04/12/2025
দুর্গাপুর আগ্রহর পরবর্তী কর্মসূচি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আগামী ৬ ই ডিসেম্বর, ২০২৫, শনিবার ।
স্বাস্থ্য শিবিরের স্থান : দুর্গাপুর আগ্রহ পরিচালিত 'বিবেকানন্দ সেবা কেন্দ্র', ১০ নম্বর স্ট্রিট, আকবর রোড, এ-জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪
সময় : দুপুর ২:০০ টো থেকে বিকেল ৫:০০ টা
দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ এর শিবির ।
এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।
এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনামূল্যে চিকিৎসা তো হয়ই, সম্পুর্ন বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এবং ব্লাড সুগার এবং ব্লাড প্রেসারও চেক করা হয়।
এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে বাইরের কাজ করেন, রান্নার কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারার ও ডেকোরেটরের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার সিএসআর বিভাগ ।
এই শিবিরে চিকিৎসা পরিষেবা পেতে হলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।
সিএসআর বিভাগের উদ্যোগে প্রতিটি ক্যাম্পে মহিলাদের বিনামূল্যে সেনেটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থা হয়েছে।
স্বাস্থ্য শিবিরের স্থান : দুর্গাপুর আগ্রহ পরিচালিত 'বিবেকানন্দ সেবা কেন্দ্র', ১০ নম্বর স্ট্রিট , আকবর রোড, এ-জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪
সময় : দুপুর ২.০০ টো থেকে বিকেল ৫.০০ টা