পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা

পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা এটি একটি স্বেচ্ছাসেবী মানবিক ও অরাজনৈতিক সংস্থা (পামাস)
Parbotta Chattagram Manobik Seba Songstha.

অদ্য ০৮/১২/২০২৫সম্মানিত সদস্য, পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা বাবু রুইনু মারমা মমতায়ী মা,মিসেস, রেদামা মারমা বিগ...
08/12/2025

অদ্য ০৮/১২/২০২৫
সম্মানিত সদস্য, পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা
বাবু রুইনু মারমা মমতায়ী মা,
মিসেস, রেদামা মারমা
বিগত ৩. ৪ বছরে পিত্তথলী পাথর জনিত ছিলেন।
আজ অপারেশন সাকসেসফুল হয়েছে।

রেদামা মারমা দ্রুত সুস্থতা জন্য সবাই আশীর্বাদ করবেন।

#পামাস

08/12/2025

Free medical Camp 2025......

fans

মানুষ মানুষের জন্য জীবন জীবনের আজ চাইহ্লাপ্রু মারমা পায়ের অপারেশন করার হয়েছে।  Mily Chowdhury ছোট বোন, চিংক্রা মারমা র...
07/12/2025

মানুষ মানুষের জন্য জীবন জীবনের
আজ চাইহ্লাপ্রু মারমা পায়ের অপারেশন করার হয়েছে।

Mily Chowdhury ছোট বোন, চিংক্রা মারমা রোগীর জন্য A+রক্ত দিয়ে মানবতার এগিয়ে আসছে।

সম্মানিত সদস্য.............
পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা(পামাস)
ঃ সুধর্ম ভিক্ষু সহযোগিতায় াইহ্লাপ্রু_মারমা
সুচিকিৎসা চলছে।
Mily Chowdhury ও তার ছোট বোন চিংক্রা মারমা প্রতি আশীর্বাদ নীরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন কামনা ও রোগীর পক্ষ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাব্বে সত্তা সুখীত্তা হোন্তূ জগতে সকল প্রাণী সুখী
সাধু সাধু সাধু

বিঃদ্রঃ আগামীকাল এইর রোগীর জন্য আরো একবেক রক্ত লাগবে বলে ডাক্তার।
যোগাযোগঃ উঃ সুধর্ম ভিক্ষু 01538333314

কপি পোষ্ট ুধর্ম_ভিক্ষু

06/12/2025

স্ট্রোক রোগীকে দ্রুত সেবা,
কাপ্তাই, চিংমরম ক্যং ঘাটে,
নামঃ করাঅং মারমা
গ্ৰামঃ থলিপাড়া, মহালছড়ি, খাগড়াছড়ি।

06/12/2025

Free medical Camp
দ্বিতীয় পর্ব ০৬/ ১২/ ২০২৫,

05/12/2025

Free Medical Camp. 2025
মানবতার সেবায় আপনার ব্লাড গ্ৰুপ বলে যান!!
বিনা মূল্যে রক্তের গ্ৰুপ নির্ণয়।

প্রাথমিক চিকিৎসা সহ আমাদের সেবা সমূহ.....
একাংশ লাইভ।

05/12/2025

চিংমরম বৌদ্ধ বিহার,
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আয়োজিত মাহা সংঘদানে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোদনে সময়।

🩺 *ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন!* 🩺আজ এবং আগামীকাল, শুক্রবার ও শনিবার, পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা -এর পক্ষ থে...
05/12/2025

🩺 *ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন!* 🩺

আজ এবং আগামীকাল, শুক্রবার ও শনিবার,
পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা -এর পক্ষ থেকে একটি *ফ্রি মেডিকেল ক্যাম্প* আয়োজন করা হয়েছে!!

📍 *স্থান:* [ কাপ্তাই, রাঙ্গামাটি, চিংমরম বৌদি বিহার প্রাঙ্গণে ]
🕘 *সময়:* [ বিকাল ৩. ০৫ ঘটিকার সময় ]

এই ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। এটি আমাদের সংস্থার সমাজসেবামূলক কার্যক্রমের একটি অংশ, যার মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

আমরা সবাইকে আমন্ত্রণ জানাই এই ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য। আপনারা যারা প্রয়োজনীয়, তারা যেন এই সুযোগটি গ্রহণ করেন এবং অন্যদেরও জানাতে সহায়তা করেন।

*আপনার সুস্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। ❤️*
*পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা*

04/12/2025
অভিনন্দন ও কৃতজ্ঞতা!!!আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের মুহূর্ত! গতকাল ০৩ ডিসেম্বর ২০২৫খ্রিঃ।  পার্বত্য চট্টগ্রাম ম...
04/12/2025

অভিনন্দন ও কৃতজ্ঞতা!!!
আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের মুহূর্ত!
গতকাল ০৩ ডিসেম্বর ২০২৫খ্রিঃ।
পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা (পামাস) আনুষ্ঠানিকভাবে "সমাজসেবা অধিদপ্তর" থেকে নিবন্ধন সনদ লাভ করেছে। এটি আমাদের জন্য একটি বড় অর্জন এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ।

এই সফলতার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, এবং বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের প্রতি, যারা আমাদের উপর আস্থা রেখেছেন এবং এই স্বীকৃতি প্রদান করেছেন।

এই নিবন্ধন আমাদের আরও বড় পরিসরে কাজ করার সুযোগ করে দেবে এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সমর্থন ও আশীর্বাদ নিয়ে আমরা সমাজের উন্নয়নে আরও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাব।

আমাদের পাশে থাকুন, একসঙ্গে আরও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। ❤️

ার্বত্য_চট্টগ্রাম_মানবিক_সেবা_সংস্থা

"গর্বের মুহূর্ত০৩ ডিসেম্বর ২০২৫ ইং খ্রিঃপার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা (পামাস) জন্য এক ঐতিহাসিক দিন। আমাদের নিবন্...
04/12/2025

"গর্বের মুহূর্ত
০৩ ডিসেম্বর ২০২৫ ইং খ্রিঃ
পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা (পামাস)
জন্য এক ঐতিহাসিক দিন। আমাদের নিবন্ধন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করেছি। চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তর আমাদের নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক স্বাক্ষর প্রদান করেছে। 🖋️
্রতিষ্ঠাতা ও সভাপতি/
াথে_ছিলেন_প্রধান_উপদেষ্টা

এটি আমাদের জন্য শুধু একটি কাগজ নয়, বরং আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং সেবামূলক কার্যক্রমের প্রতি তাদের আস্থা ও স্বীকৃতির প্রতীক। এই স্বাক্ষর আমাদের আরও দায়িত্বশীল এবং সমাজের প্রতি আরও নিবেদিত হয়ে কাজ করার প্রেরণা জোগাবে।

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সমাজসেবা অধিদপ্তরকে এবং আমাদের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের, যাদের অবদান ছাড়া এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্ভব হতো না।

আমাদের পাশে থাকুন, আমাদের এই যাত্রাকে আরও গতিশীল করুন। একসঙ্গে আমরা একটি সুন্দর, মানবিক এবং উন্নত সমাজ গড়ে তুলতে সক্ষম হব। ❤️

ার্বত্য_চট্টগ্রাম_মানবিক_সেবা_সংস্থা {পামাস}

03/12/2025

📢 *নিবন্ধন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ!*

আজ পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা (পামাস)
নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে একটি *গোলটেবিল বৈঠক* পরিচিতি অনুষ্ঠিত হয়েছে!!!

বৈঠকে সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা বিশ্বাস করি,
এই বৈঠক আমাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমাদের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি বৈঠককে সফল করেছে। আমরা আশাবাদী যে, এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

আপনাদের আশীর্বাদ ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ❤️

ার্বত্য_চট্টগ্রাম_মানবিক_সেবা_সংস্থা (পামাস)

Address

চট্টগ্রাম বিভাগ
Chittagong Port

Telephone

+8801828124709

Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram