15/06/2020
সামান্য শারীরিক সমস্যায় আমরা ডাক্তারের পরামর্শ নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আপনি মানসিকভাবে কতটা সুস্থ্য? বিভিন্ন পারিপার্শ্বিকতার কারনে আমরা শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক ভাবেও অসুস্থ্য হয়ে পড়ি। কিন্তু আমাদের অসচেতনার কারণে আমরা মানসিক সমস্যাগুলো এড়িয়ে যাই। যার ফলে আমরা দীর্ঘমেয়াদী মানসিক সমস্যার সম্মুখীন হই।সুস্থভাবে বেঁচে থাকার জন্য শারীরিক যত্ন নেয়ার পাশাপাশি মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখা খুবই জরুরী। একটি সুস্থ্য সমাজ ও জাতি গঠনে মানসিক ভাবে উন্নতির কোন বিকল্প নেই। তাই মানসিক সুস্থতা নিয়ে আর কোন ছাড় নয়।
সুস্থ্য মন - সুস্থ্য দেহ, আনন্দময় জীবন প্রবাহ।
লজ্জা,ভয়,সংশয় ঝেড়ে ফেলুন, বন্ধু ভেবে কাছে ডাকুন-মনের কথ খুলে বলুন।
নির্দ্বিধায় ফোন করুন - ০১৭০১৪৩৪৪৪০ নম্বরে।