29/01/2022
🚫♊ আত্মহত্যার ইচ্ছা লক্ষণের বহু ঔষধ নির্দেশিত হয়, তন্মধ্যে নিম্নের বিশেষ লক্ষণ গুলো মনে রাখা ভালোঃ– ♊🚫
এক) উচ্চ স্থান হতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চাযঃ–
এনাকার্ডিয়াম, আর্জেন্টাম নাইট্রিক, আর্স, অরাম, বেল, ক্যাম্ফার, নাক্স ভম, ষ্ট্রামো।
দুই) গবাক্ষ বা জানালা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চায়ঃ–
অরাম, আর্স, ইথুজা, বেল, ভিরেট্রাম।
তিন) আত্মহত্যা করতে চায়, কিন্তু সাহস পায় নাঃ–
চায়না, নাক্স ভম, ফস।
চার) গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
আর্স, বেল।
পাঁচ) পিস্তলের গুলিতে আত্মহত্যা করতে চায়ঃ–
অরাম, এন্টিম ক্রুড, কার্বো ভেজ, নাক্স ভম, নেট্রাম সালফ, পালস, মেডো, হিপার।
ছয়) ছুরি দিয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
আর্স, এলুমি, বেল, ক্যাল্কে, মার্কুরিয়াস, ষ্ট্রামো।
সাত) বিষ খেয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
লিকি-টি।
আট) পানিতে ডুবে আত্মহত্যা করতে চায়ঃ–
এন্টিম ক্রুড, বেল, ড্রসেরা, ইগ্নে, ল্যাকে, রাস, পালস, ভিরেট্রাম, সিকেলি, সাইলেসিয়া, হেলেনি, হাইয়ো।
♦️♦️♦️♦️🔹🔹🔹🔹🔹🔹🔹♦️♦️♦️♦️