09/04/2023
সবাইকে সম্পূর্ণ পোস্টটি করার অনুরোধ রইলো। 👏
আমি জাহাঙ্গীর আলম (বাবু)। গ্রাম: শিবপুর, পো: বেরনাইয়া, থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর। আমি আমার মা -বাবার একমাত্র সন্তান। আমার বাবা ২০১১ সালে মারা যান। সংসার বলতে আমি, আমার মা, স্ত্রী আর আমার তিন মাসের সন্তান।পরিবারের একমাত্র আয়ের উৎস বলতে আমি।
আমি বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের এবং শাহ্ শরীফ ডিগ্রি কলেজের ২০১০ ব্যাচের ছাত্র। আমি আমার অনার্স এবং মাস্টার্স কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সম্পন্ন করি। বর্তমানে আমি কুমিল্লায় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকুরিরত আছি।
গতবছরের অগাস্ট মাসে আমার কোলন এবং রেকটামে পলিপ(colonic and re**al polyps) ধরা পড়ে। পরবর্তীতে ঢাকা গিয়ে ডাক্তার দেখাই এবং পলিপগুলো কাটাই(polypectomy)। Biopsy রিপোর্ট অনেকটা ভালোই(Tuvulovillous adenoma with low grade dysplasia) আসে। কিন্তু গত মার্চ মাসে আবার Colonoscopy করে দেখতে পাই একটি পলিপ বড় হয়ে গেছে এবং সেটিও কাটাই। পরে Biopsy রিপোর্ট অনেকটা খারাপ( Tuvulovillous adenoma with high grade dysplasia) আসে। High grade dysplasia মানে Zero Grade Cancer বুঝায়। অর্থাৎ আমি কোলন ও রেকটাম ক্যান্সারের সমূহ ঝুঁকিতে আছি।
এমতাবস্থায় আমার ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করানো প্রয়োজন। আমি ইন্ডিয়ার তামিলনাড়ুর Vellore শহরের Christian Medical College(CMC) এ চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেই। প্রাথমিক ধারণা অনুযায়ী আমার চিকিৎসার জন্য প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন। যা আমার পক্ষে যোগাড় করা অসাধ্য। পৈতৃক সম্পত্তি বিক্রি করে চার লক্ষ টাকা যোগাড় করলেও সিংহভাগ টাকাই এখনো যোগাড় করা সম্ভব হচ্ছে না।
তাই আপনাদের সকলের উদার সাহায্য এই মুহূর্তে আমার ভীষণ প্রয়োজন। তাই সকল আত্নীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, ছোটভাই, বড়ভাইসহ সকলের নিকট আমার এই চরম বিপদে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ রইল।
নগদ নাম্বার : ০১৭২৩-৪৯১৫১৬ (পার্সোনাল)
বিকাশ নাম্বার: ০১৭২৩৪৯১৫১৬ (পার্সোনাল)
Account no: 2228218001874
Prime Bank
Race Course branch, Cumilla