17/11/2025
বিয়ে ভাঙার জাদু
কাউকে বিয়ে ভাঙা বা আটকে রাখার জন্য তাবীজ বা জাদু করলে সাধারণত এরকম দেখা যায় - বিয়ের প্রস্তাব আসে ঠিকই,সবকিছু ঠিক থাকলে ও পছন্দ হয় না,।,সব কথা পাকা হওয়ার পর হয়তো ছেলে বেকে বসে,নয়তো মেয়ে,।,কিংবা কোনো পরিবারের একজন অভিভাবক অনর্থক কোনো কারণ দেখিয়ে বিয়ে বেঙে দেয় ।, মেয়েদের ক্ষেত্রে দেখা যায়,অনেক গুনবতী হওয়া সত্তে ও কোনো প্রস্তাব আসছেনা,কেউ প্রস্তাব দিলে ও পছন্দ হওয়ার বদলে তাকে খারাপ লাগতে থাকে,।,ছেলে যতই ভালো হোক,বিয়ের প্রস্তাব শোনার পর থেকেই তাকে বিরক্তিকর মনে হয়,,।,, অনেক সময় এমন হয়,বিয়ের ব্যপারে আলোচনা করার জন্য যেই আসে, তার অস্থির লাগে,দম বন্ধ হয়ে আসে,বা অকারণে খুব খারাপ লাগে,যার ফলে কথা বার্তা পাকা না করেই সে ফিরে যায়,।
বিয়ে ভাঙার জাদুর কিছু লক্ষন,,,,
১,, মাথা ব্যথা, ঔষধ খেয়ে ও তেমন ফায়দা না হওয়া,,।
২,,প্রায়সময় ই মানসিক অশান্তিতে থাকা,বিশেষত বিকেল থেকে মাঝরাত পর্যন্ত,।
৩,,একটুতেই রেগে যাওয়া,।
৪,,ঘুমের মধ্যে শান্তি না পাওয়া,ঠিকমত ঘুমাতে না পারা,আর ঘুম থেকে উঠার পর অনেক্ষন কষ্ট হওয়া,।
৫,,প্রায়সময় পেটব্যথা থাকা,।
৬,,ব্যকপেইন,বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা হওয়া।
৭,,বিয়ের কথা বার্তা শুরু হলে অসুস্থ হয়ে যাওয়া,,।
৮,, বিয়ের প্রস্তাবদাতাকে খারাপ মনে হওয়া,তার ব্যপারে অনর্থক সন্দেহ সৃষ্টি হওয়া,,।
৯,, বিশেষ কোনো সমস্যা না থাকা সত্বেও বিয়ের ব্যপারে একদম ই আগ্রহ না থাকা,,।
১০,,বিয়ে আটকে রাখার জাদু করতে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি জিনের সাহায্য নেওয়া হয়,,।,এজন্য উল্লিখিত লক্ষনগুলোর পাশাপাশি জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষন ও মিলে যেতে পারে,,।
আরেকটি বিষয় হচ্ছে, এই লক্ষনগুলোর কয়েকটি যদি বিবাহিত কারো মাঝে দেখা যায়,তবে এটা সম্পর্ক বিচ্ছেদের জাদু হিসেবে কাজ করতে পারে,,সুতরাং অবহেলা না করে রুকইয়াহ করতে হবে,, দুঃখজনক হলেও সত্য।এই শয়তানি জাদুর প্রচলন আমাদের দেশে অনেক বেশি,আল্লাহ হেফাজত করুন,।