Hahnemann Welfare Foundation

Hahnemann Welfare Foundation হোমিওপ্যাথিক চিকিঃসক

হ্যানিম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সতন্ত্র শেয়ারে প্রস্তাবিত হ্যানিম্যান হোমিও ফার্মেসীর অগ্রযাত্রা শুভো হোক।
12/08/2021

হ্যানিম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সতন্ত্র শেয়ারে প্রস্তাবিত হ্যানিম্যান হোমিও ফার্মেসীর অগ্রযাত্রা শুভো হোক।

বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন কেন্দ্রীয় কমিটি (২০২১-২২) এ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে হ্যানিম্যান ওয়েল ফেয়ার ফা...
02/08/2021

বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন কেন্দ্রীয় কমিটি (২০২১-২২) এ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে হ্যানিম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 🌺💐

পশুপাখির চিকিৎসায় হোমিওপ্যাথির কার্যকারিতাঃ-আমদের গৃহপালিত বিভিন্ন পশু পাখি বিভিন্ন কারনে রোগগ্রস্ত হয়। আর কখনো কখনো এলো...
02/06/2021

পশুপাখির চিকিৎসায় হোমিওপ্যাথির কার্যকারিতাঃ-

আমদের গৃহপালিত বিভিন্ন পশু পাখি বিভিন্ন কারনে রোগগ্রস্ত হয়। আর কখনো কখনো এলোপ্যাথিক মেডিসিন কোন কার্যকারী ভূমিকা পালন করতে সামর্থ্য হয় না৷ এই সকলে কেইসে যদি সঠিক হোমিওপ্যাথিক ঔষধ সিলেকশন করা হয় তাহলে সফলতা অবশ্যম্ভাবি।

আমি এসব বিষয়ে নিজ অভিজ্ঞতা শেয়ার করতে লজ্জা বোধ করি না।

আমার গৃহপালিত শখের বিড়ালের জ্বর, বমি, ব্যাথা, খাবার না খাওয়া সহ আরো কয়েকটা অসুস্থতায় সফলতার সাথে সঠিক হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করেছি এবং খুব শিঘ্রই সুফল লাভ করেছি।

গৃহপালিত মুরগীর ঝিমুনি রোগেও সফলতা অর্জন করেছি।

ভুল ঔষধ বাছাইয়ে কিছু কিছু স্থানে ব্যার্থ হয়েছি যা আমি অস্বীকার করবো না। তবে তা পরে অনুধাবন করতে পেরেছি এবং তা থেকে শিক্ষা নিয়েছি।

তৌহিদুল ইসলাম নয়ন

20/04/2021
11/01/2021

সদস্য সংগ্রহ চলছে....

আমাদের সদস্য হন

আমাদের সদস্য ও সংগঠকদের জন্য যে সুবিধাসমূহ দিচ্ছি-

🔲 ফ্রি প্রশিক্ষণ ক্লাস
🔲 ক্যাম্পিং এর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা
🔲 ঋণ প্রদান (শর্ত সাপেক্ষ)
🔲 অধিভুক্ত চিকিৎসকদের থেকে ৫০% ছাড়ে চিকিৎসা সেবা। (পরিবারের জন্য ২৫% ছাড়ে)
🔲 কর্মসংস্থান তৈরি

ফরম পূরণ করে যোগ দিন শিঘ্রই...

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSecwJbalT5XwbV1rqgkRcx13qolNLWW3z6bOfXq4n3JJyOs7w/viewform

"আলহামদুলিল্লাহ"আজ ১১ই জানুয়ারী'২১ রোজ সোমবার দুপুর ১ ঘটিকায় হ্যানিম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘোষন...
11/01/2021

"আলহামদুলিল্লাহ"

আজ ১১ই জানুয়ারী'২১ রোজ সোমবার দুপুর ১ ঘটিকায় হ্যানিম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘোষনা করেন ডা. মোর্শেদুল ইসলাম।

🚩 অনুষ্ঠানে গৃহীত সিদ্ধান্ত সমূহঃ-

🔲 আহবায়কমন্ডলীর মধ্য থেকে এই সংগঠনের নির্বাহী পরিষদের সভাপতি থাকবেন ডা. মোর্শেদুল ইসলাম।

🔲 সভাপতির মনোনয়নে এই সংগঠনের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করবেন জাকিরুল আহসান।

🔲 সভাপতির মনোনয়নে এই সংগঠনের নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করবেন তৌহিদুল ইসলাম নয়ন।

🔲 এই সংগঠন পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করা হয়।

🔲 মোর্শেদ হোমিও ক্লিনিক, হাসিনা কুঞ্জ, কাউনিয়া ব্রাঞ্চ রোড হবে এই সংগঠনের কার্যালয় (অস্থায়ী)।

🔲 এই সংগঠনের সদস্য ও সংগঠকদের চাঁদা সর্বনিম্ন ১০০/- টাকা ধার্য করা হয়।

🔲 এই সংগঠনের উদ্যোগে নির্মাণ প্রকল্প হিসেবে যৌথ শেয়ারে হোমিওপ্যাথিক ফার্মেসী প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রকল্পের ডিপোজিট হিসেবে মাসিক ৫০০/- টাকা জমা দানের সিদ্ধান্ত হয়।

🔲 আজ থেকে অনলাইন ও অফলাইনে সংগঠনের সদস্য ভর্তির কার্যক্রম শুরু ঘোষনা করা হয়।

07/01/2021

আগামী শুক্রবার প্রতিষ্ঠা প্রস্তাবনা মূলক আলোচনা হবে।

মোর্শেদ হোমিও ক্লিনিক, ব্রাঞ্চরোড, কাউনিয়া, বরিশাল সদর বরিশাল। বরিশালের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীরা আমন্ত্রিত।

05/01/2021

আজ বেঙ্গল হাসপাতালে ডা. সুলতান আফরোজের নেতৃত্ব সিজার করতে গিয়ে ভুল নার্ভ কেটে মায়ের মৃত্যু।
এখনও সময় আছে স্রষ্টার পদ্ধতির বিরুদ্ধে হেটে বিনা প্রয়োজনে সিজার বন্ধ করুন।

"সিজারকে না বলুন"

হ্যানিম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

Address

Branch Road
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hahnemann Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hahnemann Welfare Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram