Dr Hafizul Islam

Dr Hafizul Islam Classic Homeo Youtube Channel Link= https://www.youtube.com/channel/UCqyZl-vS3lMDqBf1RPtsung

08/08/2025

How to solve by homoeopathic pregnancy complication...

07/08/2025

HOW TO SOLVES A PREGNANCY COMPLICATION BY HOMOEOPATHY

 #প্রতিবন্ধিতার_কারণসমূহ:::::-দীর্ঘদিন প্রতিবন্ধী বাচ্চাদের চিকিৎসা দিয়ে যে অভিজ্ঞতা পেয়েছি তারা আলোকে লিখলাম। (ডা হাফ...
08/05/2025

#প্রতিবন্ধিতার_কারণসমূহ:::::-দীর্ঘদিন প্রতিবন্ধী বাচ্চাদের চিকিৎসা দিয়ে যে অভিজ্ঞতা পেয়েছি তারা আলোকে লিখলাম।
(ডা হাফিজ) মোবা- 01722 033 784
হোমিওপ্যাথিক প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্র চিলাহাটি।

১. # # # # #জন্মগত (Genetic বা Congenital) কারণ

#শিশুর জন্মের সময় থেকেই যদি কোনো শারীরিক বা মানসিক ত্রুটি থাকে।

উদাহরণ:

ডাউন সিনড্রোম

স্পাইনা বিফিডা

জন্মগত হৃদরোগ

জন্মের সময় অক্সিজেনের অভাব(এতে বাচ্চা জন্মের সময় অনেকক্ষণ কান্না করে না বা জন্মের সময় বাচ্চা দেরিতে কান্না করলে এ সমস্যা হয়।

কারণসমূহ:

১)পিতামাতার জিনগত সমস্যা
(বংশগত কারো যক্ষা বা ক্যান্সার রোগ থাকলে এমন দুই পরিবারের মধ্যে বিয়ে। যক্ষা বা ক্যান্সার রয়েছে এমন রক্ত সম্পর্কের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে।তাদের অধিকাংশ বাচ্চার ক্ষেত্রে প্রতিবন্ধী তা দেখা দেয় )
পিতা-মাতা এন্টিবডি বিদ্যমান থাকলে অনেক সময় বাচ্চাদের প্রতিবন্ধীতা আসতে পারে অথবা যেকোনো ভ্যাকসিনেশন সিনড্রোম শরীরের মধ্যে কোন জটিলতা তৈরি করলে বা জিনগত পরিবর্তন আনলে।)

২)গর্ভাবস্থায় মায়ের পুষ্টিহীনতা।

৩)পিতা বা মায়ের সংক্রমণ রোগ বা কোন যৌনবাহিত রোগ। যেমন -রুবেলা, সিফিলিস ইত্যাদি)
৪) বাচ্চা নষ্ট করার ওষুধ খেলে সে বাচ্চাটি যদি এ্যাবরসন না হয়ে বেঁচে থাকে।
৫)বাচ্চা পেটে আছে কিন্তু জানেনা, এমতাবস্থায় যদি গর্ভনিরোধক পিল অথবা ইনজেকশন ব্যবহার করলে।
৬)গর্ভাবস্থায় যদি মাসিকের মতো ব্লাড দেখা দেয় তাহলে বাচ্চাটি প্রতিবন্ধী হতে পারে।
৭)জন্মের সময় বাচ্চার মাথায় আঘাত পেলে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবন্ধিতা দেখা দেয় আমি অনেক রোগীর চিকিৎসা দিয়েছি যেখানে আমি যতগুলো রোগের চিকিৎসা দিয়েছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আঘাত জনিত সমস্যা এবং বাচ্চা নষ্ট করার ওষুধ সেবন, পিল বা ইনজেকশন দেওয়ার মাধ্যমে প্রতিবন্ধিতা বেশি পেয়েছি।

৮)পিতা মাতার ও সন্তানের রক্তের গ্রুপের ত্রুটির কারণ।

মায়ের ব্লাড গ্রুপের তারতম্যের কারণে শিশুর মধ্যে যেসব সমস্যা বা প্রতিবন্ধিতা দেখা দিতে পারে, তার মধ্যে অন্যতম হলো Rh (Rhesus) factor incompatibility এবং ABO incompatibility। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো:

১. Rh incompatibility (রিসাস অসঙ্গতি)

কী কারণে হয়?

Rh factor হলো এক ধরনের প্রোটিন যা লোহিত রক্তকণিকার (RBC) গায়ে থাকে।

যদি মায়ের রক্তের Rh factor নেতিবাচক (Rh-negative) হয় এবং শিশুর রক্তের Rh factor ধনাত্মক (Rh-positive) হয় (বাবার কাছ থেকে পাওয়া), তখন সমস্যা হতে পারে।

কীভাবে সমস্যা হয়?

গর্ভকালীন বা প্রসবের সময় শিশুর কিছু রক্ত মায়ের শরীরে প্রবেশ করলে, মায়ের রোগপ্রতিরোধ ব্যবস্থা (immune system) শিশুর রক্তের Rh-positive রক্তকণিকাকে বিদেশি (foreign) মনে করে antibody তৈরি করে।

প্রথম গর্ভধারণে সাধারণত সমস্যা হয় না, কিন্তু পরবর্তী গর্ভধারণে এই antibody গুলো শিশুর রক্তকণিকা ধ্বংস করে দেয় (hemolysis)।

সম্ভাব্য জটিলতা:

Hemolytic disease of the newborn (HDN): শিশুর তীব্র রক্তশূন্যতা, জন্ডিস

Hydrops fetalis: শিশুর দেহে পানি জমা

Stillbirth (মৃত শিশুর জন্ম)

জন্মের পর তীব্র neonatal jaundice, যা untreated হলে kernicterus (মস্তিষ্কে বিলিরুবিন জমা) হতে পারে, এতে মানসিক বা শারীরিক প্রতিবন্ধিতা তৈরি হতে পারে।

চিকিৎসা:

গর্ভাবস্থায় anti-D immunoglobulin ইঞ্জেকশন মায়ের শরীরে দেওয়া হয় যাতে antibody তৈরি না হয়।

---

২. ABO incompatibility (এবিও অসঙ্গতি)

কী কারণে হয়?

মায়ের এবং শিশুর রক্তের ABO গ্রুপ ভিন্ন হলে এই সমস্যা হয়, বিশেষ করে যদি:

মা O গ্রুপ এবং শিশু A বা B গ্রুপ হয়।

কীভাবে সমস্যা হয়?

মায়ের শরীরে থাকা anti-A বা anti-B antibodies শিশুর রক্তকণিকাকে আক্রমণ করে।

সম্ভাব্য জটিলতা:

নবজাতকের হালকা থেকে মাঝারি জন্ডিস।

সাধারণত Rh incompatibility এর মতো তীব্র সমস্যা হয় না।

খুব কম ক্ষেত্রে anemia বা hyperbilirubinemia হতে পারে।

চিকিৎসা:

প্রায়শই শুধু phototherapy যথেষ্ট।

খুব প্রয়োজন হলে exchange transfusion।

---

৩. অন্যান্য বিরল অসঙ্গতি

Kell, Duffy, Kidd antigen incompatibility ইত্যাদিও রক্তের গ্রুপের সাথে সম্পর্কিত কিছু বিরল সমস্যা তৈরি করতে পারে, তবে সেগুলি তুলনামূলক কম দেখা যায়।

---

প্রতিকার ও সচেতনতা:

গর্ভাবস্থায় প্রথম থেকেই মায়ের ব্লাড গ্রুপ এবং Rh factor পরীক্ষা করা।

Rh-negative মায়ের ক্ষেত্রে anti-D prophylaxis নিশ্চিত করা।

শিশুর জন্মের পর bilirubin পর্যবেক্ষণ করা।

---

২. # # # # # # # #অর্জিত বা দুর্ঘটনাজনিত কারণ (Acquired or Accidental Causes)

ক)জন্মের সময় শিশু মাথায় আঘাত পেলে প্রতিবন্ধিতা আসতে পারে।

খ)জীবনের কোনো সময় দুর্ঘটনা বা রোগের কারণে প্রতিবন্ধিতা দেখা দিতে পারে।
উদাহরণ:

গাড়ি দুর্ঘটনায় হাত বা পা হারানো

আগুনে পোড়া

মস্তিষ্কে আঘাত

কারণসমূহ:

ট্রাফিক দুর্ঘটনা

খেলাধুলায় আঘাত

যুদ্ধ বা সহিংসতার কারণে অঙ্গহানি হলে।

---

৩. রোগজনিত কারণ (Disease-related Causes)

কিছু রোগ বা সংক্রমণ শারীরিক বা মানসিক প্রতিবন্ধিতার কারণ হতে পারে।
উদাহরণ:

পোলিও

মেনিনজাইটিস

ম্যালেরিয়া জনিত মস্তিষ্কের ক্ষতি

টিউবারকিউলোসিস

---

৪. পুষ্টিহীনতা ও পরিবেশগত কারণ (Nutritional and Environmental Causes)

পুষ্টিহীনতা ও দুষিত পরিবেশও প্রতিবন্ধিতার অন্যতম কারণ হতে পারে।
উদাহরণ:

ভিটামিন এ-এর অভাবে অন্ধত্ব

আয়োডিনের অভাবে গলগণ্ড এবং মানসিক বিকাশে সমস্যা

দূষিত পানি ও খাবার থেকে রোগ

---

৫. মানসিক বা আচরণগত কারণ (Psychological or Behavioral Causes)

কিছু মানসিক ব্যাধি বা বিকার থেকেও প্রতিবন্ধিতা হতে পারে।
উদাহরণ:

সিজোফ্রেনিয়া

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার

শৈশবে মানসিক আঘাত

---

সংক্ষেপে কারণসমূহের তালিকা:

1. জিনগত বা জন্মগত ত্রুটি

2. গর্ভকালীন সংক্রমণ বা অসুস্থতা

3. দুর্ঘটনা বা আঘাত

4. সংক্রামক বা দীর্ঘস্থায়ী রোগ

5. পুষ্টিহীনতা

6. মানসিক আঘাত বা বিকার

7. পরিবেশগত দূষণ

8. চিকিৎসার অবহেলা

প্রতিবন্ধিতা মূলত চারটি প্রধান ভাগে ভাগ করা হয়। নিচে প্রতিটি ধরণের বিস্তারিত বর্ণনা সহ তালিকা প্রদান করা হলো:

প্রতিবন্ধিতার ধরনসমূহ

১. শারীরিক প্রতিবন্ধিতা (Physical Disability)

এ ধরণের প্রতিবন্ধিতা মূলত শরীরের কাঠামো, অঙ্গ-প্রত্যঙ্গ বা শারীরিক কার্যক্ষমতার সীমাবদ্ধতার কারণে ঘটে।
উদাহরণসমূহ:

প্যারালাইসিস (অঙ্গ বিকল)

হাত বা পা না থাকা

সেরিব্রাল পালসি

পলিও সংক্রমণজনিত প্রতিবন্ধিতা

পিঠ বা মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা

২. দৃষ্টি প্রতিবন্ধিতা (Visual Impairment)

চোখের দৃষ্টিশক্তির আংশিক বা সম্পূর্ণ ক্ষতির কারণে এ ধরণের প্রতিবন্ধিতা হয়।
উদাহরণসমূহ:

সম্পূর্ণ অন্ধতা

আংশিক দৃষ্টিশক্তি হ্রাস

রাতকানা

বর্ণান্ধতা (color blindness)

৩. শ্রবণ ও বাক প্রতিবন্ধিতা (Hearing and Speech Disability)

শ্রবণশক্তি বা বাকশক্তির সমস্যাজনিত প্রতিবন্ধিতা।
উদাহরণসমূহ:

সম্পূর্ণ বধিরতা

আংশিক শ্রবণশক্তি হ্রাস

কথা বলায় জড়তা

বোবা (mute)

৪. বুদ্ধি প্রতিবন্ধিতা বা মানসিক প্রতিবন্ধিতা (Intellectual/Developmental Disability)

বুদ্ধি, শেখার ক্ষমতা বা মানসিক বিকাশে সমস্যার কারণে এ ধরণের প্রতিবন্ধিতা হয়।
উদাহরণসমূহ:

ডাউন সিনড্রোম

অটিজম

সিজোফ্রেনিয়া

লার্নিং ডিজঅর্ডার

---

অন্যান্য/উপধরন:

উপরের প্রধান চার প্রকারের অধীনে আরও কিছু উপধরন বা সম্পর্কিত প্রতিবন্ধিতা আছে, যেমন:

আচরণগত প্রতিবন্ধিতা (Behavioral Disability): ADHD, conduct disorder

নিউরোলজিকাল প্রতিবন্ধিতা (Neurological Disability): এপিলেপসি, মাল্টিপল স্ক্লেরোসিস

দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত প্রতিবন্ধিতা (Chronic Illness-related Disability): ডায়াবেটিস, ক্যান্সারজনিত শারীরিক সীমাবদ্ধতা

ডা. হাফিজুল ইসলাম
ক্লাসিক হোমিও হল
চিলাহাটি, ডোমার, নীলফামারী
মোবা-01722 033 784

08/05/2025

শিক্ষানবিস ডাক্তারদের জন্য পোস্ট করলাম।ফেসবুকের পোস্ট দেখে ওষুধ কিনে খাবেন না। কোন রোগী পোস্ট দেখে ওষুধ কিনে খেলে এর দায়বদ্ধতা আমার নয়।

"মহিলাদের কাশির সাথে প্রস্রাব চলে আসে" – এই বিশেষ লক্ষণটি হোমিওপ্যাথিক রেপার্টরি (Repertory) এবং ম্যাটেরিয়া মেডিকা (Materia Medica) উভয়েই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। আসুন আলাদা করে দেখি:

রেপার্টরি থেকে:

কেন্টস রেপার্টরিতে –
Urinary – Involuntary urination – coughing, when (কাশির সময় অনিচ্ছাকৃত প্রস্রাব):
প্রধান ওষুধসমূহ:

1. Causticum

2. Pulsatilla

3. Sepia

4. Rhus toxicodendron

5. Gelsemium

6. Natrum muriaticum

7. Ferrum metallicum

8. Dulcamara

9. Ignatia

10. Staphysagria

ম্যাটেরিয়া মেডিকা থেকে:

উপরের ওষুধগুলোর মধ্যে নিম্নলিখিত ওষুধগুলোতে এই লক্ষণ স্পষ্টভাবে বর্ণিত:

1. Causticum

প্রস্রাব ধরে রাখতে পারে না, কাশি, হাঁচি, হাসির সময় প্রস্রাব চলে যায়।

প্রস্রাবের পরে কিছুটা প্রস্রাব বাকি থাকে এমন অনুভূতি।

2. Sepia

জরায়ুর নেমে আসা বা পেলভিক ফ্লোর দুর্বলতার কারণে কাশির সময় প্রস্রাব চলে যায়।

pelvic congestion, heaviness sensation এর সাথে যুক্ত।

3. Pulsatilla

কোমল প্রকৃতির নারীদের মধ্যে, কাশির সময় প্রস্রাব চলে যেতে পারে।

hormonal imbalance, delayed me**es এর সাথে সম্পর্কিত।

4. Rhus toxicodendron

ligament বা muscular weakness থেকে কাশির সময় প্রস্রাব চলে যেতে পারে।

rheumatic tendency যুক্ত নারীদের ক্ষেত্রে।

5. Gelsemium

নার্ভাস সিস্টেমের দুর্বলতার কারণে, কাশির সময় প্রস্রাব ধরে রাখতে পারে না।

trembling, heaviness, lack of control এর সাথে যুক্ত।

6. Natrum muriaticum

কাশির সময় মূত্র ধরে রাখতে না পারা।

emotional suppression, grief এর ইতিহাস।

উপসংহার:
"কাশির সাথে প্রস্রাব চলে যাওয়া" রেপার্টরি ও ম্যাটেরিয়া মেডিকা দুটোতেই পাওয়া যায় Causticum, Sepia, Pulsatilla, Rhus toxicodendron, Gelsemium, Natrum muriaticum সহ আরও কিছু ওষুধে।

Causticum – সবচেয়ে ক্লাসিক এবং frequently indicated remedy, বিশেষ করে sphincter weakness এর ক্ষেত্রে।
Sepia – uterine prolapse বা pelvic weakness এর জন্য।
Pulsatilla – কোমল, sensitive নারীদের ক্ষেত্রে।
Rhus tox – ligamentous weakness, rheumatic diathesis।
Gelsemium – nervous exhaustion বা weakness এর জন্য।

রোগীর আরও বিস্তারিত উপসর্গ ,বিশ্লেষণ করে কনস্টিটিউশনাল ওষুধ নির্বাচন করার মাধ্যমে একটি ওষুধ রোগীকে প্রয়োগ করতে হবে।

হোমিওপ্যাথিক প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্র।
ক্লাসিক হোমিও হল।
চিলাহাটি, ডোমার, নীলফামারী।
ডা.হাফিজুল ইসলাম
মোবাইল 01722 033 784

মর্নিং বা রাতে পায়খানার চাপে ঘুম ভেঙে যাওয়া (urge for stool waking from sleep) একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং এটি কয়েকটি নি...
08/05/2025

মর্নিং বা রাতে পায়খানার চাপে ঘুম ভেঙে যাওয়া (urge for stool waking from sleep) একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং এটি কয়েকটি নির্দিষ্ট ঔষধের মধ্যে পাওয়া যায়।

ম্যাটেরিয়া মেডিকা অনুসারে নিম্নলিখিত ঔষধগুলোর মধ্যে এই লক্ষণটি দেখা যায়:

1. Sulphur

সকালে ভোরবেলা ঘুম ভাঙে পায়খানার তাড়া নিয়ে।

বিছানা ছেড়ে উঠতে বাধ্য হয় কারণ না হলে ধরে রাখতে পারে না।

পায়খানার পরেও মনে হয় সম্পূর্ণ হয়নি।

মল দুর্গন্ধযুক্ত, জ্বলনভাব সহ।

2. Aloe socotrina

ভোর ৫-৬টার দিকে ঘুম ভেঙে যায় পায়খানার চাপের জন্য।

ঢিলে মল; হঠাৎ করে তাড়া লাগে, ধরে রাখতে পারছে না।

মল যাবার সময় ও পরে মলদ্বারে ব্যথা বা জ্বালাপোড়া অনুভূত হয়।

3. Podophyllum

সকালে খুব ভোরে বা দিন শুরু হওয়ার সময় ঢিলে বা জলের মতো মল।

সকালে ঘুম থেকে উঠেই পায়খানার তাড়া।

সকালে বারবার পায়খানা হওয়া।

4. Nux vomica

সকালে ঘুম থেকে উঠে অল্প চাপ, কিন্তু অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি।

সাধারণত অতিরিক্ত মদ্যপান, খাবারের অসঙ্গতি বা অফিসিয়াল লাইফস্টাইলের মাধ্যমে উৎপন্ন রোগে নাক্স ব্যবহার করা হয়।

এছাড়াও কনস্টিটিউশনাল (মোটামুটি দেহগত-মানসিক ধরণ) লক্ষণগুলোও মিলিয়ে সঠিক ঔষধ নির্বাচন করা উচিত।
ডা. হাফিজ
ক্লাসিক হোমিও হল
চিলাহাটি, ডোমার, নীলফামারী।

30/04/2025

হোমিওপ্যাথিতে অকাল গর্ভপাত প্রতিরোধ – চিকিৎসা ও ওষুধ গাইড

1. অকাল গর্ভপাতের কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা | Early Miscarriage Solution

2. গর্ভপাতের ভয়? জানুন হোমিওপ্যাথির সহজ ও কার্যকর চিকিৎসা!

3. Early Miscarriage: স্ত্রীর বন্ধ্যাত্ব ও গর্ভপাত রোধে করণীয়

4. ভ্রূণ নষ্ট হওয়ার কারণ ও প্রতিকার | সফল মাতৃত্বের হোমিও উপায়

5. হোমিওপ্যাথিতে অকাল গর্ভপাত প্রতিরোধ – চিকিৎসা ও ওষুধ গাইড

6. গর্ভাবস্থায় ঝুঁকি কমাতে কী করবেন? হোমিওপ্যাথির পরামর্শ

7. Miscarriage বারবার হচ্ছে? জানুন কেন আর কীভাবে সমাধান সম্ভব

8. #অকাল গর্ভপাত হলে কী করবেন? হোমিও চিকিৎসার সহজ পদ্ধতি

কি চিকিৎস নিলে অকাল গর্ভপাত এবং ভ্রুনের গঠনগত ত্রুটির বা জন্মগত প্রতিবন্ধীতা রোধ করা যায়? #ডা হাফিজ

1. Early Miscarriage: Causes, Symptoms & Homeopathic Treatment in Bangla

2. Repeated Miscarriage? Stop it Naturally | হোমিওপ্যাথির সহায়তায় সমাধান

3. Pregnancy Loss Solution with Homeopathy | গর্ভপাতের কার্যকর চিকিৎসা

4. Why Early Miscarriage Happens? Learn Natural Treatment in Bangla

https://youtu.be/kslk4jlHoFA?si=0whD4y5EcmAIs8QW
30/04/2025

https://youtu.be/kslk4jlHoFA?si=0whD4y5EcmAIs8QW

1. অকাল গর্ভপাতের কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা | Early Miscarriage Solution2. গর্ভপাতের ভয়? জানুন হোমিওপ্যাথির সহজ ও কার্যকর চিকিৎসা...

30/04/2025

1. হোমিওপ্যাথিতে অকাল গর্ভপাত প্রতিরোধ – চিকিৎসা ও ওষুধ গাইড

2. গর্ভপাতের ভয়? জানুন হোমিওপ্যাথির সহজ ও কার্যকর চিকিৎসা!

3. Early Miscarriage: স্ত্রীর বন্ধ্যাত্ব ও গর্ভপাত রোধে করণীয়

4. ভ্রূণ নষ্ট হওয়ার কারণ ও প্রতিকার | সফল মাতৃত্বের হোমিও উপায়

5.
অকাল গর্ভপাতের কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা | Early Miscarriage Solution

6. গর্ভাবস্থায় ঝুঁকি কমাতে কী করবেন? হোমিওপ্যাথির পরামর্শ

7. Miscarriage বারবার হচ্ছে? জানুন কেন আর কীভাবে সমাধান সম্ভব

8. #অকাল গর্ভপাত হলে কী করবেন? হোমিও চিকিৎসার সহজ পদ্ধতি

কি চিকিৎস নিলে অকাল গর্ভপাত এবং ভ্রুনের গঠনগত ত্রুটির বা জন্মগত প্রতিবন্ধীতা রোধ করা যায়? #ডা হাফিজ

1. Early Miscarriage: Causes, Symptoms & Homeopathic Treatment in Bangla

2. Repeated Miscarriage? Stop it Naturally | হোমিওপ্যাথির সহায়তায় সমাধান

3. Pregnancy Loss Solution with Homeopathy | গর্ভপাতের কার্যকর চিকিৎসা

4. Why Early Miscarriage Happens? Learn Natural Treatment in Bangla

27/04/2025

অকাল গর্ভপাত ভ্রুনের গঠনগত ত্রুটি,জন্মগত প্রতিবন্ধীতা রোধ এবং গর্ভাবস্থার বিভিন্ন জটিলতার কারণ ও চিকিৎসা পদ্ধতি আলোচনা।ডা হাফিজ,হোমিওপ্যাথিক প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্র, চিলাহাটি, ডোমার, নিলফামারী।মোবা- 01722-033784

চোখের সমস্যার জন্য বেশ কিছু সংখ্যক হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণ ও ব্যবহারের নিওম দেওয়া হলো-(১)-Ruta - - চোখ টনটনানিসহ মাথাব্...
16/04/2025

চোখের সমস্যার জন্য বেশ কিছু সংখ্যক হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণ ও ব্যবহারের নিওম দেওয়া হলো-

(১)-Ruta -
- চোখ টনটনানিসহ মাথাব্যথা।
- চোখে ব্যথাসহ লালচে গরম পানি আসে।
- বিশেষ করে সূক্ষ্ম মুদ্রণ সেলাই বা পড়ার সাথে সম্পৃক্ত।
- দৃষ্টিশক্তির সামঞ্জস্যের সমস্যা।
- মাথা ব্যাথা সঙ্গে চোখ শ্রান্তি।
- চোখের যন্ত্রণার সঙ্গে যুক্ত অত্যধিক দুর্বলতা (lassitude)।
- চোখের উপর থেতলানো মত এবং চাপ অনুভূতি।
- নেট্রাম মিউর (Natrum mur), আর্জেন্টাম নাইট্রিকাম (Argentum nitricum) এর সঙ্গে তুলনীয়।

ব্যবহার বিধি -Ruta Q চোখে দিতে পারবে। ১ ড্রাম ডিসট্রিল ওয়াটারে ২ ফোটা দিয়ে দুই চোখে দিলে চোখের ঝাপসা দুর হয়। এছাড়াও ৩০,২০০,..শক্তি খেতে পারবে।যারা দীর্ঘদিন থেকে সেলাইয়ের কাজ, স্বর্ণকারের কাজ করেছিলো তাদের ক্ষেত্রে ভালো কাজ হয়।

(২) Ambrosia -
- এলার্জিজনিত চোখের সমস্যা।
- চোখের পাতায় অসহনীয় চুলকানি।
- চোখে হালকা ব্যথা এবং জ্বলাসহ পানি ঝরতে পারে এবং নাক থেকে রক্ত আসতে পারে।
- প্রায় সবসময় চোখের সমস্যার সঙ্গে বুকে সাঁইসাঁই শব্দসহ কাশি থাকে।
- স্যাবাডিলা (Sabadilla), আরন্ডো (Arundo) সঙ্গে তুলনা করা যায়।

Rhus Tox, Rannanculus-balb
এলার্জিজনিত চোখের সমস্যায় প্রদান করা হয়।

৩)Euphrasia -
- তীব্র(Acute) শ্লেষ্মা(catarrhal) নেত্রপ্রদাহ ।
- চোখ ঘন ঘন পানি আসে এবং চোখ মিটমিট করার প্রবণতা থাকে ।
- চোখ থেকে জ্বালাকর স্রাব বের হয়, যাতে চোখের পাতার প্রান্তে ক্ষত হয়ে যায়।
- কর্নিয়ার অস্বচ্ছতার সাথে জ্বালাকর ঘন স্রাব নিঃস্বরণ হয়।
- কর্নিয়ায় ফুস্কুড়ি বা স্ফুটক হয়।
- বাতজনিত কারণে চোখের আইরিস প্রদাহসহ আংশিকভাবে চোখের পাতা প্যারালাইসিস (ptosis) এর ক্ষেত্রে এটি সবচেয়ে ভাল একটি অষুধ।
- প্রায় সবসময়ই চোখ থেকে অনবরত পানি ঝরতেই থাকে।
- চোখের পাতা ফোলাসহ জ্বলা থাকে, যা খোলা বাতাসে ভাল অনুভব করে।
- সন্ধ্যায়, গৃহমধ্যে , আলো, উষ্ণতায় বৃদ্ধি।
- মুক্ত বাতাস , কফি পানে, অন্ধকারে হ্রাস পায়।
- নেত্রপ্রদাহ সঙ্গে যুক্ত এলার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে চোখ ও নাক দিয়ে অনবরত পানি ঝরাকে এলিয়াম সেপা (Allium cepa) সঙ্গে তুলনা করা যায়।

(৪) Pulsatilla -
- পালসেটিলা চোখের যন্ত্রণার জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে অমূল্য একটি ওষুধ।
- চোখ থেকে অহেজাকর, ঘন, হলদে এবং সবুজাভ স্রাব নিঃস্বরণে এটিকে মনে রাখা উচিত।
- চুলকানি এবং জ্বালা অনুভুতি এর সঙ্গে যুক্ত।
- পৌনঃপুনিক অঞ্জনীতে ওষুধ সেবনকালীন অবশ্যই Pulsatilla এর একটি ডোজ প্রয়োজন।
- চোখের উপর পাতায় প্রদাহিত শক্ত গুটি থাকতে পারে।
- তীব্র নেত্রপ্রদাহের সাথে হজমজনিত সমস্যা থাকে।
- লক্ষণ সর্বদাই পরিবর্তনশীল, সেটা রোগজ হোক আর মানসিক হোক।
- স্কন্ধ এর শিরা বৃহদাকার।
- সব সমস্যা উষ্ণ রুমে খারাপ এবং খোলা বাতাসে ভাল।

(৫) Spigelia -
- চোখে স্নায়ুবিক যন্ত্রনা।
- চেপে ধরা মত ব্যথা যা এদেরকে ঘুরিয়ে ফেলে।
- চরম আলোকাতঙ্ক থাকে।
- গাঁটের ফোলা ও ব্যথাসহ চোখের প্রদাহ।
- চোখের মধ্যে গভীরে এবং চোখের চারপাশে ব্যাথা অনুভব অর্থাৎ চোখের বলে চাপ দেওয়া মত অসহ্য যন্ত্রনা।
- চোখের কোটরের অনুপাতে চোখ খুব বড় মনে হয়।
- স্পর্শে অত্যন্ত সংবেদনশীল, মাথার চারপাশে শক্ত বন্ধনী দেওয়া আছে মনে হয়।
- স্পর্শ, উত্তেজনা, গোলমাল বা কোলাহলপুর্ণ পরিবেশে এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি।
- মাথা উচু করে শুয়ে থাকলে ভাল অনুভব করে।

(৬) Apis mellifica -
- জ্বালাযুক্ত ও চুলকানিসহ ফোলা এবং নিচের পাতায় শোথ ( উপরের পাতায়- কেলি কার্ব)।
- চোখ উজ্জ্বল লাল ফোলা থাকে।
- অঞ্জনীর পুনরাবৃত্তি প্রতিরোধ করে।
- অক্ষিগোলকে ব্যথাসহ পাতলা তরল নিঃস্বরণ হয়।
- শোথ থাকে কিন্তু পিপাসাহীন ( শোথ কিন্তু পিপাসা থাকে-এপোসাইনাম, এসেটিক এসিড)।
- প্রস্রাবে সমস্যার সাথে চোখের সমস্যা থাকে।
- তাপ , স্পর্শ , চাপ, ডান দিকে বৃদ্ধি।
- ঠান্ডা পানিতে ধোওয়া , মুক্ত বায়ুতে হ্রাস।

(৭) Merc Sol -
- উপদংশ (Syphilis) রোগী চোখের সমস্যা।
- চোখের পাতা মোটা , লাল, ফোলা।
- প্রচুর জ্বলন্ত হেজাকর স্রাব নিঃস্বরণ।
- অগ্নি ইত্যাদি একদৃষ্টি মরেছে পরে আরম্ভ চোখের সমস্যা।
- আইরিস প্রদাহসহ ঘন হেজাকর নিঃস্বরণ হয়।
- অত্যন্ত গন্ধযুক্ত চোখের স্রাব নিঃস্বরণ।
- চোখে এবং এর চারপাশে ফুড়া হয় যা থেকে হলুদ পূঁজ বের হয়।
- রাতে, ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া, উষ্ণতায় বৃদ্ধি।

(৮) Silica -
- দিনের আলো চোখে ধারালো( Sharp) ব্যথা উৎপন্ন করে।
- চোখ বন্ধ বা চাপ প্রয়োগ করলে স্পর্শানুভুতি আরোও বেড়ে যায়।
- চোখের অগ্র অংশে পূঁজ তৈরী হয়, আইরিশ প্রদাহ।
- পড়ার সময় দৃষ্টি বিভ্রান্তের জন্য- সাজানো অক্ষরগুলো দৌড়াচ্ছে মনে হয়।
- চোখের পানিবাহিত (Lachrymal) নালী আক্রান্ত হয়।
- হোমিওপ্যাথিকভাবে নির্দেশিত হলে এটি কর্নিয়ার অস্বচ্ছতার পরিষ্কার করে।
- অফিসে কর্মীদের মধ্যে চোখের ছানি।
- অমাবস্যা , ঠান্ডা বৃদ্ধি।
- উষ্ণতায় হ্রাস পায়।
Graphites
Acid flor
এগুলো নালীঘায় লক্ষণ অনুযায়ী প্রয়োগ করা যেতে পারে।

(৯) Hepar sulph -
- কর্নিয়ার ক্ষত।
- পূঁজযুক্ত চোখের সমস্যা , আইরিস প্রদাহসহ অগ্র স্তরে বা কক্ষে পূঁজ।
- নেত্রপ্রদাহ(Conjunctivitis) সঙ্গে পূঁজপুর্ণ নিঃস্বরণ।
- চোখের পাতা এবং কঞ্জাংটিভাতে লাল এবং প্রদাহ হয়।
- অক্ষিগোলকে ব্যথা।
- চোখের অক্ষিকোটর (eyeballs) ক্ষতবদ বেদনা (Soreness)।
- বস্তুসমূহ লাল এবং বৃদ্ধিপ্রাপ্ত প্রদর্শিত হয়।
- দৃষ্টিক্ষেত্র অর্ধ-হ্রাস পায়।
- ব্যথা এবং পূঁজসহ অঞ্জনী।
- ঠান্ডা, স্পর্শ, ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি।
- উষ্ণতা , মাথা আবৃত রাখলে হ্রাস পায়।
Argent nite- Conjunctivitis এ প্রদান করা হয়।

(১০) Agaricus -
- চোখের সামনে ফুল্কি উড়ার সঙ্গে দ্বিত্ব দৃষ্টি।
- চোখের পাতা এবং অক্ষিগোলক এর ঝাঁকুনি ( Twitching)।
- স্নায়ুতন্ত্রের বেদনাসহ (Neuralgic) চোখের যন্ত্রনা।
- পড়ার সময় অক্ষরগুলো নড়াচড়া করে, সাঁতার কাটছে বলে মনে হয়।
- চোখের পাতার ভিতর প্রান্ত লালচে ও প্রদাহ, জ্বালাকর ব্যথা, প্রান্ত শক্ত গুটির মত।
- চোখের যন্ত্রণা মাথাঘূর্নণ এবং বরফতুল্য ঠান্ডা মাথার সঙ্গে যুক্ত।

- খোলা ঠান্ডা বাতাসে বৃদ্ধি।

১১)হাই প্রেসারের কারণে চোখে ঝাপসা দেখলে Lyssinum/ Hydrophobinum -cm ১ ডোজ খাবে এবং
১ ড্রাম পানিতে ২ ফোটা দিয়ে ঝাকি দিয়ে চোখে লাগাবেন
অনেক ভালো দেখতে পাবে।

এটা আমার পরিক্ষীত। ডা হাফিজ, ক্লাসিক হোমিও হল। চিলাহাটি ডোমার নিলফামারী। mob--01722033784

12) চোখে কাটা গিয়ে বা ক্ষত হয়ে চোখ হতে রক্ত পড়লে
cv-cm ১ বার খাবে এবং ২ ফোটা ১ ড্রাম পানিতে দিয়ে চোখে লাগাবেন। এটা পরিক্ষীত।

এছাড়াও
চোখের কোনে মাংস বারা zincu met

লাইটের আলো সহ্য করতে পারে না-bell

সুর্যের আলো সহ্য নায়- acon

পোস্টটা নবীন ডাক্তারদের জন্য লিখিত। সুতরাং হোমিওপ্যাথি অর্গানন অব মেডিসিন সম্পর্কে যাদের জ্ঞান নেই তাঁরা নাম জেনেই নিজে নিজে সেবন করতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে।

Address

Rangpur
Chilahati

Alerts

Be the first to know and let us send you an email when Dr Hafizul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Hafizul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category