Dr Md Nafiz Imtiaz

Dr Md Nafiz Imtiaz Director, Al-Rafi Hospital ltd. Department of Cardiology!!!

আজ সারাদিন অনেক ছবি তুলেছি। কিন্তু দেখতে দেখতে কিভাবে যেন সময় ফুরিয়ে এলো।  দিন ছোট, সূর্য তার সময় মত ডুবে গেল । মনে ক...
29/11/2025

আজ সারাদিন অনেক ছবি তুলেছি। কিন্তু দেখতে দেখতে কিভাবে যেন সময় ফুরিয়ে এলো।

দিন ছোট, সূর্য তার সময় মত ডুবে গেল । মনে করলাম আজ বোধ হয় আর ছবি তোলা হবে না 😢!

রাতের বেলা মোবাইল বের করে নাইট মোড অন করে একটা ছবি তুললাম...

মনে হলো দিনের চেয়েও সুন্দর ছবি উঠছে। তারপর আরো অনেকগুলো ছবি তুললাম। আকাশের তারা গুলোও সেখানে স্পষ্ট বুঝা যাচ্ছিল।
এই ছবিটা আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় শীর্ষে থাকায় সবার সাথে শেয়ার করা।

29/11/2025

পাহাড়ের টানে চলেই এলাম …

23/11/2025

বিটিভির ‘ইত্যাদি’ তে বিদেশি লোকদের ডাবিং এর কথা মনে আছে ?

22/11/2025

দুইদিন আগে রাস্তায় ছোট একটা এক্সিডেন্ট এর শিকার হই।
আল্লাহর রহমতে ভালো আছি!

21/11/2025

আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম!

14/11/2025

“কর্মস্থলে ডায়াবেটিস- সচেতনতা গড়ে তুলুন” - ২০২৫ সালের ১৪ই নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য!


যাদের দীর্ঘক্ষন বসে কাজ করতে হয় তারা নির্দিষ্ট বিরতিতে হাঁটাচলা করার অভ্যাস গড়ে তুলুন।

ডায়াবেটিস যাদের হয় তাদের আমরা ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ দেই। ইনসুলিন দিতে গেলে সবচেয়ে বড় যে বিপত্তিটা ঘটে সেটা হচ্ছে ইন্সুলিন রেজিস্টেন্স ডেভেলপ করে।
(👉 ইনসুলিন রেজিস্টেন্স মূলত তৈরি হয়শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন, অসুস্থ খাদ্যাভ্যাস, মানসিক চাপ, জেনেটিক কারণে)

অর্থাৎ, আপনি যদি কাজ না করেন, হাঁটাচলা না করেন বা ব্যায়াম না করেন, তাহলে রেজিস্টেন্স বাড়তে পারে
আপনি যদি কর্মক্ষম না হন অর্থাৎ কাজ না করেন তাহলে কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সটা দ্রুত হবে।

তাই ইনসুলিন নিলেও এই তিনটা কাজ অবশ্যই করনীয়:
1⃣ প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করা
2⃣ কর্মস্থলে প্রতি ৩০–৪০ মিনিট পর ১–২ মিনিট হাঁটা
3⃣ ওজন ও খাবার নিয়ন্ত্রণে রাখা

#ডায়াবেটিস #স্বাস্থ্যসচেতনতা

N.b. কর্মব্যস্ততা শেষে বাসায় ফেরার সময় হঠাৎ মনে পড়ল ডায়াবেটিস দিবসের যে ভিডিও টা করবো বলে ঠিক করে ছিলাম তা করা হয়নি। সেই মনে হওয়া থেকেই অপ্রস্তুত ভাবে ভিডিওটা করা।

13/11/2025

ব্যস্ততার জন্য নতুন ভিডিও বানানোর সময় করতে পারছি না !

যা বলি, তোও আপনারা ঠিক মতো মেনে চলেন না!
তাই মজা করে এই ভিডিও মাঝে মাঝে মিউট করে আপলোড করা !
শুধু ভিডিও দেখেন…. আর লাইক দেন… 😆
কথা শুনে আর কি হবে ?

10/11/2025

২০১৫ সালের ১০ই নভেম্বর, আজ থেকে ঠিক দশ বছর আগে-
ময়মনসিংহের এক প্রত্যন্ত অঞ্চলে রোগী দেখতে গিয়ে এই ভিডিওটা করা...

সময় যাচ্ছে বয়স বাড়ছে।
কিন্তু আমি যেন সেই দুরন্ত বালকই রয়ে গেছি!

আমি বলতে পারবো না, একজন চিকিৎসক হিসাবে আমার জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি আছে?মানুষের এই বিশ্বাস, এই আস্থা, এটাই আমার স...
09/11/2025

আমি বলতে পারবো না, একজন চিকিৎসক হিসাবে আমার জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি আছে?

মানুষের এই বিশ্বাস, এই আস্থা, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ।
মেডেল না, সার্টিফিকেট না- এই ভরসাটাই সব।
এটাই আমার কাজের আসল জয়। এটাই আমার প্রতিদিন নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি।

পছন্দ না হলেও, কিছু জিনিস জীবনের সাথে মানিয়ে নিতে হয়! 😌 Suit কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় খুব একটা suitable না।শীতকালে...
02/11/2025

পছন্দ না হলেও, কিছু জিনিস জীবনের সাথে মানিয়ে নিতে হয়! 😌


Suit কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় খুব একটা suitable না।
শীতকালে somehow manageable।

ছোটবেলা থেকেই এই suit culture জিনিসটা মেনে নিতে পারিনি। একে তো স্বাচ্ছন্দ্যবোধ হয় না, তার উপর স্বাভাবিকও মনে হয় না।
তারপরও আজকাল নানা occasion / formal event এ পরে ওঠতেই হয়।

হারিয়ে যাওয়া দিনের আলো, গোধূলিতে মিলিয়ে গেল! N.b."গোধূলি বেলা" বলতে আসলে কি কোন সময়টা বোঝায়?
01/11/2025

হারিয়ে যাওয়া দিনের আলো, গোধূলিতে মিলিয়ে গেল!


N.b.
"গোধূলি বেলা" বলতে আসলে কি কোন সময়টা বোঝায়?

রোগীর সিটে বসে যাকে সেলফি তুলতে দেখা যাচ্ছে , সে কোনো রোগী না…আমার এক ছোট বোন - একজন paediatric cardiologist (শিশু হার্ট...
29/10/2025

রোগীর সিটে বসে যাকে সেলফি তুলতে দেখা যাচ্ছে , সে কোনো রোগী না…
আমার এক ছোট বোন - একজন paediatric cardiologist (শিশু হার্টের ডাক্তার)🩺

আজ চেম্বারে এসেছিল দেখা করতে। ভাবলাম, এই মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখা যাক 📸….
কে জানে, কবে না কবে অস্ট্রেলিয়া চলে যাবে 🇦🇺।
তার আগে একটা স্মৃতি তো থাকা চাই!

একটা ছোট্ট ফ্রেমে- দুইজন হার্টের ডাক্তার!

Address

QHM9+VFJ, Dhaka-Sylhet Highway, Golakandail
Bhulta
1462

Opening Hours

17:00 - 19:30

Telephone

+8801818838834

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Nafiz Imtiaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Nafiz Imtiaz:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category