Caregivers Institute of Bogura

Caregivers Institute of Bogura It is a healthcare educational institution

24/04/2024

আসসালামু আলাইকুম,
আপনি কি কেয়ারগিভার হিসাবে চাকুরি নিয়ে দেশের বাইরে যেতে ইচ্ছুক!
কিভাবে কোর্সটি করবেন বা কোন প্রতিষ্ঠান থেকে কোর্সটি করবেন তা নিয়ে চিন্তিত!
আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে "কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বগুড়া " হলো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ (NSDA)প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশে কেয়ারগিভার পেশাটিকে সবার মাঝে পরিচিত করতে এবং বিশ্ব দরবারে বাংলাদেশী কেয়ারগিভারদের দক্ষ মানব সম্পদে পরিণত করে তুলতে বিগত ২০১৯ সাল হতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অত্র প্রতিষ্ঠান হতে কেয়ারগিভিং এ প্রশিক্ষণ নিয়ে আমাদের দক্ষ কেয়ারগিভারগণ পৃথিবীর বিভিন্ন দেশে সেবা প্রদান করছে।
পড়াশোনার পাশাপাশি চাকুরি নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যারা যেতে ইচ্ছুক তাদের জন্য কেয়ারগিভার কোর্সটি হতে পারে সুবর্ণ সুযোগ।
তাই নিজের একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে মাত্র ৬ মাস মেয়াদী কোর্সটি নিজে করুন এবং অন্যকেও কোর্সটি করতে উৎসাহিত করুন।
কেয়ারগিভার কোর্সের প্রশিক্ষণীয় বিষয় -
 ফার্স্ট এইড
 বেসিক নার্সিং
 অটিজম ম্যানেজমেন্ট
 ন্যানি কেয়ার
 বেসিক ফিজিওথেরাপী
 হাউজকিপিং
 বেসিক নিউট্রিশন
 প্যালিয়েটিভ কেয়ার
 এজেড কেয়ার
ভর্তির যোগ্যতা-
কমপক্ষে এস.এস.সি / সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থী হতে সর্বোচ্চ মাষ্টাস পর্যন্ত কেয়ারগিভারস কোর্সের জন্য যোগ্য।
ক্লাস কার্যক্রম-
মর্নিং শিফট সকাল ৯.০০ টা থেকে ২.০০ টা পর্যন্ত। ইভিনিং শিফট বিকাল ২.০০ টা থেকে ৭.০০ টা পর্যন্ত।
কেয়ারগিভিং কোর্সের সুবিধাসমূহ
 কোর্সটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট পৃথিবীর সকল দেশে স্বীকৃত।
 কেয়ারগিভারস পেশাটি দেশে ও বিদেশে অত্যন্ত চাহিদা সম্পন্ন, উচ্চ বেতনের এবং সম্মানজনক পেশা।
 কোর্সটির মেয়াদকাল মাত্র ৬ মাস (৯০০ ঘন্টা)।
 কোর্স শেষে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, নার্সিং হোম, বৃদ্ধাশ্রম, প্যারালাইসিস সেন্টার সমুহে এবং সেবাগ্রহীতাদের হোম কেয়ার প্রদানের মাধ্যমে আকর্ষনীয়
 বেতনে চাকুরির সুযোগ।
 কোর্স চলাকালে খন্ডকালীন (পার্ট টাইম) চাকুরীর সুবিধা।
 যোগ্য কেয়ারগিভারগনের বিভিন্ন কেয়ারগিভারস প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তির সর্বোচ্চ সুযোগ।
 ইন্‌ষ্টিটিউটের উন্নত ল্যাবে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়।
 সরাসরি NSDA ও BTEB কর্তৃক পরীক্ষা গ্রহন, ফলাফল প্রকাশ এবং সার্টিফিকেট প্রদান
আমাদের অফিসের ঠিকানা-
কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বগুড়া
এ্যাবকন টাওয়ার, মিশন স্কুলের বিপরীতে
গোহাইল রোড, সুএাপুর, বগুড়া
যোগাযোগ :
01322926006
01771662969
Page-Caregivers Institute of bogura
অফিস ভিজিটের সময়: শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ০৬ পর্যন্ত।

04/01/2024
23/10/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ ইন্টার্নশীপের সুযোগ এবং কোর্স শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরির ব্যবস্থা।
➡️ (কেয়ারগিভিং) ৬ মাস মেয়াদি কোর্সে ভর্তি চলছে★ ভর্তি ফি ১০০০০ টাকা মাএ।
লাস্ট ডেট : ১০ ই নভেম্বর ২০২৩।
ফোন করুনঃ ০১৭৭১৬৬২৯৬৯নাম্বারে। ক্লাস শুরু ১৫ ই নভেম্বর -২০২৩।
➡️ শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি থেকে মাষ্টার্স পর্যন্ত সকল গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। মোট আসন ২০টি (মেয়ে ১৫ জন, ছেলে ০৫ জন)। সীট থাকা স্বাপেক্ষে ভর্তি হওয়া যাবে (আবেদনের ১ম ২০ জনকে ভর্তি নেওয়া হবে),
➡️ দূরের শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা রয়েছে।
🧡💗 কোর্স শেষে রেজাল্ট অনুযায়ী প্রতিষ্ঠান থেকে নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হবে।
🏚️ অফিস ঠিকানাঃ কেয়ারগিভারস হেলথকেয়ার লি
এ্যাবকন টাওয়ার, গোহাইল রোড, সুএাপুর বগুড়া

26/08/2023
স্বপ্ন এবার সত্যি হবে। নার্স হওয়ার স্বপ্ন পূরণ হবেই হবে......♥ ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে!!! ♥শতভাগ চাকুরির নিশ্...
12/01/2023

স্বপ্ন এবার সত্যি হবে।
নার্স হওয়ার স্বপ্ন পূরণ হবেই হবে......
♥ ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে!!!

শতভাগ চাকুরির নিশ্চয়তা নিয়ে,
কেয়ার গিভিং/ নার্সিং কোর্সে ভর্তি চলছে।
♥কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। এই কোর্সটি ২০১৯ সালে কারিগরি শিক্ষা বোর্ডে নতুন ট্রেড হিসাবে যুক্ত হয়। এই কোর্সের প্রশিক্ষণ ইন্টারন্যাশনাল সিলেবাস মেইনটেন করে করানো হয়।
♥ভর্তির যোগ্যতাঃ এস এস সি থেকে মাস্টার্স পর্যন্ত। যে কোন গ্রুপের ছেলে মেয়ে, যে কোন বয়সের ছেলে মেয়ে।
♥কোর্সের মেয়াদ মাত্র ৬ মাস।
♥ ২ মাস হাসপাতালে ইন্টার্নশিপ।
★ কোর্স শেষে দেশ-বিদেশ শতভাগ চাকুরির নিশ্চয়তা।
♥ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়েদের জন্য ডিসকাউন্ট এবং কোর্স শেষে টিচার/ইনস্ট্রাক্টর, এসেসর হওয়ার সুযোগ।
★ সহজ শর্তে, UK, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, জার্মান এবং সরকারিভাবে জাপানে ৬০ হাজার কেয়ার গিভার নিচ্ছে ।
★ এই কোর্সের সার্টিফিকেট প্রায় সকল দেশেই স্বীকৃত।
★ কোর্সে শিক্ষণীয় বিষয় সমূহ:
লেভেল-২
** প্রাথমিক চিকিৎসা,
** নার্সিং প্র্যাক্টিকেল
** স্যাম্পল কালেকশন
** ফিজিওথেরাপি,
** নিউট্রিশন
** সাইকোলজি
** অটিজম কেয়ার
** ডিমেনশিয়া ম্যানেজমেন্ট
** হাউজ কিপিং & গ্রুমিং
★ লেভেল-৩
** চাইল্ড কেয়ার
** স্পোকেন ইংলিশ
♥ ১ম তিন মাসে হবে লেভেল-২ এবং ২য় তিন মাসে হবে লেভেল-৩
Contract -
01749040564.01771662969

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল টিম টাইগার্স। জয়, শান্ত, মুমিনুল, লিটন, ...
05/01/2022

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল টিম টাইগার্স। জয়, শান্ত, মুমিনুল, লিটন, ইবাদত, মিরাজ, তাসকিনদের দলগত পারফরম্যান্সে রেংকিংয়ের শীর্ষ দলকে তাদের মাটিতে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ICC Test Championship এ যা টাইগারদের প্রথম জয়। নতুন বছরে বাংলাদেশ দলের শুরুটা হলো স্বপ্নের মতো।



এস এস সি/ সমমান জিপিএ ২.৫ প্রাপ্ত এবং তদোর্ধ   যে কোন শিক্ষাবর্ষে পাশকৃত ছাত্র ছাত্রীদের জন্য সুখবর👉  ** ব্যাংক লোন নিয়...
04/12/2021

এস এস সি/ সমমান জিপিএ ২.৫ প্রাপ্ত এবং তদোর্ধ যে কোন শিক্ষাবর্ষে পাশকৃত ছাত্র ছাত্রীদের জন্য সুখবর👉 ** ব্যাংক লোন নিয়ে**(গ্রামীণ ব্যাংক)। *আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট এর পৃষ্ঠপোষকতায় "সি আই বি ফাউন্ডেশনের" আওতাধীন সকল কেয়ার গিভারস ইনষ্টিটিউট হতে কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ৬ মাস মেয়াদি কেয়ার গিভিং কোর্স করে আত্মমর্যাদা ও সন্তোষ জনক সম্মানীতে দেশে বিদেশে "কেয়ার গিভার" পদে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করুন।

➡️দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সি আই বি ফাউন্ডেশনের আওতাধীন কেয়ার গিভারস হেল্থ কেয়ার লিঃ ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট এর আওতাধীন ট্রাস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সি (TORA).।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সত্তর নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করছি।
🔶কেয়ার গিভারস ইনষ্টিটিউট অব বগুড়া
এ্যাবকন টাওয়ার, গোহাইল রোড, সূত্রাপুর, বগুড়া। মোবাইল নং ০১৭৯৩৯১৪১৭২।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন বগুড়ার মেফতাউল!কেয়ারগিভারস ইনিস্টিউট অব বাংলাদেশ বগুড়া শাখার প...
03/11/2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন বগুড়ার মেফতাউল!

কেয়ারগিভারস ইনিস্টিউট অব বাংলাদেশ বগুড়া শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️

উল্লেখ যে মেফতাউল আইইউটিতেও প্রথম, মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫৯তম হয়েছেন।

আলহামদুলিল্লাহ!ট্রাস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সি (টোরা) এবং "কেয়ারগিভার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ" এর মধ্যে গত 15 সেপ্টে...
16/09/2021

আলহামদুলিল্লাহ!
ট্রাস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সি (টোরা) এবং "কেয়ারগিভার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ" এর মধ্যে গত 15 সেপ্টেম্বর 2021ইং তারিখে ঢাকা সেনানিবাসের এডব্লিউটি সদর দপ্তরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: বাসিদুল ইসলাম (অব), প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কেয়ারগিভার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং ব্রিগেডিয়ার জেনারেল মো: হাবিবুল করিম, এমডি, ট্রাস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সি (টোরা) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেয়ারগিভারস ইনিস্টিউট অব বগুড়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!

বগুড়া ক্যাম্পাসেরআজকের প্র্যাকটিক্যাল ক্লাসের চিত্র!
14/09/2021

বগুড়া ক্যাম্পাসের
আজকের প্র্যাকটিক্যাল ক্লাসের চিত্র!

Address

Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Caregivers Institute of Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram