Dr.Nusrat jahan ivy

Dr.Nusrat jahan ivy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Nusrat jahan ivy, Obstetrician-gynaecologist, bhola sadar, Bhola.

Doctors are expected to be compassionate, have attentive listening skills, and the ability to communicate effectively with a genuine concern for patients and a passion to be of service and heal people.

30/11/2025
Team of joy.........❤️❤️❤️
26/11/2025

Team of joy.........❤️❤️❤️

টিপ পড়বে বলেই নড়াচড়া কমিয়ে দিয়ে মাকে চিন্তায় ফেলে দিয়েছেন..
23/11/2025

টিপ পড়বে বলেই নড়াচড়া কমিয়ে দিয়ে মাকে চিন্তায় ফেলে দিয়েছেন..

🌸নরমাল ডেলিভারি (Normal Vaginal Delivery) নিয়ে কিছু চমকপ্রদ ও অজানা তথ্য  দিচ্ছি — যেগুলো অনেকেই জানেন না 👇💡 ১. শরীর নি...
11/11/2025

🌸নরমাল ডেলিভারি (Normal Vaginal Delivery) নিয়ে কিছু চমকপ্রদ ও অজানা তথ্য দিচ্ছি — যেগুলো অনেকেই জানেন না 👇

💡 ১. শরীর নিজে থেকেই জানে কখন জন্মের সময় হয়েছে

গর্ভকাল শেষে যখন শিশুর ফুসফুস সম্পূর্ণ তৈরি হয়, তখন শিশুর শরীর থেকেই হরমোন নিঃসৃত হয় যা মায়ের শরীরে “লেবার” শুরু করে!
মানে, জন্মের সংকেতটা অনেক সময় শিশুই দেয়! 👶

💪 ২. জরায়ুর সংকোচন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পেশী কাজগুলোর একটি

প্রসবের সময় জরায়ুর সংকোচন এতটা শক্তিশালী হয় যে —
👉 প্রতি মিনিটে প্রায় ৩০–৫০ পাউন্ড (১৩–২২ কেজি) প্রেসার তৈরি করে।
এটা একদম প্রাকৃতিক “মাসল পাওয়ার” 💥

🧠 ৩. মায়ের মস্তিষ্কে অক্সিটোসিন তৈরি হয় – ভালোবাসার হরমোন

লেবারের সময় অক্সিটোসিন হরমোন বাড়ে, যা শুধু প্রসবেই সাহায্য করে না —
শিশুকে বুকে নেওয়ার মুহূর্তে মায়ের মধ্যে গভীর ভালোবাসা ও সংযোগের অনুভূতি তৈরি করে ❤️

💨 ৪. ব্যথার সময় শরীর নিজে “ন্যাচারাল পেইনকিলার” তৈরি করে

প্রসবের সময় শরীর এন্ডরফিন নামের হরমোন নিঃসরণ করে —
যা ব্যথা কমিয়ে দেয় ও একধরনের প্রাকৃতিক ট্র্যান্স অবস্থায় রাখে।
এই কারণেই অনেক নারী বলেন, “ব্যথাটা শেষে মনে থাকে না।” ✨

🔥 ৫. বাচ্চা জন্মের পর শরীরের তাপমাত্রা শিশুকে উষ্ণ রাখে

নবজাতককে মায়ের বুকের ওপর রাখলে মায়ের বুকের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে ১–২°C বেড়ে যায় — যাতে শিশুটি ঠান্ডা না লাগে। একে বলে “thermoregulation by touch.”

🌼 ৬. নরমাল ডেলিভারিতে সুস্থতা ফেরার গতি অনেক দ্রুত

সিজারিয়ানের তুলনায় —

মায়ের রিকভারি টাইম অনেক কম

সংক্রমণের ঝুঁকি কম

ব্রেস্টফিডিং সহজে শুরু করা যায়

এবং ভবিষ্যতে গর্ভধারণের ঝুঁকিও কম থাকে

💫 ৭. কিছু নারী “অর্গাজমিক বার্থ” অভিজ্ঞতা করেন!

বিশ্বের প্রায় ০.৩–১% নারীর ক্ষেত্রে দেখা গেছে, প্রসবের সময় অক্সিটোসিন ও এন্ডরফিনের উচ্চ মাত্রা শরীরে এমন আনন্দের অনুভূতি দেয় — যা অর্গাজমের মতো মনে হয়। সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ ঘটনা 🌺

🌻 ৮. শিশুর মাথা “মোল্ড” হয়ে বের হয়

শিশুর মাথার হাড়গুলো প্রসবের সময় সামান্য একে অপরের উপর সরে যায় — যাতে প্রসবপথ দিয়ে সহজে বের হতে পারে।
এ কারণেই নবজাতকের মাথা জন্মের পর সামান্য চাপা বা লম্বা দেখায়, যা কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যায়...

03/11/2025
কিভাবে নরমাল ডেলিভারি সহজ ও ব্যথা কমানো যায়১. শরীর ও পেশি প্রস্তুত করানিয়মিত হালকা ব্যায়াম: হাঁটা, পেলভিক এক্সারসাইজ,...
09/09/2025

কিভাবে নরমাল ডেলিভারি সহজ ও ব্যথা কমানো যায়

১. শরীর ও পেশি প্রস্তুত করা

নিয়মিত হালকা ব্যায়াম: হাঁটা, পেলভিক এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজ।

প্রসূতি যোগ (Prenatal yoga): পেলভিক ফ্লোর পেশি মজবুত করে।

২. খাদ্যাভ্যাস

আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য।

পর্যাপ্ত পানি পান (ডিহাইড্রেশন কমায়)।

৩. মানসিক প্রস্তুতি

প্রসব ব্যথাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা।

শ্বাস-প্রশ্বাসের কৌশল (Lamaze breathing technique) অনুশীলন।

৪. পেইন রিলিফ (ব্যথা কমানোর পদ্ধতি)

এপিডিউরাল অ্যানাস্থেশিয়া: ডেলিভারির সময় সবচেয়ে জনপ্রিয় পেইন রিলিফ।

গরম পানির ব্যাগ, ম্যাসাজ, উষ্ণ শাওয়ার।

সঙ্গীর উপস্থিতি ও সাপোর্ট।

৫. হাসপাতাল ও ডাক্তার নির্বাচন

অভিজ্ঞ গাইনি ও প্রশিক্ষিত মিডওয়াইফ টিম।

জরুরি অবস্থার জন্য সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান।

---

নরমাল ডেলিভারির ঝুঁকি ও জটিলতা

মায়ের ক্ষেত্রে

পেরিনিয়াল টিয়ার (যোনিপথের ছিঁড়ে যাওয়া)।

অতিরিক্ত রক্তক্ষরণ (Postpartum hemorrhage)।

প্রসব-পরবর্তী ইনফেকশন।

মূত্রধারণ সমস্যা বা পেলভিক অর্গান প্রোল্যাপ্স (দুর্লভ)।

শিশুর ক্ষেত্রে

শ্বাসকষ্ট বা অ্যাসফিক্সিয়া।

শোল্ডার ডিস্টোসিয়া (কাঁধ আটকে যাওয়া)।

কর্ড প্রোল্যাপ্স (নাভিরজ্জু আগে বেরিয়ে আসা)।

কাদের জন্য নরমাল ডেলিভারি বেশি সম্ভাব্য ও সহজ হয়?

পেলভিক গঠন স্বাভাবিক ও পর্যাপ্ত চওড়া।

শিশুর সঠিক মাথা নিচে অবস্থান (Cephalic presentation)।

পূর্বে স্বাভাবিক ডেলিভারি হওয়ার ইতিহাস।

গর্ভাবস্থায় বড় কোনো জটিলতা না থাকা....

মোহনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল,  ভোলা সদর রোড ভোলা
19/08/2025

মোহনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল, ভোলা সদর রোড ভোলা

19/06/2025

Address

Bhola Sadar
Bhola
8300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Nusrat jahan ivy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Nusrat jahan ivy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram