Germany Homeo Care

Germany Homeo Care পুরুষ ও মহিলাদের যাবতীয় গোপন ও সকল প্র

29/01/2022

🚫♊ আত্মহত্যার ইচ্ছা লক্ষণের বহু ঔষধ নির্দেশিত হয়, তন্মধ্যে নিম্নের বিশেষ লক্ষণ গুলো মনে রাখা ভালোঃ– ♊🚫

এক) উচ্চ স্থান হতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চাযঃ–
এনাকার্ডিয়াম, আর্জেন্টাম নাইট্রিক, আর্স, অরাম, বেল, ক্যাম্ফার, নাক্স ভম, ষ্ট্রামো।

দুই) গবাক্ষ বা জানালা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চায়ঃ–
অরাম, আর্স, ইথুজা, বেল, ভিরেট্রাম।

তিন) আত্মহত্যা করতে চায়, কিন্তু সাহস পায় নাঃ–
চায়না, নাক্স ভম, ফস।

চার) গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
আর্স, বেল।

পাঁচ) পিস্তলের গুলিতে আত্মহত্যা করতে চায়ঃ–
অরাম, এন্টিম ক্রুড, কার্বো ভেজ, নাক্স ভম, নেট্রাম সালফ, পালস, মেডো, হিপার।

ছয়) ছুরি দিয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
আর্স, এলুমি, বেল, ক্যাল্কে, মার্কুরিয়াস, ষ্ট্রামো।

সাত) বিষ খেয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
লিকি-টি।

আট) পানিতে ডুবে আত্মহত্যা করতে চায়ঃ–
এন্টিম ক্রুড, বেল, ড্রসেরা, ইগ্নে, ল্যাকে, রাস, পালস, ভিরেট্রাম, সিকেলি, সাইলেসিয়া, হেলেনি, হাইয়ো।
♦️♦️♦️♦️🔹🔹🔹🔹🔹🔹🔹♦️♦️♦️♦️

17/01/2022

#বীর্য
বীর্য হলো অস্বচ্ছ, সাদা রঙের শারীরিক তরল পদার্থ। যা নারী পুরুষের মিলনের সময় পুংলিঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে বাহিরে নির্গত হয়।

#উৎপাদন
৬৫% বীর্য তরল ধাতুগত গুটিকা দ্বারা উৎপাদিত।এছাড়া ৩০%-৩৫% মূত্রথলীর গ্রীবা সংলগ্ন গ্রন্থিবিশেষ থেকে সরবরাহকৃত এবং ৫% বীর্য শুক্রাশয় এবং অন্ডকোষের Epididymes নামক অংশ হতে উৎপন্ন।

#বীর্যের পরিমান
২০-৩০ বছরের পুরুষের প্রায় ৪মি.লি.।
৩০-৫০ বছর বয়সী পুরুষের ৩.৫ মি.লি. প্রায়।
৫০-৭০ বছর বয়সী পুরুষের ২মি.লি.।
৭০ উর্ধ্ব পুরুষের ১মি.লি. এর মত।

#বীর্যে শুক্রাণুর সংখ্যা
একজন সুস্থ সবল পুরুষের ১মি.লি. বীর্যে কমপক্ষে ১৫ মিলিয়ন শুক্রাণু থাকতে হবে। এর কম হলে তাকে Oligospermia (অলিগোস্পারমিয়া) বলে। এর ফলে বাচ্চা হয় না।

#শুক্রানুর নড়াচড়া
কমপক্ষে ৪০% শুক্রাণুর নড়াচড়ায় সক্ষম ও গতি থাকা প্রয়োজন। এর মাঝে কমপক্ষে ৩০% শতাংশ শুক্রাণুর অতি দ্রুত গতিতে নড়াচড়া প্রয়োজন। শুক্রাণুর এই সংখ্যার কম নড়াচড়া হলে তাকে Asthenozoospermia (এসথেনোজোস্পারমিয়া) বলে। কম নড়াচড়া হলে শুক্রাণু ডিম্বানুর সাথে নিষিক্ত হবে না। ফলে বাচ্চা হবে না।

#শুক্রাণুর গঠন
৪০% শুক্রাণু গঠনগত দিক দিয়ে সুস্থ সবল ঠিক থাকতে হবে। শুক্রাণুর গঠনগত ত্রুটিকে Teratozoospermia (টেরাটোজোস্পারমিয়া) বলা হয়।

#যখন কোন ব্যক্তির বীর্যে শুক্রাণুর সংখ্যা, গঠন ও গুণগত মান সব কিছু ঠিক থাকলে তাকে Normozoospermia (নরমোজোস্পারমিয়া) বলা হয়।

এগুলো সিমেন এনালাইসিস টেস্ট করে তবেই জানা যায়। এছাড়া উপায় নেই। বীর্য পাতলা বা ঘন এসবের উপর নির্ভর করে না।। যারা অতি উৎসাহী বা আগ্রহী নিকটবর্তী ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে (সিমেন এনালাইসিস টেস্ট) পরিক্ষা করতে পারেন। ১ হাজার বা কম বেশি খরচ লাগবে। তবে অবিবাহিতদের করার দরকার নাই। শুধু মাত্র বিবাহিত তাদের করাই উত্তম হবে। অবিবাহিতরা সম্ভব হলে চরিত্র সংশোধন করুন, পর্নোগ্রাফি বর্জন করুন, হস্তমৈথুন বা ঘষাঘষি বন্ধ করুন।

#শুক্রাণু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ

আমাদের অন্ডকোষ বা টেসটিস থেকে শুক্রাণু তৈরি হয়।
১.অন্ডকোষে রক্ত চলাচল না হলে।
২.অন্ডকোষে ইনফেকশন হলে।
৩.ধুমপান, মদ্যপান,নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে।
৪.ভেজাল, কৃত্রিম খাবার গ্রহণ করলে।
৫.শরীরের ওজন বৃদ্ধি পেলে।
৬.আটসাট পোশাক পরিধান করলে।
৭.অতিরিক্ত ফোন ব্যবহার করলে।
৮.হস্তমৈথুন ও পর্ণগ্রাফির কারণে।
৯.অসাস্থ্যকর খাবার খেলে।
১০. অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে।
১১. পুষ্টিকর খাবার না খেলে।
১৩. পর্যাপ্ত না ঘুমালে।

22/12/2021

ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে যে ঔষধগুলো সেবন করবেন-
Syzygium Jum-Q
Gymnema Syl-Q
Cephalan Ind-Q
Abroma Aug-Q

05/12/2021

রমণীদের কামোন্মাদনা বা Ny*******ia
রোগ পরিচয় এবং চিকিৎসা-
,
রোগ পরিচয়ঃ-
আধুনিক যৌন বিজ্ঞানে ইহা একটি বিশেষ রোগ বলে পরিচিতি লাভ করেছে। দুর্নিবার কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য মান, লজ্জা, ভয় পরিত্যাগ করে এবং ন্যায় অন্যায়, ভালমন্দ বিচার ক্ষমতা লোপ পায় ইহাকেই কাম উম্মাদনা বলে। এমন অবস্থায় কতগুলো খারাপ লক্ষণ প্রকাশ লাভ করে যেমন— উলঙ্গ হওয়া , হস্ত মৈথুন করা , ইসারা করা, মনে মনে সর্বদাই কামভাব পোষণ করা। ইহা এক প্রকার মানসিক রোগও বটে কারণ ইহা মনের উপর অত্যন্ত খারাপ প্রভাব বিস্তার করে এবং মানসিক চিন্তা ভাবনাকে বিঘ্নিত করে। ইহা হতে শারীরিক ও মানসিক রোগ হতে পারে৷
,
চিকিৎসাঃ-
প্লাটিনা:– কাম উন্মাদের পেশীর উপকারী ঔষধ বিশেষ করে স্ত্রীলোকদের। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে, কামোন্মাদের রোগ লক্ষণে ক্যানাবিস ইণ্ডিকা পুরুষদের এবং প্লাটিনা নারীদের ক্ষেত্রে , বিশেষ ফলপ্রদ। ঔষধটি উভয়ের ক্ষেত্রে লক্ষণ বিবেচনা করে প্রয়োগ করা উচিত৷
,
কোকাঃ– ইহা স্ত্রীলোকদের পক্ষে বিশেষ ফলপ্রদ ঔষধ৷ বিমর্ষ , লাজুক , জন সমাজে গেলে অস্বস্তিবোধ করে , উত্তেজনা প্রবণ , নির্জনে গোপনে আনন্দে থাকে৷ রোগীর ভালমন্দ বোধ নষ্ট হয়ে যায়। কানে ভো ভো শব্দ শোনে। দাঁতের ক্ষয় , স্বরভংগ। শারীরিক ও মানসিক শ্রমবশত স্নায়ুমণ্ডল দুর্বল হয়ে পড়ে। দুর্বল হৃদপিন্ড বুধ ধড়ফড় করে , নিদ্রা ব্যতীত অন্য কোন শান্তি নেই।
,
ক্যানাবিস ইণ্ডিকাঃ— নারী এবং পুরুষদের পীড়ার এবং বিভিন্ন প্রকার অশ্লীল কামভাব লক্ষণে প্রযোজ্য । ইহা বিশেষ করে পুরুষদের পক্ষে উপযোগী অলীক দর্শন , অলীক কল্পনা , স্নায়বিক উত্তেজনা । কাম উত্তেজনাসহ কষ্টকর ধাতু।
,
এগারিকাসঃ— স্ত্রীলোকদের পীড়ায় অত্যন্ত কামোচ্ছাসহ জননইন্দ্রিয়ে চুলকানি এবং সংগমের অবসন্নতা লক্ষণে বিশেষ ফলপ্রদ। উৎক্ষেপ, গা মোচড়ানো কম্পন, চুলকানি ইত্যাদি ঔষধটির বিশেষ লক্ষণ। প্রবল কাম উত্তেজনার ভাব । স্তনের বোঁটা চুলকায় , অত্যন্ত চুলকানিসহ শ্বেতপ্রদর।
,
ক্যানথারিসঃ— স্ত্রীলোকদের বয়োবৃদ্ধিকালে এবং স্থানিক উত্তেজনাবশত কামোন্মাদ লক্ষণে উপকারী । যোনি কপাট স্ফীত তৎসহ উত্তেজনা। উদ্বেগযুক্ত অস্থিরতা। ক্রন্দন , চিৎকার , সর্বদাই কিছু না কিছু করতে চায় কিন্তু কিছুই করতে পারে না । প্রবল চাঞ্চল্য বিশেষ করে রতি বিষয়ক। প্রণয় সম্পর্কে খেয়ালিপনা , দুর্দান্ত কামভাব। থেকে থেকে ক্রোধ , ক্রন্দন ও চিৎকার। উন্মাদের মত প্রলাপ ইত্যাদি লক্ষণে ঔষধটি উপকারী।
,
এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে , যে সকল রমনীর জনন অঙ্গ সামান্য স্পর্শ করলে উত্তেজিত হয় এবং মাসিক অনীয়মিত এবং চাপ চাপ তাদের ক্ষেত্রে মিউরেক্স পারপিউরা উপকারী।
,
যে সকল রমনী কাম উত্তেজনার জন্য উলঙ্গ হতে ইচ্ছা করে বা তার জনন অঙ্গের কাপড় ফেলে দেয় , হাত পায়ের আক্ষেপিক কাঁপনি বিশেষ করে মাসিক ঋতুর সময় এবং নির্বোধের মত অঙ্গভঙ্গী এবং অশ্লিল গান করে তাদের ক্ষেত্রে হায়সায়ামাস উপকারী এছাড়া সৎসঙ্গ , সৎ চিন্তা , স্বাভাবিক জীবন যাপন করা উচিত।
,
বিঃদ্রঃ এখানে ঔষধের মাত্রা এবং পাওয়ার উল্লেখ করা হয়নি,তাই কারো যদি এই সমস্যা থেকে থাকে অবশ্যই রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে ঔষধ সেবন করিবেন৷

 ,নামঃ- মেরীবয়সঃ- ৩৬বছর,প্রধান লক্ষ্যনাবলী-বাম ওভারি এবং তল পেটে ব্যথা কোমর সহ,দীর্ঘ চার বছর যাবত এই ব্যাথা ভোগ করছে,পির...
15/11/2021


,
নামঃ- মেরী
বয়সঃ- ৩৬বছর
,
প্রধান লক্ষ্যনাবলী-
বাম ওভারি এবং তল পেটে ব্যথা কোমর সহ,দীর্ঘ চার বছর যাবত এই ব্যাথা ভোগ করছে,পিরিয়ড অনীয়মিত,ইন্টার কোর্সের সময় ব্লিডিং হয়,লিউকোরিয়ার সাথে ভ্যাজাইনাল ইনফেকশন আছে৷ মাথা ব্যথা ডান পার্শ্বে শুরু হয়ে পুরো মাথা ছড়িয়ে যায়৷
মানসিক লক্ষন-শান্ত স্বভাব
,
রিপোর্টে দেখা যাচ্ছে ডান ওভারীতে সিস্ট আছে৷
,
HCR-Hot
Desire-Meat.Fish.Sweet.Egg
Av-Vagitable
Sleepness
Thirstless
Sweat-++
tongue-Yellow.Dry
Urine-√
Stool-√
,
চিকিৎসা-
Pull-200-2Doses
,
কিছুদিন পর রুগী নিজেই একটি টেস্ট করে নিয়ে আসে যেখানে দেখা যাচ্ছে সিস্ট আর নেই যে সিস্টটি ছিল দীর্ঘ চার বছর৷

পুরুষের যৌন সমস্যা এবং হোমিওপ্যাথিক সমাধানজীবনের একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি মানুষের যৌবন মানুষের জীবনে আসে। এই সময়টাই...
30/10/2021

পুরুষের যৌন সমস্যা এবং হোমিওপ্যাথিক সমাধান
জীবনের একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি মানুষের যৌবন মানুষের জীবনে আসে। এই সময়টাই মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে নারী ও পুরুষের দেহ-মনে ব্যাপক পরিবর্তন আসে। এসময় একই সাথে নারী ও পুরুষদের নানা ধরনের শারীরিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যা তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে।

মহিলাদের পাশাপাশি পুরুষদেরও নানা ধরনের যৌন সমস্যা রয়েছে। যেমন – প্রি-ম্যাচিউর ইজাকুলেশেন (সহবাসে স্থায়িত্বের অভাব), ইরেকশন ফেইলিউর (পুরুষাঙ্গের উত্থানে দুর্বলতা), পেনিট্রেশন ফেইলিউর (যৌনাঙ্গ ছেদনে অক্ষমতা) প্রভৃতি। ডাক্তারী বিজ্ঞানমতে, পুরুষদের এসব সমস্যার জন্য যেসব বিষয়কে দায়ী করা হয় সেগুলো হলো:

প্রয়োজনীয় যৌন শিক্ষার অভাব
যার সাথে সহবাসে মিলিত হওয়া সেই মানুষটির সাথে বয়সের পার্থক্য
সহবাসকারী পার্টনারকে অপছন্দ (যেমন: দেহের ত্বক, মুখশ্রী, দেহ সৌষ্ঠব প্রভৃতি)
অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ
ডায়াবেটিস
যৌনরোগ বা এইডস ভীতি
সিফিলিস
নারীর ত্রুটিপূর্ণ যৌনাঙ্গ
দেহে সেক্স হরমোনের ভারসাম্যহীনতা

আমাদের মধ্যে অনেকেই লজ্জায় এসব বিষয়ে কাউকে কিছু না বলে নিজের মধ্যে লুকিয়ে রাখে। এ থেকে সমস্যা আরো মারাত্মক আকার ধারণ করে। তাই এসব সমস্যা নিজের মধ্যে লুকিয়ে না রেখে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সেবনের মাধ্যমে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রক্তের সুগার নিয়ন্ত্রণ, ভিডিআরএল, টিপিএইচ, এইচবিএসএজি ও রক্তের হরমোন এনালাইসিস এর মাধ্যমে এথেকে পরিত্রাণ পাওয়া যায়।

এছাড়া আপনি চাইলে ঘরে বসেই এসব সমস্যা সমাধান করতে পারেন। এই পদ্ধতিকে বলা হয় হোম রেমেডি। তবে সবক্ষেত্রে হোম রেমেডি প্রযোজ্য নয়। রোগের প্রাথমিক অবস্থায় হোম রেমেডি পদ্ধতি প্রয়োগ করে রোগটি কিছুটা উপকার পাওয়া গেলো সমস্যা পুরোপুরি দূর হয় না। অ্যালোপ্যাথরা অধিকাংশ সময়ই নানা উত্তেজক ঔষধ প্রয়োগ করে থাকেন তাতে তাৎক্ষণিক একটা ফলাফল পাওয়া গেলেও কিছুদিন পর থেকেই তার বিরূপ প্রভাব দেখতে পাওয়া যায়। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগের কারণটাকে একেবারে রুট লেভেল থেকে নির্মূল করে দেয় বিধায় তা আর পরবর্তিতে দেখা দেয় না। তাই এক্ষেত্রে সবচেয়ে ফলদায়ক চিকিৎসা হলো হোমিওপ্যাথি।

টেস্টোস্টেরন বাড়াতে যা খাবেন৷
25/10/2021

টেস্টোস্টেরন বাড়াতে যা খাবেন৷

যৌ*ন দুর্বলতা,দ্রুত বৃ*র্যপাত এবং ই*রেক্টাইল ডি*স্পাংশানের ১০০% কার্যকরি চি*কিৎসা করা হয় এবং অপারেশন ব্যতীত জার্মা...

Clinical Tips from Masters (1)------------------------১. বদহজম: কিছু মানুষের ক্ষুধা থাকে অত্যধিক, তারা তাদের পাকস্থলির ধ...
22/10/2021

Clinical Tips from Masters (1)
------------------------

১. বদহজম:
কিছু মানুষের ক্ষুধা থাকে অত্যধিক, তারা তাদের পাকস্থলির ধারন ক্ষমতার চেয়েও বেশি খেয়ে ফেলে। ফলে তারা বদহজমের স্বীকার হয়।
এরকম রোগীদের বদহজমের জন্য Abies can একটি ভাল ওষুধ।

২. মস্তিষ্কের আক্ষেপ
মস্তিষ্কের উত্তেজনা এবং শিশুদের হিস্টিরিয়াজনিত আক্ষেপ Absinthium দিয়ে বহু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায়। মৃগী রোগের চিকিৎসায় লক্ষণ মিলিয়ে দিতে পারলে ভাল উপকার করে।

৩. মৃত বাচ্চা প্রসব:
দেখা যায় কিছু মহিলা মৃত বাচ্চা প্রসব করে, কিন্তু কি কারনে এমন হয় সেটা জানা যায় না। এক্ষেত্রে সেই হতভাগা মায়েদের মুখে হাসি ফুটাতে পারে Actea Racemosa। ডেলিভারির
২ মাস আগে থেকে এর ওষুধের নিম্ন শক্তি খাওয়াতে হয়।

৪. উরুর চামড়া ছুলে যাওয়া:
হাটার সময় যাদের উরুতে ঘর্ষন হয়, এবং চামড়া ছুলে যায়। তাদের জন্য Aethusa cynapium ভাল মেডিসিন।

Dr. Rajagopala Rao.

জার্মানী হোমিও ঔষধের মাধ্যমে সকল প্রকার নতুন পুরাতন জটিল রুগীর চিকিৎসা করা হয়৷
12/10/2021

জার্মানী হোমিও ঔষধের মাধ্যমে সকল প্রকার নতুন পুরাতন জটিল রুগীর চিকিৎসা করা হয়৷

Address

Bandartila Bus Stop. EPZ. Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Germany Homeo Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram