Dr. Md. Roman Ibney

Dr. Md. Roman Ibney Dr. Md. Roman Ibney (Rifath)
MBBS (SBMC)
BCS (Health)
PGT (Medicine)
MS-Thoracic Surgery (In-Course, NIDCH)
CMU(CMUD), CCDD(icddr.b)

আসসালামু আলাইকুম,আগামী বৃহস্পতিবার বিকাল/সন্ধ্যায় এবং শুক্রবার পূর্বনির্ধারিত সময়ে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, বানা...
25/06/2025

আসসালামু আলাইকুম,
আগামী বৃহস্পতিবার বিকাল/সন্ধ্যায় এবং
শুক্রবার পূর্বনির্ধারিত সময়ে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, বানারীপাড়া নেহা ফার্মেসি (পূর্বের ডা. যতীন স্যারের চেম্বার) নতুন ও পুরানো রোগীদের সময় দেওয়া হবে।।

সকালে যারা আসবেন (বেশি সময় বসে থাকতে না চাইলে) অবশ্যই অ‍্যাপয়েন্টমেন্ট দিয়ে আসার অনুরোধ।।

সিরিয়াল-
01317357520

উৎসব উদ্‌যাপন পূর্ণতা পায়— সুস্থতায়!ইদ আনন্দ উপভোগ্য হয়ে উঠুক সুস্বাস্থ্যে, সুঅভ্যাসগুলো বজায় থাকুক।সবাইকে পবিত্র ইদ-উল...
30/03/2025

উৎসব উদ্‌যাপন পূর্ণতা পায়— সুস্থতায়!
ইদ আনন্দ উপভোগ্য হয়ে উঠুক সুস্বাস্থ্যে, সুঅভ্যাসগুলো বজায় থাকুক।

সবাইকে পবিত্র ইদ-উল-ফিতরের শুভেচ্ছা—
"ইদ মোবারক"!!

যেকোনো ধরনের সমস্যায় পরামর্শ নিন— বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. রোমান ইবনে আহাদ রিফাত - এর কাছে।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন-
নেহা মেডিকেল হল, হাসপাতাল রোড
মোবাইল নং - 01317357520, +8801778745637

আজকে থেকে চেম্বারের সময়সূচী-বিকাল ৫ টা থেকে ৮ টানেহা মেডিকেল হল, হাসপাতাল রোড, বানারীপাড়াডা. রোমান ইবনে আহাদএমবিবিএস, বি...
16/03/2025

আজকে থেকে চেম্বারের সময়সূচী-
বিকাল ৫ টা থেকে ৮ টা
নেহা মেডিকেল হল, হাসপাতাল রোড, বানারীপাড়া

ডা. রোমান ইবনে আহাদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল।।

05/10/2016

সামনের শুক্রবার পরীক্ষা...বাচ্চাগুলো খুব টেনশনে...এবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবে কিনা...! এমন আতংক নিয়েই এবার ওরা পরীক্ষা দিচ্ছে...এর মাঝে কিছু হুজুগে পাবলিক অবশ্য প্রশ্ন ফাঁস না হওয়ার গ্যারান্টি দিয়ে 'মেডিকেল পরীক্ষার প্রশ্ন নিয়ে নাটকীয় প্রেসক্রিপশন' প্রচার করেছে!
আমি শুধু দু'একটি কথা বলব..
১/ আমি শতভাগ নিশ্চিত.. এবার প্রশ্ন ফাঁস হবেনা!
২/ হাজার ভাগ নিশ্চিত.... ফাঁস হলেও স্বীকার করা হবেনা!
৩/ লক্ষ ভাগ নিশ্চিত...ফাঁস হলেও কোন আন্দোলন হবেনা ( এসব আন্দোলনের অগ্রপথিক ড. জাফর ইকবাল এবার প্রশ্ন ডিস্ট্রিবিউশন কমিটির একজন তত্ত্বাবধায়ক)
তাই...গার্জিয়ান এবং স্টুডেন্টদের কাছে অনুরোধ...
গুজবের পিছনে দৌড়াবেন না..আতংকিত বা আশাহত হবে না!
কারণ,
মেডিকেলে চান্স পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার... আর চান্স না পাওয়া পুরোটাই ভাগ্যের ব্যাপার!
সবার জন্য দুয়া ও শুভ কামনা...যেন যোগ্যরা এবার মেডিকেলে আসে...এবং সে যোগ্যতা অবশ্যই মেধার!

Courtesy: Dr.Saklayen Russel

25/03/2015

একদা আমারে কেও এক জন জিগাইল
বন্ধু শেষ কবে ভাল পরিক্ষা দিসস???
আমি: ভুইলা গেছি। ইতিহাসের পাতা
চেক করা লাগবো।

24/03/2015

A man hunts a DEER, cooks it & serves it for
dinner.
He doesn't tell kids what it is and asks them to
guess.
Kids ask him for some hint so He gives them a
Clue:
"It's what your Mom calls me..."
Youngest Son shouts:
"Nobody eat!!... It's a dog..It's a Kutta...!"

24/03/2015

নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা কেউই হারেনি। দুই
দলই জিতেছে। সাথে জিতেছে ক্রিকেট।
ক্রিকেট এভাবেই তার সৌন্দর্য মেলে ধরে
বারবার।
এই তো ২০০০ সালের কথা। লর্ডস-এ বল করছে
ইংল্যান্ড। প্রতিপক্ষটা পাকিস্তান। দরকার ৮ বলে ১২।
শেষ উইকেট।
মাঠের পশ্চিম দিকে তখন উঁকি দিচ্ছে বিকেলের
সূর্য। সূর্যের ফাঁক গলে মাঠে প্রবেশ করলেন
একজন। ক্রিকেট যাকে চিনে শহীদ আফ্রিদি
নামে। সেই পরিচিত হাঁটার ভঙ্গি, সেই চেনা ভঙ্গিতে
হাত ঘুরানো।
ক্রিজে গিয়ে একনজর দেখে নিলেন চারপাশ। বল
করলেন বোলার। আফ্রিদি ক্রিজ ছেড়ে এগিয়ে
আসলেন বুক চিতিয়ে দিয়ে, তাকে ঠিক যেভাবে
মানায়। কিন্তু না, বোল্ড।
আজ আফ্রিদি নেই, কিন্তু ক্রিকেটের সৌন্দর্য
রয়ে গেছে। নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকার ম্যাচের
এই সৌন্দর্যের আড়ালে খোঁজ করলেই হয়তো
পাওয়া যাবে ক্রিকেটের সেই পুরুষকে...
:-D :-D :-D
courtesy: আলিম আল রাজি

23/03/2015

টার্মিনাল ইলনেসে বা জীবনবিনাশী
অসুখে আক্রান্ত মৃত্যুপথযাত্রী রোগীদের
অনেক মর্মস্পর্শী কাহিনি আছে। এই সত্য
ঘটণাটি শুনেছি অধ্যাপক নিজামের মুখে।
তিনি বঙ্গবন্ধু মেডিকেল
বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ
কেয়ারের প্রধান।
একজন গ্রামবাসী নারীর বুকে টিউমার।
ছড়িয়ে পড়েছে অন্যত্রও। তার চিকিৎসার
অংশ হিসেবে টিউমার অপসারন করা
হলো, কেমোথেরাপী শুরু হবে। অর্থ ঔষধ
সবই জোগাড় করে দিয়েছেন
চিকিৎসকরাই।
অপারেশনের দুদিন পর রিকভারীর সময়
তাকে জানতে চাওয়া হলো, পছন্দের কিছু
খেতে তার ইচ্ছে করে কিনা্?
সে প্রথমে বলে তার কোন কিছু দরকার
নাই।
তারপর কয়েকবার জানতে চাইলে সে
বলে
”মুরগীর সালুন দিয়া দুগা ভাত খাইবার মন
চায়। বাপের বাড়ীত্থন আইবার পরে আর
মুরগীর সালুন দিয়া ভাত খাই নাই”
বিয়ের পরে তার কপালে আর মুরগীর
মাংস জোটে নাই। বাপের বাড়ীর আদর
সে আর শ্বশুরবাড়ীতে পায় নাই।
এটাই বাংলাদেশ।
এখানে এই নারীটির কথা কেউ মনে
রাখে না।
নারীকে ফর্সা হতে বলে, চুল সোজা
করতে বলে, ত্বক সুন্দর করতে বলে, লোম
তুলে ফেলতে বলে, শীতে কেবল ঠোঁট
বাচাতে বলে, সাবান ঘষে নায়িকার
সাথে দেখা করতে বলে.....
যে চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি
এভাবে নিজেদের চেষ্টায় রোগীকে
মুরগীর সালুন এনে দেন , তাদের কথাও
কেউ বলে না, লেখে না।
যে দেশে ভালো কাজের প্রশংসা নাই,
জ্ঞানীর মূল্য নাই, সে দেশে ভালো এবং
জ্ঞান দুটোই পরবাসী হয়।
courtesy: Abdur Nur Tushar sir

Address

Neha Pharmacy/ Modern Diagnostic Banaripara, Hospital Road
Barisal
8530

Opening Hours

Thursday 19:00 - 22:00
Friday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Roman Ibney posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram