MindMap

MindMap “Take care of your body. It’s the only place you have to live.” — Jim Rohn “When you focus on your health, you awaken your creativity.

By creativity I don’t mean painting or drawing, I mean the ability to conceive your life exactly the way you most want it.” — Stacey Morgenstern.

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে! পুরো দেশে আরো ৪০০ কোটি গাছের প্রয়োজন।এটা তো সবে শুরু! ...
21/04/2024

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে! পুরো দেশে আরো ৪০০ কোটি গাছের প্রয়োজন।

এটা তো সবে শুরু! ৪৫° থেকে ৪৯° এবং ৪৯° থেকে ৫৫°, ৫৫° থেকে ৬০° 'হতে বেশি সময় লাগবে না, এভাবে চলতে থাকলে।

৫৬° হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে প্রচুর চারা গাছ রোপন করতে হবে; কারন একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত 'বছর সময় লাগে।

কিছুদিন পরেই বৃষ্টির সিজন শুরু হতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন। 'অন্যদের উপর সব ছেড়ে দেবেন না।

গাছ লাগান প্রাণ বাঁচান 🌳

19/04/2024

হিট স্ট্রোক (Heat stroke)
==
১. ষাট বছরের বেশী বয়স্ক এবং বয়স সন্ধি:কালের আগ পর্যন্ত শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি।

২. বয়স্কদের তাপমাত্রা নিয়ন্ত্রণের সিস্টেম আর আগের মত কাজ করে না ফলে অধিক পারিপার্শ্বিক তাপের মুখে তাদের thermoregulatory system অতিরিক্ত তাপটুকু শরীর থেকে বের করে দিতে পারে না, তাতে দেহের তাপমাত্রা বেড়ে যায় এবং হিট স্ট্রোকে আক্রান্ত হয়। যেসব বয়স্ক লোকেদের এয়ারকন্ডিশন রুমে থাকার সুযোগ নেই তাদের এ সময়ে নজরদারির মধ্যে রাখবেন কোন প্রকার অসুস্থতা বিশেষ করে মনোযোগ, হুশ জ্ঞান বা অন্য যেকোনো নতুন সমস্যা দেখা যায় কিনা। দেখা গেছে সামান্য সমস্যা দেখা দেওয়ার পর থেকে এক থেকে তিন দিনের মধ্যে অধিকাংশ বয়স্ক রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং তাদের অর্ধেকের বেশি মারা যায়।

২. কয়েকটি বিশেষ কারণে বয়সন্ধির আগ পর্যন্ত শিশুদের হিট স্ট্রোকে ভোগার ঝুঁকি বেশি।

ক. শিশুদের বডি মাসের তুলনায় সারফেস এরিয়া বেশি। ফলে অধিক সারফেস এরিয়া থেকে অধিক তাপ শোষণ হয় কিন্তু body mass কম বলে সেটা কাজে লাগাতে পারেনা। ফলে দেহের অভ্যন্তরের তাপমাত্রা বেড়ে যায়।

খ. তুলনামূলকভাবে শিশুদের শরীরের তুলনায় রক্তের পরিমাণ কম। ফলে অধিক মাত্রায় তাপ পরিবহন করে শরীর থেকে বের করে দিতে পারে না। এতে দেহের ভিতরে তাপ বেড়ে যায়।

গ. শিশুদের ঘর্মগ্রন্থী বড়দের মতো developed থাকেনা ফলে ঘামের মাধ্যমে তারা আশানুরূপ তাপ বের করে দিতে পারে না।

ঘ. প্রবীনদের মতোই শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা (thermoregulatory system) অপরিপক্ক থাকে ফলে তাপদাহের মুখে তাদের শরীর অতিরিক্ত তাপ বের করতে পারে না।

৩. এক দুই বছরের ছোট বাচ্চাদের বেলায় আরো সতর্ক থাকতে হবে। ১-২ ঘন্টা বদ্ধ গাড়ির ভিতর থাকা তাদের মৃত্যুর জন্য যথেষ্ট।

৪. চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি জোর দিতে হবে। খুব প্রয়োজন না হলে গরমে যাবেন না। এয়ারকন্ডিশন বা ফ্যানের নিচে থাকুন। পানি পান করুন প্রচুর তবে চা কফি, এলকোহল বা চিনিযুক্ত শরবত নয়। সম্ভব হলে বারবার গোসল করুন, শরীরে পানি ঝাপটা দিন।

৫. এ সময়ে মোটিভেশন যত বড়ই হোক কোনোভাবেই পানিবিহীন উপবাস থাকবেন না, অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করবেন না। পরিপার্শ্বের তাপমাত্রা খুব বেশি না হলেও ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রমের কারণে এ সময়ে দেহ নিজেই অতিরিক্ত তাপ তৈরি করতে পারে। দেহের অভ্যন্তরের এই সৃষ্ট তাপ ও হিটস্ট্রোক করতে পারে।
একনাগাড়ে শারীরিক পরিশ্রম না করে বিরতি দিয়ে দিয়ে করুন। Exhausted হবার আগেই বিশ্রাম নিন। পিপাসা না লাগলেও পানি পান করুন।

৬. বয়স্ক ও শিশুদের দিকে বিশেষ লক্ষ রাখুন। মানসিক নিউরোলজিক্যাল বা যেকোনো রকমের সমস্যা দেখা দিলেই হিটস্ট্রোক হয়েছে কিনা সে প্রশ্ন নিজেকে করবেন এবং সে অনুযায়ী তড়িৎ ব্যবস্থা নিবেন।

৭. চিকিৎসার পরেও বয়স্ক ও শিশুদের বেলায় মৃত্যুর হার অর্ধেকের বেশি অর্থাৎ ১০ জন heat stroke এ আক্রান্ত হলে পাঁচজনের বেশি মারা যাবে।
সঙ্গত কারণেই চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম (Prevention is better than cure)

❤️
18/04/2024

❤️

ভালো থাকবেন, ভালো রাখবেন! ❤️
16/04/2024

ভালো থাকবেন, ভালো রাখবেন! ❤️

27/02/2024

গ্লসোফোবিয়া (Glossophobia)

গ্লসোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি জনসমক্ষে কথা বলতে তীব্র ভয় পান। গ্লসোফোবিয়া (Glossophobia) শব্দটির উৎস গ্রিক শব্দ গ্লসা (glossa) মানে জিহ্বা এবং ফোবোস (Phobos) মানে ভয়, ভীতি। অনেক সময় গ্লসোফোবিয়াকে সহজ ভাষায় স্পিচ অ্যাংজাইটিও বলে, অর্থাৎ জনসমক্ষে কথা বলার ভয়।

তবে, আশার কথা হল এই রোগ চিকিৎসাযোগ্য। 😊

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের দুই নারী বিজ্ঞানী 'গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী' এবং 'সেঁজুতি স...
12/06/2023

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের দুই নারী বিজ্ঞানী 'গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী' এবং 'সেঁজুতি সাহা'! 🤍

অভিনন্দন ও শুভ কামনা!🌼

বহুল আলোচিত প্রশ্ন! 'Lipid Profile' কেন করা হয়?আপনারা কি জানেন Lipid Profile কেন করা হয়?
11/06/2023

বহুল আলোচিত প্রশ্ন!
'Lipid Profile' কেন করা হয়?

আপনারা কি জানেন Lipid Profile কেন করা হয়?

👉কোলেস্টেরল কি?কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)-এ পাওয়া যায় এবং য...
10/06/2023

👉কোলেস্টেরল কি?

কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)-এ পাওয়া যায় এবং যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যাবশ্যক উপাদান । এই উপাদান মেমেব্রেনের মধ্য দিয়ে তরল পদার্থের ভেদ্যতা সচল রাখে এবং তার তারল্য বজায় রাখে ; এছাড়াও কলেস্টেরল একটি জরুরি প্রিকার্সার মলিকিউল যা বাইল আসিড, স্টেরয়েড হরমোন এবং স্নেহজাতীয় পদার্থে দ্রাব্য ভিটামিনের জৈব সংশ্লেষ ঘটায় । কলেস্টেরল সবচেয়ে জরুরি স্টেরল যা প্রাণীদেহে সংশ্লেষিত হয় । কিন্তু অন্যান্য ইউকারইওট যেমন গাছপালা এবং ছত্রাকের দেহে এটি অল্প পরিমাণে সংশ্লেষিত হয় । প্রোক্যারিওট যেমন ব্যাকটেরিয়ার মধ্যে এটি একবারেই দেখা যায় না ।

09/06/2023

এই বছর তুলনামূলক আক্রান্তের সংখ্যা বেশি! 😕

-
#ডেংগু

গু-জবে কান দিবেন না! গু-জব ছড়াবেন না! 😕       #গুজব
07/06/2023

গু-জবে কান দিবেন না!
গু-জব ছড়াবেন না! 😕

#গুজব

06/06/2023

🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

Stay Safe! 😊


MindMap 🍁

06/06/2023

পেটের উপরিভাগে ডান দিকে ব্যথার কারণ কি?

১) ফ্যাটি লিভার
২) একিউট ভাইরাল হেপাটাইটিস
৩) পেপটিক আলসার ডিজিজ
৪) কোলিসিস্টাইটিস (পিত্ত থলিতে প্রদাহ)
৫) কোলিলিথিয়াসিস (পিত্ত থলিতে পাথর)
৬) কোলেন্জাইটিস (পিত্ত নালীতে ইনফেকশন)
৭) কোলিডোকোলিথিয়াসিস (পিত্ত নালীতে পাথর)
৮) পিত্ত নালীতে কৃমি
৯) সিস্টিক লিভার ডিজিজ (লিভারে সিস্ট)
১০) হাইডাটিড সিস্ট
১১) লিভার অ্যাবসেস
১২) বিনাইন লিভার টিউমার - হেপাটিক অ্যাডিনোমা
১৩) লিভার ক্যান্সার
১৪) প্যানক্রিয়েটাইটিস (অগ্নাশয়ের প্রদাহ)
১৫) প্যানক্রিয়েটিকোলিথিয়াসিস (অগ্নাশয়ের নালীতে পাথর)
১৬) প্যানক্রিয়েটিক সিস্ট
১৭) প্যানক্রিয়েটিক ক্যান্সার
১৮) পেরি-অ্যাম্পুলারি ক্যান্সার
১৯) হেপাটিকোলিথিয়াসিস (লিভারের ভিতরে সূক্ষ্ণ পিত্ত নালীতে পাথর)
২০) ডান কিডনিতে পাথর
২১) ডান দিকে অ্যাডরেনাল ক্যান্সার
২২) ডান দিকের কোলন ক্যান্সার
২৩) বেজাল নিউমোনিয়া (ডান দিকের ফুসফুসের নিচের দিকে ইনফেকশন)


Address

Chittagong, Newmarket
Chittagong
4000

Telephone

+8801907956521

Website

Alerts

Be the first to know and let us send you an email when MindMap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MindMap:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram