এসএসসি পাশ হলেই কোর্সটি করা যাবে। এসএসসি থেকে মাষ্টার্স পাশ পর্যন্ত যে কেই এই কোর্সটি করতে পারবে। আমরা যারা নাসির্ং (বিএসসি/ডিপ্লোমা) করতে না পারি, তাদের জন্য এটি চমৎকার একটি কোর্স। কেউ নার্সিং এ চান্স না পেলে তার যেন নাসির্ং পড়ার স্বপ্ন শেষ না হয়ে যায়, সেজন্যই বাংলাদেশ সরকার এই যুগোপযোগী কোর্সটি চালু করেছেন।
আমাদের এই প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। এখানে একজন শিক্ষার্থীর কোর্স শেষে তার নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হয়। তাই চাকরির বাজারে আমার একজন শিক্ষার্থী যেন কোন দিক থেকেই পিছিয়ে না থাকে সেজন্য কোর্সের পাশাপাশি তাকে প্রথম তিন মাসে স্পোকেন ইংলিশ শিখানো হয় এবং পরবর্তী তিন মাসে তাকে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও, যে সকল শিক্ষার্থী এই কোর্স শেষে সরকারীভাবে জাপান যেতে চায় তাদেরকে আমরা জাপানিজ ভাষা শিখাই। বর্তমানে জাপানিজ ভাষার ৪র্থ ব্যাচ চলছে।
অত্র প্রতিষ্ঠানে কেয়ারগিভিং ছাড়াও কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট, হাউজ কিপিং, সিবিটি লেভেল-৪ সহ একধিক অকুপেশনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

Food processing level -2ক্লাসের ধারণকৃত ছাত্রীদের ভালোলাগার কিছু মুহূর্তের ছবি। আমরা প্রতিটা নারী স্বপ্ন দেখি, এবং রঙিন ...
29/10/2025

Food processing level -2
ক্লাসের ধারণকৃত ছাত্রীদের ভালোলাগার কিছু মুহূর্তের ছবি। আমরা প্রতিটা নারী স্বপ্ন দেখি, এবং রঙিন স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্যই আমাদের এত প্রচেষ্টা।
NSDA দ্বারা পরিচালিতASSET PROJECT এর এত সুন্দর কর্মশালা প্রতিটা নারীর জীবনকে বাস্তবে রূপ দেয়ার জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে।

 #জেগে_ওঠো_নারী_জেগে_ওঠো!! নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন,  “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।”...
29/10/2025

#জেগে_ওঠো_নারী_জেগে_ওঠো!!
নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।”

এর অর্থ হলো — যদি একজন মা শিক্ষিত হন, তাহলে তিনি তার সন্তানদের শিক্ষিত ও সচেতনভাবে মানুষ করবেন, আর তারাই গড়ে তুলবে একটি উন্নত জাতি।

তাই নারীদের জেগে উঠতে হবে, নিজের পরিচয়ে পরিচিত হতে হবে। আর এজন্য, প্রত্যেকটি নারীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে, তবেই উদ্দ্যেশ্য সফল হবে ও গড়ে উঠবে একটি উন্নত জাতি।




Bula Das

29/10/2025

Retail Sales Operation L3
ASSET project
STTI
সকালের ব্যাচ ৯:০০
ট্রেইনার : MD Zahid Rayhan Heira

29/10/2025

Level-2 Focus: Securing the foundations of professional English. 💼

Quiet concentration at UHTTI, Barishal.

29/10/2025

বিউটিফিকেশন লেবেল ২ এর প্রাক্টিকাল ক্লাস।

🎉 স্ব-অর্থায়নে  Beautification ,  Level-2 under NSDA (RPL)🍂 প্রশিক্ষণার্থী মাত্রঃ ১২  জন।🍁 অ্যাসেসমেন্টের পূর্বে ৩ দিন স...
29/10/2025

🎉 স্ব-অর্থায়নে Beautification , Level-2 under NSDA (RPL)

🍂 প্রশিক্ষণার্থী মাত্রঃ ১২ জন।

🍁 অ্যাসেসমেন্টের পূর্বে ৩ দিন সরাসরি ক্লাস হবে।

🌺 অ্যাসেসমেন্ট ও ট্রেনিং ফি- ৩৫০০ টাকা।

🌳 যেকোনো প্রয়োজনে ফোন করুনঃ 01333463100

English for Work, Level-2 (NSDA) ""RPL""                                        আসন সংখ্যা সীমিত কেন করবেন এই কোর্স?----...
29/10/2025

English for Work, Level-2 (NSDA) ""RPL""

আসন সংখ্যা সীমিত

কেন করবেন এই কোর্স?
--------------------------------------
যদি আপনার প্রধান লক্ষ্য হয় চাকরি বা বেতনভিত্তিক কাজে প্রয়োজনীয় ইংরেজি শেখা — অর্থাৎ CV-তে সার্টিফিকেট যোগ করা বা কর্মক্ষেত্রের কাজসংক্রান্ত ইংরেজি (workplace tasks) শেখা — তাহলে English for Work L2 (NSDA) কোর্সটি সবচেয়ে উপযুক্ত।

ফোন করুন: 01688847407

অথবা গুগল ফর্মটি পূরণ করুন

https://forms.gle/4HfUDUAq3n98kJTg7

ভর্তি চলছে! সীমিত আসন! ( ফি - ৩৫০০টাকা )

Address

Holding No: 1136, Sharif Mansion, Attached Kashipur Surovi Petrol Pump, Notullahbad, Barishal.
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Unicare Health and Technical Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unicare Health and Technical Training Institute:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram