Raiyan Homeo Hall

  • Home
  • Raiyan Homeo Hall

Raiyan Homeo Hall রাইয়্যান হোমিও হল একটি আদর্শ চিকিৎস?
(1)

 াচার❗----------------------- ডা. শেখ বাকীবিল্লাহ রচিত "ছন্দে কবিতায়, ঔষধের পরিচয়"  নামে তথ্যবহুল ও সমৃদ্ধ একটি হোমিওপ...
28/02/2025

াচার❗
-----------------------
ডা. শেখ বাকীবিল্লাহ রচিত "ছন্দে কবিতায়, ঔষধের পরিচয়" নামে তথ্যবহুল ও সমৃদ্ধ একটি হোমিওপ্যাথিক বই প্রকাশিত হয়েছে।
বইটিতে হোমিওপ্যাথির প্রচলিত ও দুর্লভ মোট ২০৮ টি ওষুধের বর্ণনা, ওষুধের শক্তি ও মাত্রা, মায়াজম ইত্যাদি ছন্দে ছন্দে চিত্রসহ বর্ণনা করা হয়েছে। বইটিতে মোট পৃষ্ঠা আছে ২৮৮ টি। সাথে আছে প্রতিটা ঔষধের-মূল পরিচয় যা একবার পড়লেই আজীবন মনে থাকবে। কোন মায়াজমের রোগী কেমন হয়, কোন কোন ঔষধে-পুরাতন, জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা যায় ইত্যাদির বিস্তারিত বর্ণনা পাবেন সহজ সরল ও প্রাঞ্জল ভাষায়,
ছন্দে এবং কবিতায়।

বইটি নিতে আগ্রহীগণ নিচের নাম্বারে যোগাযোগ করুন।
01788104019

সব ক’টা জানালা খুলে দাও না! আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ…বি...
15/12/2023

সব ক’টা জানালা খুলে দাও না! আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ…

বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫০ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।

11/12/2023

প্রধান চারটি মায়াজমকে খুব সহজে চিনবো
*** সোরা - ইবলিশ শয়তানের ন্যায় মানুষকে অলস করে,কু চিন্তায় মানুষের মনকে কলুষিত করে ।
*** সিফিলিস - চুরি ডাকাতি,অন্যের সম্পত্তি আত্মসাৎ করে,স্বার্থপরতা ,বিবেকহীনতা,ধর্মকে খাটো করা সহ সকল অশান্তির সৃষ্টি কারী , এবং মহা বুদ্ধিমান।
*** সাইকোসিস-- আবেগ ,বিবেক,দয়াবান,ধার্মিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনে সকলকে এক সুতায় রাখার চেষ্টা করে, শান্তির বাহক।
*** টিউবার কুলার- সারা জীবনই কোন না কোন রোগে ভোগাবে,অকাল মৃত‍্যু দিবে।

collected

11/12/2023

লাইট একটিভ মেডিসিন ফর একিউট ডিজিজ (48 Remedy) :
1. একোনাইট 200।
2.বেলাডোনা 200,1M।
3.আর্নিকা 200,1M,50M।
4.ব্রায়োনিয়া 200,1M।
5.আর্জন্ট নাইট 200,1M।
6.চায়না 6,30,200।
7.এসিড ফস 30,200।
8.জেলসিমিয়াম 30,200।
9.নাক্স 30,200।
10.আর্সেনিক 30,200।
11.কলোসিন্থ 200।
12.ইগ্নেশিয়া 1M।
13.ককুলাস 200।
14.এলুমিনা 30,200।
15.এনাকার্ড 200।
16.এন্টিম টার্ট 30,200।
17.এপিস মেল 200।
18.ব‍্যাডিয়াগা 200,1M।
19.বেলিস পার 200,1M।
20.বারবারিস ভালগারিস 200।
21.ক‍্যান্থারিস 30,200।
22.সিনা 30,200।
23.কফিয়া ক্রুডা 200।
24.কলচিকাম 200।
25.ডালকামারা 200।
26.ফেরাম মেট 200।
27.জেলসিমিয়াম 200।
28.হিপার 30,200।
29.হাইড্রাসটিস ক‍্যান 200।
30.হায়োসিয়েমাস 30,200,1M,50M,CM
31.হাইপেরিকাম 200,1M,50M
32.হেক্লা লাভা 200,1M।
33.ইপিকাক 200।
34.ল‍্যাক ডিফ্লোর 200।
35.লিডাম 200।
36.এসিড নাইট্রিক 200,1M।
37.পেট্রোলিয়াম 200,1M,10M।
38.পডোফাইলাম 200।
39.রাসটক্স 200,1M।
40.রুটা 1M,50M।
41.স‍্যাবাইনা 200।
42.সিকেলি কর 200।
43.সেলেনিয়াম 200,1M,10M।
44.স্পাইজেলিয়া 200।
45.স্পঞ্জিয়া 200।
46.স্ট্রামোনিয়াম 30,200,1M,50M।
47.জিংকাম মেট 200।
48. গ্লোনয়িন 200।
ডিপএকটিভ এন্ড কনিস্টিটিউশনাল মেডিসিন ফর ক্রণিক ডিজিজ (37 Remedy) :
1.মেডোরিনাম 1M,50M,CM।
2.সিফিলিনাম 1M,50M,CM।
3.কার্সিনোসিন 1M
4.সিসি 30,200,1M,50M,CM।
5.ক‍্যাল্কেরিয়া ফস 1M,50M,CM।
6.আয়োডিয়াম 1M।
7.অরাম মেট 1M।
8.ক‍্যালি আয়োড 200।
9.লাইকোপোডিয়াম 30,200,1M,50M,CM।
10.হাইড্রোফোবিনাম 1M,50M।
11.পালসেটিলা 30,200,1M,50M,CM।
12.নেট্রাম মিউর 30,200,1M,50M,CM।
13.ওপিয়াম 30,200।
14.মার্কসল 200,1M,50M।
15.সাইলিসিয়া 200,1M।
16.এমন কার্ব 200।
17.এন্টিম ক্রুড 30,200।
18.ব‍্যাসিলিনাম 200,1M।
19.ব‍্যারাইটা কার্ব 200,1M,50M,CM।
20.কার্বো ভেজ 30,200,1M,50M,CM।
21.ক‍্যাল্কেরিয়া ফ্লোর 200,1M,50M,CM
22.কার্বো এনিম‍্যালিস 200,1M।
23.কস্টিকাম 200,1M।
24.কোনিয়াম 200,1M।
25.ড্রসেরা 30,200।
26.গ্রাফাইটিস 200,1M।
27.ক‍্যালি কার্ব 200।
28.ক্রিয়োজোটাম 200,1M।
29.ল‍্যাকেসিস 30,200,1M।
30.মেজেরিয়াম 200।
31.ন‍্যাজা 200।
32.প্লাটিনাম মেট 30,200,1M,50M।
33.সোরিনাম 200।
34.সিপিয়া 200,1M।
35.স্ট‍্যাফিস‍্যাগরিয়া 200,1M।
36.টিউবারকিউলিনাম 200,1M।
37. সালফার 30,200,1M।

collected

11/12/2023

@@ মনে রাখবেন,, Lycopodium-এর রোগীর, কথা বলার সময় ঠিকই সায় দেয় কিন্তু মন পড়ে থাকে অন্য জায়গায় |
সৈয়দ মামুন সিরাজুল ইসলাম |
হ্যানিম্যান হোমিও ফার্মেসী
কলাপাড়া, পটুয়াখালী |

11/12/2023

নাকে পলিপাস ও পাইলস চিকিৎসার নামে, বিভিন্ন প্রকার এসিড ও কেমিক্যাল এর সংমিশ্রণে যে ওষুধ নাকে ও মলদ্বারে লাগানো হয়,এটা মারাত্মক ক্ষতিকর। কিছু অর্থলোভী মানুষ বুঝে না বুঝেই এ ধরনের কাজের মাধ্যমে প্রতারণা করছে।অনেকের জীবন ধ্বংস করে দিচ্ছে।সবাই এ থেকে দূরে থাকবেন।
হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে এই প্রতারণার কোন সম্পর্ক নেই। এটা হোমিওপ্যাথি চিকিৎসা নয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় মুখে ঔষধ সেবনে মাধ্যমে পলিপাস ও পাইলস চিরতরে ভালো হয়।
এই এসিড ব্যবহারে যে ক্ষতি হয়ঃ
১) ব্রেইন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
২) চোখের পাওয়ার কমে যাবে।
৩) তালু ফুটা হয়ে যেতে পারে।
৪) নাকের গন্ধ পাওয়া চিরিদিনের জন্য হারাতে পারেন।
৫) নাকের হাড় পুড়ে নাক চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে।
৬) ইনফেকশন হয়ে নাক, শ্বাসনালী এমন কি ফুসফুস সহ ক্যান্সার হতে পারে।
৭)মলদ্বার ইনফেকশন ক্যান্সার সহ বিভিন্ন রোগ হতে পারে।
তথ্য সংগ্রহ
ডা.আরমান হোসাইন

28/08/2023

#অতিরিক্ত_ঘামের_হোমিওপ্যাথি_চিকিৎসাঃ

Hyperhidrosis এর ক্ষেত্রে দুই ধরনের গ্রন্থি থেকেই ঘাম বাহির হয়ে থাকে।।

প্রকারভেদ :
Hyperhidrosis কে প্রধানত দুইভাগে ভাগ করা হয়ে থাকে।যথাঃ

১। প্রাইমারি অথবা ফোকাল হাইপারহাইড্রোসিস :
এইক্ষেত্রে শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে ঘাম বাহির হয়, যথা হাতের তালু, পায়ের পাতা, বগল এবং মাথা থেকে ঘাম বের হয়। প্রাইমারি হাইপারহাইড্রোসিস মূলত ফিজিওলজিক্যাল ।

রাগের সময়, ভয়ের সময় anxiety, ও stress, এর সময় অঅধিকহারে Sympathetic সিস্টেম stimulation এর কারণে ঘর্মগ্রন্থি গুলি অধিকহারে active হয়ে যায়।

আর তখন ফোকাল হাইপারহাইড্রোসিস তথা মাথা, মুখ, হাত, পা, থেকে অতিরিক্ত ঘাম বের হতে পারে।।

এইটার জন্য ভয়ের কোনো কারণ নাই। প্রাইমারী হাইপারহাইড্রোসিস অনেকের ক্ষেত্রে ফ্যামিলিগত ভাবে
ট্রান্সমিশন হতে পারে

২। সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস বা জেনারেলাইজড হাইপারহাইড্রোসিস :
কোন সিস্টেমিক রোগের কারণে যদি সারা শরির থেকে অস্বাভাবিক হাতে ঘাম বের হয়, তখন এইটাকে সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস বলা হয়।।

সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস এর কারণ সমূহ:

এ ধরনের সমস্যা আমাদের সমাজের অনেকের মধ্যেই রয়েছে।এই অতিরিক্ত ঘামা একটা রোগ।

এই রোগের কারনে জামা-কাপড়,জুতা-মোজা পরার অসুবিধা,গায়ে প্রচন্ড দুর্গন্ধ,সামাজিক সম্পর্ক,বন্ধুত্ব স্থাপন,মানসিক অশান্তি সহ দাম্পত্য জীবনেও বাজে প্রভাব পরে।

এছাড়া গরমের দিনে অতিরিক্ত ঘাম শরীরের পানি শূন্যতার ফলে হিট স্ট্রোকের মত নানাবিধ মারাত্মক সমস্যারও সম্মুখীন হতে পারে।

অতিরিক্ত ঘামার এই রোগকে মেডিকেলের ভাষায় হাইপার হাইড্রোসিস বা পলি হাইড্রোসিস বা সিউডোরিয়া বলা হয়।

সাধারনত কারও কারও দুই হাতের তালু বা দুই পায়ের তালু,বগলের নীচ,দুপায়ের কুচকি ইত্যাদি জায়গা গুলোতে বেশী ঘাম হয় আবার কারও কারও সারা শরীরেও প্রচুর ঘাম হয়।

অনেক কারনেই এই সমস্যা গুলো হয়ে থাকে। তার মধ্যে অতিরিক্ত কাঁচা লবন খাওয়া,অতিরিক্ত মোটা বা ওবেসিটি,গাউট,মনোঃপজ,টিউমার,মারকারি পয়জনিং,ডায়াবেটিস মেলাইটাস ও হাইপারথাইরোডিজম ইত্যাদি।

অতিরিক্ত ঘামের হোমিওপ্যাথি চিকিৎসা
রোগ বিবরণঃ-

অতিরিক্ত ঘামের কারণ ও প্রতিকার:
ঘর্ম নিজে কোন রোগ নয়। অন্য কোন রোগের উপসর্গ মাত্র।সাইকোটিস দোষাশ্রিত রোগীদের ঘর্মে দুর্গন্ধ হয়।

জ্বরে অন্যান্য লক্ষণে হ্রাসের সঙ্গে ঘর্ম হইতে থাকিলে শুভ লক্ষণ।

আপদ কালীন অন্যান্য উপসর্গ হ্রাস না হইয়া ঘর্ম হইতে থাকিলে কুলক্ষণ।সামান্য পরিশ্রমে অধিক ঘাম হইলে দুর্বলতার লক্ষণ।

ভালো হোমিও চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিবেন ।
ঘর্মের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ সমুহের লক্ষণভিত্তিক আলোচনাঃ
সাইলেসিয়াঃ-শীত কাতরে রোগী হাত ও পায়ের তলায় দুর্গন্ধ ঘাম।মাথার সম্মুখ ভাগ অর্থাৎ মুখমন্ডলের ঘামেও সাইলেসিয়া উপকারী।

ক্যালেডিয়ামঃ-ঘাম মিষ্টি,শরীর ঘামিলেই গায়ে মাছি বসে,তাদের জন্য ক্যালাডিয়াম সেগা উপযোগী।

এসিড নাইটঃ-শীত কাতর,ক্রুদ্ধ স্বভাবের,ভীরু,প্রস্রাবে তীব্র গন্ধ,হাতে,পায়ে,বগলে দুর্গন্ধ ঘাম।পায়ের ঘামে আঙ্গুলের ফাকে ঘায়ের রোগীর জন্য উপযোগী।

ক্যালকেরিয়া কার্বঃ-মোটা থল থলে মেদপুর্ণ রোগীদের সমস্হ শরীর ঘামে।টক গন্ধযুক্ত মাথার ঘামে বালিশ ভিজে,সেই রোগীর জন্য ক্যালকেরিয়া কার্ব উপযোগী।

এসিড ল্যাকটিকঃ-হাত বা পায়ের তালু অত্যন্ত ঘামে,ঘামে কোন রুপ গন্ধ না থাকিলে ইহা উপকারী।

ভেরেট্রাম এলবঃ-কপালে ঠান্ডা ঘাম।নতুন,পুরাতন,জটিল,কঠিন যে কোন রোগই হোক কপালে ঠান্ডা ঘাম থাকিলে ভিরেট্রাম তা আরোগ্য করিতে পারে।

বোভিষ্টাঃ-শীত কাতুরে রোগীর বগলের ঘামে রসুনের গন্ধের মত গন্ধ হইলে ইহা উপযোগী।

সোরিনামঃ-অপরিস্কার,নোংরা,ময়লা হাতে খাদ্য খায়।ধুলা বালি পায়ে বিছানায় শুইতে যায়।শীত কাতর,স্নান করিতে চায় না।এই ধাতুর রোগীদের শরীরে দুর্গন্ধ ঘাম,লোক কাছে বসিতে চায় না।

কোনিয়ামঃ-ঘুমের জন্য চক্ষু মুদিত করিলে ঘুমের তন্দ্রা আসিলে সমস্ত শরীর ঘামিয়া যায়।

থুজাঃ-বদ মেজাজী,নাতিশীতোষ রোগীর নিদ্রা অবস্থায় শরীর ঘামে।ঘুম ভাঙ্গলে ঘাম বন্ধ সেই রোগীর জন্য থুজা উপযোগী।

স্যাম্বুকাসঃ-ঘুমের সময় শরীর শুস্ক,ঘুম থেকে জাগলে শরীরে ঘামলে স্যাম্বুকাস উপযোগী

#বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ সেবন ই বিপদজনক।

Collected

28/08/2023

@@ মনে রাখবেন,,
শিশুদের জন্মথেকে অন্ডকোষ ফোলা /একশিরা রোগে সর্বপ্রথম Rhododendron ঔষধ-টিকে একটিবারের জন্য স্মরণ করিবেন |
সৈয়দ মামুন সিরাজুল ইসলাম |
হ্যানিম্যান হোমিও ফার্মেসী (HHP)
কলাপাড়া, পটুয়াখালী |

28/08/2023

#ক্যানসার_গল্পঃ
একজন এলোপ্যাথিক ক্যানসার বিশেষজ্ঞ একবার ক্যানসার রোগীদের মন-মানসিকতা নিয়ে অদ্ভুত একটা কথা বলেছিলেন । তিনি জীবনে অগণিত ক্যানসার রোগীদের চিকিৎসা করেছেন তাদের সাথে ঘনিষ্টভাবে মিশেছেন । তিনি তাদের সবাইকে প্রশ্ন করতেন কারো উপর আপনার রাগ আছে কিনা ? তারা সবাই বলত হ্যাঁ অমুক আত্মীয় বা অমুক বন্ধু বা অমুক প্রতিবেশীর উপর আমার রাগ আছে । তিনি জিজ্ঞাসা করতেন কেন ? তারা বলতেন সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে বা আমার অনেক ক্ষতি করেছে , তাকে আমি জীবনেও ক্ষমা করব না । তিনি বলতেন যদি একজন ফেরেশতা এসে আপনাকে বলে যে, তুমি যদি তাকে ক্ষমা করে দাও তবে আমি তোমার ক্যানসার ভাল করে দিব তাহলে কি আপনি তাকে ক্ষমা করবেন ? তারা বলতেন না মরলে মরব তারপরও তাকে কখনো ক্ষমা করব না । এতে বুঝা যায় অধিকাংশ ক্যানসার রোগী হয় নির্মম দয়ামায়াহীন ক্ষমাহীন । এবার বলেন মানুষকে ক্ষমা না করার এই মানসিক লক্ষণটি কোন হোমিও ঔষধে আছে ? হ্যাঁ তার নাম হলো নাইট্রিক এসিড । নাইট্রিক এসিড ঔষধটা শরীরের ছিদ্রযুক্ত এলাকায় বেশী কাজ করে আর ক্যানসারও শরীরের ছিদ্রযুক্ত এলাকায় বেশী হয় । যেমন ব্রেস্ট , জরায়ু , মুখ , পায়খানার রাস্তা , প্রোস্টেট গ্ল্যান্ড , জরায়ু মুখ , পাকস্থলী , ইন্টেস্টাইন ইত্যাদি । আরেকটা অদ্ভুত ব্যাপার হলো ক্যানসার একটা মিক্সড মায়াজম্যাটিক রোগ আর নাইট্রিক এসিডও এক সাথে সকল মায়াজমের বিরুদ্ধে কাজ করে এমন একটি ঔষধ ।

-DrBashir Mahmud Ellius

28/08/2023

🍁যেকোনো বিষয়ের পেছনে যুক্তি বের করা👉 সিফিলিস মায়াজমের কাজ।

🍁যুক্তি না দেখে আবেক ও বিবেক দিয়ে বিচার করে👉 সাইকোসিস

🍁যুক্তিও মেনে নেয় এবং আবেগ /বিবেক কেউ প্রাধান‍্যতা দেয়👉 টিউবারকুলার মায়াজম। কেননা এদের মধ্যে সাইকোসিস ও সিফিলিসের সংমিশ্রন ঘটে।

এর জন্যই যারা নাস্তিক বা ঈশ্বরে অবিশ্বাসী হয়ে থাকেন তারা মূলতো "সিফিলিস" মায়াজম গ্রস্থ। কারণ তারা ঈশ্বরের অস্তিত্বের পেছনেও যুক্তি খুজে, এরাই নাস্তিক তথা মুশরিক। এবং প্রকৃত ধার্মিক ব‍্যক্তি হয় মূলতো "সাইকোসিস" মায়াজমের। যারা বিশ্বাস করেন তাদের ঈশ্বরের উপর থাকা আবেগকে ও চোখ বন্ধ করে ধর্মকে মেনে চলেন, এরাই প্রকৃত ইমানদ্বার। এবং মধ‍্যপন্থা অবলম্বন কারীরা হলো "টিউবারকুলার" এরা সাইকোসিসের মতো ঈশ্বরে চোখ বুজে বিশ্বাস করে ঠিকই কিন্তু সাথে সিফিলিস মিশ্রিত থাকায় ধর্ম পালনে অনীহা, অলসতা কাজ করে। অর্থাৎ যারা দুর্বল ইমানদার। হঠাৎ নামাজ ধরবে,4/5 দিন পরেই আবার বেনামাজি। এরা দোদুল্যমান অবস্থায় থাকে। কোনো ব‍্যক্তি টিউবারের ব‍্যক্তিকে ঈশ্বরের না থাকার পেছনে যুক্তি দিলে সে সাথে সাথেই নাস্তিক হয়ে পরবে।এবং তাকে কোনো ইমান দ্বার ব‍্যক্তি আবেগি ভাবে ধর্মের কথা শুনালে সে সঙ্গে সঙ্গেই ইমান এনে ধর্ম পালনে ব‍্যস্ত হয়ে পরবে।

অর্থাৎ বিষয়টি দাড়াচ্ছে- আপনি ধার্মিক না অধার্মিক তাও নির্ভর করছে আপনার মায়াজমেটিক অবস্থার উপর।

Collected

28/08/2023

# এপিস মেল ঔষধ টি সেবনের পরপর শুয়ে পরা নিষধ।
# আর্সেনিক এই ঔষধ টি খাবারের পরপরই ব্যবহার করা উচিৎ।
# এব্রোটেনাম ঔষধ টি রাতে প্রয়োগ নিষেধ।
# সালফার সোরিনাম ঔষধ সকালে খালি পেটে ব্যবহার উত্তম।
# অরাম মেট ঔষধটি রাতে প্রয়োগ নিষেধ।
# ক্যালকেরিয়া কার্ব ঔষধ পূর্ণিমা অমাবস্যায় নিষেধ।
# ইউফ্রেসিয়া ঔষধটি খাবারের পরই ভাল কাজ করে।
# জেলসিমিয়াম ঔষধটি প্রস্রাব হলুদ অবস্থায় প্রয়োগ নিষেধ।
# হিপার সালফার ঔষধটি খুব সকালে প্রয়োগ নিষেধ।
# ইগনেশিয়া ঔষধটি খুব সকালে ভালো কাজ করে।
# কেলি মিউর সকালে ঘুম থেকে উঠার পর প্রয়োগ নিষেধ।
# মার্ক সল ঔষধটি রাতে প্রয়োগ নিষেধ।
# নাক্স ভোমিকা রাতে ভালো কাজ করে।
# ফসফরাস ঔষধটি টিক খাবারের পূর্বে অথবা ঘুমানোর পূর্বে প্রয়োগ নিষেধ।
# সাইলেসিয়া অমাবস্যা পূর্ণিমায় প্রয়োগ নিষেধ।
# থুজা ভালো ফলাফলের জন্য রাতে শুইতে যাওয়ার পূর্বে প্রয়োগ করুন।
# মেডোরিনাম ভালো ফলাফলের জন্য রাতে শুতে যাওয়ার পূর্বে প্রয়োগ করুন।
# সিপিয়া ঔষধ টি সন্ধ্যার পরপরই ভালো কাজ করে।
Collected

15/07/2023

থুজা আর ল্যাকেসিস এর মিথ্যা সন্দেহে কতো বিবাহ বিচ্ছেদ ঘটেছে।
হিপার সালফারের ধ্বংসাত্বক রোগের করাল গ্রাসে কতো জীবন অকালে ঝরেছে বা ঘর দুয়ার পুড়ছে।
নাইট্রিক এসিডের জেদে আজও কতো হাজার হাজার মামলা চালু থেকে লাখ লাখ টাকা নষ্ট করছে।
এসিড ফ্লোরের উৎকট যৌন বাসনার খপ্পরে পড়ে কতো মেয়ে যে হাইজাক হয়েছে এবং সতীত্ব হারিয়েছে।
হাইড্রোফোবিনামের ভয়ে কতো মানুষ যে কাপুরুষ বনে গেছে।
অরামের নিরাশায় মগ্ন হয়ে কতো লোক যে আত্বাহত্যা করছে।
নেট্রাম মিউওরের প্রভাবে কতো সুখের সংসার দোযখে পরিনত হয়ছে।(প্রিয়তমা কে হারিয়ে,প্রেমে ব্যর্থ হয়ে,শোকতাপে)
ব্যারাইটা কার্ব এর মেধার দরুণ কতো শিশু যে লেখাপড়া বাদ দিয়েছে।
বিউফো রানার কারনে কতো যুবক যে সোনার জীবন শেষ করে দিয়েছে।
ফসফরাসের বিষে কতো সতীত্ব যে নষ্ট হয়ছে।
প্লাটিনা,এপিস,ট্যারেন্টুলার অতি কামুকতা কতো নারীকে যে স্বামী হারা করছে।
সিপিয়ার উদাসীনতার জন্য কতো আনন্দের সংসার নিরানন্দ মরুময় করছে।
কে তার সন্ধান রাখে?কে রাখে তার হিসাব?অথচ হোমিওপ্যাথিক চিকিৎসায় এসব বন্ধ করা সম্ভব।কিন্তু কেউ এসব নিয়ে ভাবেনা।কেউ শুনেনা,বললেও বিশ্বাস করেনা।

Dr.Shakhawat Hossen স্যারের কমেন্ট থেকে সংগৃহীত

Address


Telephone

+8801772810414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raiyan Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raiyan Homeo Hall:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram