Natural Cure

Natural Cure সুস্থ জীবন যাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন

প্রকৃতি জুড়ে স্বতেজ নিশ্বাস নিন....... এ্যা জমা বা হ্যা'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীঘমেয়াদিএকটি রোগ। এই প্রদাহের ফ...
21/03/2023

প্রকৃতি জুড়ে স্বতেজ নিশ্বাস নিন....... এ্যা জমা বা হ্যা'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীঘমেয়াদি
একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। এতে হা'নীর বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন, কা শি, শ্বাস কষ্ট বু কে চাপ চাপ অনুভব করা দম নিতে কষ্ট হওয়া এবং বাঁশির মতো আওয়াজ হওয়া ইত্যাদি,
এ অবস্থায় শ্বাস নালিতে যদি ধুলা, ঠান্ডা বা গরম বাতাস প্রবেশ করে তাহলে রোগের মাত্রা বেড়ে যায়। তাই শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর প্রকোপ।

এ্যা জমার উপসর্গগুলো সাধারণত রাতে বা খুব সকালে বেশি হয় এবং শ্বাস নালিতে কোন ধরনের এ্যা লজেন প্রবেশ করলে বা তাপমাত্রা পরিবর্তিত হলে এ উপসর্গের তীব্রতা বেড়ে যায়। কারও কারও ক্ষেত্রে কা শি বা শ্বাস কষ্ট, বুকে বাঁশির মতো শোঁ শোঁ শব্দ শুরুর আগে নাক বা বুক চুলকায়, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। ওপরের উপসর্গ গুলোর সঙ্গে বংশে কারও যদি এ্যাজমায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে ধরে নেওয়া যায় তার এ্যাজমা রয়েছে।

এ্যা জমা / হাঁপানি যে কোন বয়সে হতেই পারে। তবে শিশুদের ক্ষেএে এইরোগ বেশি দেখা যায়। দেখা গেছে কার ও কার বংশগত কারণে বা পরিবেশগত কারণে ও এ রোগ হতে পারে। এ ছাড়া ধুলোবালির মধ্যে থাকা মাইট নামের ক্ষুদ্র কীট, ফুলের পরাগরেণু থেকে, পশু পাখির পালক ছএাক,মল্ট, ইস্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়ার মধ্যে যারা থাকে তাদের এ রোগ হতে পারে। এ ছাড়া মানসিক চাপে থাকলে হাঁ পানি / শ্বাস কষ্টের তীব্রতা বেড়ে যেতে পারে। কারও কার ও ক্ষেত্রে বিভিন্ন সুগন্ধি, মশার কয়েেল বা কার ও কার ও কিটনাশকের গন্ধ থেকে ও শ্বাস কষ্ট বেড়ে যেতে পারে..

এ্যাজমার বয়স যত বৃদ্ধি পাবে এর সমস্যার পরিধি ও তত বৃদ্ধি পাবে।তাই উক্ত সমস্যা থেকে স্থায়ী সমাধান পেতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন!!

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!!!

এই শীতে....হা'পা'নী শ্বাস,কষ্ট সমস্যা কে বিদায় দিন।"সম্পুর্ন  নিয়ন্ত্রণ করুন, শতভাগ ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট এর সাহায্য...
02/01/2023

এই শীতে....
হা'পা'নী শ্বাস,কষ্ট সমস্যা কে বিদায় দিন।
"সম্পুর্ন নিয়ন্ত্রণ করুন, শতভাগ ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট এর সাহায্যে!!"

❝ইন,হেলার ও মেডি,সিন ছেড়ে দিন মাত্র ৭-১০ দিনে❞

এছাড়াও আমরা দিচ্ছি সার্বক্ষণিক, প্রশিক্ষণপ্রাপ্ত কন্সাল্টেন্ট কর্তৃক গাইডলাইন ও ফ্রি পরামর্শ। আপনার সমস্যার বিস্তারিত উল্লেখ করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিন আমাদের কন্সাল্টেটিভ বিস্তারিত সিরিয়াল অনুযায়ী যোগাযোগ করবেন।

☑আপনারা পাবেন দেশের যেকোন প্রান্ত থেকে হোম ডেলিভারি সুবিধা, ঘরে বসে পণ্য পাবেন অগ্রিম কোন পেমেন্ট ছাড়াই!!

বিস্তারিত জানতে ও অর্ডার করতে Send Message এ ক্লিক করুন অথবা সরাসরি কল করুন-01856034972।

02/01/2023
02/01/2023

প্রি গ্রাহক,, আপনার উদ্দেশ্যে বলি,,, আপনারা অনেকেই আমাদের প্রোডাক্ট ইউজ না করেই বাজে মন্তব্য করেন,, এটা আমাদের প্রতি একটি জুলুম,, আপনার সমালোচনার অধিকার আছে যদি সত্যিই আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে লাভবান না হোন,, কিন্তু অনেক কেই দেখা যায় অন্য কোথাও অনলাইন থেকে কিছু কিনে প্রতারিত হয়ে তার উপর ভিত্তি করে কোনো প্রমাণ ছাড়াই আমাদের সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন,, এটা অন্যায়,, আমরা অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন সেবা করে আসতেছি,, আলহাদুলিল্লাহ আমাদের অসংখ্য পজেটিভ রিভিউ আছে,,, একটা প্রোডাক্ট পৃথীবির সকল মানুষের শরীরে সমানভাবে কাজ করবে এটা ভাবা টা অবাস্তব,, ক্ষেত্র বিশেষ অনেকের ক্ষেত্রে আশানুরূপ রেসাল্ট না ও আসতে পারে,, সেটার জন্য আমাদের কাউন্সিল বোর্ড আছে যারা কিনা প্রোয়োজনবোধে প্রোডাক্ট চ্যাঞ্জ করে দেয়,, তারপর ও কোনো বেনিফিটেড না হলে আমরা কাস্টমার কে ৬০% টাকা রিটার্ন করি,,, তাই আপনি যদি সত্যিই আমাদের প্রোডাক্ট নিয়ে উপকারী না হোন,, তাহলে আপনি আমাদের মেমোসহ যাবতীয় ডকুমেন্টস সহকারে ইনবক্সে অভিযোগ করুন,, তাতেও যদি কোনো সমাধান না পান তাহলে অইগুলোর স্কিনশট সহ আপনি কমেন্ট এ নেগেটিভ মন্তব্য করুন,,, অন্যথায় অহেতুক আমাদের উপর ভিত্তিহীন কোনো অভিযোগ করবেন না,,, ধন্যবাদ

02/01/2023

সাইড ইফেক্ট: সাধারণত সাইড ইফেক্ট থাকে ক্যামিকেল বা ড্রাগ দিয়ে তৈরি ঔষধে।আমাদের প্রোডাক্ট টি সম্পুর্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। কোন মেডিসিন বা ক্যামিকেল কিছু দেয়া হয় না।এছাড়া বাংলাদেশ সাইন্সল্যাব কর্তৃক পরিক্ষিত ও অনুমোদিত প্রোডাক্ট। কোন সাইড ইফেক্ট নেই,শতভাগ রিস্ক ফ্রি।

02/01/2023

ফুড সাপ্লিমেন্ট এটা কোনো এলোপাতি বা হোমিওপ্যাথি কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়,,, এটা সম্পুর্ণ ন্যাচারল আইটেম এর সমন্বয়ে তৈরি বিজ্ঞান ভিত্তিক একটি ফর্মুলা,,

গবেষকরা গবেষণা করে প্রকৃতির প্রতিটি উপাধান কে মানুষের উপকারে ব্যাবহারের লক্ষেই এর আবিষ্কার,, কারণ সৃষ্টিকর্তা এমন কোনো রোগ মানব দেহে দেন না যার প্রতিষেধক তিনি প্রকৃতির মাঝে রাখে নাই,,,

সাধারণত প্রত্যেকটা খাবার বা ন্যাচারাল আইটেম এর একটা গুণ থাকে,, যা মানুষের দেহের কোনো না কোনো একটা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে,,, বিজ্ঞান আজ উন্নত হয়েছে তাই গবেষণায় বিষয় গুলো স্পষ্ট হয়ে আসছে,,

অনেকেই ফুড সাপ্লিমেন্ট কে হারবাল এর সাথে মিলাই ফেলে বলা হয় যে হারবাল ও তো আমাদের মতই,,, কিন্তু বাস্তবতা ভিন্ন,, হারবাল এর হিস্টোরি যদি দেখেন,, দেখবেন দাদা কবিরাজ ছিলো সেই সুত্রে বাবাও কবিরাজ তার সুত্রে ছেলেও কবিরাজ সম্পুর্ন বংস পরামপরায় একটা বিষয় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের নেই,,,

আর ফুড সাপ্লিমেন্ট একটি বিশেষজ্ঞ প্যানেল দারা গাইড লাইন করা হয়,, প্রতিটি সাপ্লিমেন্ট আবার সাইন্সল্যাব কতৃক টেস্ট করা হয়,, তারপর বাজারজাত করা হয়।

02/01/2023

আমাদের সাপ্লিমেন্ট টি হচ্ছে ঃআদা,ওমেগা-৩,পিপুল,আকন্দ ফুল,লালবচ,শোদিত শিলজিত,হরতকি,যষ্টিমধু এবং আরো ৩৬ টি দেশি বিদেশি উপকরণ দিয়ে তৈরি করা হয়। এটি তে কোন রকম কেমিক্যাল বা ড্রাগ মিক্স করা হয় না যার কারণে এটি খাবারের মত কাজ করে। প্রাকৃতিকভাবে ফুসফুস কে সুস্থ করে তুলো এবং ভিটামিন এর ঘাটতি পূরণ করে।

পরিশ্রমের পর আমরা হাঁপাতে থাকি। একটু দৌড়ালে বা পরিশ্রম করলে সবারই শ্বাসপ্রশ্বাস দ্রুততর হয়। এটা কিন্তু শ্বাসকষ্ট নয়। যদি...
02/01/2023

পরিশ্রমের পর আমরা হাঁপাতে থাকি। একটু দৌড়ালে বা পরিশ্রম করলে সবারই শ্বাসপ্রশ্বাস দ্রুততর হয়। এটা কিন্তু শ্বাসকষ্ট নয়। যদি শ্বাসপ্রশ্বাসের হার বৃদ্ধির পাশাপাশি নিশ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হয়, তাহলে তাকে শ্বাসকষ্ট বলে। এটি আসলে রোগের লক্ষণ। সঠিক ও সুষ্ঠু চিকিৎসায় এ সমস্যা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

অনেকেই মনে করেন, শ্বাসকষ্ট মানেই হাঁপানি। কিন্তু সব শ্বাসকষ্টই হাঁপানি নয়। হাঁপানি হলে বিশেষ ধরনের শ্বাসকষ্ট দেখা দেয়। এটি হঠাৎ করে শুরু হয়। এরপর বুকের ভেতরে বাঁশির মতো শব্দ হতে থাকে। একই সঙ্গে কাশি ও বুকের ভেতর শ্বাস বন্ধ ভাব অনুভূত হয়। হাঁপানি ছাড়াও হৃদ্‌রোগে শ্বাসকষ্ট হতে পারে। হৃৎপিণ্ডের বাঁ দিকের অংশ অকেজো হয়ে পড়লেও তীব্র শ্বাসকষ্ট হয়। এর নাম হৃদ্‌যন্ত্রের হাঁপানি। এর কারণ ফুসফুসের নিচের অংশে পানি জমা হওয়া। এত সমস্যায় রোগী শুয়ে থাকতে পারে না, চিত হলেই বাড়ে। ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের হাঁপানি—উভয় রোগের ক্ষেত্রেই শ্বাসকষ্ট থাকে।

অ্যাজমা বা হাঁপানি আসলে শ্বাসনালির অসুখ। যদি কোনো কারণে শ্বাসনালি অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের উত্ত...
02/01/2023

অ্যাজমা বা হাঁপানি আসলে শ্বাসনালির অসুখ। যদি কোনো কারণে শ্বাসনালি অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের উত্তেজনায় উদ্দীপ্ত হয়, তখন বাতাস চলাচলের পথে বাধার সৃষ্টি হয়, ফলে শ্বাস নিতে বা ফেলতে কষ্ট হয়। * জেনেটিক কারণে যাদের অ্যালার্জি হয়। * বংশে মা-বাবা, দাদা-দাদি বা অন্য কারো হাঁপানি থাকলে হতে পারে।

প্রশ্ন : অ্যাজমা রোগটি আসলে কী?উত্তর : ফুসফুসের অনেক রোগ আছে। অ্যাজমা মানে হলো হাঁপানি রোগ। কিন্তু হাঁপানি যে শুধু অ্যাজ...
07/12/2022

প্রশ্ন : অ্যাজমা রোগটি আসলে কী?

উত্তর : ফুসফুসের অনেক রোগ আছে। অ্যাজমা মানে হলো হাঁপানি রোগ। কিন্তু হাঁপানি যে শুধু অ্যাজমার কারণেই হয়, সেটি নয়। সিওপিডি আছে, নিউমোনিয়া আছে—এসব শুধু ফুসফুসজনিত কারণে হয়। আবার হার্টের কিছু কারণেও শ্বাসকষ্ট হয়। যেমন : একিউট লেফট ভ্যান্টিকুলার ফেইলিউর, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এগুলো হলো কার্ডিয়াক কারণ। আবার অন্য কিছু আছে, যেমন—এনিমিক হার্ট ফেইলিউর। শরীরে রক্ত অনেক কমে গেছে। তাহলেও শ্বাসকষ্ট হবে। আবার অধিক মোটা মানুষের শ্বাসকষ্ট হয়।

সুগারের মাত্রা যদি বেশি বেড়ে যায়, তাহলেও শ্বাসকষ্ট হয়। আবার ফাংশনাল ডিজঅর্ডার বলে একটি বিষয় রয়েছে, মানে রোগ নেই এর পর শ্বাসকষ্ট হচ্ছে। তাই হাঁপানি বিভিন্ন কারণে হতে পারে। তবে অ্যাজমাই এর একটি কারণ নয়।

Address

Chattogram
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Natural Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram