17/11/2025
শিক্ষা ঐক্য সেবা প্রগতি
🙏🙏🙏সদস্য ফরম বিতরণ কার্যক্রম
সন্মানিত সূধী, পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা
এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা,সকলেই অবগত আছেন যে, #পার্বত্য_চট্টগ্রাম_মানবিক_সেবা_সংস্থা একটি সেবা মূলক স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। "মানবতার সেবায় তারুন্যের অঙ্গীকার" এই শ্লোগান কে হৃদয়ে ধারন করে অনলাইন ভিত্তিক এই সংগঠনটি ২০২১ইং সালে অরাজনৈতিক সংগঠন হিসাবে আত্বপ্রকাশ করি!
-------------------------------------------------------------------------
#পার্বত্য_চট্টগ্রাম_মানবিক_সেবা_সংস্থা, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবা মূলক কার্যত্রুম সকলের সার্বিক সহযোগিতায় সফলতার সাথে পরিচালনা করে আসছে।
-------------------------------------------------------------------------
সদস্য ফরমে বর্ণিত শর্ত সমূহ মেনে,
#পার্বত্য_চট্টগ্রাম_মানবিক_সেবা_সংস্থা ,সাথে সরাসরি যুক্ত হয়ে মানবসেবায় অংশগ্রহণ করতে ইচ্ছুক,
যে কেউ পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা,এর স্থায়ী সদস্যপদ গ্রহন করতে পারেন।
------------------------------------------------------------------------
াবু_অংচিংমং_মারমা
গ্ৰামঃ দেবলছড়ি, ইউনিয়নঃ সিন্দুকছড়ি, উপজেলাঃ গুইমারা, পার্বত্য জেলা খাগড়াছড়ি।
-------------------------------------------------------------------------
সদস্য অন্তর্ভুত্ত হওয়াইতে,আমরা পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা, পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,🌹🌹
-------------------------------------------------------------------------
সদস্যের ধরণঃ সাধারন সদস্য/ আজীবন সদস্য (দাতা)। আজীবন সদস্য (সন্মানসূচক) এর মধ্যেই যাহারা সদস্য হতে ইচ্ছুক,তাহারা,
#পার্বত্য_চট্টগ্রাম_মানবিক_সেবা_সংস্থা, সদস্য ফরম সংগ্রহ করতে পারেন। সদস্য ফরম পূরন করতে এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র ফোটো কপি অথবা জন্ম নিবন্ধন এক কপি, ভর্তি ফি ২০ টাকা! ফরম জমা দেওয়ার পর, কার্যনির্বাহী কমিটির যাচাই, বাছাই শেষে চুড়ান্ত অনুমোদন সাপেক্ষে সদস্যপদ লাভ করা যাবে।
-------------------------------------------------------------------------
জরুরী প্রয়োজনে যোগাযোগ,
বাবু মংমং মারমা
অর্থ সম্পাদক
মোবাইল নং 01829-624636
https://www.facebook.com/nagmra.marma?mibextid=ZbWKwL
বাবু অংশিচিং মারমা
ফরম রেজিস্ট্রেশন অফিসার।
https://www.facebook.com/profile.php?id=100094525024452&mibextid=ZbWKwL
বাবুঃ মংপ্রু মারমা
স্থায়ী প্রতিষ্ঠাতা ও পরিচালক
পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা,
মোবাইল নং -01828124709
https://www.facebook.com/marmongpru.marma
#পামাস #পার্বত্য_চট্টগ্রাম_মানবিক_সেবা_সংস্থা