29/05/2024
বন্ধুর স্ত্রীঃ =- আপনার বন্ধু তো
বাড়িতে নেই। আপনি অন্যদিন আসুন।
।
আমি=- আমার যে অন্যদিন আসলে চলবে
না।
।
বন্ধুর স্ত্রী:=- ওনিতো বাসায় নেই,
শহরের বাইরে গেছেন কয়েকদিন পর
আসবেন।
।
আমি=- কিন্তু আমার যে কাল জাতীয়
হাই জাম্প প্রতিযোগিতা, কোন
থাকার জায়গা নেই..সাথে তেমন
টাকাও নেই যে হোটেলে থাকবো...
বলেই করুণ দৃষ্টি নিয়ে থাকলাম।
।
বন্ধুর বউ=- স্বামীর বন্ধু, জাতীয়
পর্যায়ে খেলাধুলায় অংশ গ্রহন করতে
এসেছে, থাকার জায়গা নেই ভেবে
শেষে থাকতে দিতে রাজী হলেন।
রাতে খাবার দাবার শেষ করে
ঘুমানোর সময় পড়লেন বিপদে। এক রুম, এক
খাট, কি করে দু'জনে ঘুমান?.
ভদ্র মহিলা একবার চিন্তা করলেন
নিচে শুতে দিবেন, আবার ভাবলেন
স্বামীর বন্ধুকে কি করে নিচে শুতে
দেন। নিজে নিচে শু'লে ঠান্ডা
লেগে যায়, ইত্যাদি ভেবে দু'জনেই
উপরে শোবার সিদ্ধান্ত নিলেন।
খাটের মাঝ খানে একটা কোলবালিশ
দিয়ে ভদ্র মহিলা বললেন-
বন্ধুর স্ত্রীঃ=- দেখুন আমাদের এই
একটাই খাট, এখানেই আমাদের রাত
কাটাতে হবে। সুতরাং এই বালিশটা
হলো আমাদের দেয়াল, এর এই পাশে
আসা যাবে না।
আমি ঃ=- স্বলজ্জিত ভাবে মাথা নেড়ে
শুয়ে পড়লাম ।
সকালে ঘুম থেকে উঠে, ভদ্র মহিলা
ব্রেক ফাস্ট বানালেন।
আমি স্নান সেরে এসে ব্রেকফাস্ট
টেবিলে বসলাম। ভদ্র মহিলা
ব্রেকফাস্ট দিতে দিতে বললেন-
।
বন্ধুর স্ত্রী =- আপনি যেন কেন
এসেছেন? মিটিমিটি হেসে টিপ্পনী
কেটে কথাটা বললেন।
আমি=- জাতীয় হাই জাম্প
প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে।
দোয়া করবেন যেন
জয়ী হতে পারি।
।
বন্ধুর স্ত্রী = মুখে ভেংচি কেটে
বললেন- যে রাতের বেলা একটা
মামুলি কোল বালিশ টপকিয়ে আসতে
পারে না, সে হাই জাম্পে জয়ী হবে।
😀?
যারা গল্প পড়তে ভালোবাসেন আইডিটা ফলো দিয়ে যাবেন