DLAB physical medicine centre, Barishal

DLAB physical medicine centre, Barishal ফিজিক্যাল মেডিসিন সেন্টার, বরিশাল।

কোমড় ব্যথায় রোগীদের করণীয়: ১) শক্ত সমান বিছানায়  শোবেন ২) জাজিম ও ফোমের বিছানা পরিহার করবেন ৩) ঘুম থেকে ওঠার সময় এক...
23/11/2022

কোমড় ব্যথায় রোগীদের করণীয়:
১) শক্ত সমান বিছানায় শোবেন
২) জাজিম ও ফোমের বিছানা পরিহার করবেন
৩) ঘুম থেকে ওঠার সময় এক কাত হয়ে ধীরেধীরে উঠবেন
৪) একটানা দীর্ঘ সময় হাটাহাটি পরিহার করবেন
৫) উচুনিচু জায়গায় হাটাহাটি পরিহার করবেন
৬) নামাজের সময় রুকু ও সিজদা চেয়ারে বসে দিবেন
৭) হাই কমোড বা উচু পায়খানা ব্যবহার করবেন
৮) সিঁড়ি দিয়ে ওঠার সময় ধীরেধীরে উঠবেন ও নামবেন
৯) হাটাচলা করার সময় বা ভ্রমণের সময় কোমড়ের বেল্ট বা লাম্বার করসেট ব্যবহার করবেন

19/11/2022
ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন রোগ নির্ণয়, চিকিৎসা, চিকিৎসা শিক্ষা এবং রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের সমন্বয়ে আপ...
18/11/2022

ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন রোগ নির্ণয়, চিকিৎসা, চিকিৎসা শিক্ষা এবং রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের সমন্বয়ে আপনার হাড়, মাংশপেশি, স্নায়ু ও জয়েন্টের সমন্বিত সেবা প্রদান করে। ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা হলেন হাড়, স্নায়ু ও মাংশপেশির বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের লক্ষ্য রোগীদের যতটা সম্ভব আগের মতই কর্মক্ষম ও সচল রাখা। রোগ নির্নয়ের পরে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ আপনাকে সচল ও কর্মক্ষম রাখার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেন যার প্রথম পছন্দ থাকে ঔষধ, থেরাপি, ব্যায়াম, বিভিন্ন সাহায্যকারী ডিভাইস ও অন্যান্য ইন্টারভেনশন প্রসিডিউরের সমন্বয়ে নন-সার্জিক্যাল বা অপারেশন বিহীন চিকিৎসা।

এভাবে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ যেসব রোগীদের চিকিৎসা করেন:
১) বার্সাইটিস
২) কারপাল টানেল সিনড্রোম
৩) কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম
৪) পায়ের বিভিন্ন রোগ ও আঘাত
৫) কোমড়, হাঁটু, কাধ, কনুই, কব্জিসহ অন্যান্য জয়েন্টের ব্যথা
৬) আর্থ্রাইটিস বা বিভিন্ন প্রকারের বাত
৭) লিগামেন্ট ইনজুরি
৮) পঙ্গুত্ব
৯) কোমড়ের ডিস্কে ব্যথা ও বাত
১০) মুভমেন্ট ডিসঅর্ডার
১১) মাল্টিপল স্কেলেরোসিস
১২) মাংশপেশি ও টেন্ডন ইনজুরি
১৩) মাসল পেইন সিনড্রোম
১৪) মাস্কুলোস্কেলেটাল পেইন
১৫) ঘাড় ব্যথা, ঘাড়ের ডিস্কের সমস্যা ও হুইপল্যাশ ইনজুরি
১৬) অস্টিওপোরোসিস
১৭) অস্টিওআর্থ্রাইটিস
১৮) রিউমাটয়েড আর্থ্রাইটিস
১৯) এন্কাইলোসিং স্পন্ডাইলোসিস
২০) ক্রিড়াজনিত আঘাত
২১) সায়াটিকা
২২) মেরালজিয়া প্যারেসথেটিকা
২৩) স্পাইনাল ক্যানাল স্টেনোসিস
২৪) স্ট্রোক
২৫) সেরেব্রাল পালসি
২৬) বেলস পালসি বা মুখ বাকা হয়ে যাওয়া
২৭) টেন্ডোনাইটিস
২৮) অপারেশন বা আঘাত পরবর্তী হাত-পা বা জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
২৯) প্ল্যান্টার ফ্যাসাইটিস
৩০) পাইরিফর্মিস সিনড্রোম

18/11/2022
ফিজিক্যাল মেডিসিন কি? কেন আপনি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন?ব্রেইন, স্পাইনাল কর্ড , নার্ভ , হাড় , মাং...
17/11/2022

ফিজিক্যাল মেডিসিন কি? কেন আপনি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন?

ব্রেইন, স্পাইনাল কর্ড , নার্ভ , হাড় , মাংশপেশি , জয়েন্ট, লিগামেন্ট এবং টেন্ডনের বিভিন্ন সমস্যা বা রোগের কারনে যেসব রোগীদের শারীরিক অক্ষমতা বা পঙ্গুত্ব দেখা দেয় তাদের সক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ করে জীবনের যাত্রার মান অক্ষুন্ন রাখে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বা ফিজিয়াট্রি বা রিহ্যাবিলিটেশন মেডিসিন ।

যেসব ডাক্তাররা মেডিক্যাল সাইন্সের এই বিশেষায়িত শাখায় উচ্চতর ডিগ্রী বা পোস্ট-গ্রাজুয়েশন (যেমন: এমডি বা এফসিপিএস) করেন তারা হলেন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ।

একজন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বহিবিভাগ এবং অন্তবিভাগ সহ সব ধরনের ক্লিনিক্যাল সেটিং এ মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল , রিউম্যাটোলজিক্যাল ও কার্ডিও-ভাসকুলার সহ সব ধরনের রোগ ও তার রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করেন ।

একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ অন্তবিভাগে যেসব রোগিদের বিশেষায়িত সেবা দেনঃ
১) স্পাইনাল কর্ড ইনজুরি
২) ব্রেইন ইনজুরি
৩) স্ট্রোক
৪) মাল্টিপল স্কেলেরোসিস
৫) পোলিও
৬) বার্ন কেয়ার
৭) মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল , রিউম্যাটোলজিক্যাল, পেডিয়াট্রিক, কার্ডিও-ভাসকুলার এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন

একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বহিঃবিভাগে যেসব রোগিদের বিশেষায়িত সেবা দেনঃ
১) অর্থোপেডিক ইনজুরি
২) স্পাইনের বিভিন্ন সমস্যা
৩) বাত-ব্যথা
৪) আর্থ্রাইটিস
৫) অস্টিওপোরোসিস
৬) পেশা সংক্রান্ত বিভিন্ন রোগ বা অকুপেশনাল ইনজুরি
৭) অপারেশনের পর হাত-পা শক্ত হয়ে যাওয়া
৮) দীর্ঘমেয়াদী ব্যথা
৯) হাড়, জয়েন্ট ও মাংশপেশির যে কোন রোগ

ডা. ইসরাত হাসান
এমবিবিএস, এমডি(ফিজিক্যাল মেডিসিন)
বিসিএস (স্বাস্থ্য)
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল।

Address

মহিলা কলেজের গলির মুখে, সদর রোড, বরিশাল
Barishal

Opening Hours

Monday 15:00 - 21:00

Telephone

+8801729208433

Website

Alerts

Be the first to know and let us send you an email when DLAB physical medicine centre, Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram