Al-Insaf Physiotherapy & Diagnostic Center

Al-Insaf Physiotherapy & Diagnostic Center Insaf Physiotherapy center,
Insaf Diagnostic Center

13/11/2024

বাংলাদেশ থেকে পৃথিবীর সবগুলো দেশে যাওয়ার প্লেন টিকেটের মুল্য কমানোর আবেদন জানাচ্ছি।
বিষেশ করে হজ্জ ও ওমরাহ্ হজ্জ এ-র টিকেট মুল্য।

17/07/2023
 #প্লান্টার_ফ্যাসাইটিস/ পায়ের গোড়ালি ব্যথাপ্লান্টার ফ্যাসিয়া হলো এক ধরনের শক্ত টিস্যু,  যা মানুষের পায়ের তালুতে থাকে। বি...
22/08/2021

#প্লান্টার_ফ্যাসাইটিস/ পায়ের গোড়ালি ব্যথা

প্লান্টার ফ্যাসিয়া হলো এক ধরনের শক্ত টিস্যু, যা মানুষের পায়ের তালুতে থাকে। বিভিন্ন কারণে মানুষের পায়ের তালুতে ব্যথা হয় এবং গোড়ালি ফুলে যাওয়াকে প্লান্টার ফ্যাসাইটিস বলে।

কেনো/ কাদের বেশী হয়:--

-- গবেষণায় দেখা গেছে ৪০-৬০ বছরের মানুষের প্লান্টার ফ্যাসাইটিস বেশী হয়।

-- স্থুলতা / অতিরিক্ত ওজন

-- গোড়ালিতে চাপ পরে এমন কাজ যেমন ডান্স, ম্যারাথন দৌড়, স্কুল শিক্ষক!

-- দীর্ঘক্ষন হীল / শক্ত সোলের জুতা পরা।

-- দীর্ঘক্ষন দাড়িয়ে কাজ করা।

উপসর্গ :---

-- পায়ের গোড়ালিতে ব্যথা ও ফুলে যাওয়া, সকালে দিকে ব্যথার তীব্রতা বেশী থাকে এবং সময়ের সাথে সাথে ব্যথা কমে যায়।

-- অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলেও অনেক বেশী ব্যথা অনুভব হয়।

-- গোড়ালির চামড়ার কালার কিছু চেঞ্জ হয়ে যেতে পারে।

চিকিৎসা :

-- প্লান্টার ফ্যাসাইটিসের প্রাথমিক স্টেজে আইস প্যাক খুব ভালো কাজ করে, তেমনিভাবে অনেকদিন হয়ে গেলে ময়েস্ট হিট কার্যকরী চিকিৎসা।

-- স্ট্রেচিং এবং রেইঞ্জ অব মোশন এক্সারসাইজ।

-- ধীরে ধীরে স্ট্রেন্দেনিং এক্সারসাইজ শুরু করতে হবে।

-- ব্যথা খুব বেশি হলে একজন ফিজিসিয়ানের পরামর্শ অনুযায়ী NSAID খাওয়া লাগতে পারে।

উপদেশ :--

-- নরম জুতা এবং হিল কুশন ব্যবহার করতে করে।

-- খালি পায়ে হাটা যাবে না।

-- ওজন কমাতে হবে।

-- দীর্ঘ দাড়িয়ে বা হাটাহাটি করা বন্ধ করতে হবে।

-- ফিজিওথেরাপিস্টের পরামর্শ মেনে নিয়মিত এক্সারসাইজ করতে হবে।

সায়াটিকা কি ও তার লক্ষণ:সায়াটিকা কি?------------আমাদের শরীরে সায়াটিক নামের একটি নার্ভ বা স্নায়ু রয়েছে যার অবস্থান আমাদের...
29/06/2021

সায়াটিকা কি ও তার লক্ষণ:

সায়াটিকা কি?
------------
আমাদের শরীরে সায়াটিক নামের একটি নার্ভ বা স্নায়ু রয়েছে যার অবস্থান আমাদের মেরুদন্ডের লাম্বার স্পাইনের দিকের কশেরুকা বা ভার্টিরা এল ৩, ৪, ৫ ডিস্ক এবং সেকরাল স্পাইনের এস ১ কশেরুকা বা ভার্টিবা থেকে ঊরুর পিছন দিক দিয়ে হাঁটুর নিচের মাংসপেশির মধ্যে দিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত। যখন কোনো কারণে এই নার্ভ বা স্নায়ুর ওপর চাপ পড়ে তখন এই নার্ভ বা স্নায়ুর ডিস্ট্রিবিউশন অনুযায়ী ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়, এটাকে মেডিকেল পরিভাষায় সায়াটিকা বলা হয়। একে আবার নিতম্ব ব্যথা বা পায়ের ব্যথাও বলে থাকে।
সায়াটিকার লক্ষণ:
---------------
* প্রথম অবস্থায় কোমর ব্যথা থাকে।
* ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়।
* অনেকক্ষেত্রে কোমর ব্যথা না কিন্তু উরুর পেছনের দিক থেকে শুরু করে হাঁটুর নিচের মাংসপেশির মধ্যে বেশি ব্যথা করে, এমনকি ব্যথা পায়ের পাতা বা আঙ্গুল পর্যন্ত অবশ হয়ে থাকে।
* বিশ্রামে থাকলে বা শুয়ে থাকলে ব্যথা কম থাকে কিন্তু খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাঁটলে ব্যথা বেড়ে যায়।
* এমনকি কিছুক্ষণ হাঁটলে তার হাঁটার ক্ষমতা থাকে না, কিছুটা বিশ্রাম নিলে আবার কিছুটা হাঁটতে পারে। আক্রান্ত পা ঝিন ঝিন বা অবশ অবশ অনুভূত হয়।
* কখনো আক্রান্ত পায়ে জ্বালাপোড়া অনুভব করে।

প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ও সুস্থ জীবনযাপন করুন।

ইনসাফ ফিজিওথেরাপি সেন্টার
হাসপাতাল রোড,
চরফ্যাশন, ভোলা।
০১৭১১ ১৭ ৮৪ ৮২

আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার রহমতেচার বছর এলাকা বাসির সেবা করে সম্পুর্ন আধুনিক মেশিন দিয়ে সাজিয়েনতুন রুপে পাঁচ বছরে প...
15/06/2021

আসসালামু আলাইকুম।
আল্লাহ তাআলার রহমতে
চার বছর এলাকা বাসির সেবা করে
সম্পুর্ন আধুনিক মেশিন দিয়ে সাজিয়ে
নতুন রুপে পাঁচ বছরে পদার্পণ করলাম।
আপনাদের সকলের দোয়াই আমার অনুপ্রেরণা।

- আলহামদুলিল্লাহ । সুস্বাস্থ্যের জন্য ফিজিওথেরাপি - মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । ফিজিওথেরাপি জাত...
18/02/2021

- আলহামদুলিল্লাহ ।
সুস্বাস্থ্যের জন্য ফিজিওথেরাপি -

মহামান্য রাষ্ট্রপতি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।
ফিজিওথেরাপি জাতীয় সম্মেলন ২০২০ উপলক্ষ্যে বানী দিয়েছেন ।

অসংখ্য ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জনাব ব্যারিস্টার রিয়াদ আহমেদ কে ।

হঠাৎ হাঁটুতে তীব্র ব্যাথা, হাঁটু ভাজ বা সোজা করতে গেলে ব্যাথা, হাঁটু ফুলে যাওয়া, দাঁড়াতে গেলে মনে হচ্ছে হাঁটু ছুটে/বেকে ...
07/02/2021

হঠাৎ হাঁটুতে তীব্র ব্যাথা, হাঁটু ভাজ বা সোজা করতে গেলে ব্যাথা, হাঁটু ফুলে যাওয়া, দাঁড়াতে গেলে মনে হচ্ছে হাঁটু ছুটে/বেকে যাচ্ছে, অযথা কারন ছাড়া হাঁটু আটকিয়ে যাচ্ছে, নামাজে রুকু-সেজদা দিতে গেলে হাঁটু ভাজ করতে কষ্ট হচ্ছে , হাঁটু চিকন হয়ে যাচ্ছে, উচু-নিচু জায়গায় হাটতে গেলে হাঁটুতে অতিরিক্ত কষ্ট হচ্ছে এসব কষ্ট গুলো অনুভব হলে ঠিক তখনই মনে করবেন আপনার হাটুর লিগামেন্ট/ মিনিসকাস এ কোন সমস্যা হয়েছে (৫০ বছর বয়সের নিচে)।

হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি ও করণীয়ঃ
ACL, PCL & Meniscus Injury :

হাঁটু শরীরের বড় ও ওজন বহনকারী জোড়াগুলোর মধ্যে অন্যতম। হাঁটুর জোড়া উপরের দিক থেকে উরুর হাড় (ফিমার) ও প্যাটলা বা নী ক্যাপ এবং নিচের দিক থেকে লেগের হাড় (টিবিয়া)- এই তিন হাড়ের সমন্বয়ে গঠিত। হাঁটুতে চারটি প্রধান লিগামেন্ট থাকে। লিগামেন্ট হলো ইলাসটিক টিসু যা এক হাড়কে অন্য হাড়ের সাথে যুক্ত করে, জোড়ার শক্তি প্রদান এবং জোড়ার স্থিতিশীলতা বজায় রাখে।
★হাঁটুর লিগামেন্টগুলো নিম্নরূপ:
১. এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট: হাঁটুর মাঝখানের সামনের দিকে এবং পোসটেরিওর লিগামেন্টের সাথে ক্রস করে থাকে বলেই একে এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট বলে। এই লিগামেন্ট লেগের রোটেশনাল ও সামনের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।

২. পোসটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট হাঁটুর মাঝখানের পিছনে থাকে এবং লেগের পিছনের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।

৩. মিডিয়ার কোল্যাটারাল লিগামেন্ট হাঁটুর ভিতর পার্শ্বের স্থিতিশীলতা বজায় রাখে।

৪. ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট হাঁটুর বাহির পার্শ্বের স্থিতিশীলতা বজায় রাখে।

★লিগামেন্ট ইনজুরির কারণসমূহ:
১. হঠাৎ মোচড়ানো গতি দ্বারা এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট সবচেয়ে বেশি ইনজুরি হয়।

২. আঘাত, রিকশা থেকে পড়ে গেলে, গাড়ি বা মটর সাইকেল দুর্ঘটনায় এনটেরিওর ও পোসটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হয়।

৩. ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, কাবাডি ও হা-ডু-ডু খেলোয়ারদের মাঝে এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি বেশি হয়।

৪. মই থেকে পড়ে গেলে।

৫. উপর থেকে লাফ দিয়ে পড়লে।

৬. গর্তে পড়ে গেলে।

৭. সিঁড়ি দিয়ে নামার সময় এক স্টেপ ভুল করলে।

৮. ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট অপেক্ষা মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট বেশি ইনজুরি হয় হাঁটুর বাহির পার্শ্বে সরাসরি আঘাতের জন্য।

৯. ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড়দের মাঝে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরি হয়। ১০. ৭০% ব্যক্তির এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরির সাথে মেনিসকাস ইনজুরি থাকে।

★লিগামেন্ট ইনজুরির লক্ষণসমূহ:
১. প্রথমে তীব্র ব্যথা পরে আস্তে আস্তে ব্যথা কমে আসে।
২. ব্যথা হাঁটুর বাহির পার্শ্বে এবং পিছনে অনুভূতি হবে।
৩. হাঁটু ভাঁজ বা সোজা করতে গেলে ব্যথা বেড়ে যায়।
৪. আগাতের প্রথম দশ মিনিটের মধ্যেই হাঁটু ফুলে যায়।
৫. ফুলা ও ব্যথার জন্য হাঁটু নড়াচড়া করা যায় না।
৬. দাঁড়াতে বা হাঁটতে চেষ্টা করলে মনে হবে হাঁটু ছুটে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে।
৭. আঘাতের সাথে সাথে ব্যক্তি ‘পপ' বা ‘ক্র্যাক' শব্দ শুনতে বা বুঝতে পারবে।
৮. সাথে মেনিসকাস ইনজুরি থাকলে, রোগী বেশিক্ষণ বসলে হাঁটু সোজা করতে কষ্ট হয়।
৯. অনেক সময় হাঁটু আটকিয়ে যায়, রোগী হাঁটুতে নড়াচড়া করিয়ে সোজা করে।
১০. দীর্ঘদিন যাবৎ লিগামেন্ট ইনজুরি থাকলে হাঁটুর পেশী শুকিয়ে যায় এবং হাঁটুতে শক্তি কমে যায়।
১১. উঁচু নিচু জায়গায় হাঁটা যায় না, সিঁড়ি দিয়ে উঠানামা করতে এবং বসলে উঠতে কষ্ট হয়।
১২. হাঁটু ইনসিকিউর বা অস্থিতিশীল মনে হবে।

★জরুরি চিকিৎসা বা করণীয়:
১. হাঁটুকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
২. বরফের টুকরা টাওয়ালে বা ফ্রিজের ঠান্ডা পানি প্লাস্টিকের বেগে নিয়ে লাগালে ব্যথা বা ফুলা কমে আসবে। প্রতিঘণ্টায় ১০ মিনিট বা দুই ঘণ্টা পর পর ২০ মিনিট অনবরত লাগাতে হবে। তবে ইহা সহ্যের মধ্যে রাখতে হবে। এই পদ্ধতি আঘাতের ৪৮-৭২ ঘণ্টা পর্যন্ত চলবে।
৩. হাঁটুতে ইলাসটিক কমপ্রেসন বা ইস্পিলিন্ট ব্যবহারে ফুলা ও ব্যথা কমে আসে।
৪. হাঁটুর নিচে বালিশ দিয়ে হাঁটুকে হার্টের লেবেল থেকে উঁচুতে রাখলে ফুলা কম হবে।
৫. এনালজেসিক বা ব্যথানাশক ওষুধ সেবন।
৬. হাঁটুর লিগামেন্ট ইনজুরির চিকিৎসা প্রদান করতে সক্ষম এমন চিকিৎসকের কাছে বা স্টোরে রোগীকে পাঠাতে হবে। ল্যাবরেটরি পরীক্ষা: প্রাথমিক চিকিৎসায় রোগীর ব্যথা ও ফুলা সেরে উঠার পর, হাঁটুর বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে কী কী লিগামেন্ট ইনজুরি হয়েছে এবং এর তীব্রতা নির্ণয় করা যায়। কখনও কখনও এক্স-রে ও এমআরআই এর সাহায্য নিতে হয়।

★প্রয়োজনীয় চিকিৎসা ও করণীয়:
হাঁটুর লিগামেন্ট আপনাআপনি জোড়া লাগে না। তবে কিছু কিছু ক্ষেত্রে (যেমন- কোল্যাটারাল লিগামেন্ট) হাঁটুর পেশীর ব্যায়াম ও দৈনন্দিন কাজকর্ম পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায়। ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হলে নতুন করে লিগামেন্ট তৈরি করতে হবে। এর মধ্যে এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট তৈরি করা জরুরি, কারণ ইহা না করলে হাঁটুতে তাড়াতাড়ি ওসটিওআর্থ্রাইটিস হয়ে জোড়া নষ্ট হবে। বর্তমানে হাঁটুর বাহির থেকে টেনডন নিয়ে ছোট দুইটি ছিদ্র দিয়ে আর্থোস্কপ যন্ত্র হাঁটুতে প্রবেশ করিয়ে নতুন লিগামেন্ট তৈরি করা হয়। আর্থ্রোস্কোপিক সার্জারীর পর নিয়মিত রিহেবিলিটেশন মাধ্যমে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে।
স্বাভাবিক ভাবে চলাফেরা ও কাজ করার ক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব।

Address

Hospital Road
Bhola
8340

Telephone

+8801711178482

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Insaf Physiotherapy & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram