16/10/2025
সবাই এ+দেরকে অভিনন্দন দিতেছে।এতো পরিমানে প্রমোট করতেছে, মনে হচ্ছে যারা এ+ পায়নি তাদের একাডেমিক কোনো শিক্ষাই নেই। তাদেরকে স্টুডেন্ট বলেও মনে করতেছেনা যোগ্যতাহীন এ+ লাভাররা।
আমি অভিনন্দন দিতেছি তাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম এবং শত আরাম আয়েশকে পিছু ফেলে পড়াশুনা করা সত্যেও এ+ পায়নি।
অভিজ্ঞতা একদিন অনেক দূর নিয়ে যাবে, পৃথিবীর কোনো সফল ব্যাক্তির সফলতার পিছনে এ+ এর কোনো ভুমিকা নেই।
এ+ পেয়ে কোনো স্টুডেন্ট সফলতার চুড়ায় পৌচেছে এমন কোনো স্টোরি সফল ব্যক্তিদের জীবন বৃত্তান্তে খুঁজে পাওয়া যায়নি।
বরং এ+ তো দুরের কথা সফল ব্যক্তিদের পিছনে বার বার ব্যর্থ হওয়ার গল্পটাই বেশি পাওয়া যায়।
সুতরাং এ+ না পাওয়া কোনো লজ্জার বিষয় না, এর জন্য শয়তানের কোনো শিদ্ধান্তে অটুট থাকা ঠিক না। যোগ্যতা অর্জন করাই মূল রুক্ষ।
এ+ না পেয়ে হতাশা হওয়ার কোনো কারন নেই, রাস্তায় ঘুরে দেখ হাজার ও স্টুডেন্ট এ+ মাথায় নিয়ে ঘুরতেছে কোনো বেনিফিট দিচ্ছে না এই অনর্জিত এ+ ।
""সুতরাং কুরআনের শান্তনা""
"হতাশ হবেন না! আপনার ভবিষ্যৎ
আপনার অতীতের চেয়ে উওম হবে"!
( সূরা আদ দোহা : আয়াত-৪)