Dr H M Tanvir Alam

Dr H M Tanvir Alam Honorary Medical Officer, Department of Pediatrics, Sher E Bangla Medical College Hospital, Barishal

20/05/2025

অনেক অনেক কাল আগের কথা। তখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টে ডিউটি ডাক্তার হিসেবে কর্মরত। একদিন এডমিশনের সময় ডিউটি রুমে বসা। এক মুরুব্বি এলেন। সমস্যা হলো তার পায়ে কিছু ক্ষত। বিস্তারিত জিজ্ঞেস করে জানতে পারলাম তার পায়ের আঙ্গুলের ফাঁকায় কিছু পানি বা কষের মতো বের হতো। তার সাথে কথা বলে বুঝলাম ওটা আসলে ছিল Tinea pedis, সহজ বাংলায় ছত্রাকের ইনফেকশন।এর চিকিৎসা খুবই সহজ।রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ওই জায়গায় শুধু নারকেল তেল বা সরিষার তেল দিলে এবং পা শুকনো রাখলেই সেরে যায়। আর যার এতে কাজ না হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা অত ভালো না, তাদের কিছু মলম ব্যবহার করলেই সেরে যায়। কিন্তু সে এত জটিল চিকিৎসায় না গিয়ে তার আরেক মুরুব্বীর (!) কথা শুনে তুঁতে কিনে তা আঙ্গুলের ফাঁকায় দিয়ে দেয়। ফলস্বরূপ তা চামড়া মাংস পোড়াতে পোড়াতে প্রতিটা আঙ্গুলের ফাঁকায় বিরাট বিরাট গর্ত করে দেয়। তারপরে এই কাঁচা ঘা নিয়ে হাসপাতাল আসেন।

সবার প্রতি উপদেশ, চিকিৎসা নেওয়ার ব্যাপারে শুধু মাত্র তার পরামর্শই শুনবেন যার এ ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান আছে। ডাক্তারদের ভুল ধরতে ওস্তাদ বাঙালি, অথচ বাস্তবে তাদের সামান্যতম জ্ঞান নেই এসবে। কারো টাকা কম থাকলে ১০ টাকার টিকিট কেটে সরকারি হাসপাতালে যান, তাও অযোগ্য মানুষদের থেকে ভুল ভাল চিকিৎসা নিয়েন না। ধন্যবাদ।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr H M Tanvir Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram