28/08/2025
✨আজকে একটা বাচ্চার অপারেশন বাতিল করতে হল✨
কেন বলুন ত⁉️
বাবুটা প্রায় ২ ঘন্টা আগে পরোটা ও ডাল খেয়েছে।
এই অবস্থায় এনেস্থিসিয়া ঝুঁকিপূর্ণ।
কারন-
✅এস্পিরেশন বা খাদ্যকনা শ্বাসনালীতে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে।
✅এই একটা কারনেই সামান্য অপারেশন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
১.তাই বাচ্চাদের অপারেশন এর আগে ৬ থেকে ৮ ঘন্টার মাঝে ভারী খাবার বা দুধ দেবেন না।
২.অপারেশন এর আগে বাচ্চাদের কান্না থামাতে চিপস-চকোলেট দেবেন না।
৩.২ ঘন্টা আগে পর্যন্ত শুধু পানি দিতে পারেন।জুস বা ফলের রস দেয়া যাবেনা।
#মনিরাআরজুমান্দ #ঝুঁকি #অপারেশন #এনেস্থিসিয়া