Abdullah Hospital, Barisal- আব্দুল্লাহ হাসপাতাল, বরিশাল

  • Home
  • Bangladesh
  • Barishal
  • Abdullah Hospital, Barisal- আব্দুল্লাহ হাসপাতাল, বরিশাল

Abdullah Hospital, Barisal- আব্দুল্লাহ হাসপাতাল, বরিশাল Hospital Contact no: +8801712055118

Serving humanity since 2005.❤️ 25% off all pathology tests | Special care for pregnant women 🤰 | Emergency, Medicine, Gynae, CCU, OT, Dialysis, CT Scan & Eye Dept. মেডিসিন, হার্ট ও বাতজ্বর রোগে নির্ভরযোগ্য চিকিৎসাসেবা!
প্রফেসর ডাঃ মোঃ হুমায়ুন কবির
এম.বি.বি.এস, এম.সি.পি.এস (মেডিসিন), এম.ডি (কার্ডিওলজী)
মেডিসিন, হার্ট ও বাতজ্বর বিশেষজ্ঞ
প্রফেসর, কার্ডিওলজী বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।

🩺📣 ফ্রি মেডিকেল ক্যাম্প ‼️ডাঃ হুমায়রা তাসনিম মুনিরাএমবিবিএস (ঢাকা)সিসিডি (বারডেম), পিজিটি (মেডিসিন ও হৃদরোগ)ডায়াবেটিস, হ...
21/11/2025

🩺📣 ফ্রি মেডিকেল ক্যাম্প ‼️

ডাঃ হুমায়রা তাসনিম মুনিরা
এমবিবিএস (ঢাকা)
সিসিডি (বারডেম), পিজিটি (মেডিসিন ও হৃদরোগ)
ডায়াবেটিস, হৃদরোগ, মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ

📌 স্থান: আব্দুল্লাহ হাসপাতাল, রুপাতলি, বরিশাল
📅 তারিখ: ২২ নভেম্বর ২০২৫ (আগামীকাল)
⏰ সময়: বিকেল ৪:০০ টা – রাত ৮:০০ টা



✨ ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মেডিসিন ও বাতজ রোগের ফ্রি পরামর্শ ও পরীক্ষা সেবা!
💉 ফ্রি বেসিক চেকআপ
📋 পরামর্শ + রোগীর ইতিহাস গ্রহণ
💊 সঠিক চিকিৎসা নির্দেশনা



🌟 সীমিত সময়ে বিশেষ সুযোগ!
🩺 আগে আসলে আগে পাবেন।
📞 যোগাযোগ: 01712-055118



👉 সবার সুস্থতা আমাদের অঙ্গীকার।
আপনার সুস্বাস্থ্যের জন্য আমরা আছি পাশে! 🧡

আলহামদুলিলিল্লাহ!এখন থেকে আমাদের আবদুল্লাহ হাসপাতালে নবজাতকদের জন্য রয়েছেঅত্যাধুনিক ও নিরাপদ ফটোথেরাপি মেশিন।নবজাতকের জন...
19/11/2025

আলহামদুলিলিল্লাহ!

এখন থেকে আমাদের আবদুল্লাহ হাসপাতালে নবজাতকদের জন্য রয়েছে
অত্যাধুনিক ও নিরাপদ ফটোথেরাপি মেশিন।

নবজাতকের জন্ডিস— খুব সাধারণ হলেও অবহেলা করলে হতে পারে গুরুতর।

🔶 জন্ডিসের লক্ষণ:
• ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া
• শিশু অতিরিক্ত ঘুমানো
• দুধ খেতে না চাওয়া

এগুলো দেখলে সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি। দেরি হলে ঝুঁকি বাড়তে পারে।

আমাদের ফটোথেরাপি সেবা

এখন আপনার শিশুর নিরাপদ চিকিৎসার জন্য আবদুল্লাহ হাসপাতালে রয়েছে—
ফটোথেরাপি, যেখানে বিশেষ নীল আলো বিলিরুবিন ভেঙে দ্রুত শরীর থেকে বের হতে সাহায্য করে।

✔ এই আলো UV নয় — শিশুর জন্য একেবারেই নিরাপদ
✔ চিকিৎসার সময় শিশুর চোখ রাখা হয় বিশেষ সুরক্ষায়
✔ দ্রুত ও কার্যকর চিকিৎসা
✔ অভিজ্ঞ চিকিৎসক ও স্টাফদের তত্ত্বাবধান

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?

যদি—
• জন্ডিস ২ সপ্তাহের বেশি স্থায়ী হয়,
• হলুদাভভাব শরীরের নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ে,
• শিশু খেতে না চায়,
• অথবা প্রস্রাব গাঢ় রঙের হয়—

তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

মায়ের দুধ ও ফটোথেরাপি

ফটোথেরাপির পাশাপাশি পর্যাপ্ত বুকের দুধ শিশুকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

আপনার নবজাতকের সুস্থতা — আমাদের দায়িত্ব।

আধুনিক, নিরাপদ ও কার্যকর ফটোথেরাপি সেবা এখন পাওয়া যাচ্ছে আবদুল্লাহ হাসপাতালে।

ফটোথেরাপি — নবজাতকের জন্ডিসের নির্ভরযোগ্য ও নিরাপদ সমাধান।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 +8801712055118, 01310496087

27/10/2025

ভোলাবাসীর জন্য সুখবর!

ভোলা নদীমাতৃক এলাকা হওয়ায় অনেকেই চিকিৎসার জন্য বরিশালে এসে একই দিনে চিকিৎসা নিয়ে ফিরে যেতে পারেন না। আপনাদের এই কষ্টের কথা ভেবে আব্দুল্লাহ হাসপাতাল নিয়েছে এক বিশেষ উদ্যোগ!

🩺 এখন থেকে ভোলা থেকে আগত রোগীরা আমাদের হাসপাতালে এসে নিজেদের পরিচয় দিলে—
✅ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত চিকিৎসা সেবা পাবেন
✅ সিরিয়ালের ভোগান্তি ছাড়াই চিকিৎসা নিতে পারবেন
✅ দিনে এসে দিনেই বাড়ি ফিরে যেতে পারবেন
✅ সব রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যেই সরবরাহ করা হবে

বিশেষভাবে, আমাদের আব্দুল্লাহ হাসপাতালে হার্টের রোগীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু রয়েছে। ❤️

আপনাদের বিশ্বাসই আমাদের প্রেরণা।
আব্দুল্লাহ হাসপাতাল – আপনার সুস্থতার পাশে সর্বদা। 🏥

❤️ হার্ট সুস্থ রাখুন, জীবন সুন্দর করুন ❤️হৃদরোগ আমাদের জীবনের জন্য নীরব ঘাতক। কিন্তু কিছু নিয়ম মেনে চললে খুব সহজেই আমরা...
15/09/2025

❤️ হার্ট সুস্থ রাখুন, জীবন সুন্দর করুন ❤️

হৃদরোগ আমাদের জীবনের জন্য নীরব ঘাতক। কিন্তু কিছু নিয়ম মেনে চললে খুব সহজেই আমরা হার্টকে রাখতে পারি সুস্থ ও সবল। আসুন জেনে নিই হার্ট রোগ থেকে বাঁচার জন্য করণীয় কাজগুলো—

✅ হার্ট সুস্থ রাখার করণীয়

1️⃣ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন।
2️⃣ ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে পরিহার করুন।
3️⃣ ওজন স্বাভাবিক রাখুন, অতিরিক্ত ওজন ঝুঁকি বাড়ায়।
4️⃣ নিয়মিত রক্তচাপ ও শর্করা পরীক্ষা করুন।
5️⃣ মানসিক চাপ কমান, প্রয়োজনে মেডিটেশন বা নামাজে মনোযোগ দিন।
6️⃣ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন (৬-৮ ঘণ্টা)।

🥦 হার্টের জন্য উপকারী খাদ্য

✔ সবুজ শাকসবজি (পালং শাক, লাল শাক, ব্রকলি)
✔ ফলমূল (আপেল, কমলা, কলা, আঙুর, বেরি জাতীয় ফল)
✔ ওটস, ব্রাউন রাইস ও আঁশযুক্ত খাবার
✔ বাদাম (কাঠবাদাম, আখরোট)
✔ মাছ (বিশেষ করে ইলিশ, রুই, স্যামন – যেগুলোতে ওমেগা-৩ আছে)
✔ অলিভ অয়েল বা সরিষার তেল
✔ পর্যাপ্ত পানি পান

🚫 যেসব খাবার এড়িয়ে চলুন

❌ অতিরিক্ত তেল-চর্বি ও ভাজাপোড়া খাবার
❌ অতিরিক্ত লবণ ও চিনি
❌ সফট ড্রিঙ্কস, জাঙ্ক ফুড ও প্রসেসড খাবার

---

🌍 স্লোগান:
👉 "সুস্থ হৃদয়, সুস্থ জীবন – আজই পরিবর্তন আনুন"
👉 "হার্টকে ভালোবাসুন, জীবনকে বাঁচান"
সুস্থ বিট সুস্থ হার্ট আমাদের এই স্লোগান

---

📢 প্রিয় পাঠক,
হার্টের যত্ন নেওয়া মানে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া। তাই আজ থেকেই সচেতন হোন।

🔔 স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নিয়মিত তথ্য জানতে আমাদের ফলো করুন।
🔄 পোস্টটি শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না।

Address

Asalot Khan Sorok, Rupatoli
Barishal

Telephone

+8801712055118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Hospital, Barisal- আব্দুল্লাহ হাসপাতাল, বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Abdullah Hospital, Barisal- আব্দুল্লাহ হাসপাতাল, বরিশাল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram