15/04/2023
সর্তকতামূলক পোস্টঃ
নকল পণ্য হইতে সাবধান। অনলাইনে কিছু অসাধু ব্যবসায়ী কিটো গ্রীন কফি এর হুবুহু কপি পণ্য বের করে বাজারে ছেড়েছে। তারা পাইকারীতে পণ্য দেয়ার নামে কাস্টমারদের ঠকাচ্ছে এবং তাদের ৮০০-৯০০ টাকায় পণ্য দিচ্ছে। যেখানে ইমপোর্ট করে আমাদের কিটো গ্রীন কফির উপাদান গুলো সংগ্রহ করতে খরচ পড়ে যায় হাজারের উপরে সেখানে ২০০-৩০০ টাকার ভেজাল উপাদান দিয়ে আপনার এবং আপনার পরিবারের ক্ষতির জন্য এরা মাঠে নেমেছে। বিশেষ করে ছবিতে দেয়া এই পেইজ IF MART BD তারা আমাদের এলিট কর্পোরেশনের ট্রেড মার্ক করা পণ্য এবং লাইসেন্স নাম্বার ব্যবহার করে অসাধু উপায়ে অসংখ্য মানুষের ক্ষতি করছে। আমরা এটি নিয়ে অলরেডি থানায় জিডি করা হয়েছে। দ্রুত এইসকল অসাধু ব্যবসায়ীদের ধরে আইনের আওতায় আনা হবে।
এই পেইজের সাথে এলিট কর্পোরেশনের কোন সম্পর্ক নেই।
ততদিন পর্যন্ত সবাই সচেতন থাকুন।