Index Labarotory ayu ltd

Index Labarotory ayu ltd ইনডেক্স এর সকল ঔষধ প্রকৃতিক।

রোগী দেখবেন প্রতি বুধবার, রাইয়্যান ফার্মেসী ইন্ডেক্স সেল সেন্টার দারাশাহী তুলপাই বাজার ব্রিজের দক্ষিণ পাড়।
03/01/2023

রোগী দেখবেন প্রতি বুধবার, রাইয়্যান ফার্মেসী ইন্ডেক্স সেল সেন্টার দারাশাহী তুলপাই বাজার ব্রিজের দক্ষিণ পাড়।

আলহাদুলিল্লাহ বিভিন্ন ক্লিনিক এবং সরকারি হসপিটাল গুলোতে ডাক্তাররা ইনডেক্স ল্যাবরেটরীজ আয়ু লিমিটেডের মেডিসিন নিয়মিত লিখ...
05/12/2022

আলহাদুলিল্লাহ বিভিন্ন ক্লিনিক এবং সরকারি হসপিটাল গুলোতে ডাক্তাররা ইনডেক্স ল্যাবরেটরীজ আয়ু লিমিটেডের মেডিসিন নিয়মিত লিখছেন

 #পাইলস্ বা  #অশ্ব হলো মলদ্বারে একধরনের রোগ যেখানে রক্তনালীগুলো বড় হয়ে ভাসকুলার কুশন তৈরী করে।যে কোনো বয়সী লোক এতে আক্রা...
05/12/2022

#পাইলস্ বা #অশ্ব হলো মলদ্বারে একধরনের রোগ যেখানে রক্তনালীগুলো বড় হয়ে ভাসকুলার কুশন তৈরী করে।যে কোনো বয়সী লোক এতে আক্রান্ত হতে পারেন।
পায়খানার সময় ব্যাথাহীন #রক্তপাত হওয়া,মলদ্বারে #ফোলা, #মলদ্বারে #জ্বালাপোড়া, #যন্ত্রণা বা চুলকানি হওয়া ইত্যাদি পাইলস্ রোগের লক্ষন হিসাবে দেখা যায়।
দীর্ঘ মেয়াদি ঔষধ কিংবা সার্জারি দিয়ে কখনো কখনো পাইলস্ বা অর্শ্ব পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে খাদ্যাভাস পরিবর্তন ও প্রিভেন্টিভ ফুড গ্রহনের মাধ্যমে এর দীর্ঘ মেয়াদী ও চিরস্থায়ী সমাধান সম্ভব।
#পাইলস্ কেয়ার প্রিভেন্টিভ ফুড #নিয়মিত খাবারের ফলে -
১।পাকস্থলী পরিস্কার করে।
২।হজমের ক্রটি দুর করে।
৩।কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
৪।পায়খানার সময় মলদ্বারের ব্যাথা কমায়।
৫।মলদ্বারের চুলকানি প্রতিরোধ করে।
৬।মলত্যাগের অতিরিক্ত চাপ কমায়।
৭।অপ্রয়োজনীয় রক্তপাত দূর করে।

ইনশাআল্লাহ!
সম্পূর্ণভাবে সুস্থ হতে
ডাক্তার এর পরামর্শ নিন।
ভিজিট (সম্পূর্ণ ফ্রি)।
For Appointment:
Call:01721776067
(কুরিয়ার এর মাধ্যমে ঔষধ পাঠানো যাবে)

"ইন্ডেলিনা নিম সাবান,টুথপেষ্ট,হেয়ার অয়েল এর জন্য  এখুনি যোগাযোগ করুন কল অথবা মেসেজ করুন"📲001721776067🔰Indelina Neem & Al...
05/12/2022

"ইন্ডেলিনা নিম সাবান,টুথপেষ্ট,হেয়ার অয়েল এর জন্য এখুনি যোগাযোগ করুন কল অথবা মেসেজ করুন"
📲001721776067
🔰Indelina Neem & Alovera Soap
🔰Indelina Toothpaste
🔰Indelina Hair oil
[পাইকারী ও খুচরা দেওয়া হয়]

Syp: Arjunarin (অর্জুনারিন)গ্রুপঃঅজুনারিষ্ট(বাঃজাঃআঃফঃ)কাযকারিতাঃ হৃদরোগ, ফুসফুসের রোগ, হৃদকম্প, শ্বাসকষ্ট এবং  শারীরিক ...
05/12/2022

Syp: Arjunarin (অর্জুনারিন)
গ্রুপঃঅজুনারিষ্ট(বাঃজাঃআঃফঃ)
কাযকারিতাঃ হৃদরোগ, ফুসফুসের রোগ, হৃদকম্প, শ্বাসকষ্ট এবং শারীরিক দূর্বলতা প্রশমক.
খূচরা মূল্যঃ৩৪০৳(৪৫০মি.লি.)

আলহামদুলিল্লাহ....
04/12/2022

আলহামদুলিল্লাহ....

 ি_এস : বিরক্তিকর পেটের সমস্যাপেটের কোনো সমস্যাই সুখকর নয়। তবে কিছু সমস্যা আছে যেগুলো খুবই বিরক্তিকর এবং কষ্টদায়ক। যেম...
04/12/2022

ি_এস : বিরক্তিকর পেটের সমস্যা

পেটের কোনো সমস্যাই সুখকর নয়। তবে কিছু সমস্যা আছে যেগুলো খুবই বিরক্তিকর এবং কষ্টদায়ক। যেমন ঠিকমতো পায়খানা না হওয়া কিংবা বেশি বেশি পেট খারাপ হওয়া। চিকিৎসকরা পেটের এ সমস্যার নাম দিয়েছেন আইবিএস বা ইরিট্যাবল বাওয়েল সিনড্রোম। এ রোগটি থেকে মুক্তি পেতে আজকের লেখার সাহায্য নিতে পারবেন। কারো মতে আই বি এস এক ধরণের রোগ, যা অন্ত্রের দীর্ঘ মেয়াদি বৈকল্য। আর কারো মতে এ হল কতগুলো লক্ষণের সমষ্টি। সাধারণত পেটে এক ধরণের ঘিনঘিনে ব্যথা হিসাবে প্রথম দিকে রোগীকে আই বি এস এর জানান দেয়। চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত এককভাকে কোনো কিছুকে আই বি এস রোগের কারণ হিসাবে দায়ী করা সম্ভব হয়নি। সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সী নারী এবং অস্থির প্রকৃতির নারী-পুরুষের মধ্যে এ রোগের প্রবণতা দেখা যায়।
এ রোগে রোগীর পেটের নীচের অংশের ডান বা বাম দিকে অথবা মাঝখানে ব্যথা, সেই সঙ্গে ঘন ঘন নরম মল ত্যাগের প্রবণতা অথবা দীর্ঘ মেয়াদি কোষ্ঠকাঠিন্য আই বি এস এর প্রথম দিকের লক্ষণ।
সাধারণত সকালের দিকে বা কোনোরূপ মানসিক উত্তেজনা দেখা দিলে রোগী মল ত্যাগের চাপ অনুভব করেন। এ ছাড়া কোনো আহার না করা সত্ত্বেও পেট ভরা থাকার অনুভূিতি, পেটের মধ্যে ভুট-ভাট শব্দ হওয়া, অতিরিক্ত বায়ূ ত্যাগ করা, মলত্যাগের পরও মলদ্বারে পূর্ণতার অনুভূতি ইত্যাদি এ রোগীর মধ্যে বিদ্যমান থাকে।

#রোগের_লক্ষণঃ

• তলপেটে ব্যথা হয়। ব্যথা মোচড় দিয়ে শুরু হয় এবং পায়খানা করার পর ব্যথা কমে যায়।
• পেটের মধ্যে সারা দিন বুদবুদ আওয়াজ হতে থাকে। মনে হয় পেটের মধ্যে গ্যাস ভরে আছে।
• কখনো পাতলা পায়খানা, কখনো কষা পায়খানা (কনস্টিপেশন) হয়। তবে কারো কারো ক্ষেত্রে সব সময় পাতলা পায়খানা বা কষা পায়খানা হয়।
• যাদের সব সময় পাতলা পায়খানা হয় তাদের ক্ষেত্রে প্রথমে পেটে ব্যথা হয় এবং পরে পাতলা পায়খানা হওয়ার পর তা কমে আসে। ঘন ঘন বাথরুমে যেতে হয় এবং প্রতিবার খুব অল্প পরিমাণে পায়খানা হয়।
• ঘুমের মধ্যে সাধারণত কখনোই পায়খানার বেগ হয় না।
• পায়খানার সময় প্রচুর পরিমাণে আম বা মিউকাস যায়। আম যায় বলে অনেকে অজ্ঞতাবশত একে আমাশয় বলে।
• যাদের কষা পায়খানার প্রবণতা বেশি তারা পেটে ব্যথা নিয়ে টয়লেটে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেও অতৃপ্তি নিয়ে টয়লেট থেকে বের হতে হয়।
• পায়খানা সমস্যা থাকলেও এসব রোগীর ওজন তেমন হ্রাস পায় না।
• পায়খানার সমস্যার পাশাপাশি এসব রোগীর ক্ষুধামন্দা, ঘন ঘন প্রস্রাব হওয়া, মাথা ব্যথা, পিট ব্যথা, অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা থাকতে পারে।

#রোগের_কারণ

প্রায় ৫০ ভাগ ক্ষেত্রে এ রোগটি মানসিক কারণে হয়ে থাকে। সকালে বাথরুম সেরে অফিসে যাওয়ার জন্য প্যান্ট-শার্ট পরেছেন অমনি দেখা যায়, তলপেট মোচড় দিয়ে ব্যথা ওঠে। সঙ্গে সঙ্গে টয়লেটে দৌড়। দূরে কোথাও যাবেন তাই বাসে উঠেছেন। যখন মনে হবে বাসে তো বাথরুম করার সুযোগ নেই অমনি দেখবেন তলপেটে ব্যথা শুরু হয়ে গেছে। প্রস্রাব-পায়খানা যতোই পরীক্ষা করান না কেন এ ক্ষেত্রে কোনো সমস্যা পাওয়া যাবে না। যারা সবসময় দুশ্চিন্তায় ভোগেন, স্ট্রেস যাদের নিত্যদিনের সঙ্গী তাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা যায়।
পুকুরে ঢিল ছুড়লে পানি যেমন তরঙ্গের আকারে পাড়ের দিকে এগিয়ে যায়, পেটের নাড়িভুড়িও তেমনি তরঙ্গের আকারে খাদ্যজাত বর্জ্য পদার্থ পায়খানার আকারে বের করে দেয়। অন্ত্রের সংকোচন প্রসারণের মাধ্যমে এ গতিময় তরঙ্গ সৃষ্টি হয়। কোনো কারণে এ সংকোচন প্রসারণের পরিমাণ বেড়ে গেলে পাতলা পায়খানা এবং কমে গেলে কষা পায়খানা হতে পারে।
কিছু মানুষ আছে যারা সামান্য কথাতেই মুখ গোমড়া করে গাল ফুলিয়ে বসে থাকে। তেমনিভাবে কোনো কারণে অন্ত্রের সংবেদনশীলতা বেড়ে গেলে ঘন ঘন পেটের সমস্যা দেখা দিতে পারে।
অন্ত্রের প্রদাহের কারণে অনেকের ঘন ঘন পায়খানার সমস্যা হতে পারে। এছাড়া দুগ্ধজাত খাবারসহ অনেক খাবার আছে যেগুলো অনেকে হজম করতে পারে না। আইবিএস তাদের ক্ষেত্রেও হতে পারে।

#বেসিকিউর এর কার্যকািরিতা:
আমাশয়, অতিসার, জ্বরাতিসার, রক্তাতিসার, এবং গ্রহণী প্রশমক।

📢📢যৌন দূর্বলতার স্থায়ী চিকিৎসা নিন🍒🍒1.দ্রুত বীর্যপাতের সমস্যা❓2.সহবাসের সময় হ্রাস❓3.যৌন অনুভুতি কম❓4.বীর্য তারল্য❓ইনডেক...
04/12/2022

📢📢যৌন দূর্বলতার স্থায়ী চিকিৎসা নিন🍒🍒

1.দ্রুত বীর্যপাতের সমস্যা❓
2.সহবাসের সময় হ্রাস❓
3.যৌন অনুভুতি কম❓
4.বীর্য তারল্য❓

ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লি: এর “বোলেন্ট” সেবন করুন । 100% কার্যকরী ঔষধ।।
------------------------------------------------------
1. Cap. Bolent (বোলেন্ট) (120 দিন)
0+0+1 (সহবাসের 2-3 ঘন্টা আগে 1 গ্লাস কুসুম গরম দুধ সহ সেব্য)
মূল্যঃ প্রতিটি বক্সে 20 টি ট্যাবলেট আছে 500 টাকা,

2. Cap. Digedex (ডাইজিডেক্স) -1 মাস (গ্যাষ্টিক জন্য)
1+0+1 (খাবারের আধা ঘন্টা আগে সেব্য)
মূল্যঃ প্রতিটি বক্সে 50 টি ট্যাবলেট আছে 350 টাকা,

3. Syp. Bhidex (ভীডেক্স) -1মাস
2 চা চামচ করে দিনে 2 বার (খাবারের পর সমপরিমান পানি সহ সেব্য)
মূল্যঃ প্রতিটি 450 মিলি ফাইল 500 টাকা,

4. Cap. In Biloba-60 (ইন বিলোবা -60) -1 মাস (প্রেসার জন্য)
0+0+1 (খাবারের পর সেব্য)
মূল্যঃ প্রতিটি বক্সে 30 টি ট্যাবলেট আছে 595 টাকা।

কোর্সঃ

1 মাস কোর্স হিসাব করি তাহলে মোট আসে 1945 টাকা।
2য় মাস শুধু Bolent (বোলেন্ট) চলবে- 500 টাকা
3য় মাস শুধু Bolent (বোলেন্ট) চলবে- 500 টাকা
4র্থ মাস শুধু Bolent (বোলেন্ট) চলবে- 500 টাকা
5ম মাস শুধু Bolent (বোলেন্ট) চলবে- 500 টাকা

প্যাকেজ- 1ঃ 1 মাসের 1945 টাকা পড়বে।
প্যাকেজ -2ঃ ফুল কোর্স 3945 টাকা পড়বে।

বি:দ্র: কোন র্পাশ্বপ্রক্রিয়া নেই 100% প্রকৃতিক

---------------------------------------------------------
সারা দেশে কুরিয়ারে মাধ্যমে ঔষধ পাঠানো হচ্ছে
ডেলিভারী চার্জ -100 টাকা

✅ইনবক্সে নাম ও মোবাইল নম্বর ,ঠিকানা লিখুন অথবা ফোন করুন।।✅ ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি।
বাংলাদেশের একমাত্র (ISO)
দেশের স্বনামধন্য আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি"'''''ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু)
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (ISO) কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান ।

সারা দেশে থানা পর্যায়ে,,,,,,
ইনডেক্স সার্ভিস সেন্টার
(I S C)
নিয়োগ চলছে।

(ISC) সুবিধাসমূহঃ
>কোম্পানির খরচে ড্রাগ লাইসেন্স প্রদানকরব
>কোম্পানির খরচে ডাক্তার প্রদান করব।
> ব্যানার,ফেষ্টুন করে দেওয়া হবে।
> সায়িন্টিফিক সেমিনার করে দেওয়া হবে।
>প্রশিহ্মন এবং সার্টিফিকেট দেওয়া হবে।
>আকর্ষনিয় কমিশন প্রদান করা হবে।
>১_৭তারিখের মধ্য কমিশন প্রদান করা
>ডিলার নিতে ও যে কোন চিকিৎসার জন্য
ForAppointment☎️01721776067
Index laboratories(AY) Ltd.

বিসমিল্লাহির রহমানির রহিম.....? ইনডেক্স ল্যাবরেটরী (আয়ু)লিমিটেড, কোম্পানির পক্ষ থেকে সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওতা...
03/12/2022

বিসমিল্লাহির রহমানির রহিম.....?
ইনডেক্স ল্যাবরেটরী (আয়ু)লিমিটেড, কোম্পানির পক্ষ থেকে সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওতাধীন শো-রুম/ডিলার দেওয়া হচ্ছে,
(শুধু মাত্র খালি জায়গায় অর্থাৎ যেখানে আমাদের কোম্পানির শাখা এখনো হয়নি)
যেকোন ব্যাক্তি আমাদের সাথে বিজনেস করতে পারবেন ফার্মাসিস্ট অভিজ্ঞতার প্রয়োজন নেই,

💢 শো-রুম ক্রয় করলে যেসকল সুবিধা পাবেনঃ-

১) শো-রুম মালিকদের কোম্পানি থেকে ফার্মাসিস্ট প্রশিক্ষণ দিয়ে সার্টিফিকেট প্রদান করা হবে ।
২) ড্রাগ লাইসেন্স কোম্পানির খরচে দেয়া হবে ।
৩) ট্রেড লাইসেন্স কোম্পানির খরচে দেয়া হবে ।
৪) দোকান ভাড়া কোম্পানি থেকে দেওয়া হবে ।
৫) প্রতি সপ্তাহে একদিন কোম্পানির খরচে অভিজ্ঞ ডাক্তার পাঠানো হবে ।
৬) কমিশন. এম আর পি থেকে ২৫%।
৭)টি আর পি থেকে ১৫%-২৪%।
৮)মরণোত্তর রয়েলিটি হস্তান্তর।
এছরাও পাবেন শীতের উপহার।

শর্ত-- দোকান ও ডেকোরেশন খরচ ব্যবসায়ীদের বহন করতে হবে,
এবং কোম্পানি থেকে ১-৩ লাখ টাকার মেডিসিন নিতে হবে।
এবং মেডিসিন ক্রয়ের সাথে সাথে টাকা পরিশোধ করা ব্যবসায়ীদের জন্য বাধ্যতামুলক,
(এছারাও যেকোনো ঔষধ ব্যবসা প্রতিষ্ঠানে বা ফার্মেসীতে আমাদের কোম্পানি থেকে পাইকারি ঔষধ নিয়ে বিজনেস করলেও সকল সুযোগ সুবিধা পাবেন)

আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আরো সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে,
সেবা প্রদানের পাশাপাশি সম্মানজনক ব্যবসা করে হালাল উপায়ে নিশ্চিত মুনাফা অর্জন করুন।

▣ শো-রুম/ডিলারশীপ নিতে চাইলে আমাদের ইনবক্স করুন, অথবা ফোন করুন এই নাম্বারে ➭
☎️ 01850-554962
Index Labarotory ayu ltd..

 #বনিলিন ৮ বছরের কমবয়সী বাচ্চাদের জন্য অসাধারণ একটা ভিটামিন। 🌹মেধা বিকাশ। 🌹গ্রোথ বাড়বে । 🌹মুখের রুচি বাড়বে। *কোর্স ১২০ ...
02/12/2022

#বনিলিন

৮ বছরের কমবয়সী বাচ্চাদের জন্য অসাধারণ একটা ভিটামিন।

🌹মেধা বিকাশ।
🌹গ্রোথ বাড়বে ।
🌹মুখের রুচি বাড়বে।
*কোর্স ১২০ দিন।

✅ প্রাপ্তিস্থান
🟩 সমগ্র বাংলাদেশ (ন্যাচারাল চিকিৎসা ও ঔষধ বিক্রয়কেন্দ্র)
🟢 বিস্তারিত : 01721776067

Address

Chandpur
TUPAIBAZAR

Telephone

+8801850554962

Website

Alerts

Be the first to know and let us send you an email when Index Labarotory ayu ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Index Labarotory ayu ltd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram