Govt.Institute Of Health Technology IHT,Bogura

Govt.Institute Of Health Technology IHT,Bogura বগুড়া আইএইচটির সকল তথ্য সবার আগে পেতে পেজটি Follow দিয়ে সাথেই থাকুন।
এটি একটি আন অফিসিয়াল পেজ তবে অফিসিয়াল সকল নোটিশ পেজে দেওয়া হয়ে থাকে।

30/10/2025

রোল সার্চ করে নাম অথবা রেজাল্ট ভুল আসলে করনীয় কি?

এতদ্বারা অর্থ প্রতিষ্ঠানের সকল বর্ষের সকল অনুষদের ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা" ২০২৫ ই...
30/10/2025

এতদ্বারা অর্থ প্রতিষ্ঠানের সকল বর্ষের সকল অনুষদের ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা" ২০২৫ ইং আগামী ০৩/১১/২০২৫ ইং তারিখ রবিবার সকাল ১০.০০ ঘটিকা হইতে শুরু হইবে। নিম্নে বর্ণিত ইভেন্ট সমূহে প্রতিযোগিতায় অংশগ্রহণ করিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা আগামী ০৩/১১/২০২৫ ইং তারিখ সোমবার সকাল ১০.০০ ঘটিকা হইতে ০৯/১১/২০২৫ তারিখ রবিবার পর্যন্ত অত্র কার্যালয়ের প্রতিষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত থাকবে। উল্লেখ্য যে একজন ছাত্র-ছাত্রী সর্বোচ্চ তিনটি ইভেন্ট অংশগ্রহণ নিতে পারবে এবং রুটিন মোতাবেক সকল বর্ষের ক্লাস সকাল ১০.০০ ঘটিকা পর্যন্ত চলবে।

এখন রোল সার্চ করেই রেজাল্ট দেখা যাচ্ছে তবে সেটি সরাসরি dgme ওয়েবসাইটে নয় বেসরকারি প্রতিষ্ঠান ট্রমা ইনস্টিটিউট ওয়েবসাই...
30/10/2025

এখন রোল সার্চ করেই রেজাল্ট দেখা যাচ্ছে
তবে সেটি সরাসরি dgme ওয়েবসাইটে নয় বেসরকারি প্রতিষ্ঠান ট্রমা ইনস্টিটিউট ওয়েবসাইট আপডেট করেছেন সেখান থেকেই সার্চ করে রেজাল্ট দেখা যাচ্ছে।

আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া হলো।

IHT ৪ বছর কোর্সের সকল বর্ষের Booklist -এখনি কেউ বই কিনবেন না ক্লাস শুরু হওয়ার পর নিয়েন।
30/10/2025

IHT ৪ বছর কোর্সের সকল বর্ষের Booklist -

এখনি কেউ বই কিনবেন না ক্লাস শুরু হওয়ার পর নিয়েন।

29/10/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাসটসমূহের ভর্তি পরীক্ষার ফলাফল নম্বরসহ ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে লিংক কমেন্টে এবং কিভাবে রেজাল্ট দেখবেন তার সম্পূর্ণ প্রসেস ভিডিওতে 👇

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাসটসমূহের ভর্তি পরীক্ষার ফলাফল নম্বরসহ ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে লিংক কমেন্টেচাইল...
29/10/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাসটসমূহের ভর্তি পরীক্ষার ফলাফল নম্বরসহ ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে লিংক কমেন্টে

চাইলে ইনবক্সে মেসেজ দিন রোল রেজাল্ট খুঁজতে সাহায্য করা হবে!!

29/10/2025

মার্কশিট ছাড়া ভর্তি চলছে আজ থেকে।
তবে মার্কশিট প্রকাশিত হলে তা দ্রুত জমা দিতে হবে এই মর্মে একটি লিখিত জমা দিতে হবে কলেজ প্রশাসনের কাছে।

28/10/2025

খুবই দুঃখের বিষয় এখন পর্যন্ত মার্কশিট/মেরিট লিস্ট এখনো ওয়েবসাইটে আপলোড করা হয়নি

স্বাস্থ্য উপদেষ্টার চোখ কি ডাক্তার আর নার্সদের দিকেই পরে?এদিকে যে স্বাস্থ্য সেবার মূল একটি হাসপাতালের আসল কাজ রোগ নির্ণয...
27/10/2025

স্বাস্থ্য উপদেষ্টার চোখ কি ডাক্তার আর নার্সদের দিকেই পরে?
এদিকে যে স্বাস্থ্য সেবার মূল একটি হাসপাতালের আসল কাজ রোগ নির্ণয় করা মেডিকেল টেকনোলজিস্টের দিকে কি নজর পরে না নাকি অন্য কিছু!!

যেখানে দরকার ৫১৭৫০০ সেখানে মাত্র মেডিকেল টেকনোলজিস্ট ৭১৭৫ জন বিদ্যমান শুধু কি ডাক্তার নার্স নিয়োগ দিলেই হবে??

♦️এ বছরে ভর্তি ফি ২২০০০ টাকা ( এ বছর নতুন করে যে টিউশন ফি যুক্ত করা হয়েছে সেই ব্যাপার নিয়ে প্রশাসনের সাথে কথা বলা হয়ে...
27/10/2025

♦️এ বছরে ভর্তি ফি ২২০০০ টাকা

( এ বছর নতুন করে যে টিউশন ফি যুক্ত করা হয়েছে সেই ব্যাপার নিয়ে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে তারা তাদের কাগজপত্রের মাধ্যমে দেখিয়েছেন যে প্রতিটি আইএইচটিতেই টিউশন ফি এখন থেকে চালু করা হয়েছে যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের এই নোটিশ প্রদান করেছে এবং তারা আরো জানিয়েছেন নার্সিং ও মিডিয়াইফারিতেও এখন থেকে মাসিক বেতন চালু করা হয়েছে অতএব এই ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল যে উক্ত টিউশন ফি শুধু কলেজ কর্তৃপক্ষ যুক্ত করেনি যা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নতুন করে সংযুক্ত করেছেন)

আপনারা যদি যাচাই করতে চান তাহলে অন্যান্য আইএইচটিতে যে ভর্তি রিসিভ কপি থাকবে সেই রিসিভের সাথে মিলিয়ে দেখতে পারেন যে সব কলেজের ভর্তি রিসিভে টিউশন ফি যুক্ত করা হয়েছে কিনা!!

বিগত বছরের ভর্তি ফি ২১৫০০ ছিলো এবছর ২২০০০ করা হয়েছে। এই টাকা নেওয়া হয়ে থাকে ৪ বছরে একাডেমিক কাজ এর জন্য যেখানে কলেজ এর উন্নয়ন ও গেস্ট শিক্ষকের বেতন এর জন্য তাহলে এবছর থেকে কেন আলাদাভাবে বার্ষিক টিউশন ফি নেওয়া হবে??
(এবছর যতদূর সম্ভব জানা গিয়েছে এখন পর্যন্ত বগুড়া আইএইচটিতে টিউশন ফি চালু করা হয়েছে অন্য কোনো আইএইচটিতে এই বিষয়ে নোটিশে উল্লেখ করা হয়নি)

জুনিয়র আপনাদের ভাই বোন আপনাদের উচিত কেন এবছর থেকে বার্ষিক টিউশন ফি নেওয়া হচ্ছে এই বিষয়ে যদি আপনার প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলতে পারেন তাহলে অনেক শিক্ষার্থী উপকৃত হবেন।( সকল সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে)

এবং টিউশন ফি নিলেও এর যুক্তিযুক্ত কারণ যদি আপনারা জানতে পারেন তাহলে অনেক শিক্ষার্থীর জন্য উপকারী হবে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাসটসমূহের ভর্তি কার্যক্রম আগামী ২৭/১০/২০২৫ হতে ০৮/১১/২০২৫ অফিস চলাকালীন সময়ে।ভর্তির ...
27/10/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাসটসমূহের ভর্তি কার্যক্রম আগামী ২৭/১০/২০২৫ হতে ০৮/১১/২০২৫ অফিস চলাকালীন সময়ে।

ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই বাধ্যতামূলক এবং ভর্তিচ্ছুক ( যারা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে) ছাত্র ছাত্রীদের ব্যাক্তিগত মোবাইল নাম্বার থাকতে হইবে এবং ভর্তির দিন উক্ত মোবাইল সাথে আনিতে হইবে ।

♦️এ বছরে ভর্তি ফি ২২০০০ টাকা

যে সমস্ত কাগজপত্র সাথে আনিতে হইবে তা নিম্নেঃ

( এ বছর নতুন করে যে টিউশন ফি যুক্ত করা হয়েছে সেই ব্যাপার নিয়ে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে তারা তাদের কাগজপত্রের মাধ্যমে দেখিয়েছেন যে প্রতিটি আইএইচটিতেই টিউশন ফি এখন থেকে চালু করা হয়েছে যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের এই নোটিশ প্রদান করেছে এবং তারা আরো জানিয়েছেন নার্সিং ও মিডিয়াইফারিতেও এখন থেকে মাসিক বেতন চালু করা হয়েছে অতএব এই ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল যে উক্ত টিউশন ফি শুধু কলেজ কর্তৃপক্ষ যুক্ত করেনি যা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নতুন করে সংযুক্ত করেছেন)

আপনারা যদি যাচাই করতে চান তাহলে অন্যান্য আইএইচটিতে যে ভর্তি রিসিভ কপি থাকবে সেই রিসিভের সাথে মিলিয়ে দেখতে পারেন যে সব কলেজের ভর্তি রিসিভে টিউশন ফি যুক্ত করা হয়েছে কিনা!!

বিগত বছরের ভর্তি ফি ২১৫০০ ছিলো এবছর ২২০০০ করা হয়েছে। এই টাকা নেওয়া হয়ে থাকে ৪ বছরে একাডেমিক কাজ এর জন্য যেখানে কলেজ এ...
27/10/2025

বিগত বছরের ভর্তি ফি ২১৫০০ ছিলো এবছর ২২০০০ করা হয়েছে। এই টাকা নেওয়া হয়ে থাকে ৪ বছরে একাডেমিক কাজ এর জন্য যেখানে কলেজ এর উন্নয়ন ও গেস্ট শিক্ষকের বেতন এর জন্য তাহলে এবছর থেকে কেন আলাদাভাবে বার্ষিক টিউশন ফি নেওয়া হবে??
(এবছর যতদূর সম্ভব জানা গিয়েছে এখন পর্যন্ত বগুড়া আইএইচটিতে টিউশন ফি চালু করা হয়েছে অন্য কোনো আইএইচটিতে এই বিষয়ে নোটিশে উল্লেখ করা হয়নি)

জুনিয়র আপনাদের ভাই বোন আপনাদের উচিত কেন এবছর থেকে বার্ষিক টিউশন ফি নেওয়া হচ্ছে এই বিষয়ে যদি আপনার প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলতে পারেন তাহলে অনেক শিক্ষার্থী উপকৃত হবেন।( সকল সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে)

এবং টিউশন ফি নিলেও এর যুক্তিযুক্ত কারণ যদি আপনারা জানতে পারেন তাহলে অনেক শিক্ষার্থীর জন্য উপকারী হবে।

Address

Mohammod Ali Hospital Sherpur Road
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt.Institute Of Health Technology IHT,Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram